নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

মানবতার টানে.... (বন্যার্তদের সাহায্য করুন)

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৩:০৪





মর্ত্যলীলায় মানব মত্ত আপন স্বার্থ নেশায়..
বরফ জ্বলে আগুনও জ্বলে মনের শত ক্ষুধায়..
নব্য নব্য ফন্দিফিকির আধুনিক কত ছলা..
মুখেও শর বিষবাণ সম সাপের ফণা তোলা...
কেউ হানে তার চরম আঘাত তুমুল ফন্দিবাজ
মানবতা যাক মরুর বুকে স্বার্থ আসল আজ..
মাটির ছেলের কত বড় ঘর শত শত ধনকড়ি..
ক্ষুধার পাতে দানের উসুল কেউ দেখেনা ধরি..
এমন করে চলছে জীবন ভোগবিলাসের ফাঁদ..
মানবের এই জগৎ থেকে মানবতাটাই বাদ।

মাটির দেহ মাটি খাবে হবে সব একাকার...
তবে কেন রিপু বাণে ভাই দুনিয়াবি হাহাকার?
কিসের আশায় কারা করি নিজেরে এমন ঘাত
ভাইয়ের বুকে লাথি মেরে হয় কি স্বার্থবাদ?
মানুষ যারা মরছে ক্ষুধায় মুখের পানে দেখ..
সাহায্য হাত বাড়িয়ে দে ভাই মানুষ হতে শেখ..
বুকের পাঁজরা ভারী হবে মানুষের ভালবাসা...
কাঙ্গাল হোক, ভিখারি হোক, হোক না কোন চাষা...

দুটি রুটির জন্য গরীব চেয়েছে মুখের পানে
গুলবাগিচায় ফোটাওরে ফুল মানবতার টানে।


উৎসর্গঃ নিঃস্ব বন্যার্তদের..


মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:০৫

চাঁদগাজী বলেছেন:


এখন আরো "জলকাব্য" লিখেন; আপনার কারণেই বন্যা হয়েছে, মনে হয়!

২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



আসলেই তো ভুল হয়েছে। আমার আনিসুল হক সাহেবের মত "এ যন্ত্র লইয়া আমরা কি করিব" এমন কিছু লেখা উচিত ছিল। আপনার রসিকতায় দেশ ক্রমাগত রসাতলে যাচ্ছে।

২| ২৯ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:৩৭

জাহিদ অনিক বলেছেন: দুটি রুটির জন্য গরীব চেয়েছে মুখের পানে
গুলবাগিচায় ফোটাওরে ফুল মানবতার টানে।


চাঁদগাজীর মন্তব্য আজ আমাকে হাসিয়েই যাচ্ছে। যেখানেই মন্তব্য করতে যাচ্ছি সেখানেই ওনার মন্তব্য হাসাচ্ছে।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৩

ভ্রমরের ডানা বলেছেন:


উনি রম্য লিমেরিক্সের মজা পেয়ে পেয়েছেন বোধ হয়। তাই একটু রসিক হয়ে রয়েছেন।

কিন্তু দেশ বাসি তো ডেস্পাসিতো উনার কর্মকান্ডে রাগান্বিত...
একটু বেশি দেশ নিয়া লেখলে এমম কি হইত....
বাসিত বাসিত.... ভাল বাসিত... চাদগাজীরে আমরা....

৩| ২৯ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৫

রাবেয়া রাহীম বলেছেন: চাঁদগাজীর মন্তব্য আজ আমাকে হাসিয়েই যাচ্ছে। যেখানেই মন্তব্য করতে যাচ্ছি সেখানেই ওনার মন্তব্য হাসাচ্ছে।

যত হাসি তত কান্না বলেছেন ------- কে নাম মনে নাই =p~


কবিতা ভাল হয়েছে।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৫

ভ্রমরের ডানা বলেছেন:
ইশ্ব রচন্দ্র শর্মা বলেছিলেন।


কবিতা পাঠে ও অনুভবে শুভেচ্ছা। গরীবের সহায়তায় এগিয়ে আসুন!

৪| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৪

সুমন কর বলেছেন: অসাধারণ হয়েছে। তবে কঠিন ছিল।

শুভ সকাল।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৬

ভ্রমরের ডানা বলেছেন:

আপনি এক অনন্য অনুপ্রেরণা! কবিতা পাঠে অশেষ ধন্যবাদ! শুভ সকাল সুমন ভাই!

৫| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৮

বর্ষন হোমস বলেছেন:
পড়ে ভাল লাগল।সবার তার নিজ অবস্থান থেকে সাহায্য করা উচিৎ।আমাদের এখান থেকে দুটো টিম গিয়েছে সাহায্যের জন্য।এই বন্যা পরিস্থিতি মোকাবেলা সবাই মিলে করতে হবে।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৯

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার কথার সাথে একমত। সবাই মিলেই এই পরিস্থিতি মোকাবিলা করা উচিত। আপনাদের টিম কাজ করছে জেনে ভাল লাগল। এভাবে সবাইকে এগিয়ে আসা উচিত!


ধন্যবাদ!

৬| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৩

বিজন রয় বলেছেন: কঠিন!!

শুধ কবিতা লিখলে হবে?
চলে যান সেখানে।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১১

ভ্রমরের ডানা বলেছেন:

কি কঠিন কবি..



আমার পক্ষে যতটুকু সম্ভব তার কম করিনি। আমাদের একটা গ্রুপ কাজ করেই চলেছে। আপনাকে ধন্যবাদ!


৭| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: বরফ জ্বলে আগুনও জ্বলে, এখানে বরফ গলে হবে কিনা জানিনা। যদি না হয় তবে বরফ জ্বলার অর্থ কি ? জানতে ইচ্ছে করছে। সুন্দর লিখেছে।+++

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৫

ভ্রমরের ডানা বলেছেন:


বরফ জ্বলে = লোভ, ঘৃনা, হিংসা
আগুন জ্বলে = অহংকার ক্রোধ কাম

ষড়ররিপুর দুটি দিক। শীতল আর উষ্ণ। দুটোই জ্বলে। একটা দাউদাউ আরেকটা হিমহিম শীতলতায়...




কবিতার অনুভবে ও নিবিড় পাঠ্য জিজ্ঞাসায় অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা!

৮| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: চাঁদ ভাই সত্যিই রকস হাহাহাহাহা
প্রথমে মন্তব্য পড়তে গিয়েই হাসতে হাসতে পেট ব্যথা

উনার মনে এত কিছু থাকে ক্যামনে হাহাহাহ

কবিতা সুন্দর হয়েছে ডানাবিহীন ভ্রমর :)

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৮

ভ্রমরের ডানা বলেছেন:





উনি মজা করতে পছন্দ করেন, বেশ উইটি মানুষ। সমস্যা একটাই। তিনি খ্যাপাটে... :D


সুন্দর অনুভবে ধন্যবাদ আপু । বন্যাটা এবার ভয়াবহ... অনেক মানুষ মারা গেল।


৯| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জেগে উঠুক মানবতা প্রতিটি মানব-প্রাণে

অনেক অনেক ভালো লাগা লইল কবিতায়

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০০

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ নাঈম ভাই। ইদের অগ্রীম শুভেচ্ছা রইল!

১০| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৯

ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ হয়েছে কবিতা।

দোয়া করি এই নিঃস বন্যার্তদের দুঃখ দুর্দশা মিতে যাক খুব দ্রুত , আবারও তারা ঘর বসতি করে সুখে বসবাস করুক।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০১

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার দোয়া খোদা কবুল করুন। আমিন!

কবিতা পাঠে ও অনুভবে অশেষ কৃতজ্ঞতা!

১১| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই খুব কষ্ট লাগে। আসলে আমরা দূরে থাকিতো এতটা ‍অনুভব করতে পারি না মানুষের কষ্ট। মানুষের কষ্ট অনুভব করতে কেবল মানুষের মাঝেই থাকতে হয়-পাশে থাকতে হয়

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৮

ভ্রমরের ডানা বলেছেন:



মানুষের কষ্ট অনুভব আপনি অবশ্যই করেন আপু। দুঃখ কষ্টে ভরা মানুষের জন্যই আমরা নৈতিকতা বজায় রাখি, দেশের সেবায় নিয়োজিত হই। তবে কিছু অর্থপিপাসু পিচাশের জন্য মাঝেমধ্যে করুণা হয়। কিভাবে তারা নিজেদের জন্য এই গরীবলোকদের হক ছিনিয়ে নেয় ভাবতেই অবাক লাগে। মানুষের প্রতি ভালবাসা না থাকলে মানুষ হয় কি করে।



আপনার প্রতি অশেষ শুভেচ্ছা ও প্রীতি রইল আপু। সময় সুযোগ হলে গরীব মানুষের মুখে হাসি ফোটানোর মত কাজ মনে অপার শান্তি এনে দেয়!

১২| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
জয় হোক মানবতার, জেগে উঠুক মনুষ্যত্ব, এবার ঈদে সবার সাথে সাথে হাসি ফুটে ওঠুক বন্যা কবলিত এলাকার মানুষের মুখে !

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৯

ভ্রমরের ডানা বলেছেন:

আপনাকে ধন্যবাদ! মনুষ্যত্ব জেগে উঠুক!

১৩| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
চাঁদগাজী ভাই বলেছেন:
এখন আরো "জলকাব্য" লিখেন; আপনার কারণেই বন্যা হয়েছে, মনে হয়!



চাঁদগাজী ভাইয়ের জয় হোক ! =p~





২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১০

ভ্রমরের ডানা বলেছেন:


জয় হোক জয় হোক. :-B

১৪| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
চাঁদগাজী ভাইয়ের সবাই খালি খ্যাপাটে চেহারাই দেখলো কিন্তু তারও যে একখানা কোমল হৃদয় ছিল, কেউ তা দেখলো না !! :(



২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৭

ভ্রমরের ডানা বলেছেন:






খ্যাপাটে মানুষের দিল নরম হয়... আর এই জন্য তাদের ভালবাসা আমরা মুগ্ধ না হয়ে পারি না...


তবে উহাদের সহধর্মিণীরা অনেক লাকি কেননা একটু গোস্বা করলেই উনারা রাগতালনামা দেখিয়া বঊয়ের মন ভাল করিতে দিগ্বিদিক ছুটোছুটি করেন। ইহার লাগিয়া রাঢ়ে বংগে ক্ষেপাটে ছেলেরা মেয়েদের পছন্দ তালিকার এক নম্বরে মশাই। আমি নিশ্চিত তাহার কোমল হৃদয় আমি দেখি কিংবা না দেখি ; বালিকাবধূটি দেখিতে ভুল করেন নাই। উহাদের সুখী জীবন কামনা করি!

১৫| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৩

প্রামানিক বলেছেন: দারুণ কবিতা। ভালো লাগল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০১

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও মন্তব্যে আপনাকে অনেক ধন্যবাদ!

১৬| ৩০ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৭

জাহিদ অনিক বলেছেন: রাবেয়া বুবু বলেছে, যত হাসি তত কান্না বলেছেন ------- কে নাম মনে নাই =p~

লেখক বলেছেন:
ইশ্ব রচন্দ্র শর্মা বলেছিলেন।




ধন্যবাদ সবাইকে

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৬

ভ্রমরের ডানা বলেছেন:


আপনাকে ও ধন্যবাদ! ইদের শুভেচ্ছা রইল!

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

নীলপরি বলেছেন: দুটি রুটির জন্য গরীব চেয়েছে মুখের পানে
গুলবাগিচায় ফোটাওরে ফুল মানবতার টানে।


মন ছুঁয়ে গেলো ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা পাঠে ও অনুভবে অশেষ শুভেচ্ছা ও প্রীতি জানবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.