নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যাবচ্ছেদ - ১৭- সবুজ স্বপ্ন, সবুজের জাল....

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩০

[


আমি দেখছি..
আমি এই জনসমুদ্রে ভাসছি..
এই জনতার ভীড়ে হাবুডুবু খাচ্ছি....

আমি দেখছি শত মানুষ হেটে চলে
অনবরত সোজাসুজি লাইনে..
কারো পায়ের ক্ষিপ্ততা চিতার মতই
কেউ চলে নির্লিপ্ত..
কেউ নুয়ে পড়ে বয়সের ভারে
কেউবা আবার হেটে চলে আরামে..
কেউবা দ্রুত অতি দ্রুত..
কারো সাথে কারো চোখাচোখি নেই..
না ফুলে, না পাতায়, ..
কারো কারো চোখ রক্তকমল... .
ফেটে পড়বে এক্ষুনি..

তবুও হেটেই চলছে যুবক, যুবতী, বৃদ্ধ..

আর এর মধ্যেই আমি ভেসে চলি...
মাঝেমধ্যে
দুএকটি অনাহারী পাখি আড়চোখে তাকায়
আমার দিকে..
আমি ওদের আমার হাতের বাদাম দেই
ওরা খেয়ে নেয়..
আমার হৃদয়ে অংকুরিত হয় সবুজ ঘাস..

আর এর মধ্যেই আমি ভেসে চলি...
মাঝেমধ্যে
আশেপাশে দু একটি গাছের শাখায়
কিছু শাখামৃগ ঝুলছে..
জাপটে ধরে সরু সরু ডাল.. পরম মমতায়...

আমি নিমগ্ন হয়ে গুনি ওদের জমা রাখা সুখ..
ভাবি বিংশ শতাব্দীর যুগেও প্রকৃতি ওদের মা..
হাত বেড়িয়েই ছুঁয়ে ফেলে...
এই ইট কাঠ ঘেরা মানব জঙ্গলে..

তারপর হঠাৎ আমার মনে হল আমি এতিম,
স্বজাতিপূর্ণ এই পার্কটি একটি এতিমখানা..

আমি অ্যাডিডাসের জুতোটা খুলে নরম ঘাসে পা দেই..
আমি দেখছি
আমি প্রকৃতির কোলে ভাসছি
আমার চোখ জুড়ে সবুজ স্বপ্ন, সবুজের জাল...


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

ওমেরা বলেছেন: সবুজ আমার প্রিয় রং, সবুজ গাছ পালা আমার ভাল লাগে । আপনার সবুজ স্বপ্নও আমার পছন্দ হয়েছে ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৪

ভ্রমরের ডানা বলেছেন:




লাল, নীল হলুদ আসমানি হরেক রঙের মত
সবুজ শুধু একটি রঙ নয়...
মনের দিগন্তব্যাপী সবুজ একটি পরিচয়..
একটি অস্তিত্ব...
তোমার আমার প্রাণের অস্তিত্ব..
একটি নিরাপদ আশ্রয়..

আর যখন কারো মনের ঘাসবনে,
কলাপাতার ফাঁকেফাঁকে
নির্জনতা ভেঙে গান গেয়ে যায়
একঝাঁক বুনো পাখি
তখন সবুজ একটি মনেরও নাম...
যার দক্ষিণ দুয়ারে বিস্তৃত
স্নিগ্ধ নিবিড়তা..
প্রশান্ত বায়ুতনয়.. অসীম বক্ষজলে
সবুজ স্বপ্ন, সবুজ জাল....

- কবিতার প্রথম অনুভবে ও সবুজ মন্তব্যে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন স্নিগ্ধ সবুজের মতই.... অনন্ত ভালবাসা.......

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪০

নীলপরি বলেছেন: আমি প্রকৃতির কোলে ভাসছি
আমার চোখে সবুজ স্বপ্ন, সবুজ জাল...
--

বাহ , অপূর্ব লাগলো ।

শুভকামনা ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৮

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে অশেষ ধন্যবাদ নীলপরি... ভাল থাকুন চিরসবুজ দ্বীপের মতন... অনন্ত সুখে... চোখে নিয়ে সবুজ স্বপ্ন...

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

অর্ক বলেছেন: দারুণ! সহজ জীবনবোধের কবিতায় একরাশ মুগ্ধতা। ছবিটা ঢাকার রমনাপার্কেরর বোধহয়! এভাবেই এগিয়ে চলুন অবিরাম। শুভকামনা অন্তহীন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১২

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভবে ধন্যবাদ। আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। নতুনভাবে লেখার শক্তি পেলাম। আর ছবিটা গুলশানে তোলা... লেকের পাশে..


আপনার প্রতি রইল অনন্ত ভালবাসা ও শুভেচ্ছা....... ভাল থাকুন.....

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লিখে যান, পাঠকের অন্তরে অনুরণিত হোক আপনার আবেগ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ... পাঠকের অন্তরে অনুরণিত হবে কিনা জানি না তবে অন্তর অনুতাড়িত হয়েই লেখা.... অনন্ত শুভেচ্ছা....

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:




ধন্যবাদ সুমন ভাই... অনন্ত শুভেচ্ছা ।।। ভাল থাকুন নিরন্তর....

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৯

সনেট কবি বলেছেন:





কবি ভ্রমরের ডানার‘ব্যাবচ্ছেদ - ১৭- সবুজ স্বপ্ন,
সবুজ জাল....’ কবিতার সার সংক্ষেপ।

জনসমূদ্রে নিজের অস্তিত্ব বিলিয়ে
হাবু ডুবু খেয়ে ভেসে মানুষের ভিড়ে
তাদের চলাচলের বৈচিত্রে নিমগ্ন
মনের গভীর দৃষ্টি দেখে নির্লিপ্ততা।
তথাপি কিছু বিষয়ে ইতিবাচকতা
মনে জন্মায় আবেগী সবুজ ঘাস
যাতে দৃষ্টির সীমায় আসে ভাললাগা
প্রকৃতির মোহনীয় নানান বৈচিত্র।

কিন্তু মানুষেরা যেন প্রকৃতির সাথে
বেমানান ইয়াতিম, যাদের নিবাস
যেন ইয়াতিম খানা মানব জঙ্গলে।
তথাপি সবুজ ঘাসে মন বদলিয়ে
মনে হয় মানুষেরা প্রকৃতি সন্তান
যাদের চোখে সবুজ, সবুজের জাল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:





আপনি কবিতা শুধু পড়েন তা নয়, অনুভব করে কবিতাও লেখেন... আপনার থেকে শেখার আছে.... ধন্যবাদ আমার কবিতাটি নিয়ে সনেট লেখার জন্য কবি... শুভেচ্ছা অফুরান...

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৯

মলাসইলমুইনা বলেছেন: "আমি দেখছি..
আমি এই জনসমুদ্রে ভাসছি..
এই জনতার ভীড়ে হাবুডুবু খাচ্ছি..."

তিনটার কোনোটাই করছি না |কবিতা পড়ছি | ভালো লাগলো | শুভেচ্ছা জানাচ্ছি |

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা পড়ার সময়টুকুতে আপনি হেটেছেন, ভেসেছেন হাবুডুবুও খেয়েছেন... এখন আপনি আবার কষ্ট করে কবিতাটিতে ঢুব আর দিয়েন না... প্লিজ... :P



অনুভবে শুভেচ্ছা, ভাল থাকুন নিরন্তর...

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫২

উদাস মাঝি বলেছেন: বাই দি ওয়ে সবাই - হেঁটে হেঁটে ভেসে ভেসে যাচ্ছে কোথায় ? B:-/

ভাল লিখেসেন
ভাল লাগসে
ভাল থাকুন
ভাল বাসুন
ভাই কি বিয়ে করসেন নি ? :D

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

ভ্রমরের ডানা বলেছেন:


পার্কে হেটে যায় উদাস মাঝি... নদীতে নয়... :P


আপনার কম্পলিমেন্ট ভাল লাগল.... আর বিয়ে..... বাকি কবিতা পড়লে বুঝে যাবেন বিয়ে করেছি কি না... :D


অনুভবে অনন্ত শুভেচ্ছা মাঝি! ভাল থাকুন সব সময়........

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫২

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর লিখেছেন ডানা ভাই।++

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১০

ভ্রমরের ডানা বলেছেন:


সুন্দর সবুজ অনুভবে ধন্যবাদ উম্মে সায়মা... ভাল থাকুন নিরন্তর.... শুভেচ্ছা সতত....

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



"কিছু শাখামৃগ ঝুলছে..
জাপটে ধরে সরু সরু ডাল.. পরম মমতায়... "

-শাখামৃগ কাকে বলে?

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩২

ভ্রমরের ডানা বলেছেন:


১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১০

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন +

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে ধন্যবাদ! শুভেচ্ছা.......

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল কবিতায়। শেষমেশ কবি মনে সবুজ দেখে মুগ্ধ

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ কবি নাঈম নয়ন... কবিতা পাঠে ও অনুভবনীয় মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা...

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

ফাহমিদা বারী বলেছেন: 'আমার চোখ জুড়ে সবুজ স্বপ্ন, সবুজের জাল...'
এই লাইনটিতে এসেই সব ভালোলাগা নিমজ্জিত হলো। আপনাকে সবুজের শুভেচ্ছা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯

ভ্রমরের ডানা বলেছেন:


আমার কিছু কবিতায় শেষতক আসা লাগে। নয়ত কিছুই থাকে না... একজন পরিপূর্ণ লেখকের সেই শেষ লাইনের অনুভবে লেখাটি হয়ত স্বার্থক হল।



আপনার শুভেচ্ছা সাদরে গ্রহন করলাম। আপনি ভাল থাকুন চির সবুজের মতই... অনন্ত প্রীতি ও শুভেচ্ছা..... সুপ্রিয় লেখক....

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১

সোহানী বলেছেন: ওরে বাপরে একই সাথে এতো কিছু.......... তারপরও ভালো রাগলো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:


কত কিছু যে দেখে আপনার চোখ আমি জানি না। বাপ্রে... যাক, ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হ'লাম!




অনন্ত শুভেচ্ছা রইল...

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

জাহিদ অনিক বলেছেন: ইচ্ছে হচ্ছে এই রাতের বেলায় সবুজের মধ্যে হারিয়ে যাই।


তারপর হঠাৎ আমার মনে হল আমি এতিম,
স্বজাতিপূর্ণ এই পার্কটি একটি এতিমখানা..



মুগ্ধতা কবি

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫০

ভ্রমরের ডানা বলেছেন:



মুগ্ধতা টুকু কাব্যপ্রেরনা হয়ে রইল। অনুভবে অশেষ শুভেচ্ছা কবি! ভাল থাকুন নিরন্তর...

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:




এই পৃথিবীতে সবাই একা । তবে কিছু প্রিয়জন থাকে নিঃশ্বাসের মত ।কিন্তু তারাও হারিয়ে যায়, সময় খুন করে তাদের । শুধু প্রকৃতি হতে পারে জন্ম ত্থেকে মৃত্যু অবধি সঙ্গী, সে ঘিরে রাখে আকাশ,বাতাস, নীল নক্ষত্র, বৃষ্টি, রৌদ্র, বৃক্ষ, রাত্রি, দিন রূপে । অবশেষে আমরা একা নই যদি প্রকৃতি থাকে অনুভবে...

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৮

ভ্রমরের ডানা বলেছেন:


অনেক মুল্যবান কথা বলেছেন। একাকিত্বের সময় প্রকৃতি আমাদের আত্মার ছায়া। আগলে রাখে আদরে বুকের জঠোরে... তবুও কিছু মানুষ সে অনুভব বঞ্চিত। ক্রমশ উজাড় করে তার আপন আলুয় আপন আত্মা.... পৃথিবীর বুকে তাই দেখি এক নিষ্প্রাণ এতিমখানা এখানে সেখানে....



অনুভবে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি কথাকেথি......... ভাল থাকুন নিরন্তর.....

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

মিরোরডডল বলেছেন: khub shundor

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৪

ভ্রমরের ডানা বলেছেন:
Thank you...... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.