নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য - ২ - একপাঞ্জা রম্য লিমেরিকস

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৮




১। কবি

নবিশ আমি কবিতা লেখেছি যত
আশেপাশে গুঁত্তাও খাইছি তত;
কেউ বলে চল ডান কেউ বলে বাম
বুঝিনা তো আমি কিছুই; কবিতা বদনাম,


কবিদের হাটে আমি লজ্জাবনত!


২। কলিগ

তুই ভাই অফ যা আর না মাথা খাইস
রাজনীতির এই ফাউ পাচ্যালে খালি খালি চিল্লাইস,
বাঙালি হইছস বলে চাপায় এত জোর
যা বাবু ঘরে যা, নয় বৌয়ে দেবে দৌড়!


কি কমু ভাইজান আর সব হালায় বদমাইশ...


৩। বস


এই যে মিস্টার ফাইলটা কেন রেডি নাই
আর কত বাহানা আরও কেন সময় চাই?
অনেক সময় দিয়েছি তো দিলাম আরো দিনটা
তিন বছরের অডিট বুঝি নইলে চাকরি ঘন্টা।

বস তুমি এমন কেন খালি কর খাই খাই...


৪। জিগরি দোস্ত

বন্ধু আমার বিয়ের ডালায় পাশে তাহার কনে
তুড়ুঙ তুড়ুঙ বেল বাজিল মনের টেলিফোনে
আমি তো ভাই মনে মনে প্রমোদ গুনে বলি
এতো করে বলার পরেও পুজোর পাঁঠাই হলি!

বিয়ের টাইম আসার আগেই বিয়ে করলি কেনে?


৫। কোরবানি


কুরবানিটা আইসা গেল খামু সব গোশ্
সেল্ফি দিমু ফেসবুকেতে আমার গরু জোশ
পাড়ার মেয়ে এঞ্জেলিকা তোমায় দিমু পোক
সাথে আছে ইউরোকোলা খাইবানি দুই ঢোক!

নতুন যুগের পোলা আমি আমার কি দোষ!



সর্বস্বত্ব সংরক্ষিত



অন্ত্যমিলঃ প্রথম+দ্বিতীয়+ পঞ্চম লাইন এবং তৃতীয়+চতুর্থ লাইন

মন্তব্য ৭৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪৪

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: মজা পেলাম =p~

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ২:০৫

ভ্রমরের ডানা বলেছেন:




এক্কেবারে যারে ভাবছিলাম তারেই পাইছি.... কবিতা নাহি বোঝেন তাই না.... =p~ এবার ঠিকাচ্ছে মাম্মা.... =p~ সেই মজা না
=p~ ..... ফিলিংস.... =p~ পুরাই ঝাক্কাস.... =p~




প্রথম অনুভবে শুভেচ্ছা স্বপ্নের ফেরিওয়ালা!

২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫৮

উদাস মাঝি বলেছেন: দারুণ ! :D

তয় তুড়ুঙ তুড়ুঙ জিনিশটা বুঝলাম নাহ

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ২:০৯

ভ্রমরের ডানা বলেছেন:



হিসাবডা সহজ। ইডা ব্যাকরণে অনুকার অব্যয় আরকি... টেলিফোন বাজার শন্দ শুনেন নাই ওই রকম। আরো ক্লিয়ার কইরা দেই। ঘেউ ঘেউ, ডিব ডিব, মিউ মিউ, ট্যাঁ ট্যা, এই রকম শব্দ গুলা অনুকার অব্যয়!

=p~



পাঠ্যানুভব শেয়ারে ধন্যবাদ! ভাল থাকুন সবসময়!

৩| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ২:০৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ডানা ভাই, আমি বড় মাপে কবি হতে গেলে আমাকে কী করতে হবে! আপনি তো এ ব্লগে বড় কবি। একটু বুদ্ধি আমাকে দিবেন। আমার ব্লগে জনপ্রিয়তা বাড়াব কমতে? কঠিন শব্দ চাষবাস করতে হবে নাকি।আমি তো শব্দ বেশি জানি না। তবে আমার কী হওয়ার শখ মিটবে না।আজ দেখলাম দুই ব্লগার লিখেছেন ব্লগে পোষ্ট হিট না হওয়ার কি জ্বালা নিয়ে।আনেক দিন পরে ব্লগে এসে দেখি এই অবস্থা। এখন পুরাতন পাগলেরা ভাত পাচ্ছে না, আমি আবার নতুন পাগল হিসাবে আমদানি হবো নাকি। তাদের আন্তরিকতার অভাব না থাকলে,এমন অবস্থা হতো না।নিজেদের সেলেব্রিটি মনে করলে যা হয় আর কি।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৩:১৫

ভ্রমরের ডানা বলেছেন:




কারে কি কও রে ভাই কারে কি কও
অনেক কথা কইছ তুমি এবার একটু বও,
ব্লগে যখন আইসাছিলাম কবিতা লেখার তালে
দুই এক খান লেইখা হালায় থাপ্পড় দিই নিজ গালে
এত চেষ্টা করি তবু কবিতা আসেনা হিটে
চিন্তায় চিন্তায় চোখের নিচে পড়ে গেল কালশিটে
এখনো তো আছি ভাইরে বটতলার নিচে
তুমি আমায় কও কেন বড় কবি মিছে...
আমি যদি কবি হইতো গাছের পাতাও কবি..
দু পাতা লেখেই শান্তি এতেই উসুল সবি..

এবার আসি কাজের কথায় বয়ান দিলাম খুব
কবিতা লেখার সময় কবিতায় দাও ডুব...
মনে আসে যাহা রোজ চক্ষু মুদে লেখ
আশে পাশে চোখ বুলাইয়া দুনিয়াটা দেখ...
লেখবে তোমার মনের কথা যা আসে তাই
সাদা মনের কথায় সুর ছন্দ বেধে যায়..

৪| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ২:১৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: এবার ঠিকাচ্ছে মাম্মা....


বৎস, আমি তোমগো বড়ভাই আর কখনো আমার লগে বেয়াদবি করবা না। :-B মাইন্ড ইট।
আজ বউডা তার আব্বার বাড়ি গেছে বলে তো ঠান্ডা মাথায় ব্লগিং করতে সামু আসলুম।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩১

ভ্রমরের ডানা বলেছেন:




আচ্ছা মামা ঠিকি আছে তুমি বড় ভাই
সামনে ইদের বাজার হাতখরচটা চাই
অনেকদিন হয়া গেল পাইনা আপনজন
কয়েক বার ভাইবাছিলাম দিমু বিজ্ঞাপন
এখন যখন আইয়া পরছ আমার কপাল লাল
টাহা পয়সা যাহা আছে ভাইয়ের পকেটে ঢাল. =p~

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৮

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার পোষ্ট পাইনা কেলা ভাইজান.... কিছু লেহেন.... পড়ি...

৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ২:১৪

জেন রসি বলেছেন: বাহ! কবি ভ্রমনের ডানা
গরম গরম অনুকাব্য
তাও পাঁচখানা!
সুস্বাদু বেশ!
কি করে করি মানা? ;)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:



কেডা কাহারে কয় বাহ বাহ কবি
আমিতো মনে মনে তাহার আঁকি ছবি..
কবিতা লেখে হই নিজের কাছে দোষী
তুমি কও সুস্বাদু বেশ ইহা কি জেন রসি!

ও বুঝেছি রসিকতা সবি.....




আপনার মন্তব্য লিমেরিকে হাওয়া ছিল... কাইত হইয়া গেছি...

৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ২:৫০

সুমন কর বলেছেন: ১ ছাড়া বাকিগুলো মজার। ভালো লাগল।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৩:০১

ভ্রমরের ডানা বলেছেন:



সুমন দা, এক নং এ মজাটা শুধুই আমি নিজের জন্য বরাদ্দ রেখেছি। হা হা হা.... বাকি গুলো আপনার ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হ'লাম। এ লেখার উদ্দেশ্য শুধুই মজা।



আপনার মুল্যবান মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও শুভকামনা! শুভ রাত্রি!

৭| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ২:৫৬

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: আমি ভাউ তোমার মত এতো ছন্দ জানিনে ; তাইলে কেমতে কবিগিরি করমু। আমারও তখন হতাশায় পোষ্ট দিতে ইচ্ছে হবে, তোমরা কেন আমার পোষ্টে মন্তব্য করোনা। :-B তারচেয়ে ভালা হয়, আমি এই ছন্দ শেখার জন্য লিটন দেওয়ান চিশতীর কাছে গিয়ে একটা তাবিজ গলায় ঝুলিয়ে রাখি। তখন এমনিতে আমার ব্লগে অটো লাইক ও কমেন্ট পড়বে এবং আমি একজন জনপ্রিয় ব্লগার হয়ে যামু। কি বলো মামু, থুক্কু। ভাউ =p~

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৩:১৫

ভ্রমরের ডানা বলেছেন:



আরে ছন্দ জান না কিহে এডা কি কও
তাবিজ ফেলাইয়া আইসা এইদিকে বও
লিটল চিশতী কেডা কাম তার কি?
পান্তা ভাতে আজ ঢালিনি তো নিতো ঘি
অটো অটো লাইক পড়ে কও কি ভাই
এমন চিশতী মামা আমিও তো চাই!
তাবিজ আম্রে দাও আমিও হই হিট
মগজের প্যাঁচে প্যাঁচে কবিতার গিট!
খুলমু ক্যামনে আমি ভারি মুশকিল
দেওয়ান চিশতী ভাই দাও মঞ্জিল!

৮| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:২৮

মৌমুমু বলেছেন: সুন্দর ছন্দ মিলিয়েছেন!
ভালোলাগা রইল।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

ভ্রমরের ডানা বলেছেন:


এই টুকটাক চেষ্টা করি আরকি! ছন্দ ভাল লেগেছে জেনে ধন্য হ'লাম! আপনার প্রতি রইল অশেষ শুভেচ্ছা! ধন্যবাদ!

৯| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫০

মনিরা সুলতানা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
শিকারী বেড়াল কিন্তু গোঁফে চেনা যায়।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:



প্রিয় মনিরা আপু,

এই বিড়ালের গোঁফ নেই। পুরাই ভেজিটেরিয়ান মেউ.... :D কিচ্ছু পারি না....



আপনার কমেন্টে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি...

১০| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩১

মোস্তফা সোহেল বলেছেন: বেশ মজার হয়েছে। ভাল থাকুন।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:


মজা দিতে পারলেই স্বার্থক.... শুভেচ্ছা অফুরান! অনুভব শেয়ারে অশেষ ধন্যবাদ!

১১| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ মজাদার অণুকাব্য হয়েছে।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ মাইদুল ভাই। শুভেচ্ছা রইল! ভাল থাকুন সবসময়...

১২| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিদের হাটে আমি লজ্জাবনত! =p~ =p~ :P =p~

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:


আরে কবির ভাই.... হাচা কথা কইছি রে ভাই... আপনি হাসেন কিল্লাই... =p~

১৩| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৭

ধ্রুবক আলো বলেছেন: হা হা হা, সবগুলোই মজার ছিলো। তবে ৫নং টা বেশি মজার +++

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:



মজা দিতে পেরে ধন্য হ'লাম। কবিতায় অনুভব শেয়ারে সহাস্যমুখ ধ্রুবক ভাই, অশেষ ধন্যবাদ।

১৪| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর এবং ফানি

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

সত্যের ছায়া ভাই, আপনার মন্তব্যে অনুপ্রানিত হয়েছি। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। ভাল থাকুন অবিরাম।

১৫| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮

নীলপরি বলেছেন: দারুণ লাগলো । :)

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ নীলপরি! অনন্ত শুভেচ্ছা!

১৬| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩

উম্মে সায়মা বলেছেন: কবিতা এবং মন্তব্যের কবিতাগুলোও মজার। আপনারা কী সুন্দর কথায় কথায় ছন্দ মিলিয়ে ফেলেন #:-S

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১১

ভ্রমরের ডানা বলেছেন:





যখন আমার মুডটা আসে ছন্দ মিলে খুব
দুনিয়াটা ভুলে গিয়ে কবিতায় দেই ডুব
এমন করে লিখতে আমি প্রতি দিনই চাই
মাঝে মাঝে কি হয়ে যায় আর লিখিনা ভাই
লিরিক্স লুরিক্স ভুলে ভাবি ভাবের দরিয়া
বিরহেতে হাবুডুবু জলসমুদ্র লইয়া।
আবার হঠাৎ সুর এলে ভাই লিরিক্স জমে যায়
উথাল পাথাল কাব্য নদী কি করি উপায়।

কবিতার ছন্দেবন্ধে আপনার ভালবাসা দেখে খুব ভাল লাগল। অনন্ত শুভেচ্ছা রইল!

১৭| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মজার মজার অনুকাব্য। ভালো লাগা জানবেন। সুন্দর হয়েছে কাব্য গুলো।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৩

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ নাইম ভাই। এই লেখছি অল্পস্বল্প আরকি! আপনার ভাল লাগায় লেখাটি ধন্য হল। শুভেচ্ছা অফুরান!

১৮| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০

সনেট কবি বলেছেন: খুব গুড হইছে।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৪

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার অনুভবের প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করছি!

১৯| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: =p~ =p~ =p~ ;) :-P :-B

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২২

ভ্রমরের ডানা বলেছেন:


হাসিয়া কুটিকুটি হইতাছি.....

২০| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


চলমান বিষয়ের উপর পদ্য বোধ হয় জনপ্রিয় নয়।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৭

ভ্রমরের ডানা বলেছেন:






রুটির তাওয়ায় সদ্য সেকা রুটিতে হাত দিলে হাতে ঠোস পরিতেও পারে... কোন আহাম্মক এ কাজ করে। কিছু করেছিলাম। সিলেটের বদরুল খাদিজার ঘটনার প্রেক্ষিতে লেখেছিলাম। ভাবলাম বর্তমানে পেপার পত্রিকার যা অবস্থা তাতে হররোজ লেখিতে হইবেক। মাথা নেগেটিভিটির ব্ল্যাকবোর্ড হইয়া যাইবে। আর লেখিলেই বা কি আসে যায়। আমার লেখা কে পড়ে.... নেগেটিভ জিনিস আমার ভাল লাগে না....

২১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: =p~ .......................................... =p~


( কিছু সময় পরে একটা কবিতার মুক্তি হতে পারে ) :P

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩১

ভ্রমরের ডানা বলেছেন:


আসুক দেখি.... আপনার কবিতা পড়িনা কত দিন হল... কিন্তু ব্যাকা হওয়া কবিতা আর কতদিন? একটু রম্য লিরিক্স মারেন...



আসুক দেখি.... আপনার কবিতা পড়িনা কত দিন হল... কিন্তু ব্যাকা হওয়া কবিতা আর কতদিন? একটু রম্য লিরিক্স মারেন...

২২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
এ ব্লগে রম্য লিখি না !!! শুধু কবিতা !! :P

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:




আরে ভায়া, রম্য কাব্য, মারকাটারি ছন্দ দেন না... প্লিজ লাগে

২৩| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪১

তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা, অনেক মজা পেলাম :) :)

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:

মজা পেয়েছেন দেখে খুব ভাল লাগছে। রম্য কাব্যের উদ্দেশ্য মজা দেওয়া...

২৪| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজার তো !!!!

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২০

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ গিউলি ভাই! ভাল থাকুন সবসনয়!

২৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫১

মনিরা সুলতানা বলেছেন: হিসাব তো ভাই বরাবর ই হইল তাই না ;)
গোঁফে শিকারী বেড়াল আর গোফ ছাড়া ভেজা থুক্কু ভেজিটেরিয়ান বিড়াল মেউ B-))

আমার মন্তব্যে আপনার হাঁসি পাবার ই কথা আমি একজন কে চিনি যে এই মন্তব্যের মর্ম উদ্ধার করতে পেরেছে ;আশা করছি সেই মানব এই লেখা পড়ছে অফলাইনে ।

ভালো থাকার শুভ কামনা :)

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:


আপু এবার কিন্তু লজ্জা পেলাম। আমি তেমন কিছু নই। আপনাদের উৎসাহে আর সামুর প্লার্টফর্মে দু চার লাইন লেখি আরকি। যা লিখেছি আপনাদের লেখার কাছে আমার তা নস্যি মনে হয়। তবে মনের কথা লেখি এতে ভালই লাগে এই যা। গোঁফওয়ালা আর ন্যাড়া যাই বলেন আমি কিন্তু নিরীহ গোবেচারা মানুষ।


অফলাইন ব্রাদারকে মিস করি। উনি থাকলে আরো ভাল হত। লেখার শুরুতে উনি খুব উৎসাহ দিছে। এমন মানুষ ব্লগে আজকাল আর দেখি না। মিস হিম ভেরি মাচ. :(

২৬| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৬

সনেট কবি বলেছেন:




অনুকাব্যে ভ্রমরের ডানা

কবিতার ফুলে ফুলে ভ্রমরের ডানা
ঝাপটিয়ে রাতদিন খুঁজে খুঁজে ফিরে
মৌ বিন্দু কাব্য কলির সঞ্চয়েনে সুখে
বিতরণ জন্য সে মৌ সকলের মাঝে।
কাব্য ফুলে উড়াউড়ি দৃষ্টির নন্দন
দেখি তায় ছন্দ দল ঝরে ঝরে পড়ে
অনুকাব্য গড়েকত নিত্য দিন দেখি
পাঠকের সম্মোহনে সে কাব্য দারুণ।

চারপদ্য কবিতায় কতকথা ধরে
অল্পতে অনেক ভাব সুপাঠ্য সহজ
কবিতার এ ভার্সন কি চমৎকার।
এ সময় মানুষের সময়তো কম
ভ্রমরের ডানা বুঝে সে কথা সহজে
অনন্য কবিতার এ করে আয়োজন।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:১৬

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার সনেটগুচ্ছ দিন দিন বেড়েই চলেছে। এটা খুব ভাল লক্ষণ। ধারাবাহিকতা খুব গুরুত্ববহ জিনিস। বিশেষ করে মাইলস্টোন ছোঁয়ারর ক্ষেত্রে। আপনার এমন সনেট অন্যান্য লেখকদের মত আমাকেও অনুপ্রাণিত করেছে। আপনার প্রতি জানাই শুভেচ্ছা ও শুভকামনা।

২৭| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৪

সচেতনহ্যাপী বলেছেন: প্রথম মন্তব্যের উত্তর দেখে ভয়ে আছি, ভাইটি।।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:২০

ভ্রমরের ডানা বলেছেন:


কেন ভাইয়া, ভয় কিসের? প্রথম উত্তরে কি হয়েছে.... মজার প্রতিউত্তর তো.... ইয়াং পোলা... আইসা বলে কবিতা বুঝি না.... তারে পাবার আশায় এই কবিতা লেখা.... যথারীতি সে পড়ছে মজাও নিছে। খুব ভাল লাগে তাকে.....



যাক গে আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

২৮| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৭

সচেতনহ্যাপী বলেছেন: আমিও যে তেমনই বলে থাকি, তাহলে আমার ট্রিটও কি একই :-P ।। তাই তো......

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

দেখুন বস, তার সাথে আমার কথোপকথন টা প্রায় এমনি হয়। কিছুটা ভাই ব্রাদার টাইপের। আপনার সাথে লম্বা গ্যাপে কথাবার্তা.... আর আপনি সিনিয়র ব্লগার.. আপনি তেমন বললে একই জিনিস ডিজার্ভ করবেন কেন! আপনার মন যা চায় কমেন্ট করবেন। আপত্তির কি আছে। আমরা তো সবাই ভাই ভাই....

২৯| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: এবার আপনার লেখার কথা ভাবুনতো একটু।।। মজার লেখায় মজার মন্তব্য না করলে জমে!! আর সেই (চ্যাড়ার) সাথে যে আপনার হৃদ্যতার সম্পর্ক তাও কি বুঝি নি!!
আর প্লিজ সিনিয়র বলবেন না।। আমি এখানে আসি আপনাদের সাথে গল্প/মজা করতে।।
ধন্যবাদ।।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩১

ভ্রমরের ডানা বলেছেন:


কোন লেখাটার কথা বলছেন.... লিমেরিক্স গুলোর কথা! কি আর বলব বলুন, সব তো লেখে দিয়েছি। হৃদতা তেমন নয়। দুষ্টুমি করে। কবিতা নিয়ে। টিপস চায়, হিট কবিতা লেখার। আমি তো হিট কি এটাই বুঝিনা। কি আর বলব বলুন। এই নিয়ে গল্পসল্প আরকি। এই তো....


আর গল্প অবশ্যি হবে। মন খুলে গল্প না হলে আমরা একে অপরকে জানব কি করে।

ধন্যবাদ।

৩০| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৭

বিজন রয় বলেছেন: হা হা হা ...

আপনারা সবাই যাদুকর।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৯

ভ্রমরের ডানা বলেছেন:


একি কহিলেন কবি..... যাদুগর.... কিসের যাদু, হায় হায় হায়....


অনর্থ্য হইল নাকি.. :D


অশেষ প্রীতি ও শুভেচ্ছা জানবেন!

৩১| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যাদুতো নয় এক্কেবারে মোহিত। অপূর্ব দর্শণের ছন্দ হাসবো কেন ভাবতে ভাবতেই বেলা গেল। ধন্যবাদ আপনাকে আমাদের জন্য এই পরিশ্রমটুকু করার জন্য।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২১

ভ্রমরের ডানা বলেছেন:


হাসি আছে ভাবে.... কবিতার ভাব বুঝলে হাসি আসবে। হা হা হা...



কবিতায় আপনার মুল্যবান সময় দদেবার জন্য ধন্যবাদ সুজন ভাই।

৩২| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৩

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা । মজার কাব্য ।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২২

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতায় মজা নেবার জন্য ধন্যবাদ কথাকেথি...

৩৩| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর এবং মজার
ভাল থাকুন

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১০

ভ্রমরের ডানা বলেছেন:



পাঠে ও অনুভবে অনুপ্রাণিত হয়েছি আপু ! অশেষ শুভকামনা!

৩৪| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৪

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহা! পোস্ট আর মন্তব্যে দুটোই অসাধারণ!
শুভেচ্ছা।

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



আপনাকে ধন্যবাদ জানাই। লেখাটি পড়েছেন দেখে খুব খুশি হ'লাম।ভাল থাকুন নিরন্তর!

৩৫| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৯

সোহানী বলেছেন: আমি যদি কবি হইতো গাছের পাতাও কবি..
দু পাতা লেখেই শান্তি এতেই উসুল সবি..


হাহাহাহাহাহা........... তাই নাকি!! তারপরও এতো ছন্দ!!!!

কবিতা ও মন্তব্যে সুপার +++++++

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার রসবোধের প্রশংসা কি করিয়া করিব বুঝতে পারছি নে..... এই অভাগার ব্লগ পাতায় এহেন মন্তব্য করিয়া বাধিত করিয়াছেন। আপনার প্রতি রহিল অশেষ প্রীতি ও শুভেচ্ছা!


বিঃ দ্রঃ এই সব ছাইপাঁশ খাইবেন না। পরবর্তী কাব্যে কাহারো মাথায় বাজ পড়িলে লেখক দায়ী নহে :P

৩৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩০

সোহানী বলেছেন: আমি আবার কি সব ছাইপাঁশ খাইলাম :-* ..........

নতুন যুগের পোলা(মাইয়া) আমি আমার কি দোষ! B-))

ঠিক আছে ভাইয়ু :`>

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:



এই কবিতা দেখে ভায়া হইয়ো না ফিদা
জল কাব্যে ডুবলে তবে ঘুচবে তোমার ক্ষিধা
এত এত পানি খাবা ভুলে যাবা নাম
হইলেও হইতে পারে কবিতা বদনাম
নতুন যুগের পোলারা (মাইয়া) অল্প স্বল্প খাও
লিমেরিকে মজা পাইলেও জলকাব্য ভুলে যাও
ক্রীতদাস আর ব্যবচ্ছেদে পাইবা আরো ব্যাথা
রাত বহুত হইছে আমার কোথায় গেল ক্যাথা
দিন দুপুরে হইছে চুরি ভাঙছে যাহার নাও
তারেই কই আইসা ভায়া জলের কাব্য বাও
অন্য সকল পাঠক যাদের নৌকা আছে ঠিক
এদিক আসার দরকার নাই চল আপন দিক!
নতুন যুগ আইসা গেছে এহন এসব বাসি,
তবুও আমার হইল কি যে জলকাব্যেই ভাসি।

৩৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৩

সোহানী বলেছেন: দাড়াঁন দাড়াঁন একটু জিরিয়ে নিই। যে দৈাড়ানো দিসেন.........

১) জলকাব্যে ঢোকার ক্ষমতা নেই তাই লিরিকেই মেতে থাকি..... যে ভাব দিয়ে কবি কবিতা লিখে তা বোঝা আমার কম্য না।
২) আমি কি আর কাউরে ডরাই, ভাংতে পারি লোহার কড়াই....... তাই ক্রীতদাস আর ব্যবচ্ছেদে কুনু ভয় নাই....
৩) এতো রাতে ক্যাথা মাথায় নিয়া না ঘুমায়ে সামুতে থাকা মোটেও বুদ্ধিমানের কাজ নয়, প্রেসার বাড়বে কবি!!!!!!!
৪) তা ঠিক যাদের নৈাকা ঠিক করা আছে তাদের কি আার অন্য নৈাকায় পা দেবার দরকার????? তারপর ও ছোট নৈাকা পাল্টায়ে বড় নৈাকার খোঁজে থাকে সবাই...............

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৩

ভ্রমরের ডানা বলেছেন:


দৌড়ানি দেই নাই কৌশলে জল কাব্যের দিকে নিয়া গেলাম...... হে হ্র হে... আমার লেখা কেউ পড়ে না...

১। জল কাব্যে অনেক পাঠক বলেছেন তারা মজা পায়নি। তাই বলেছি একটু দুর্বোধ্য। অবশ্য আমার কাছে লেখার সময় সহজই লাগছে। কি যে লিখছি আর পাঠক যে কি মনে করছে.... তবে ভাব একটা আছে...

২। পড়ার আমন্ত্রণ রইল।

৩। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা..... প্রেসারে যেন না করি ভয়.....

৪। খাটি কথা কইছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.