নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য- ২৩ - সমুদ্র নেশা তখন... (গান)

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫




ও এমন যাদু রে তোর... স্বপন আঁকে যখন...
ভ্রমর ডানায় জুড়ে .. তোরই নেশা তখন.....


ও হাতের চুড়ি রে তোর
রিনিঝিনি বেজে
কেড়ে নিল এ মন____
সমুদ্র উথলি উঠে হায় কি করি এখন...

ও হাতের মেহেদি রে তোর
কাচা লাল রঙে
জ্বলে দেখ কেমন_____
সমুদ্র টলকে উঠে হায় কি করি এখন...


ও এমন যাদু রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে তোরই নেশা তখন.....


ও মিষ্টি হাসি রে তোর
লাজে লাল হয়ে
ফোটে হল যে মধুবন_____
সমুদ্র ঝলকে উঠে হায় কি করি এখন...

ও রাঙা ঠোঁটে রে তোর
একি অলি মেখে
ফুলে ফুলে হল মধু____
ভ্রমর ডানা জুড়ে তোরই নেশা শুধু...

ও এমন যাদু রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা তখন...

ও মাতাল চন্দ্র রে তোর
দিলে নেশা ভরে
সিন্ধু হল যখন___
এমন সারাব পিয়ে মাতাল হ'লাম তখন...

ও ঘন চুলে রে তোর
ঘন মেঘ জমে
একি উতলা হল যে পবন___
মনে বৈশালী ছেয়ে দিল কি করি এখন....

ও এমন যাদু রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানায় জুড়ে তোরই নেশা তখন...

ও চোখা চিবুক রে তোর
লাজুক তিলের ভুলে
দিলে জ্বলে উঠে যখন_____
দরিয়া উথলি উঠে কি করি যে তখন...

ও এমন যাদু রে তোর
জল এঁকে দিলে
সমুদ্র হল যখন___
জোয়ারে ফুলে পাঁজরায় চন্দ্র নেশা তখন.....

ও নেশা ভরে রে তুই
ভাটার টানে ভেসে
দূরে গেলি যখন___
সমুদ্র খলকে ওঠে, কি করি হায় এখন...

ও এমন যাদু রে তোর... স্বপন আঁকে যখন..
ভ্রমর ডানা জুড়ে দেখি... সমুদ্দুর নেশা তখন...

.

.
.
.
অনুপ্রেরণায় উৎসর্গে- উস্তাদ নুসরাত ফতেহ আলী খান

কবি ও গায়ক নাঈম নয়নের সুরে গানটি শুনুন....

এডিটিং চলমান...

মন্তব্য ৯৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০১

মোস্তফা সোহেল বলেছেন: গানের মত মনে হল।
আপনার অন্যান্য কবিতার চেয়ে এটা তেমন জমলা না মনে হয়।
ভাল থাকুন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২২

ভ্রমরের ডানা বলেছেন:


গানের মত মনে হল।- জ্বী সে রকম লিখতে চেয়েছি....


আপনার অন্যান্য কবিতার চেয়ে এটা তেমন জমলা না মনে হয়।- হতে পারে। বাকি কবিতা গুলো আমি নিজের ভাষায় লেখেছি। এ কবিতা/গান ধার করা। নুসরাত ফতেহ আলী খানের মেরে রাসকে কমর গানের অনুপ্রেরণায়য় লিখেছি...


গানের লিংক মেরে রাসকে কমর...


যযাকগে অন্য কবিতাগুলো লেখতে আমি বেশি সময় নিই না। কিন্তু এ লেখায় বেশ সময় নিয়েছি। কয়েকটি রাত্রি মাত্র! সেটা আসল কথা নয়... আসল কথা হল কবিতা, চিত্র, গান, গল্প আর নারী কখনো সবসময় মনের মত হয় না... কিছু সময় এদের ও কিছু দাবি থাকে সেটা মেনে নিয়েই অনুভব করতে হয়। আমি নিজেও পারি না.... প্রচেষ্টায় আছি... অনুভব খুবই গভীরতর জিনিস... এর কিছু স্তর আছে... গড়গড় পড়া দিলে আপনি এ কবিতা/গানের মজা পাবেন না। আবেশ, আবহ বুঝতে হবে।


গানটি শুনলে কিছুটা আবেশ পেতেও পারেন।
প্রথম মন্তব্যে ও কবিতার সমালোচনে আপনাকে ধন্যবাদ!

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভ্রমরের ডানায় ভর করে উড়ে আসে প্রেম, নাকি মোহমায়া?

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৩

ভ্রমরের ডানা বলেছেন:


আপনি যেটা মনে করেন আরকি.... আই ডোন্ট মাইন্ড...

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এটা ভাল লাগে নাই। এক্সপেরিমেন্ট করছেন নাকি? অন্যান্যগুলো তো ভাল হয় বেশ। মন্তব্যে আঘাত পেলে দুঃখিত।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

জলকাব্যে আপনার প্রথম কমেন্ট পেলাম। এ কবিতায় আপনার অনুভব জরুরি নয়! প্রতিউত্ততে কষ্ট পেলে দুঃখিত! সব কবিতা গান সবার হয় না!


ধন্যবাদ!

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সব কবিতা গান সবার হয় না! এটা অবশ্য খাটি কথা বলেছেন। সহমত। না, প্রতিউত্তরে খারাপ কিছু বলেন নাই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:




উপরের মন্তব্যকারী জনাব মোস্তফা সোহেলের মন্তব্য ঘরে লিংক দেওয়া আছে...


গানটি শুনতে শুনতে কবিতা পড়তে পারেন। আবহটা জরুরি... নুসরাত ফতেহ আলীর গানের আবহ কবিতায় সৃষ্টি করা হয়েছে। এই গান শুনে না থাকলে কবিতা মাথায় বসবে না...


প্রতিউত্তরটা একটু কড়া ছিল। সরি...


কবিতাটি জুড়ে দিলাম-


Mere Rashke Qamar Lyrics (English Font)
mere rashke qamar tu ne pehli nazar
jab nazar se milaayi mazaa aa gaya
mere rashke qamar tu ne pehli nazar
jab nazar se milaayi mazaa aa gaya
jab nazar se milaayi mazaa aa gaya

barf si gir gayi kaam hi kar gayi
aag aisi lagaayi mazaa aa gaya

jaam mein ghoul kar husan ki mastiyan
chaandni muskurai mazaa aa gaya

chand ke saye mein ae mere sakiya
tu ne aisi pilai mazaa aa gaya

nasha shishe mein angdai lene laga
bajm rindan mein sagar khankne laga
maikade pe barasne lagi mastiyan
jab gata gir ke chhai mazaa aa gaya

wo be hijabaana woh saamne aa gaye
aur jawaani jawaani se takra gayi
aankh unki lardi yun meri aankh se
dekh kar ye laraai maza aa gaya

mere rashke qamar tu ne pehli nazar
jab nazar se milaayi mazaa aa gaya

aankh mein thi haya her mulaqaat par
surkh aariz huay wasal ki baat par
usne sharma ke mere sawaalat pe
usne sharma ke mere sawaalat pe
aise gardan jhukaayi maza aagaya

mere rashke qamar tu ne pehli nazar
jab nazar se milaayi mazaa aa gaya
mere rashke qamar tu ne pehli nazar
jab nazar se milaayi mazaa aa gaya
jab nazar se milaayi mazaa aa gaya

barf si gir gayi kaam hi kar gayi
aag aisi lagaayi mazaa aa gaya
jaam mein ghoul kar husan ki mastiyan
chaandni muskurai mazaa aa gaya

shaikh sahib ka imaan bik he gaya
daikh kar husan e saqi pigal he gaya
aaj se pehle ye kitne maghroor the
lut gayi parsaayi maza aa gaya

ae fanna shukar hai aaj baad e fanna
usne rakh le mere pyaar kee aabro
apne haathon se usne meri qabar par
chaadar e gul charhaayi mazaa aagaya

mere rashk e qamar tu ne pehli nazar
jab nazar se milaayi mazaa aa gaya...

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। এবার গেয়ে শুনান

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২২

ভ্রমরের ডানা বলেছেন:



আমি আবৃতি বা গান ভাল পারি না আপু। গান, আবৃতির ইচ্ছে বহু দিনের। তবে ধীরে ধীরে সে খেয়ালে ভাটা পড়ে এখন শুষ্ক প্রায় শুষ্ক জলা...


সুর তাল নিয়ে কোন প্রফেশনাল আইডিয়া নেই। নিজের সুরে কি হবে কিছুই জানি না। দেখি সুর আঁকা যায় কিনা.. তবে গাইতে গেলে পারব না আপু... বাথরুম সিংগার দিয়ে এ কাওয়ালি গান গাইলে বাওয়ালি হতে পারে...


কবিতা/গানের অনুভবে ও সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। ভাল থাকুন নিরন্তর....

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

বর্ষন হোমস বলেছেন:
সুন্দর কবিতা!ভাল লেগেছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

ভ্রমরের ডানা বলেছেন:


মি. হোমস, আপনার সুন্দর অনুভবের জন্য অশেষ ধন্যবাদ! আপনার জন্য প্রীতি ও শুভেচ্ছা রইল!

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯

সনেট কবি বলেছেন:





কবি ভ্রমরের ডানার‘ জলকাব্য- ২৩ - সমুদ্র
নেশা তখন... (গান)’ ছায়া অবলম্বনে-

আবেগ সমূদ্রে প্রেম উথাল পাথাল
ঢেউ তোলে ক্রমাগত জলে ভাঙ্গে জল
সাথীর স্বপন রঙে নেশা জাগানিয়া
যাদুকরী রূপে ভাসে অবিরত স্রোতে।
সাথীর চুড়ি মেহেদী রাঙ্গা ঠোঁট চুল
মিষ্টি হাসি ও চিবুক একে একে ভেসে
স্মৃতি সমুদ্রে তুফান ডাকে সে জলের
নিম্ন চাপে প্রেমিকের মাতাল উচ্ছাসে।

সাথীর মোহনীয়তা কাতর মনের
অলিতে গলিতে বাজে তার পদ
নূপুরের ঝঙ্কারের বাজনা নিয়ত।
প্রেম সমুদ্র জলের তোলপাড় তোলা
জোয়ার ভাটার টানে মাতাল মনের
কবি রচে জলকাব্য ভ্রমর ডানায়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি বেশ আবেগময় কবিতা লিখে ফেলেছেন। আমি মুগ্ধ!

আবেগ সমূদ্রে প্রেম উথাল পাথাল
ঢেউ তোলে ক্রমাগত জলে ভাঙ্গে জল
_____ বেশ অন্যরকম...

কবি তো দেখছি জলকাব্যের নির্যাস বের করে চলেছেন প্রতিনিয়ত... এ দেনা শুধিব কিসে....




অনন্ত শুভেচ্ছা কবি...

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: গান বলেন কিংবা কবিতা ভাল লাগিয়াছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:




আপনার ভাল লাগিয়াছে জানিয়া দিলে জল পেলাম! অনন্ত শুভেচ্ছা ভাউ...

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর হয়েছে প্রিয় কবিবর। দারুণ কথামালা সংযোগ করেছেন।

গান করে ফেলুন নিজের সুরেই, খুব সুন্দর হবে নিশ্চয়

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:
গান করে ফেলুন নিজের সুরেই, খুব সুন্দর হবে নিশ্চয়
____ আসলে নিজে পারলে হতই... আমি তো গান গাইতে পারি না... এই কাজটি যদি আপনি করে দিতেন বড়ই কৃতজ্ঞ হতাম। গানটি কাওয়ালি। প্রথম মন্তব্যে উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের একটি গান আছে। ওটা শুনে কাওয়ালি সুর দিতে পারেন। আপনার গানের গলা ভাল তাই বলছি সুপ্রিয় ব্লগার...

গানটির অনুভবে বিশেষ ধন্যবাদ সুপ্রিয় কবি নাঈম নয়ন। ভাল থাকুন, শুভেচ্ছা রইল!

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

ওমেরা বলেছেন: আমার নানুর কাছে ছোটবেলায় বিয়ের গীত শুনেছিলাম সেরকম লাগল । ভালই হয়েছে ভাইয়া, ধন্যবাদ ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

ভ্রমরের ডানা বলেছেন:


হা হা হা... নানুর কাছে ছোটবেলার গীত..... বলেন কি... মজা পেলাম খুব!


পাঠে ও মন্তব্যে ধন্যবাদ ওমেরা.... ভাল থাকুন সবসময়...

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা বাথরুম সিঙ্গার একদিন বাইরে গাইয়া লাইবেন আমরা হুইন্নায়ালবাম

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

ভ্রমরের ডানা বলেছেন:


হা হা হা..... সে আর বলতে আপু... গাব একদিন তবে সসমস্যা হল আমি গাইলে কিন্তু অনেকেই হার্ট এটার্ক হয়ে মরে যাবে :P



যে গলা আমার.....


তানসেন ফেইল.... =p~

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ ! বাহ! বাহ!



দারুণ ।


ছবিটা একটু বেশি ভালো লাগা রইলো । :P

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:


কবি নাঈম নয়ন কাল গানে ও সুরে এই লেখাটির অডিও ভার্সন আনছেন। কবি নীলপরি যতদূর জানি তাকে কিছুটা সাহায্য করছেন...


কবি গায়ক সুরকার নাঈম নয়ন আমাদের একজন সম্পদ... তার অনেক গান আবৃতি ইউটিউবে রয়েছে। সত্যি চমৎকার গলায় তিনি প্রানে দোলা দিয়ে যান।


সে সুরের সাগরে সময় করে ডুব দিয়েন কুবের মাঝি... :P আর দয়া করে ছবির হরিনের দিক থেকে নজর সরিয়ে নিন। নাহলে পদ্মাবতী, কবিতা, আর নীলাঞ্জলারা সুইসাইড খাবে....



আর যেমনে বাহ বাহ বাহ করলেন তাতে মন হল লেখাটা পড়ে আপনার কলিজায় কেউ ছুড়ি মাইরে দিছে। তা সতের মিনিট চছত্তিশ সেকেন্ডের একটা গানের লিংক আছে প্রথম কমেন্টে। শুনে দেখেন। মজা আরো পাইবেন... পদ্মাবতী কবিতারা আরো ফাল মারবে....

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


অবশেষে তীরে আগমণ

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:





তীরের পাশেই কুটির... আসিতেই হলো...




অনুভবে শুভেচ্ছা...

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

শায়মা বলেছেন: ও এমন যাদু রে তোর... স্বপন আঁকে যখন..
ভ্রমর ডানায় ভর করে... সমুদ্র নেশা তখন...
ওওওওওওওওওওওওওওওওওওওও!!!!!!!!! তাই তুমি ভ্রমরের ডানা!~!!!!!!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৮

ভ্রমরের ডানা বলেছেন:




♪♪♪♪♪♪♪♪♪♪♪♪শুধু কি ভ্রমরের ডানা ♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪




___________________________না_______________________________





<<<<<<<<<<<♪♪♪<<<<<< আমি সমুদ্রজল, সমুদ্র প্রেম

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:

ও আরো অনেক কিছুই


;) ;)



এখন আইস্ক্রিম খাওয়াও আমাকে...

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

জাহিদ অনিক বলেছেন: ১ম ছয় লাইন আমার এক বন্ধুকে গেয়ে শোনালাম।

ব্যাচারা ঢাকাতে আসছে বেড়াতে, আমি বললাম আয় তোকে গান শোনাই।









- পরক্ষনেই দেখি সে ব্যাগ গোছাচ্ছে, সে আর থাকবে না। এমন সাংস্কৃতিক অত্যাচার নাকি সহ্য করা যায় না।




প্রিয় ভ্রমরের ডানা,


আমার গায়কী যে কতটা জঘন্য সেটা আর না বলি। B:-)



আপনার লিরিক যে বেশ পছন্দ হয়েছে সেটা তো আর বলা লাগবে না। এখন বলেন কবে গেয়ে শুনাবেন ???

আমি শুনতে চাই ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:





কবি গায়ক, সুরকার নাঈম নয়ন আরেক কবি নীলপরির সহযোগীতায় গান প্রস্তুত করছেন। কাজ সম্পন্ন হলে আপনি আমি পেয়ে যাব আশা করি.... তখন আর আমাদের গাইতে হবে না.... নাঈম ভাইয়ের গলা শুনিয়ে দেব. :P


আর গলার সুর নিয়ে চিন্তা নিয়েন না ভাইজান, আপনি তো সাহস করে দু লাইন গেছেন আমার অবস্থা আরো খারাপ আমার গলা শুনলে বুঝবেন জংগলের ষাঁড় কাকে বলে ;) আগে কালে ভদ্রে বাথরুমে গাইতাম আজকাল তো মনে মনে গাই.. ভলিওম বেরিয়ে গেলেই নিজেই চমকে উঠি..



কবি নাঈম আমার শেষ ভরসা... উনি কাজটা সম্পন্ন করলে গান শোনার ইচ্ছেটা হয়ত মিটবে.....



সেদিকেই চেয়ে আছি... আপনিও বসুন... ;)


১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১২

কাছের-মানুষ বলেছেন: বাহ চমৎকার । সুখপাঠ্য হয়েছে বরাবরের মতই।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে অনন্ত শুভেচ্ছা! অনুপ্রানিত করার জন্য আন্তরিক ধন্যবাদ!

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:



এক সাথে সব পিয়াস মিটিয়ে নিতে চাইছেন দেখছি ! এ তো জলকাব্য নয়, জলপরী কাব্য- সুরের টানে, খানিকটা নৃত্যে...!

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৩

ভ্রমরের ডানা বলেছেন:





নেমেছি যখন দরিয়ার তবে কাছা মেরেই নামি... জলপরী, জলকাব্য সুরে নৃত্যে মনে মনে গেয়ে যাওয়া ছাড়া আর কিছুই নেই... এ সমুদ্রে তিয়াসা মিটবে না আমার...


তবুও... লেখি... জানি না কি লেখি... তবে আজকাল ভাল মন্দ আর মানি না... তিয়াসা বুঝেই লেখি পড়ি...



লেখতে হচ্ছে আপনাদের অনুপ্রেরণায়.. সামুর কল্যাণে...


অনন্ত শুভেচ্ছা কবি......

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৫

জেরার্ড পিকে থ্রি বলেছেন: সবার মন্তব্য দেখে একটা কথাই মনে পড়লো, "তুমি যা দেখছো, তা কিন্তু তা না।"

'মেরে রিশতে কমর' এর আলোকে বলাই যায়, "অসাধারণ লেখনী!"

আশা করি আপনি গায়কী গাঁথুনি আরও ভালোই হবে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:




বিভ্রান্তি, ঘোর, ধাঁ ধা, চক্র, কুয়াশা, কুহেলিকা যা খুশি বলতে পারেন। আমি এভাবেই লেখি... অর্থ ছাড়া ভাব ছাড়া, আবেশ ছাড়া আবহ ছাড়া আমি কবিতা লেখি না... অনেকের মতেই কিছু সুরেলা হয় অনেক সময় কিছু সময় হয় না...




চক্র ঘোর চক্র.... আমার পাঠকেরা তাই আমার লেখাকে ভুল বোঝে.... আমার কিছুই করার থাকে না। জনপ্রিয়তা আমার উদ্দেশ্য নয়.... আমি নিজেকে খুঁজি প্রতিনিয়ত পাঠককে নয়... প্রতিটি লেখক তাই করেন।




আলবৎ তুমি যা দেখেছ তা তা না ;)



লেখার মান আরো ভাল করার আছে। আমি কেবল শিখছি... গায়কী মানে কি কন্ঠের কথা বলছেন.........

আরে না ভায়া.... বাজে একেবারে বেসুরো.... আর লেখার কথা বললে বলব আরো কিছুদিন লাগবে....





অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ....

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০১

সুমন কর বলেছেন: আরে, সুন্দর হয়েছে...... ;)

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৭

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ জলকাব্যের অনুপ্রেরণা সমুদ্র.....

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩২

উম্মে সায়মা বলেছেন: ওয়াও অসাধারণ হয়েছে ডানা ভাই! গান গেয়ে কবে শোনাবেন বলেন?
অপেক্ষায় রইলাম....

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:


আমি তো গাইতে পারি না তবে গায়ক কবি নাঈম নয়ন গেয়েছেন... শেষের কমেন্টে তার অসাধারণ সুরারোপিত গানটি উপভোগ করতে ভুলবেন না....


আমি গাইলে গানটা নষ্ট হতে পারে.... হা হা হা....




অনেক অনেক ধন্যবাদ উম্মে সায়মা..... অনন্ত শুভেচ্ছা রইল....

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪১

সচেতনহ্যাপী বলেছেন: আমি বোদ্ধা নই তবে একথাটি ভাল লেগেছে, কবিতা, চিত্র, গান, গল্প আর নারী কখনো সবসময় মনের মত হয় না

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার প্রতি রইল অশেষ শুভেচ্ছা..... ভাল থাকুন সবসময়....

২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৫৩

উদাস মাঝি বলেছেন: ওরে বাপরে !!
একি দেখলাম #:-S
তব্দা মেরে গেলাম ! একি কবিতা নাকি গান !!
সে যাই ই হোক ব্যাপক ভাল লাগসে :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪০

ভ্রমরের ডানা বলেছেন:





কি দেখলেন ভাই.... ভাল লাগচে জেনে খুব খুশি লাগছে... । অনন্তর শুভেচ্ছা....

২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির মন্তব্য পড়ে মুগ্ধতা জানিয়ে যাচ্ছি।

আমি আসলে কোনদিন কাওয়ালী গান মুখস্থ করতে পারিনি, গান গুলি গাইতে পারতাম না ভালো তাই মুখস্থ হতো না।
তবে আপনার এটি যেহেতু সুর গাওয়া আছে আর বাংলায় সেজন্য পারতেও পারি, চেষ্টা করবো দ্রুত গানটি শুনাতে। দোআ করবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়
শুভ সকাল

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

ভ্রমরের ডানা বলেছেন:



কাওয়ালী করা খুবই কঠিন..... অনেক কিছুই আত্নস্থ করতে হয়.... উস্তাদ নুসরাত ফতেহ আলীর গান শোনলে তাই মনে হয়.... তাল লয় সুরের উত্থান পতন সব যাচাই করা খুবই কষ্টকর... আপনি চেষ্টা রাখুন... অন্য একদিন কাওয়ালি হলে ভালই হবে.........
আপনার জন্যেও অশেষ শুভকামনা রইল নাঈম ভাই....



আপনার সুরের গলা... একদিন সব হবে... দোয়া করি...

২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

এডওয়ার্ড মায়া বলেছেন: সুর দিয়ে পড়লাম গো
সুর তাল লয় ঠিক করিবার জন্য একজন কে দর্কার

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

ভ্রমরের ডানা বলেছেন:




আমারো তাই মনে হয়.....আসলেই দর্কার.... একটু খুইজ্জা দিলে ভাল হইত দিলদার ভাই..... থুক্কু মায়া ভাই.... :P



মিয়াকুজি মিয়াকুজি....

২৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

নীলপরি বলেছেন: mere rashk e qamar -- গানটা আমার খুবই ভালো লাগে । আপনার এই গানেও সেই সুফি আন্দাজ বজায় আছে । দারুণ লিখেছেন । কি বলি ? --
আপনে অ্যায়সে লিখা কে মজা আগায়া ...........:)

সহব্লগার নাঈম জাহাঙ্গীর নয়ন খুব ভালো গান করেন ও সুর করেন । তাই গানটা শোনার অপেক্ষায় থাকলাম ।

দুজনকেই শুভকামনা ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:




আপনাকে অশেষ ধন্যবাদ কবি নীলপরি.... সুফিভাবে নতুন কোন গানের আবহ মাথায় এলে সুর করে দিলে উপকৃত হতাম। গানে নাঈম ভাই যে সুরে গেয়েছেন তা বেশ ভালই লাগল..... তবে কাওয়ালি বা সুফি গানে সুর দেওয়া একটু কষ্টকর... আমি প্রচেষ্টারত... হয়ত একদিন চলেও আসতে পারে...


নাঈম ভাইয়ের গলায় গানটি আমার খুবই ভাল লাগছে... আপনিও শুনে দেখতে পারেন......

আপনার অনুপ্রেরণায় অনুরণিত হলাম।

২৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: খুব ভালো হয়েছে!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

ভ্রমরের ডানা বলেছেন:



লেখাটি পাঠে ও অনুভবে আপনাকে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন সবসময়....

২৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইউটিউবে আগে গানটা ছেড়ে পড়ে আপনার লেখা পড়লাম :)

দারুন! দারুন লাগল :)

+++++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৪

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে অনন্ত শুভেচ্ছা ভিগু ভাই.... গানটি শুনিয়েন। কবি নাঈম নয়ন. সুর ও কন্ঠ দিয়ে দিয়েছেন.. .......



আপনার মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম!

২৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, কি করে যে বলি
কাওয়ালী গান আমি গাইতেই পারিনা, অনেকবার ট্রাই করেও কাওয়ালী সুরে গাইতে পারছিনা। এটা আসলে আগেও পারিনি, সবগান দু একবার শুনলেই গাইতে পারি মোটামুটি, কিন্তু কাওয়ালী আমি তুলতেই পারছিনা!!

কাওয়ালী গান আমি অনেক চেষ্টা করেও তুলতেই পারছিনা ভাই!! বারবার শুনেেও গানটি নিজে তুলতেই পারছিনা!
আর কয়েকবার ট্রাই করার ইচ্ছে আছে, যদি পারি তো জানিয়ে যাবো ভাই।



২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার স্বাধীনতা নিয়ে সুর করেন। পারলে কবিতায় কিছু পরিবর্তন আনতে পারেন। মানে নিজের মতই আরকি... কাওয়ালি হতে হবে এমন দরকার নেই... আধুনিক বা যেমন খুশি তেমন করতে পারেন। কাওয়ালি করা একটু কষ্ট আছে।


আমি সুর করতে পারছি না। অনেক কঠিন সুর করা.....

২৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯

আনিসুল ইসলাম ফয়সাল বলেছেন: ভালো লিখছেন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ ভাই, অশেষ শুভকামনা...

৩০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

জাহিদ অনিক বলেছেন: আচ্ছা, আপনার কাছে কি " মেরে পিয়া ঘার আয়া" এই গানের কোন ভাল লিংক হবে। ইউটিউবের গুলো ভাল লাগে নাই খুব একটা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০

ভ্রমরের ডানা বলেছেন:




মেরে প্রিয়া ঘর আয়া....... গেয়েছেন উস্তাদ নুসরাত ফতেহ আলী খান....

৩১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মন্দ নয় ......... হয়েছে বেশ ......... সুরকার আর সিঙ্গার ডাকেন তাত্তাড়ি

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:



ব্লগেই পেয়ে গেছি.... নিচে নাঈম নয়নের কমেন্ট লিংকে গান আছে। শোনেই দেখুন না :P




আপনাকে ধন্যবাদ...

৩২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পারবো ভাই, আশা করছি আগামীকাল শুনাবো আপলোড করে।
দোআ করবেন ভাই
নীলপরি আপুর সহযোগিতায় একটা সুরে আপনার প্রথম দুই লাইন গাইতে পেরেছি।
ব্যস্ততা বেড়ে যাওয়ায় আজ মনে হয় হবে না, তবে কাল শুনাবো আশাকরছি।

একটা দুটি শব্দ আমার গাওয়ার মধ্যে পরিবর্তন বা কমাতে হতে পারে ভাই।
যেমন- ও এমন যাদু রে তোর... স্বপন আঁকে যখন...
ভ্রমর ডানায় জুড়ে দেখি.. তোরই নেশা..... 'তখন' কাটা পরছে। কষ্ট নিবেন না প্রিয় কবি, চেষ্টা করবো শব্দ না কেটে গাইতে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৩

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি একজন জনপ্রিয় গায়ক ও সুরকার হবেন.... অনেক দোয়া রইল ভাই...

৩৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

এইভাবে মিল করতে পেরেছি ভাই-



ও এমন যাদু রে তোর... স্বপন আঁকে যখন...
ভ্রমরের ডানা জুড়ে দেখি.. তোরই নেশা....!!!

ও'হাতের চুড়ি'রে তোর
রিনিঝিনি বেজে,
ও'হাতের মেহেদি তোর
জ্বলে লাল রঙে!!
কেঁড়ে নিল এ'মন
উতলা সমুদ্রে হায় কি করি এখন...
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমরের ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!

ও'মিষ্টি হাসি'রে তোর
লাজে লাল হয়ে,
ও'রাঙা ঠোঁটে'রে তোর
অলি মধু মাখে!!
ফোটে'রে মধুবন
ভ্রমর ডানায় করেছে ভর নেশা এখন...
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমরের ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!

ও'মাতাল চন্দ্র'রে তোর
দিলে নেশা ভরে,
ও'কালো চুলে'রে তোর
ঘন মেঘ জমে!!
তুলে বৈশাখী ঝড়
মনের কোণ ছেয়ে হায় কি করি এখন...
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমরের ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!

ও'চোখা চিবুক'রে তোর
একটু বেখেয়ালে,
ও'এমন যাদু'রে তোর
এঁকে জল সাগর গড়ে।।
ও'নেশার ভরে'রে তুই
ভাটার টানে ভেসে,
দূরে গেলি যখন
সমুদ্র খলকে ওঠে কি করি এখন....
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমরের ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!! -- এখনও রেকর্ড করিনি, আপনাকে দেখিয়ে গেলাম। এরকম হবে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:


পুরোটাই খুব সুন্দর লাগল আমার কাছে। আপনার কন্ঠে গানটি শোনার জন্য অপেক্ষায় রইলাম...

যখন, তখন লেখেছিলাম ছন্দ মিলের জন্য...

ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা তখন



যেহেতু সুর আপনি করেছেন সেহেতু আপনার সুরের জন্য আপনি এ দু চারটি শব্দে কাটছাঁট অবশ্যই করতে পারেন! যখন তখন বাদ দিয়ে সুর তোললে যদি সুর ওঠে আমার আপত্তি কিসের.... আপনি জন্য শুভকামনা কবি সুরকার নাঈম নয়ন...

৩৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ সেলিম ভাই... অনন্ত শুভেচ্ছা....

৩৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৪

মেরিনার বলেছেন: সমুদ্র প্রেম!
সমুদ্র জল!!
"সমুদ্র জীবন" দেখে আসুন না হয়:
view this link

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

ভ্রমরের ডানা বলেছেন:


লেখাটি ও কবি নাঈম নয়নের কন্ঠে গানটি শুনে দেখতে পারেন। আশাকরি ভালই লাগবে....

৩৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার প্রচেষ্টা। আপনার কবিতায় নাঈম জাহাঙ্গীর নয়ন কর্তৃক সুরারোপিত এবং তারই কন্ঠে গীত গানটি ইউ টিউবে শোনার অপেক্ষায় রইলাম।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:







সুপ্রিয় লেখক, কবি নাঈম নয়ন ইতোমধ্যে লেখাটিতে সুরারোপিত করে তার ব্লগে পোষ্ট দিয়েছেন।এই পোষ্টের শেষ কমেন্টেও সেই ইউটিউব গানের লিংকটি দিয়েছেন। আশা করি আপনার সেটি ভাল লাগবে।


আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ভাল থাকুন সব সময়... নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা....

৩৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, গানটি আজ গেয়েছি, রেকর্ডও করে রেখেছি প্রথমবার গেয়ে শুনছি, মাঝখানে একটা শব্দ সামান্য ভুল হওয়ায় আবার গাইতে হবে, তবে, আজকে শুনাবো আশা করছি

আবার এডিট করতে হয়েছে ভাই,


ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
এমন যাদু'রে তোর-
স্বপন আঁকে যখন!!
ভ্রমর ডানা- জুড়ে দেখি- তোরই নেশা...!
ও'তোর রূপের আগুন-
মনে জাগায় ফাগুন!!
এই আগুনে- পুড়ে যেতে- মন শুধু চায়...!
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
(আ আ আ আ.......)

হাতের চুড়ি'রে তোর-
বাজে রিনিঝিনি।।
কেড়ে নিল এ'মন হায় কি করি এখন।
হাতের মেহেদি তোর-
জ্বলে লাল রঙে।।
উথলি উঠে-মন হায় কি করি এখন।।
ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!

ও'মিষ্টি হাসি'রে তোর-
লাজে লাল হয়ে।।
ফোটে মধুবন ভ্রমর সব ঘুরঘুর করে।
রাঙা ঠোঁটে'রে তোর-
প্রেমের মধু দেখে।।
ভ্রমর ডানায় করেছে ভর প্রেমের নেশা।
ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!

ও'মাতাল চন্দ্র'রে তোর
দিলে নেশা ভরে।।
কত ভ্রমর- মাতাল এমন সারাব পিয়ে।
কালো চুলে'রে তোর-
ঘন মেঘ জমে।।
ঝড় তুলেছে মনের কোণে কি করি হায়।
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!

ও'চোখে যাদু এমন
এঁকে দিলেই জল।।
সমুদ্র গড়ে যৌবন ঢল কি করি বল।
নেশা ভরে'রে তুই
ভাটার টানে ভেসে।।
দৃুরে গেলে জ্বালা বাড়ে ভাসায় শ্রাবণ।
ও এমন যাদু'রে তোর- স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
এমন যাদু'রে তোর
স্বপন আঁকে যখন।।
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা।
ও'তোর রূপের আগুন-
মনে জাগায় ফাগুন!!
এই আগুনে- পুড়ে যেতে- মন শুধু চায়...!
ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন
ভ্রমর ডানা জুড়ে দেখি তোরই নেশা...!!
(আ আ আ আ.......) --------- এভাবেই গেয়েছি ভাই। আপনার গানটি পুরাই দেওয়ানা মনের ভাব প্রকাশ করছে। ভালো লিখেছেন ভাই। শুভকামনা আপনার জন্য সবসময়।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি আমাদের সম্পদ নাঈম নয়ন..... আপনার কণ্ঠ চমৎকার... চর্চা চালিয়ে যান...

৩৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কবিতাটি আপনার দেয়া সুরের গানটির সাথে সুর মিলিয়ে এডিট সম্পন্ন করে প্রথমবার গাওয়ার সময়ই লোড করেছিলাম। তা আপনাকে না শুনিয়ে শান্তি পাচ্ছি না, তাই দিয়ে যাচ্ছি-


আপনার গান- ও এমন যাদু'রে তোর -

সময় হলে একবার শুনে জানাবেন ভাই, পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন, প্রয়োজনে আবারও গাইবো। আমি ভাই চেষ্টা করেছি সুর মিল রাখতে, তব। প্রফেশনাল শিল্পি ছাড়া সুর মিল রেখে পুরো গান গাওয়া অনেক কষ্টসাধ্য। তবুও যতটুকু পেরেছি, মোটামুটি সুর মিল আছে, যেটুকু অমিল তা কেবল ভাষাগত কারণে তারতম্য।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০০

ভ্রমরের ডানা বলেছেন:





গানটি প্রতিদিন ঘুমানোর আগে একবার করে শুনি.... মন ভরে যায়....

৩৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানটির আগের ভিডিও চেঞ্জ করে নতুন ভিডিওর সাথে আপলোড করেছি


ও এমন যাদু'রে তোর স্বপন আঁকে যখন

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:



খুব সুন্দর সুর সংযোজন করেছেন।শোনার সময় শিহরিত হয়েছি! অনেক কষ্ট করেছেন ভাই। কৃতজ্ঞতা রইল। আপনার কণ্ঠ অভিভূত করে গেল!

৪০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
কবিতায় ভালোলাগা + রেখেগেলাম।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৫

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ ভাই, অশেষ শুভকামনা... ভাল থাকুন নিরন্তর...

৪১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানটি ভালো লাগা জেনে অনন্দিত হলাম ভাই।

কষ্টের চেয়েও তৃপ্তি বেশি পেয়েছি গানটি গাইতে পেরে। অাপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দবোধ করছি।
সুন্দর গান গড়েছেন ভাই। কৃতজ্ঞতা আপনার প্রতি সুন্দর গান উপহার দেয়ার জন্য।

শুভকামনা আপনার জন্য সবসময়।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

ভ্রমরের ডানা বলেছেন:




উস্তাদ নুসরাত ফতেহ একজন লিজেন্ড ছিলেন। উনার গানেরগলা অনেক মানসম্পন্ন। অনেক উঁচু স্কেলে উনি গাইতেন। এমন গলা আর পাওয়া যায় নি... আপনি আশা করি উনার গানগুলো শুনে দেখবেন.... উনি বিখ্যাত...


আপনার গলা অনেক সুন্দর... রেওয়াজ করলে সবি সম্ভব নয়ন ভাই...

৪২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: সরি !


আর প্রশ্ন করেন না; সরি বলা কারণ টা-অজ্ঞাত থাক।



২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১১

ভ্রমরের ডানা বলেছেন:

৪৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৫

মনিরা সুলতানা বলেছেন: একটু আলাদা একটু অন্য রকম ভালোলাগা ই !!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার উদার অনুভবে ধন্যবাদ সুপ্রিয় কবি.... অনুপ্রাণিত হ'লাম। কমেন্টে গায়ক নাঈম নয়ন গানটি গেয়ে লিংক দিয়েছেন। চাইলে শুনে দেখতে পারেন। আশা করি ভালই লাগবে...

৪৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

খায়রুল আহসান বলেছেন: গানটি ইউ টিউবে শুনলাম।
গানের কথা যেমন সুন্দর, গানটি গীতও হয়েছে চমৎকার কন্ঠে।
গীতিকার এবং গায়ক, উভয়কে অভিনন্দন!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

ভ্রমরের ডানা বলেছেন:



সুপ্রিয় লেখক ও কবি, গানটি আপনার উপভোগ্য হয়েছে জেনে অনেক বেশি উৎসাহিত বোধ করছি। যদিও এখানে আমার অবদান সামান্য। গায়ক নাঈম নয়ন অত্যন্ত হৃদয়গ্রাহী সুর তুলে লেখাটি স্বার্থক করেছেন। তাই আপনার অভিনন্দনে তার বেশি অধিকার...


জনাবের উদার স্তুতিবাদের জন্য ও লেখাটি অনুভবের জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা! ভাল থাকুন নিরন্তর.... সেই প্রার্থনায় সর্বদা করি...

৪৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

আপনার প্রতিউত্তর ও শ্রদ্ধেয় প্রিয় কবি খায়রুল আহসান স্যারের মন্তব্যে গানটি ইউ টিউবে শুনলাম।
গানের কথা যেমন সুন্দর, গানটি গীতও হয়েছে চমৎকার কন্ঠে।
গীতিকার এবং গায়ক, উভয়কে অভিনন্দন!!!

দেখে, আনন্দটুকু ভাগ না করে যেতে পারলাম না।

ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা শ্রদ্ধেয় কবি দ্বয়ে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:


উনার ভালবাসার বেশির ভাগটাই আপনার জন্য বরাদ্দ নাঈম ভাই। আপনি আমার এই সামান্য প্রচেষ্টাকে গায়কীররূপ দিয়ে অসামান্যতায়য় নিয়ে গেছেন। সত্যি আপনি আমাদের অনেক মূল্যবান সম্পদ...


আপনার জন্য নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা...

৪৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: গানের লিংক দিয়েদিলে যাদের ইচ্ছে শুনতে পারতো।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১২:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

বাবু ভাই, কবিতায় নাঈম ভাইয়ের গলায় গানটি জুড়ে দিলাম। শুনে দেখতে পারেন। আশা করি ভালই লাগবে।



অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা...

৪৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: আজকে নতুন কবিতা দিয়েছি !!! ;)


আর ব্লগে পোলাপান গুজব ছড়াচ্ছে আমার আর আপনার নামে ।। আমরা নাকি পীরের মুদির হয়েছি ।। =p~

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:

এই পোলাপাইন গুলা কারা....

৪৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৪

মনিরা সুলতানা বলেছেন: শুনেছি শুরুতেই 'আপনার ভাইয়া সহ ;
দুজনের ই ভালোলেগেছে !!!

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:১১

ভ্রমরের ডানা বলেছেন:



ভাইয়াকে সালাম পৌঁছে দেবেন সুপ্রিয় কবি... কবি নাঈম নয়ন অত্যন্ত সুন্দর গলায় গানটি গেয়েছেন। আপনাদের ভাল লাগায় তার অধিকার বেশি...



ভাল থাকুন আপনারা দুজন দুটি জোড়া শালিকের মতন... অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় কবি...

৪৯| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮

সোহানী বলেছেন: আহারে কি কঠিন প্রেমে হাবুডুবু.............................. প্রেমের মরা কিন্তু জলে ডুবে না, কলা গাছের মতো ভাসে... ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.