নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য -২০- নিঃস্ব লহরী

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫১



তুমি সমুদ্র দেখেছো কি?
ফেনিল উর্মিলহরী?
রাত্রিবাস যার সেই বিরান পথে
যেখানে আমি ভাসি একাকী ম্লানায়মান প্রশ্ন!

কেনো ক্ষুরধার হীরের ঝলকের মত পূর্ণিমারাত
যেখানে জ্বলত হাজার তারার ফুল
স্বপ্নীল পরীডানা ভেঙে আজ ফিকে হয়ে যায়?
এখন কেন ভেসে আসে শুধু কলঙ্কিনী ভূতুড়ে
অমাবস্যা মাখা কালোচিত মেঘেদের ভীড়?

তুমি সমুদ্র দেখেছো?
সেই উর্মিলহরী?
যেখানে খুঁজে ফিরি আজো অজস্রবার
সেই সব ফেলে আসা স্মৃতি
যেখানে হাতড়ে দেখি বুকের অতলান্ত...
যার ঢেউখেলানো জল জানে
কথার মালা, হাসির স্পন্দন
যারা কখনো বা সাজায় শত কাব্য বুদবুদ....

তুমি সমুদ্রজল দেখেছ কি?
গাঢ়তর বুকের নীল
কিংবা নীড়হারা গাংচিল?

থাক সে কথা; শুধু বলি
এখনো রাতের জ্যোৎস্না ভেজা সমুদ্রতটে
তুমি বিনে বিনেত্র দেখি চাঁদেরকণা
কলঙ্ক পূর্ণিমায় উগড়ে শত অব্যক্ত কথাকলি
আর এলোমেলো হই কক্ষপথহীন
আমি এক নিঃশেষ ধ্রুব;
প্রখর রুদ্র অনীল বয়ে নিঃশেষ তুফান
ব্যর্থ আস্ফালন|

তাই সমুদ্র অর্গল বলে ফিরে যাও শঙ্খচিল,
বিপন্ন তুমি|

তবুও নিঃশেষ এক চেয়ে অপলক
অজানা উর্মি পথে....
উম্মাদ আকাঙ্ক্ষায় ভেসে নিতে
সব মালাবার ঢেউ....
আর জপি একাগ্রচিত্তে
আমার অস্তিত্ব হোক আজ নীলাম্বু সলিল,নীলাম্বু ঘন...



সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৫২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা +

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:


সুন্দর অনুভবে ধন্য হ'লাম! শুভেচ্ছা জানবেন!

২| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:১০

সোহানী বলেছেন: ছবিটা ফাটাফাটি...

কবিতায় ভালোলাগা।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতায় আপনার অনুভব অনুপ্রানিত করে গেল। অশেষ ধন্যবাদ!

৩| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:১২

আখেনাটেন বলেছেন: কেনো ক্ষুরধার হীরের ঝলকের মত পূর্ণিমারাত -- ভালো লেগেছে লাইনটি। সাথে কবিতাও।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতার লাইনটি আপনার ভাল লাগায় ও কবিতায় ভাল লাগায় কৃতজ্ঞতা রইল! প্রীতি ও শুভেচ্ছা জানবেন!

৪| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কবিতা গড়েছেন ভাই!! পড়ে ধন্য হলাম।

কবিতা পড়ে মনে হলো নিজের কথাগুলোই বলছি মুখে।। গ্রেট ভাই।।

শুভকামনা জানবেন সবসময়।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতায় আপনার প্রাণখোলা উচ্ছ্বাসোক্তি পেয়ে খুব খুশি হ'লাম। এমন অনুভবনীয় মন্তব্যে কৃতজ্ঞতা জানাই! ভাল থাকুন নিরন্তর! শুভকামনা!

৫| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৭

উদাস মাঝি বলেছেন: একরাশ ভাল লাগা :)

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:


আপনাকে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন সবসময়!

৬| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৩:২৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল কবিতা।

২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৫

ভ্রমরের ডানা বলেছেন:

ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। আশা করি ভালই আছেন। আপনার প্রতি রইল অনিঃশেষ শুভেচ্ছা!

৭| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৩

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার কবিতাগুলোতে ছন্দের পাশাপাশি কেমন যেন একটা তাল, সুর থাকে! মনে মনে আবৃত্তি করতে এবং আনমনা কোন সুরে গুনগুন করতেও ভালো লাগে!

বরারবের মতোই অসাধারণ। ধন্যবাদ।
শুভেচ্ছা।

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:




আবৃত্তি করে ফেলুন না। ইউটিউবে ছেড়ে দিন.... হা হা হা.... আপনি যে আমার কবিতা পড়েন তা জানা ছিল না। সৌভাগ্য বটে....


এই অধমের সাধারণ কিছু কথার ভুবনে আপনাকে স্বাগতম..... শুভেচ্ছা..... ধন্যবাদ....



ভালবাসা জানবেন!

৮| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:


জলকাব্যে জলের ঘ্রাণ বেশভাবে ছড়াচ্ছে। ভাল লেগেছে জলের নিঃশ্বাস । হৃদয় জুড়ে জলাক্রান্ত দেহ !

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভবনীয় মন্তব্য! কবিতার সমস্ত অনুভব শুষেছেন বুঝি..... জল নিয়ে এ কাব্যে কি সব লেখেছি জানি না..... তবে লেখেই শান্তিজল.... নিলাম্বু সলিল....




অনুভবে শুভেচ্ছা কবি!

৯| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৪

সুমন কর বলেছেন: চমৎকার এবং সুন্দর।

শুভ দুপুর।

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


সুমন ভাই,

আপনি একজন অনুপ্রেরণা রিপিটার........


শুভদুপুর!!

১০| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৩

শায়মা বলেছেন: খেলিছে জলদেবী!
সুনীল সাগর জলে!!!!!!!

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪২

ভ্রমরের ডানা বলেছেন:



পোসাইডন্ পোসাইডন্ প্যথেটিক্ পোয়েট্রি্......


"ডি-লা গ্রান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক" :D :D


ধুয়ে দিলা আপু....

১১| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০২

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



বড্ড বেশী জটিল শব্দের এলোপাথারী ঢেউ । নাকানি চুবানী খেতে হচ্ছে ।

যেখানে আমি ভেসে একাকী ম্লানায়মান প্রশ্ন? এই লাইনটি বোধগম্য হলোনা !

তবে কবিতার এইটুকু ভালো লেগেছে ----
" তুমি সমুদ্রজল দেখেছ কি?
গাঢ়তর বুকের নীল
কিংবা নীড়হারা গাংচিল? "

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:



যেখানে আমি ভেসে একাকী ম্লানায়মান প্রশ্ন? এই লাইনটি বোধগম্য হলোনা ! - বিরক্তি আসবেই। স্বাভাবিক! যাক আপনি ধরেছেন। এখানে ম্লানায়মান প্রশ্ন আমি তাহার কাছে। জিনিসটা ক্লিয়ার করা হয়নি। ইচ্ছাকৃত ভাবেই!


যেটুকু লেগেছে ভাল তাতেই কৃতজ্ঞতা। ছোটখাটো লেখকের ছোট দুচারটে লাইন কালে অব্দি ভাল হয় বৈকি! তা কম কিসে....



অনন্ত শুভেচ্ছা কবি!

১২| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

সামিয়া বলেছেন: আমি সমুদ্র দেখেছি
সমুদ্রের গভীর ঘন নীল সতেজ বর্নিল ঢেউ দেখেছি,
গাঙচিল ডানায় ঘুরে ঘুরে ভুলে গিয়েছি
একাকিত্ব, হতাশা, বিরহ, ব্যাথা কষ্ট।

কবিতায় ভালোলাগা।।++++++

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:

হা হা হা....... বেশ বেশ..... খুব ভাল...... কবিতার জবাব পেয়েছি!



মুল্যবান অনুভব শেয়ারে ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর!

১৩| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৪

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,


প্রতিমন্তব্যে ধন্যবাদ ।

বিষটি লাইনটি ক্লিয়ার করা না করার ব্যাপার নয় । আগের লাইনের পরে এই লাইনটি কোনও অর্থ বহন করেনা । বাক্যটি অসম্পূর্ণ ।

ক্লিয়ার না করতে চাইলেও লাইনটি হওয়া উচিত এমন -
যেখানে আমি ভাসি একাকী ম্লানায়মান প্রশ্ন ! "?" চিহ্ণটি হবেনা ।
অথবা এমন --
যেখানে আমি ভেসে আসি/থাকি একাকী ম্লানায়মান প্রশ্ন !

বোঝাতে পেরেছি কি ?
শুভেচ্ছান্তে ।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৮

ভ্রমরের ডানা বলেছেন:


জ্বী বুঝেছি! ভাগ্যিস আপনি ছিলেন... মুখপুড়ো কবিতার লাইনগুলো কেমন তিড়িংতিড়িং করে বেড়িয়ে গেল বুঝতে পারলুম না। নাহলে কি আর এমন ভুল হয়।

ত ও বা ত ও বা....... ঠিক করে নিলুম গুরু... আশা করি এবার ঠিকাচ্ছে....

আপনাকে কবিতায় কষ্ট দেবার জন্য দুঃখিত!

১৪| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭

ইমরান আল হাদী বলেছেন: "আমি এক নিঃশেষ ধ্রুব;
প্রখর রুদ্র অনীল বয়ে নিঃশেষ তুফান
ব্যর্থ আস্ফালন"
কবিতার সমস্ত ভাললাগা নিলাম
এই পঙ্ক্তি থেকে ক্ষমা করবেন।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪২

ভ্রমরের ডানা বলেছেন:



কিছু যায়গায় জটিলতা রয়েছে বটে! দুঃখিত! কবিতায় আপনার মুল্যবান অনুভব পেয়ে ধন্য হ'লাম! শুভেচ্ছা অফুরান!

১৫| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৪

জাহিদ অনিক বলেছেন: শায়মা বলেছেন: খেলিছে জলদেবী!
সুনীল সাগর জলে!!!!!!!


কাকতালীয়ভাবে আমিও এই গানের কথাই ভাবছিলাম


জল ছল ঊর্মী নূপুর শ্রোতনীরে বাজে সুমধুর
জল চঞ্চল ছল কাঁকন কেউর
ঝিনুকের মেখলা কটিতে দোলে।।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:


এটাকি তবে নজ্রুল গীতি ছিল, কিছুই বুঝে উঠতে পারছি নে অনিক ভাই.... ডি লা গ্রান্ডি ম্যাফিস্টোফিলিস ইয়াক ইয়াক.....



এর সাথে এই কবিতায় কি মিল? আমি বুঝতে পারছিনে... তবে গানটা মায়াময়...



যাকগে শুভেচ্ছা জানবেন!

১৬| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৭

জাহিদ অনিক বলেছেন: . ডি লা গ্রান্ডি ম্যাফিস্টোফিলিস - ইহা কি জিনিস? বুঝতে পারছি না। বুঝায়ে কন !

ইহা নজরুল গীতি না। আপনার কবিতার দুই একটা শব্দ আছে এমন, যা পড়ে পাঠকের মনে, যারা যারা নজরুলের ঐ গানটা শুনেছে, বেশ মন দিয়ে শুনেছে তাদের গানটার কথা মনে উঠতে পারে।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১১

ভ্রমরের ডানা বলেছেন:

ইহা নারায়ন গঙ্গোপাধ্যায়ের টেনিদার ডায়লগ! মনে পড়ে গেল তাই মেরে দিলুম! তবে যাই হোক এবার বুঝিলাম নজরুল গীতি ধাঁধাঁ....


জানিয়ে বাচালেন মশাই! শুভরাত্রি

১৭| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:


সমুদ্রের বিশালত্ব দেখেছি; সমুদ্রে মাছ কমে যাচ্ছে, এর বাহিরে সমুদ্র নিয়ে মাথায় কিছু আসেনি

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:



সমুদ্রে মাছ কমে যাচ্ছে, যাক না। এতো অনিবার্য! আর সমুদ্রের বিশালত্ব দেখে আমরা ভুলে গেছি তার একাকিত্ব ব্যাথা.... সমুদ্রবেলায়য় হেলে পড়া সূর্যের আভায় সমুদ্র অভিসারী মন কি করে বুঝবে মাঝ দরিয়ায় অমাবস্যা মেঘে ঘুটঘুটে অমনিশা... সমুদ্র মরে যাচ্ছে...

১৮| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৭

জাহিদ অনিক বলেছেন: শুভ রাত :-B

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:


Thank you Mr. Anik. Have a sound sleep. Sweet dream.

১৯| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৪

জাহিদ অনিক বলেছেন: আমি Onik লেখি :(

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৯

ভ্রমরের ডানা বলেছেন:


Then I am sorry Mr. Onik... Good night.... sleep tight।।।

২০| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:২১

জাহিদ অনিক বলেছেন: হু, গুড নাইট :-B

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার কবিতাটি পড়ছি! আপনার কবিতায় মরু শব্দটি বারবার আসে। বিশেষ কোন কারন আছে কি?

২১| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৮

জাহিদ অনিক বলেছেন: মরুর পশুর জলের অভাব, চাতকের মত ভাব দেখানো অভাব না, সত্যিকারের জলের অভাব।
আমার ধারনা, আমার কবিতাদেরও সত্যিকারের জলের অভাব আছে।

কবিতা পড়েছেন বলে ধন্যবাদ দিয়ে ফরমালিটি দেখাতে হবে? হবেই কি ?

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার ঘুম জরুরী! ঘুমান।

২২| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৩

জাহিদ অনিক বলেছেন: যাই, ঘুমাই গিয়া। নাহলে কখন আবার মুরুর বুকে মরীচিকা হাজির হয় !

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩২

ভ্রমরের ডানা বলেছেন:


বিভ্রান্তি ঘোর....মরীচিকা...

২৩| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৩:৩৫

রোকসানা লেইস বলেছেন: জীবন বাবু, একটু বেশী পড়া হয়েছিল মনে হয় কবিতা লেখার আগে। কিছু শব্দ মাথা থেকে কবিতার লাইনে নেমে গেছে।
শব্দমালা মিলে কিছু একটা হয়েছে কিন্তু মন দখল করতে পারল না। কিছু শব্দ এলামেলো কি জুড়ে দেওয়া হয়েছে
ভালো লাগেনি। আরেকটু সহজ করা যেত।
অফটপিক: ছবিটা সমুদ্র জোছনা দেখার কথা মনে করিয়ে দিল।
পিছনটা কালো নয় নীলাভ আলোর বিচ্ছুরণ। অনেক চেষ্টা করে ছবি তুলতে পারিনি। মাথায় শুধু গাঁথা আছে.......অপূর্ব

২৬ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

ভ্রান্ত ধারনা। জীবনবাবু বিগত ছমাস পড়াই হয়নি। কিছু শব্দের ব্যাবচ্ছেদটা আরেকটু মাথায় নিলে হয়তবা মাথায় বসে থাকতে পারত... শব্দ মালায় এমন কিছু নেই যে বোধগম্য নয়। প্রতিটি শব্দই কবিতার সোপান। ভেবেচিন্তেই গাথা। তবে এটা ঠিক যে সব কবিতা সবার আয়ত্তে আসে না। দৃষ্টিকোন ভেদে পাঠক কুলের এটাই বৈচিত্র্য। ছবিটা শুধুই প্রতীকী! আর আমি যেমন দেখেছি তেমন লেখেছি। প্রকৃতির মতই কবিতাদেরও অবয়ব থাকে। কারো কাছে কালো কারো কাছে নীল.... লেখালেখির প্রাথমিক শিক্ষা এটাই!



আপনার মতামত শেয়ারে অশেষ ধন্যবাদ!

২৪| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: আবৃত্তি করে ফেলুন না। ইউটিউবে ছেড়ে দিন.... হা হা হা.... আপনি যে আমার কবিতা পড়েন তা জানা ছিল না। সৌভাগ্য বটে....
দরকার নেই অতো করার। আপনি যে ভুলোমনা মানুষ আপনাকে না বলেই কবিতা চুরি করেছি এমনও বলতে পারেন! এই যে এই, আপনি জানেন না মানে? আমি আড্ডাঘরে আপনাকে বলেছিলাম যে আপনার কবিতা বেশ নিয়মিতই পড়ি। আর কিছু কবিতায় আগেও কমেন্ট করেছি। আরেহ এর আগের কবিতাটিতেও তো মনে হয় কমেন্ট করেছি। আমি কি এতদিন অদৃশ্য মানবী ছিলাম? তিনি আজ সৌভাগ্য বোধ করছেন! ;) :D

হাহাহা, মজা করলাম ব্যাস। কিছু মনে করবেন না।

ধন্যবাদ। শুভেচ্ছা। ওয়েলকাম।
ভালবাসা জানলাম!

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৬

ভ্রমরের ডানা বলেছেন:



ইউটিউবে আপনার মত করে আবৃতি করে দিন। কোন আপত্তি নেই। চুরির কথা বলছেন কেন? আপনি যদি আবৃতি করে ইউটিউবে চ্যানেল খুলেন আর আমার কবিতা পাঠ করেন সেটা তো আমার সৌভাগ্য বটেই। কবিতা লেখি নিজের জন্যে। এ কবিতায় যদি কারো ভালো লাগা থাকে তবে সেটাই কবিতার বাড়তি পাওনা। আমার মত অধম লেখকের পাঠক রয়েছে তাও আবার নিয়মিত তা ভাবতেই পারিনি। আর আপনি ঠিকই ধরেছেন। আমি কিছুটা ভুলোমনা বটে। নইলে কিভাবে ভুলে যাই এমন এক্সট্রিম মানবীর কথা। ক্ষমাগুণে দেখবেন জনাবা!


আপনার মজা খেয়ে হেসে কুটিকুটি হ'লাম।কিঞ্চিৎ লজ্জাও পেয়েছি বটে। এখন বলুন ইউটিউব লিংকটা কবে পাচ্ছি? নিজের কবিতা মানবীর গলায় শুনে দেখি আবহ কেমন! কবিতা আমার যাই হোক ছাইপাঁশ আপনার আবৃতি হিট হবে এই বিশ্বাস আমার সর্বদা!



সমুদ্রজল কবিতার অতলান্তের ভালবাসা রইল সামু পাগলী! শুভকামনা!

২৫| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০১

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ডানা ভাই।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৩

ভ্রমরের ডানা বলেছেন:




পাঠে ও অনুভবে অশেষ শুভেচ্ছা জানবেন! ভাল থাকুন নিরন্তর!

২৬| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

সনেট কবি বলেছেন:




কবি ভ্রমরের ডানার ‘জলকাব্য -২০- নিঃস্ব লহরী, এর সার মর্ম-

কবির একাকী যাত্রা রাতের সমূদ্রে
যেথা পূর্ণিমায় ভাসে কালোচিত মেঘ
যাতে কবি খুঁজে ফিরে ফেলে আসা স্মৃতি
বুকের অতলান্তে যা কাব্য বুদ বুদ।
প্রিয়াহীন কবি দেখে সমূদ্র পূর্ণিমা,
চাঁদের কলঙ্কে তোলে অব্যক্ত কথার
গুচ্ছ যাতে এলোমেলো কবি কক্ষচ্যুত
একাকিত্বে করে যায় ব্যার্থ আস্ফালন।

তথাপি নিঃস্ব লহরী নিঃসঙ্গ জীবন
একাকিত্বে, নীলঘন সাগরের জল
হতে চেয়েছেন কবি তাঁর কামনায়।
যেন সে ঘন জলের ঘনত্বে কবির
আজন্ম লালিত স্বপ্ন উম্মাদ আকাঙ্খা
ভেসে যেতে পারে কোন অজানা গন্তব্যে।


২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

আপনি কবিতার ভাব নিখুঁত করে বের করেছেন। অসাধারণ কবি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.