নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য -৩ - আরেক পাঞ্জা রম্য লিমেরিকস্

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩১



১। ডিজে র‍্যাপার

দুচার লাইন মেরেই আহা জোশ জোশ র‍্যাপ
যদু মধু না বুঝলে নাই জেনারেশন গ্যাপ
হাই ভলিউমে ছাড় মাম্মা হেব্বি হেব্বি বিট
অটোটিউন মারমু শালা গানের কলি হিট!

ডিজে বাবুর গানা চলে উল্টে মাথার ক্যাপ! ;)



২। ব্যবসায়ী

ইদের বাজার বাইচ্ছা লন ষোলআনা খাঁটি
বিদেশী মাল, বহুত আচ্ছা, ব্যাপক পরিপাটি,
একে একে এমনে পটাই আজব কাস্টমার
সত্য কি আর চলে রে ভাই মিথ্যা বেশুমার!

ব্যবসা আমার লালে লাল বউের গয়নাগাটি! :-B


৩। ফাঁকিবাজ

বছর শুরুর দিনে আমার দিলটা থাকে ফাইন
এমন সময় কেবা পড়ে ভাঙি সকল আইন
কিন্তু ভায়া যখন আবার এক্সাম এসে পড়ে
দুয়ার খানা চাইপে দিয়ে তুমুল পড়ি ঘরে।

পরীক্ষার হলে খালি ভুলে যাই যে লাইন! :((


৪। দি মাসলম্যান

আরে দিব আমি শো ডাউন মাসলম্যান লুক
চিকনি নামের ওই মেয়েটির কাঁপিয়ে দেব বুক
একটা দুটা পুশ আপ মেরে জিমে দিলাম ডুব
এক হপ্তার রুটিন মেরে ভাবটা নিলাম খুব!

পরের হপ্তায় স্যালাইন আর ডাবে দিই চুক! :((

৫। লেখক

বইমেলাতে বই এসেছে পুরো এক হালি
চিকন থেকে মোটা হবার ফর্মুলা একডালি
সাথে পাবা অটোগ্রাফ; সিংগেল সিংগেল সেল্ফি;
বাম্পার অফার ভায়া প্যাঁচাও তোমার জুলফি...


বইমেলাটা চলে গেল স্টল আমার খালি.... :(


ছন্দমিলঃ প্রথম+ দ্বিতীয়+পঞ্চম লাইন, তৃতীয় +চতুর্থ লাইন।


মন্তব্য ৭০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

ওমেরা বলেছেন: সব গুলো মজার হয়েছে । ধন্যবাদ ভাইয়া ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১২

ভ্রমরের ডানা বলেছেন:


রম্য লিমেরিকস্ পাঠে ও অনুভব শেয়ারে আপনাকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা!

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

উম্মে সায়মা বলেছেন: ডানা ভাইয়ের গুরুগম্ভীর কবিতা দেখে মনেই হয়না এমন মজার কাব্য লিখতে পারেন :) খুব মজা পেলাম....

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৪

ভ্রমরের ডানা বলেছেন:




গুরুগম্ভীর হয়ে কবিতা লেখেছি যত
এই কাব্য রম্যবোধ খুঁজেও পেয়েছি তত..
জানি না কি লেখেছি কত তার দাম
হইলেও হইতে পারে কবিতা বদনাম
আপন খেয়ালে লেখি মনে আসে যা
সবার পছন্দ হবে মানি নাতো তা..
কেউ এসে খাবি খাবে কেউ পাবে জল
কাব্য কথার মাঝে নেই কোন ছল
জলের কাব্যকথা জলের মতন
সাদা দিলে বসে যাবে কাব্যকথন!

ট্রাজেডি কমেডি গাথা মানবের ঘর
এই হাসি কান্না কে আপন পর...
তবুও চলিতে হবে জীবনের রীতি
তাইতো এবার এই রম্যকাব্য প্রীতি!


কাব্য পাঠে ও অনুভবে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর এই কামনায়......

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৯

সচেতনহ্যাপী বলেছেন: রম্য কাব্য, মজারই তো।। তবে শেষেরটা অগ্রীম না বকেয়া ধরবো??

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ। তবে নট শিউর অগ্রীম না বকেয়া তবে বই আসবে না এটা শিউর.... অন্তত আঘামী পাঁচ বছর... বই বের করা আমার মত নাদান লেখকের কাজ নয়। মনের সুখেদুঃখে লেখি। সামুতে লেখতে ভাল লাগে। তাই লেখছি। কাচা হাতে ভুলভাল হচ্ছে। আরো বহুত শেখার আছে। সময় দেবার আছে। আমার কবিতায় অনেক ফাঁকফোকর রয়েছে। আধুনিক নয়। শব্দচয়ন প্রাচীনকালের। কবিতায় জট আছে। প্যাঁচানো লেখা। সুমধুর নয়। অনেক কিছুই ঠিকঠাক করার আছে। দেখি ঠিক করা যায় কিনা!


আপনার মন্তব্য অনুপ্রাণিত করেছে!

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৩

সুমন কর বলেছেন: পাঞ্জা রম্য বেশ হয়েছে। প্রতিটি দারুণ। !:#P

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই! অশেষ শুভেচ্ছা ও প্রীতি রইল!

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:



লোকজন উহ, আহ করেন, আমি ভেতরে কিছু খুঁজে পাইনা, সমস্যা কি আমার, নাকি পদ্যের?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

ভ্রমরের ডানা বলেছেন:




কি জানি। আজকাল লোকজন পদ্য লিমেরিকস কিছুই বুঝেনা.... সমস্যা যে কার তা নিয়ে গবেষণা করা দরকার...

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমার সমনে হয়, আপনি মানুষের সমকালীন জীবনের উপর কাব্য ধরণের কিছু লিখলে বেশী অর্থপুর্ণ হয়ে উঠতো

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

এই কবিতা গুলোইই সমকালীন.... আপনি হয়ত আরো উচ্চ ভাবের কবিতা খুঁজছেন..... আমি কিন্তু হালকা ভাব ও সমভাবের কবিতাই লেখে এসেছি। নিজের জীবন ও মানুষের জীবন নিয়ে লেখা আমার কবিতার বিষয়বস্তু!

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছড়ায় ছড়ায় চলমান সত্য গুলোই উঠে এসেছে। সবগুলো কাব্যেই ভালো লাগা রইল ভাই। ব্যবসায়ী সম্পর্কিত তাজা সত্য বলেছেন ভাই। মুগ্ধতা রইল।

শুভকামনা প্রিয় কবির জন্য

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ নাইম ভাই! তাজা সত্য কবিতার মূলভাব। লিমেরিকস হলেও কিছু অসংগতি নিয়ে লেখা! আপনার প্রতি অশেষ শুভেচ্ছা রইল!

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২৭

মোহাম্মদ বাসার বলেছেন: কবিতায় ছন্দের ব্যাপারগুলো প্রাকৃতিক। এগুলো স্বাভাবিক গতিপ্রবাহের ব্যাপার। আপনার পাদটিকা বলে দেয় ৫ লাইন নিয়ে আপনি নিজেও সন্দিহান। ৫ লাইন কবিতার ছন্দকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে কারণ এতটা দূরে এসে ছন্দের গতি ধরে রাখা কতটুকু যায় সে ব্যাপারে আমার সন্দেহ থাকলেও শ্রুতি মধুরতা নিয়ে ব্যাপক সন্দেহ রয়েছে।

ছন্দের কবিতা বা ছড়াতে শব্দের গতিপ্রবাহ যে মূলভুমিকা রাখে তা ৫ লাইনে বাধাগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে পঞ্চম লাইনটা এক্সদিও আপনার বক্তব্য প্রকাশের মুল শক্তি হিসেবে কাজ করেছে তারপরেও আমার কাছে বাহুল্য মনে হয়েছে। এগুলি একান্তই আমার মতামত ডানা ভাই।

যাইহোক অফুরান শুভেচ্ছা রইল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

ভ্রমরের ডানা বলেছেন:


সুপ্রিয় কবি বাসার,


প্রথমেই আপনার মূল্যবান মতামতের প্রতি শ্রদ্ধা জানাই! কবিতাটি পড়ে আপনি আপনার অভিব্যক্তিবাদ জানিয়েছেন তাতে ব্লগীয় মিথস্ক্রিয়া বৃদ্ধি পেয়েছে। এমনটাই আমাদের সবার কাম্য! যাকগে, এবার আসি মূল কথায়। লিমেরিকসের ছোট্ট একটি সংজ্ঞা হল-

A limerick is a form of poetry in five-line, predominantly anapestic meter with a strict rhyme scheme (AABBA), often humorous and sometimes obscene.


এখানে ছন্দমিল ক ক খ খ ক। পাচ লাইন। মানে আআমার ছন্দপাত ঠিকাচ্ছে। ব্যাকরণ তাই বলছে। তবে আরো অনেক নিয়ম কানুন আছে। এই রম্যে ওসবের বালাই নেই। ছন্দপাত হয়েছে মূল নিয়ম অনুসারে। অবশ্য লেখক ভেদে এর গঠনে ব্যাপক পরিবর্তন দেখা যায়। সাহিত্যে পরিবর্তন থাকবে আপন ধারায়...

ছন্দবদ্ধ কবিতা আপনার পছন্দ হলে আমি কিছু ছন্দবদ্ধ কবিতাও লেখেছি। এটাও ছন্দবদ্ধ তবে কিছুটা নতুনভাবে! এই কবিতার মূল ফোকাসে হাসি আর কিছুটা ব্যঙ্গভাব রয়েছে। আর পঞ্চম লাইনে তার পরিনতি দেখানো হয়েছে। আপনি মূল বিষয়টা গভীর ভাবে পর্যবেক্ষণ করেছেন। আপনার কাছে কেন এ কবিতা বাহুল্য মনে হল তার ব্যবচ্ছেদ করছি! যদি বাহুল্য দূর করতে পারি তবে লেখাটি মনে হয় স্বার্থক হতেও পারে।



আপনার প্রতি অশেষ শুভেচ্ছা ও শুভকামনা রইল ....

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: =p~ =p~ =p~

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:



হুদাই ইমো দিলেন নাকি... সত্যি সত্যি ভায়া..

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: কবি'রা কবিতা বাদ দিয়ে রম্য লেখা শুরু করল ;মনে এটাই রড় রম্য :P

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

ভ্রমরের ডানা বলেছেন:



এই যে কবি শাহরিয়ার,
রম্যকাব্যেও আছে যে পিয়ার.
ইশক না হলে রম্য কি আর জমে
সামনের পোষ্টটা আইবো মোহাব্বতের দমে
রম্যকাব্যে মজা বুঝে গেছে মন
এখন ইহার যুগ জয় রম্যকথন!

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
বাসি ঈদ মোবারক!!! :P

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:


ইদ মোবারক!!!!

এইডা বাসি হবার জিনিস নয়....... ভাল থাকেন। এঞ্জয়.....

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯

বিজন রয় বলেছেন: আপনি দেখি বেশ রসিক মানুষ।

অনেক মজা পেলাম।

তবে ৫ম লাইনটি মেলাতে কষ্ট হয়েছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৬

ভ্রমরের ডানা বলেছেন:



লিমেরিকস গুলো একটু এমনি হয়। তবে আমি শেষ লাইনে একটু বেশি জোর দেওয়াতে ভাবের মিলে একটু খটকা লেগেছে বোধ হয়। তবে ব্যাকরণ সিদ্ধ কবিতার ভাবভঙ্গিতেতে আমার আরো উন্নতি করতে হবে বৈকি!


তবে মজা পেয়েছেন জেনে দারুণ উৎসাহিত হয়েছি। আর রসিক বলছেন, রসিকতা বাঙ্গালির রক্তে মশাই! আপনিও কি কম রসিক ভায়া.......





অনুভবে অনন্ত শুভেচ্ছা!!

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: আরে ভণিতা বাদ দেন!! বেশি করে কবিতা লিখুন!!! আপনার কবিতাগুলোর পাঠক অনেক এবং আমি নিজেও একজন আপনার অন্ধ ভক্ত ...


০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:




আরে কন কি, কি কন? কের লাইজ্ঞা করতাছেন এমন! কি সব ভক্তিভাব কিছুই বুঝতাছি না। আমার পাঠক নাইক্কা! তয় আপনি আছেন জাইন্না আপনার লাইগা জানভি কুরবান ভায়া! :-B এই নাদানের কবিতার যে এমন ভক্ত ছিল তা জানা ছিল না।


আপনার জন্য একটা র‍্যাপ দিতাছি, হুনেন- =p~


ইয়ো... ইয়ো.......

এই জরিনা বল চাস কি
কবিতায় খাইছস টাসকি..... B-))

আন্ডা মান্ডা কবতে পড়ে
তোমার মাথা ফিট
ছাতা মাথা লিখি আমি
এতেই কইছ হিট.... !:#P

আরো অনেক কবি আছে
কবতে লেখে ফাইন
এইখানেতে ডুইবা তুমি
ভাঙলা কবতে আইন...

ডুবলি ডুবলি ভায়া তুইও ডুবলি রে
ধইরা নিছি তুই আইজকা টাল্লু হইছস রে..... ইয়ো ইয়ো..... :-B B-)) =p~

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩

শায়মা বলেছেন: ছড়ায় ছড়ায় ছন্দ মেলাও
ভ্রমর ডানায় ছট্টফটাও!
ঈদের ছুটি কাটছে বুঝি
আনন্দে আর গানে
তাই তো তোমার ব্লগের পাতা
এখন বুঝি টানে!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

ভ্রমরের ডানা বলেছেন:




আর কইয়োনা আপুনি
কবতের ঠেলা বুঝিনি

তিড়িংতিড়িং কইরা আমার
দিলে মারে ঘা
ঠেলাই পইড়া ফান্দে হালার
কবতে চাইষে যা।


তাই,
দিচ্ছি একটু টান
খেয়ে খিলি পান...... :P



তোমার কোবতে মিস করতাছি.... কবে দিবা কও....

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৪

মনিরা সুলতানা বলেছেন: দারুন !
ঈদ মোবারক ডানা ভাই ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

ভ্রমরের ডানা বলেছেন:




ধন্যবাদ প্রিয় কবি! আপনার কবিতা মিস করছি! সময় পেলে ব্লগে দিয়েন!


ইদ মোবারক!! অনেক অনেক শুভেচ্ছা জানবেন!

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে

খুব মজারও বটে।
ঈদ পরবর্তী শুভেচ্চা ডানাকে

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভবে অশেষ ধন্যবাদ ছবিপু! আপনার মূল্যবান অনুভব শেয়ারের জন্য অশেষ ধন্যবাদ!! ইদ পরবর্তী শুভেচ্ছা সালাম রইল আপু!

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

ফয়সাল রকি বলেছেন: ভাল লিখেছেন +++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

ভ্রমরের ডানা বলেছেন:



পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি! অশেষ ধন্যবাদ ফয়সাল ভাই!

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩

শায়মা বলেছেন: কবতে ফবতে সিকেয় এখন
চুলায় আছে আঁকা
গরম তাওয়ায় ছবিগুলি
হচ্ছে আগুন সাকা!

ঈদ সংখ্যা রান্না ছবি
সেটা দিতে পারি
টেবিলচোরা কোথায় গেলো
তাদের খুঁজে মরি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৭

ভ্রমরের ডানা বলেছেন:



কেন এমন করলে তুমি
কেন করলে হায়
কবতে ছাড়া পাঠক কুলের
পরাণ যে যায় যায়! :(

ইদ সংখ্যা রান্না ছবি
যাহা খুশি দাও
কবতে প্রিয় মানুষদের
আবদার মেনে নাও! :D

টেবিলচোরা ভাইজ্ঞা গেছে
জরিনা বিবির ঘরে
এমন করে দিনদুপুরে
আর কি যে চুরি করে! :P

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ইয়ো... ইয়ো.......

এই জরিনা বল চাস কি
কবিতায় খাইছস টাসকি..... B-))

আন্ডা মান্ডা কবতে পড়ে
তোমার মাথা ফিট
ছাতা মাথা লিখি আমি
এতেই কইছ হিট.... !:#P

আরো অনেক কবি আছে
কবতে লেখে ফাইন
এইখানেতে ডুইবা তুমি
ভাঙলা কবতে আইন...

ডুবলি ডুবলি ভায়া তুইও ডুবলি রে
ধইরা নিছি তুই আইজকা টাল্লু হইছস রে..... ইয়ো ইয়ো..... :-B B-)) =p~

হা হা হা হা হা
অসাম!!!! :)
সব গুলোই
++++++++++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:





ইয়ো ইয়ো........ ই য়ো ওওওওও............. =p~


থ্যানকু ভিগু ভাই :-B

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: হায় হায় বিদ্রোহী ভাইয়া ইয়ো ইয়ো করে কেনো!!!!!!!!!! B:-)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২

ভ্রমরের ডানা বলেছেন:





কি যে হল ভাইটার আমার বুঝছি নে...... :P


মনে হয় পাঞ্জা ধরেছে..... B-))

থাক বাদ দাও আপু...... টেবিলচোরারে পাইলা নাকি? :-B সে আমারে খানাপিনা অফার করছিল..... :-B

২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫১

শায়মা বলেছেন: হাহাহা চোরের খানা খেওনা ভাইয়া!!!!

সেসব হারাম খানা !!!!!! :P

আমি একটু পরে খানা নিয়ে আসছি দাঁড়াও ঈদ খানা! :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৮

ভ্রমরের ডানা বলেছেন:




আচ্ছা খাব না। কিন্তু সেমাই বাটি আমার..... ওটা আর কাওকে দিও না প্লিজ... :(

২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব মজা পেলাম। সাবলীল লেখা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:


সোনাবীজ ভাই,

কবিতা নিয়ে আপনার গবেষণা ব্যাপক। আপনার মন্তব্য পেয়ে ভীষণ অনুপ্রাণিত হয়েছি! আপনার প্রতি রইল অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ! শুভকামনা সবসময়!

২৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৮

জাহিদ অনিক বলেছেন: ব্যবসা আমার লালে লাল বউের গয়নাগাটি! :-B ;) ;) :D :D

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:



এত্ত লাইন থাকতে এই লাইন বাইছা নিলেন, ঘটনা কি? ব্যবসা কি আসলেই লালে লাল নাকি? :P




ইদের শুভেচ্ছা রইল!

২৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: শায়মা বলেছেন: হাহাহা চোরের খানা খেওনা ভাইয়া!!!!

সেসব হারাম খানা !!!!!! :P

আমি একটু পরে খানা নিয়ে আসছি দাঁড়াও ঈদ খানা! :)


মোদের গর্ব মোদের আশা সে হলেন শায়মা আফা :P


দাওয়াত খেতে যেয়ে ছবি তোলা নিষেধ!!! =p~

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:




বাহ! দাওয়াত মেরে দিলেন একাএকা. ... আর আমরা সেই পটলডাঙার টেনিদাই হয়ে রইলাম.. বাহ বাহ... /:) একটি বার ভাইয়ের কথা মনে এলো না ভায়া... জম্পেশ খেয়ে দেয়ে আমাকে আবার সেই ফটোটি খেতে দিলেন.. :((

২৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৮

নীলপরি বলেছেন: বাহ ! বাহ ! বাহ !
ব্যপক লাগলো । :)

+++++++++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:




অনুভবে অশেষ ধন্যবাদ নীলপরি! ভালবাসা জানবেন!

২৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




লিখেছেন ভ্রমরের ডানা
তাই দিয়েছি হানা ।

আরেক পাঞ্জা রম্য
সহজেই বোধগম্য ।


০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ জী এস ভাই..... আপনার ছড়াটি বেশ ভাল লাগল! রম্য অনুভবে অনন্ত শুভেচ্ছা !

২৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
১৩ নাম্বার মন্তব্য এর প্রতিউত্তররে কিছু একটা লেখা দরকার.....


আগামীকাল দেখি কি লেখা যায়......

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:






আপনি পারলেন আমারে ছাড়া একা একা দাওয়াত খাইতে.... :|| আমিও কোবতে লেখুম আপ্নারে নিয়া.... B-))

২৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

জাহিদ অনিক বলেছেন: ঘটনা আছে, ঘটনা আছে। পরে কমুনে !!

ইদের শুভেচ্ছা আপনাকেও ;)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৬

ভ্রমরের ডানা বলেছেন:



আইচ্ছা..... ঠিকাচ্ছে.....

২৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: আর আমরা সেই পটলডাঙার টেনিদাই হয়ে রইলাম.. বাহ বাহ

হেতি অবশ্য আপনার কথা কইছিল!!!! কিন্তু কি আর কমু আমি পিচ্ছি মানুষ,,, মনের আনন্দে আপনার কথা ভুলে গেছিলাম।। :P

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:




ব্যাস..... ওমনি কাজটা সেরে দিলেন.... খাবারের টেস্ট কেমন ভায়া..

৩০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৭

বর্ষন হোমস বলেছেন:
সাংঘাতিক সব র‍্যাপ।ভাল লাগলো খুব।আচ্ছা পঞ্চম লাইনটা তৃতীয় লাইনে রাখলে মনে হয় ভাল হত।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:



পঞ্চম লাইন তৃতীয়তে নিলে সেটা আর লিমেরিকস হত না। অন্য কিছু হয়ে যেত। এই জিনিস টার মজাটাই শেষ লাইনে। হা হা.... র‍্যাপ না ছাই!



কবিতার অনুভবে অশেষ শুভেচ্ছা ও শুভকামনা!

৩১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩০

সনেট কবি বলেছেন:






কবি ভ্রমরে ডানার‘অনুকাব্য -৩ - আরেক পাঞ্জা রম্য লিমেরিকস্’ এ মন্তব্য-

ছোট ছোট কবিতায় মহামজা বাণী
কাছে টানি পাঠকেরে মজা দিয়ে মনে
কয় কথা কানে কানে পাঠকের সনে
গুনে গুনে মনে তার দিয়ে বিনোদন।
অনুকাব্য কণাকাব্য জম্পেশ আনন্দে
মুগ্ধতায় পড়ে ফেলি এক এক করে
এরপর মন্তব্যের জলে অবগাহে
নিজ মত প্রকাশেতে ঠিক করি মত।

দারুণ হয়েছে কবি ঈর্ষনীয় পদ্য
সকলের সাথে বলি একমত হয়ে
আপনার এ প্রচেষ্ট যথেষ্ট সার্থক।
কলমের ধার বেড়ে লেখায় লেখায়
পাঠকের মনে গাঁথে ছন্দের অমৃত
সেইসাথে কথাকলি অনিন্দ সুন্দর।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২০

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি বিনোদিত হয়েছেন জেনে খুব খুশি হয়েছি! এবারের সনেট কিন্তু আরো মজাদার লাগল.... চালিয়ে নিন প্রিয় সহব্লগার....

৩২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০১

মৌমুমু বলেছেন: প্রতিটিই অনেক সুন্দর লিখেছেন ভাইয়া।
অনেক ভালো লাগলো।+++
ভাল থাকবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতা পাঠে ও মন্তব্যে আপনাকে অনেক ধন্যবাদ!

৩৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪

হুদাই পাগলামি বলেছেন: বাম্পার অফার ভায়া প্যাঁচাও তোমার জুলফি...
হা হা হা
অনেক ভাল লাগলো।+

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩২

ভ্রমরের ডানা বলেছেন:



অফার পছন্দ হইছে নি....



হা হা হা....

ধইন্ন্যবাদ....

৩৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৬

রোদেলা বলেছেন: অন্তমিলে ছড়া লেখা দারূন কঠিন ,আপনি সঠিক ভাবে তা দিয়ে রম্য কবিতা লিখে ফেললেন ,আপনাকে সাধুবাদ দিতেই হচ্ছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



উদার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। আমি তেমন পারি না। এই টুকটাক চেষ্টা করছি আর কি.... :P

৩৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৩

যূথচ্যুত বলেছেন: উফফ! ডিজে র‍্যাপারটা জাস্ট... =p~

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৪

ভ্রমরের ডানা বলেছেন:




হা হা হা..... মজা দিতে পেরে ভাল লাগল! অনুপ্রাণিত হ'লাম.....


প্রীতি ও শুভেচ্ছা রইল! ভাল থাকুন সবসময়....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.