নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

কাপুতো ফিনিতো প্যারোডি বাসিতো মজা নিবতো খানা বাসিতো আপুতো আপুতো ( ফান না বুঝলে সহস্র নটিক্যাল দূরেই থাকুন).......

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১




ইউটিউবের সর্বাধিক বার ভিউস পাওয়া গান লুই ফনসির ডেস্পাসিতোর কিছুদিন আগে বাংলা প্যারোডি ভার্শন বের হয়। বিশ্বজুড়ে এই রকম ভাবে অজস্র ভাষায় প্যারোডি গান বের হয়েছে। তবে বাংলাটা যেহেতু সহজেই বুঝি তাই এটা শুনতে খারাপ লাগে নি। আর এই উড়াধুরা গানে দয়া করে নাকসিটকাবেন না। আপনার ধ্রুপদী সুর লহরি এই জেনারেশন শুনছে না। উস্তাদ নুসরাত ফতেহ আলীর হাই স্কেল সুর, উস্তাদ বিসমিল্লাহ্‌ খানের সাহনাই তারা চিনেই না। তারা চিনে পিটবুল, ফন্সি, অ্যামিনেম, বিবার। তাই এই জেনারেশনকে বুঝতে আপাতত লুই ফন্সির ডেস্পাসিতো এই গানটির প্যারোডি শুনুন!

দেশবাসিতো বাংলা প্যারোডি গানটি যারা আগে শুনেন নি তারা শুনে তবেই প্যারোডির প্যারোডি পড়ুন। নাহলে মজা পাবেন না।.. অবশ্যই ইহা নিছক এবং শুধু মজার উদ্দেশ্যে রচিত কাঊকে কষ্ট দেওয়া বা ছোট করার উদ্দেশ্যে নয়... তো চলুন গাই.....


এই তোমরা আমারে কি বলো চিনতে পারসো?
শুনলাম আমার নাম নাকি দিস খাদ্যপিয়াসা.....
O Yaaa...
যাক এই নামটা এতটাও খারাপ না,
শুনলে Sometimes I feel like a voraciousaaaaa... .

Yo bro, চল আমরা এখন আসল খানায় আসি,
ফ্যাটি ওয়েল মোটেও নাই একটুও বেশি,

তেলের কথা শুনলে কেন যে ঢং ধরো...
না, দুই চার টেবিল খানা কিছুই না,
আমাকে তো থামাতে তো পারবেনা,
খানাব্লগের নামে সবার জিহ্বায় ঝোল আনব...

ব্লগবাসী তো...
আমার খানাপিনা দেইখা রাগান্বিত,
এক ডিস যারা খায় তারা বড়লোকই তো,
একটু বেশি বোরহানি দিলে এমন কি হইতো?

খানাবাসী তো..
আমার এমন রান্নাবাড়া দেইখা বিমোহিত,
চারিদিকে খাদক আমার অগণিত,
এটা দেখে হেটার্সরা হয় অনাহারিত...

আমি যখনই কোনো খাবারের ডালি সাজাই...
তোমরা কেন ক্ষেপ?
ক্ষেইপা প্যারোডি লেখ....

বয়স হইছে আরতো রাধতে পারি না,
হাতে ঝিঝি এলো,
কেকাপ্পা তুমি ধরো.....

তুইতো রাধস খালি আমড়া
মেকাপ দিয়া smooth করছস চামড়া
পোক্ত হয় নাই রে তোর রান্নাবাড়া,
তাই লবণ দিয়া আমের ভর্তা যায়ে কামড়া,
হইতে পারে এটা করতে তোর মাথাতে খাল খাল
R.A.P এর নামে এইসব কইয়া হইতেছি টাল টাল!
আমি দেখতে যত বুড়ি তত বুড়ি আমি নারে,
কেন, কেন, কেন যে শাকবীর ফিরা চায় বারে বারে,
আমার জন্য কচি পোলারা দাঁড়ায় রাস্তার ধারে,
সময় দিতে পারিনাতো আমিতো সবাইরে...

বাসিতো বাসিতো
ভালোবাসিতো
সব পোলারে আমি ভালোবাসিতো,
নুডুলস খাওয়া তোর নেশা,
তুই বানায় নিসোস পেশা,
তুইতো এখন রেসপি দিয়া কামাস টাকা-পয়সা।

ব্লগবাসী তো
আমাদের কর্মকান্ডে রাগান্বিত,
খানা ব্লগে দেয় খালি দৌড়ানিতো,
কোনদিন খাই কেকাপ্পা নুডুলস, আছি শংকিত...

ব্লগবাসী তো...
আমার গাওয়া প্যারোডিতে রাগান্বিত,
এক বোতল তেল যাদের আছে তারা বড়লোকই তো,
একটু বেশি বোরহানি দিলে এমন কি হইতো?
ব্লগবাসী তো...

বাসিতো বাসিতো
ভালোবাসিতো
সব খানা খাইতে আমি ভালোবাসিতো,
নুডুলস খাওয়া তোর নেশা,
তুই বানায় নিসোস পেশা,
তুইতো এখন রেসপি দিয়া কামাস লাইকের বস্তা....


আবার যখন আহারে থাকে না কোন রুচিতো...
আই ফিল লাইক তোমার মুরিদো মুরিদো...
খানা পোষ্টে আইসা পড়ি ক্যামনে খানাবাসীতো
মজাতো মজাতো..

আপুতো আপুতো
খানাবাসিতো...
সব খানারে আমরা ভালোবাসিতো,
শুধু আর এক বোতল বোরহানি দিলে এমন কি হইতো?
ওওও আপুতো...
বাসিতো বাসিতো খানা বাসিতো...
ব্লগবাসিতো খানা বাসিতো...
কাপুতো ফিনিতো...

:D :D
..

.

মন্তব্য ৮৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

মোঃ তানজিল আলম বলেছেন: খানা ব্লগে আসিয়া খুন হইয়া যাইতে লইছিলাম প্রায় ।। কোনো প্রকারে বাচিয়া গেলাম। :P

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:




হা হা হা.... বিনোদিত হইলাম....

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

ওমেরা বলেছেন:

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

ভ্রমরের ডানা বলেছেন:



আরে বোরহানি দিয়া দিলেন আপু..... তাও আবার দুই গ্লাস.... বাহ.... ধন্যবাদ!

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

উদাস মাঝি বলেছেন: ভ্রমরের ডানা ভাই আপনি একজন অভিজ্ঞ ব্লগার হয়ে এইরকম ফালতু পোস্ট দিবেন কল্পনায় করা যায় না

আর আজ সারাদিন দেখলাম প্রতিটি কমেন্টে "ছুম্মা ছুম্মা" দিতেছেন, যা একদম ছেলেমানুষি ।

আপনি কি মানসিক সমস্যায় ভুগছেন ? কয়েকদিন ব্লগ বাদ দিন, ঘুরে আসুন কোথাও থেকে ।

ভাল থাকবেন ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:


ভাল না লাগলে ইগ্নোর করবেন... জ্ঞ্যান দিতে আইসেন না... আমি কারে কি দিব সেটা আমার ব্যাপার আর তার ব্যাপার আপনার চুল্কে কেন?


সাইড প্লিজ

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খানা ভাবনা ভালো লাগলো,

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

ভ্রমরের ডানা বলেছেন:



নাঈম ভাই প্যারোডিটা শুনে দেখিয়েন। গাইতে পারলে ভালই হবে। মূল গানটা ইউটিউবে পাবেন... প্যারোডি গান কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে আজকাল...

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

উদাস মাঝি বলেছেন: ঠিক আছে, ভাল থাকবেন :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

ভ্রমরের ডানা বলেছেন:


মানুষরে জ্ঞান দেওয়া সহজ, এই কাম আমার গ্রামের কলিম মিয়াও ভাল পারে। পারলে ব্লগে কিছু লেইক্ষা প্রমাণ কইরেন। আপনার থেইকা ছেলে মানুষি বাদ দিয়া পুরুষ মানুষি শিখব...

ফান করতে না জানলে যেমন আছেন তেমন থাকুন...

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:

এত দ্বারা, অত্র এলাকার ব্লগারবাসির সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে, দুদিন যাবত এক বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে, ব্লগার ভ্রমরের ডানা ব্লগের সাইজির মুরিদ হয়ে।সে খালি "ছুম্মা ছুম্মা" বলছে । :P এখন এই "ছুম্মা ছুম্মা" হকিকত ও তরিকত তত্ব কী তা সকল ব্লগারবাসি জানতে চায়। =p~

ধন্যবান্তে,
ভ্রমরের ডানার ভক্তবৃন্দ ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

ভ্রমরের ডানা বলেছেন:



মুরিদো মুরিদো
আমরা তো মুরিদো
বাবাজিরে আমরা সবে ভাল বাসিতো
ছাম্মা রে ছুম্মা বলি তো বলি তো..
হকিকত তরিকত বুঝি তো বুঝি তো...


ফেমাস হওয়া এক নেশা
বাবা বানায় নিছে পেশা
তাই মাইয়াদের পিছনে ঘুরিতো ঘুরিতো...
বুঝিতো বুঝিতো...
ভক্তদের ভন্ডামি সবি বুঝিতো... :P

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মেয়ের গাওয়া গানটির চাইতে আমার কাছে

দেশ বাসী ত -এই গানটি বেশি ভালো লাগলো, যদিও একই কথা একই সুর

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

ভ্রমরের ডানা বলেছেন:
গায়া খায়া দেন.... আইজকা একটু অন্য মুডে আছি। কথার ভাজে ভুল বুইঝেন না...

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

রাজীব নুর বলেছেন: চমৎকার বিনোদন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:



গ্যালারিতেতে বসে পড়েন। বিনোদন আরো বাকি.....


ধন্যবাদ রাজীব নূর ভাই...

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:

দুনিয়ার সকল পাগল এক হও
আর সবাই স্বতু সাইয়ের মুরিদ হও।
দেখ দেখি কান্ড, ভ্রমরের ডানার মাথা এখন লন্ডভন্ড.....
কী বলিব দুঃখের কথা
স্বতু সাই হলেন ব্লগের সাই বাবা!! X(( :P

তবে, পোলাপান এ নিয়ে ভষীণ বিনোদন নিচ্ছে। আর ঐ পাগলটা একবার আমার সাথে কথা হেরে গিয়ে, শেষে আামকে উপদেশ দেয়, বেলি ড্যন্স দেখার =p~ :P



২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:




বুঝিলাম না, এ কোন বাবা কার বাবার কথা বলছেন শাকবীর ভাই :P বাবা তো বহু দেখেছি..

ভন্ড বাবা, জটা বাবা, কলা বাবা, গাছ বাবা, ইলেক্ট্রিক বাবা, ণাংগা বাবা, সর্প বাবা, মুন্ডি বাবা, শিন্ন বাবা, এমন কি গোবর বাবাও... এই কদিনে সবাই এ কোন বাবার কথা বলছেন ভায়া...


আপনার সাথে ওই বাবার কি সম্পর্ক? আর সে এতো ড্যান্স থাকতে বেলি ড্যান্স দেখতে বলে কেন? অদ্ভুত ব্যাপার...

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, গানডা যদি কোন রকম গাই, তাহলে ব্লগের আপুরা মানে যারা খানাপোষ্ট আর কি, যারা বিভিন্ন খাবারের ছবি দিয়া আমাদের বিমোহিত করে সেই আপু'রা দৌড়ানি দিবো..... ভয় লাগতাছে.... দৌড়ানি দিলে পাশে থাকবেন তো...? তাইলে একবার চেষ্টা কইরে দেখতাম কেমন পারি, যদিও এমন গান আমি কখনো গাইতে চেষ্টা করিনি।

(আপনের জন্যে টেনশন হইতেছে ভাই, পোষ্ট পড়ে আপুনিরা রাইগা আবার কি করে বসে.....)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ভ্রমরের ডানা বলেছেন:



উনারা রান্না করেন পোষ্ট দেন সেটা নিয়ে আমাদের কি? আমরা তো সেগুলো এঞ্জয় করি। আশা করি তারাও আমাদের প্যারোডি গান এঞ্জয় করবেন। গানের কথায় কাউকে পচানো হয়নি। এমনকি যারা খানা ব্লগ দেন তাদের প্রশস্তিও শেষে গাওয়া হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে সব আপুর রান্নাপোষ্ট অনেক এঞ্জয় করি। ভাল মিষ্টি মন্তব্য করি। কারণ খাইতে আমার ভালই লাগে। আর তাদের রান্নাগুলা দেখতেও চমৎকার।



কেউ দৌড়ানি দিবে না। তারা আমাদের বোনের মতই। তাদের সাথে আমাদের হৃদতার সম্পর্ক। আপনি গেয়ে ফেলেন। অল টাইম সাথে আছি।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০০

শাহরিয়ার কবীর বলেছেন: সামু পাগলা ০০০৭ এর আড্ডা ঘরে আসেন; সেখানে পোলাপান আপনাকে সবকিছু উত্তম রুপে বুঝিয়ে দিবে।। =p~

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০২

ভ্রমরের ডানা বলেছেন:

আরে সামু পাগলা বাবা হইল কবে? :-B



সে না কানাডাতে? সে তো ভূত প্রেত নিয়া ছিল! সে কি বাবা হয়ে গেছে? সর্বনাশ.... :-B

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৫

শাহরিয়ার কবীর বলেছেন:

ভূত প্রেত আমারও ডর করে ........ :P


তাইলে লন একটা গান শুনেনঃ =p~
বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা.........

view this link


২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২২

ভ্রমরের ডানা বলেছেন:




মজা আছে গানটা....

https://youtu.be/LZadbyD1_jc এইটা আপনার জন্য.....

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা
আমি বুঝেছি ভাই... আপুরাও বুঝবে এটাও জানি।


গানটি সুরের সাথে আপনার লেখা আয়াত্তে আনতে সময় লাগবে আমার, পুরো স্টাইল আমার জন্য নতুন। তবে গানটি গাইতে পারলে আপু'রা খুশিই হইতো। গানে আপুদের গুণাগুণই প্রকাশ করা হইছে।

গাইবো ভাই দোআ করবেন শুনাবো.....

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৪

ভ্রমরের ডানা বলেছেন:


বুঝবে কি অলরেডি বুঝিয়া গিয়াছে.... আপনি উদার দিলে হাই বিটে ডিজে হয়ে গাইতে পারেন। প্যারোডি গাওয়া খুবই সহজ। সুর মূল গানের আপনি শুধুই লাইন আউড়ে যাবেন। আটোটিউনিং করে নিয়েন।গান বানানোর একটা অ্যাপ আছে। স্মিউল নাম। ওটাও ইউজ করতে পারেন। আপনার জন্য নতুন। আর এই নতুন জিনিস দিয়েই আধুনিক পোলাপাইনদের মনে গায়ক হিসেবে পরিচিত হবেন আমার বিশ্বাস...


যুগের চাহিদা হল এইসব গান....


আপনার গানের অপেক্ষায় সুপ্রিয় সুরকার গায়ক নাঈম নয়ন..... আপনার সাফল্য কামনা করি....

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

মার্কো পোলো বলেছেন:
হাহা। হাসি আটকাইতে পারলাম না। খানাবাসিতো! বেশতো। :) :P

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯

ভ্রমরের ডানা বলেছেন:



হাসি আটকাইতেই হইবে নাইলে কাপুতো ফিনিতো....... :P


খানাদানা কবিতার মজা আস্বাদনে অনেক অনেক ধন্যবাদ.....

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

শায়মা বলেছেন: ওয়েট ওয়েট আমি খাপুতো বাপুতো গান শুনেতো মরেতো গেছিতো এখন তো কিছু খাপুতো মাপুতো আনিত যাইত! :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:



একি লে একি লে, কে খেলোতো....
এলোততো এলো তো কে এলো তো..
দেখ তো দেখতো কে দেখ তো.. :-B


আপুতো আপুতো...
শায়মা আপুতো...
খানাবাসিতো...
খাপুতো মাপুতো
আনিতে যাইতো
সব খানারে আমরা ভালোবাসিতো... :)
ওয়েতো ওয়েতো
বলিতো বলিতো
শুধু আর এক বোতল বোরহানি দিলে এমন কি হইতো? :((

ওওও আপুতো...
বাসিতো বাসিতো খানা বাসিতো...
ব্লগবাসিতো খানা বাসিতো...
কাপুতো ফিনিতো...

১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২

সোহানী বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন:

এত দ্বারা, অত্র এলাকার ব্লগারবাসির সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে, দুদিন যাবত এক বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে, ব্লগার ভ্রমরের ডানা ব্লগের সাইজির মুরিদ হয়ে।সে খালি "ছুম্মা ছুম্মা" বলছে । :P এখন এই "ছুম্মা ছুম্মা" হকিকত ও তরিকত তত্ব কী তা সকল ব্লগারবাসি জানতে চায়। =p~

ধন্যবান্তে,
ভ্রমরের ডানার ভক্তবৃন্দ ।


হাহাহাহাহাহা........ =p~ B-) ;) ..... ওরে কে কোতায় আঁচো আমারে ধরো..................

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৪

ভ্রমরের ডানা বলেছেন:




শাকবীর রাধতে জানে খালি আমড়া
গন্ডারের শিং আছে আরো আছে চামড়া
ভাল হয় নাই তো সাই বাবার জিকির
ফিন্ডিং মারে খুঁজে খালি ফন্দিফিকির
হইতে পারে এটা করতে তার মাথাতে খাল খাল
R.A.P এর নামে এইসব কইয়া হইতেছি আমি টাল টাল!
আমি দেখতে যত বুড়া তত বুড়া আমি নারে,
কেন, কেন, কেন যে মেয়েরা ফিরা চায় বারে বারে,
আমার জন্য মেয়েরা দাঁড়ায় রাস্তার ধারে,
সময় দিতে পারিনাতো আমিতো সবাইরে...
কেমনে ধরি বল আমি তোমারে...
হা হা হাসি দিছ দেখছি ব্লগের পাড়ে..
হাসতে হাসতে কেউ এমনে কি গড়ায় পড়ে...
কি খাইছ বলব কি আমি সবাইরে...

বাসিতো বাসিতো.. :P

১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: আমার সকল কাপুতো খাপুতো পোস্ট নিয়ে এলাম!!!!!!!!:)

~~~!! ঈদ-উল-আযহা-২০১৭!!~~~ঈদ-উল-ফিতর ঈদসংখ্যা-২০১৭ঈদ-২০১৬ ঈদসংখ্যা ২০১৫মাই কালারফুল ইফতারী ডে'জ অব ২০১৫ভাইয়াগুলোর জ্বালায়......আমি খানাপিনা দিয়ে পালাই...
অল এ্যাবাউট ইফটারিজজজজজজ:) :) :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:



যখন আহারে থাকে না কোন রুচিতো...
খানা পোষ্টে আইসা পড়ি ক্যামনে বুঝিনা তো
আই ফিল লাইক হইছি তোমার মুরিদো মুরিদো...
মজাতো মজাতো..
ও শায়মা আপুতো....
দাওয়াত আম্রে সামনে দিবা তো...


ব্লগবাসিতো...
আমার এই পোষ্ট দেখে হইছে টাস্কিত
উদাসু কয় মাথা খারাপ হইছে নিতো..
আমি কই তাতে তোমার কি চুলকানিতো..
জ্ঞানের দৌড়ানি দেখছ নিতো...

দেশ বাসীতো...

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:




কী গান লিখলেন ! ফাঁসিতো ফাঁসিতো !! হা হা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

ব্লগবাসী তো...
আমার গাওয়া প্যারোডিতে রাগান্বিত,
এক বোতল তেল যাদের আছে তারা বড়লোকই তো,
একটু বেশি লাইক প্লাস মাইরা দিলে এমন কি হইতো?

ব্লগবাসী তো...
আপ্নারে হাসাইতে পাইরা আমি খুশিতো...
দুইচার লাইন লিইখা মজা আমি নেইতো..
দুও চার টা কাব্যিক মন্তব্য দিলেই হিট ব্লগারই তো..
আইসা ব্লগে দুই চার লাইন জ্ঞান ঝারিতো.....

১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩০

শায়মা বলেছেন: ঘরে বানাই মজাদার মুচমুচে জিলাপী!!!!!!!! (কাজেই নো মোর জিলাপীস ফ্রম শপ...:) )

কোকোনাট জেলো পুডিং বা আগার আগার রসনা বিলাস - আসন্ন গরমে প্রসন্ন আমেজ........

বাসায় বানাই অপ্সরীয়া তাওয়া পিজ্জা ( পিজ্জা হাট, পিজ্জা ইন সব ফেইল :) :) :) )

ঈদ উল আযহা-২০১৬ ও ফিরে দেখা পেছনের কিছু ঈদগুলোতে এই আমি সেই আমি !

ঈদ পরবর্তী কিছু মিছু ইয়াম্মী ইয়াম্মী খানাপিনা .....:) কোরবানী ঈদ-২০১৪

অপ্সরীয়া ঈদ স্পেশাল ব্লগ- রান্নাবান্না, খানাপিনা, সাজুগুজু, কাটুম কুটুম ইত্যাদি, ইত্যাদি ও ইত্যাদি....



উফফফফ!!!!!!!!! আর কাপুতো মাপুতো আনতে পারলাম না!!!!:(

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:



এই তোমরা আমারে কি বলো চিনতে পারসো?
শুনলাম আমার নাম নাকি দিস Fatman.....
O Yaaa...
যাক এই নামটা এতটাও খারাপ না,
শুনলে Sometimes I feel like a Mal Fan.. .

Yo bro, চল আমরা এখন আসল খানায় আসি,
এতো পোষ্ট খানাদানা মোটেও নাই একটুও বেশি,

খাবারের কথা শুনলে কেন যে ঢং ধরো...
না, দুই চার এমন পোষ্ট কিছুই না,
আমাকে তো থামাতে তো পারবেনা,
ছবিব্লগের নামে সবাইরে পটায় ফেলব....

২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আজ খাবার দেইখে কতজনের জ্ঞান হারায় কে জানে!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৭

ভ্রমরের ডানা বলেছেন:



Yo bro, চল আমরা এখন আসল কথায় আসি,
হাসের মাংসে ফ্যাটি মোটেও নাই একটু বেশি,




হাসের কথা শুনলে কেন যে ঢং ধরো...
না, দুই চার হাসের কোপ্তা কিছুই না,
আমাকে তো থামাতে তো পারবেনা,
খানাপিনা কইরা পেট ফুলাব...



ব্লগবাসী তো...
আমার খানাপিনা দেইখা রাগান্বিত,
একটা ডিম যারা খায় তারা বড়লোকই তো,
একটু বেশি লবণ দিলে এমন কি হইতো?

খানাবাসী তো..
আমার এমন ভোজন দেইখা বিমোহিত,
চারিদিকে খানার মেনু অগণিত,
এটা দেখে টেস্টবার্ড আমার বিস্ফোরিত...

আমি যখনই কোনো খাবারের প্লেট নিয়া বসি...
তোমরা কেন ক্ষেপ?
ক্ষেইপা ব্লগে লেখ....

বয়স হইছে আরতো খাইতে পারি না,
মুখে ব্যাথা হলো...
শাকবীর তুমি ধরো.....






নয়ন ভাই, মজা নেন। কিসসু ভাবার দরকার নাই.....

২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: শায়মা আপুর বিজ্ঞাপণ ভালোই চলছে । সব দেখতাছি :P =p~

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১১

ভ্রমরের ডানা বলেছেন:
আমি যখনই কোনো খাবারের প্লেট নিয়া বসি...
শাকবীর কেন ক্ষেপ?
ক্ষেইপা ব্লগে লেখ....

বয়স হইছে আরতো খাইতে পারি না,
মুখে ব্যাথা হলো...
শাকবীর তুমি ধরো.....

২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: আমার নামে খালি বদনাম চলছে এর ``তেব্র ফতিবাদ‘‘ জানাই । =p~ =p~

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৩

ভ্রমরের ডানা বলেছেন:






প্রতিদো প্রতিদো
তেব্র প্রতিদো
ভালো প্রতিদো তেব্র ফ্রতিদো
সব খানা ব্লগের তেব্র ফ্রতিদো
নুডুলস খাওয়া ওদের নেশা,
ওরা বানায় নিছে এটাই পেশা,
ওরা এখন রেসপি দিয়া কামায় টাকা-পয়সা।
প্রতিদো প্রতিদো
তেব্র প্রতিদো
শাকবীর ভাইয়ের
ভালো প্রতিদো তেব্র ফ্রতিদো
সব খানা ব্লগের তেব্র ফ্রতিদো


=p~

২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: কেন আমি আপনার পথের কাঁটা নাকি? :P আমরাই তো ভাই-ব্রদার !!! :P তাই নো টেনশান ।। খালি আমার ছায়া দেখবেন,সেখানে যাবেন না। :P




(আর একমাস আপনাদের জ্বালাতন করমু না; আমার ব্যক্তিগত কাজের জন্য ঢাকার বাহিরে থাকা লাগতে পারে। ব্লগে কম আসা বা নাও আসা হতে পারে,একমাস।। আমার অভাব যেন পাবলিক না বোঝে । এখন সে দায়িত্ব আপনার উপরে দিয়ে গেলাম)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪২

ভ্রমরের ডানা বলেছেন:



খাইছে.... হুমকি দিতাছেন নাকি... ব্লগ ছাইড়া যাইবেন আবার একমাসের লাইগা....

জানি তো জানি তো
শাকবীর ভাইরে আমরা জানিতো
দেখা করিতো, পাগলীর সনে দেখা করিতো..
ছাম্মা থেকে চুম্মা সবি বুঝিতো.....

পাগলী যখন নেশা
ছাড় ব্লগ পেশা
আর কত ঢং দেখি ব্লগবাসীতো...
বাসিতো বাসিতো...
সব মেয়েরা আমরা ভালোবাসিতো...
কাপুতো ফিনিতো...

২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: আরে না, ভাই। আমার একটা প্রোজেক্টের জন্য মাসখানিক ঢাকা বাহিরে থাকা লাগতে পারে। আর ঢাকা বাহিরে থাকলে ইন্টারনেটের গতি কম থাকায় ফেসবুক ছাড়া অন্যকিছু চালানোর মজা লাগে না।। :P

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

ও আচ্ছা, তাও আসিয়েন সময় করে... উই উইল মিস ইউ...

২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: ইয়া মাবুদ এগুলি কি চলতাছে হাহাহাহাহা =p~ =p~
হাহাপগে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০২

ভ্রমরের ডানা বলেছেন:


বিনোদিত হইলে উদ্দেশ্য সফল আপু.... :P

কমেন্টে আরো কিছু বিনোদন আছে। আশা করি মিস করবেন না... হা হা হা...

২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪১

সচেতনহ্যাপী বলেছেন: আমি কিন্তু ভাই, ক্যাচটা ফসকেছি :-P ।। এখন কি মাঠে থাকতে পারবো??

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৪

ভ্রমরের ডানা বলেছেন:




প্রতিদো প্রতিদো
তেব্র প্রতিদো
ভালো প্রতিদো তেব্র ফ্রতিদো
সব খানা ব্লগের তেব্র ফ্রতিদো -- এই বলতে বলতে খেলতে থাকুন। সমস্যা নাইক্কা...

২৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঢিলটি মারলে পাটকেল টি খেতে হয় জানা আছে তো ?
.......................................................................

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:





জানি আপা, আপনার পাটকেলের অপেক্ষায় রইলাম....


যাকগে আপনি তো পাটকেলের বদলে পুরা ঈটের ভাটা মারাতে নিছেন দেখি.....


ইয়া আল্লাহ.... বাচাও


প্রতিদো প্রতিদো
তেব্র প্রতিদো
ভালো প্রতিদো তেব্র ফ্রতিদো
সব খানা ব্লগের তেব্র ফ্রতিদো..

২৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২১

সুমন কর বলেছেন: সকাল সকাল বিনোদন !!! হাহাহাহাহা............

শুভ সকাল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

ভ্রমরের ডানা বলেছেন:

প্রতিদো প্রতিদো
তেব্র প্রতিদো
ভালো প্রতিদো তেব্র ফ্রতিদো
সব খানা ব্লগের তেব্র ফ্রতিদো


:P

২৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাহাহাহাহাহা........ =p~ B-) ;) ..... ওরে কে কোতায় আঁচো আমারে ধরো.................

পুরাই ফানি মুডে আছেনতো
দেখা পুরাই টাসকিত
মজাতো মজাতো
তেব্র মজাতো

;)

হা হা হা হা

+++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪

ভ্রমরের ডানা বলেছেন:



ব্লগবাসী তো...
আমার রম্যবোধ দেইখা রাগান্বিত,
একটা ডিম যারা খায় তারা বড়লোকই তো,
একটু বেশি ভ্যাট দিলে এমন কি হইতো?

ব্লগবাসী তো..
আমার এমন পোষ্টটানু দেইখা বিমোহিত,
চারিদিকে হেটার্স আমার অগণিত,
এটা দেখে শুভাকাঙ্ক্ষী হয় শংকিত..

আমি যখনই কোনো পোষ্ট সাজাই...
হেটার্স কেন ক্ষেপ?
ক্ষেইপা প্যারোডি লেখ....

বয়স হইছে আরতো লেখতে পারি না,
হাতে ঝিঝি এলো,
ভিগু ভাইয়া ধরো.....
ধরে ধরে মার...



:P

৩০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দারুন কিছু পড়লাম।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

ভ্রমরের ডানা বলেছেন:





অনুভবে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর শাহাদাৎ ভাই...

৩১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:



শায়মা আপু কই গেল... দেখছিনা তো....
বুঝেছি লিখবে কোন বিদ্রোহী কবিতা,
আল্লাহ্ মালুম কি থাকবে তাতে লিখা....

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

ভ্রমরের ডানা বলেছেন:




উনি আইসা পড়েছেন। আমি জেনে শুনেই বিষ করেছি পান... প্রানের ও আশা ছেড়ে সঁপেছি.....


আপনি জলদি প্যারোডি গায়ে রেডি করেন। মরতে হলে দুই ভাই একসাথেই মরব :P

৩২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭

ধ্রুবক আলো বলেছেন: সেই মজা তো, ভালো তো B-)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

ভ্রমরের ডানা বলেছেন:




নাঈম ভাই গায়ে ফেললে দেখবেন আরো মজাতো.. =p~ এইটা লেখে যতটা না মজার, গাইলে তার থেকে দশগুণ মজার হবে... বলে দিলাম ভাই!


ha ha ha....

৩৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

জাহিদ অনিক বলেছেন: ইতোমধ্যে দেখতে পাচ্ছি খানাদানা ব্লগারেরা চেতে উঠেছে। শায়মা আপু তার লেখা সব খানাদানার পোষ্ট লিংক কমেন্টে দিয়ে যেন বলে গেছে - " এই নে ধর ! উদ্ধার করে দিয়ে গেলাম, উদর ভরে খেয়ে নে" ।


আলভী রহমান শোভন ভাইও একটু পরে এসে হানা দেবে আশা করি।

প্রস্তুত থাকুন, যা কিছু আছে তাই নিয়ে ! ;)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

ভ্রমরের ডানা বলেছেন:



শায়মা আপুকে পেয়েছি। আলভী ভাই কই? :P খানাদানা ব্লগ চেতে উঠেনি বরং এঞ্জয় করছে অনিক ভাই। আপনি দেখে আগুনে ঘি ঢালবেন.... খানা ব্লগ আমার খুবই প্রিয়...... তাই তো প্যারোডি লেখলাম... আর আমার কিছুই নেই এই প্যারোডি ছাড়া তবে তবে অবস্থা বেগতিক হলে ক্ষেপণাস্ত্র হিসেবে নাঈম ভাইয়ের গলায় প্যারোডিটা ব্যবহার করতে হবে... :P



যা হবে হোক আপনি গ্যালারিতে বসে পড়ুন.....

৩৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

শায়মা বলেছেন: জাহিদ অনিকভাইয়া আরও আরও খানা ব্লগ আছে যাহা নিক গোপনীয়তায় প্রকাশ করা হইলো না!! যদিও টেবিলচোরেরা সারাখন আমার থালাবাসন চুরির ধান্দায় থাকে। :)
তবে এক অপ্সরীয়া কিচেনের সব খানা্য আনতে আনতে বিরক্ত হয়ে গেলাম নিজেই! তাই আনা হলো না!!!!!!!!!

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১২:২১

ভ্রমরের ডানা বলেছেন:




দেখিতো দেখিতো
খানাপিনা দেখিতো
এই পাতায় সেই পাতায়
টেস্টবাড বিস্ফোরিত..

মরিতো মরিতো
ক্ষুধায় মরিতো
এই পাতায় সেই পাতায়
টেস্টবাড বিস্ফোরিত..


এত কি কিছু তুমি ক্যামনে করিতো
মরিতো মরিতো...

৩৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মজাই, মজা ....আহারে খানাতে যতনা মজা এই পেরুডিতে অনেক বিনোদিত হইছি খানা দেখলে বুখ লাগে এই পোস্টে হাসতে গিয়ে পেট ব্যাথা লাগছে।

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:





অনুভবে শুভেচ্ছা সুজন ভাই! প্যারোডি হল মজা আর মজার স্বাদ নিতে জানতে হয়! আপনি সেটা জানেন বলেই লেখাটি আরো স্বার্থক হল!

৩ নং মন্তব্যটা একটু দেখবেন... উদাস মাঝির কমেন্ট এই প্রথম পেলাম এবং পুরোটাই হেট স্পিচ!




অশেষ ধন্যবাদ!

৩৬| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, গানটা ভালো গাইতে পারতেছি না....

দেখি আরও চেষ্টা করে..... দোআ কইরেন

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪২

ভ্রমরের ডানা বলেছেন:





এই গানটা গাইতে হলে একটা রকিং মুড আনতে হবে... এটা আপনার জন্য চ্যালেঞ্জ বটে... নিজের মত এডিট করে গাইতে পারেন। আগেরটার মতই। বারবার মূল গানটা শুনুন, বাংলা প্যারোডিটা শুনুন, চলে আসবে..

আপনি পারবেন নাঈম ভাই.. শুভকামনা রইল...

৩৭| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৩

জাহিদ হাসান বলেছেন: তুইতো একটা দামড়া
আমার কাছে ছ্যামড়া
লবন দিয়ে খা আমড়া

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৯

ভ্রমরের ডানা বলেছেন:



হা হা হা..... মজা আছে...

৩৮| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৫

মিরোরডডল বলেছেন: hilarious:- )

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

Thank you for your pulpation .... Mirroredoll....

৩৯| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:




গান : ব্লগ-বাসী তো
লেখক : ভ্রমরের ডানা

এই তোমরা আমারে কি বলো চিনতে পারসো?
শুনলাম আমার নাম নাকি দিস Big eaters
O Yaaa...
যাক এই নামটা এতটাও খারাপ না...
শুনলে Sometimes I feel like him a big eaters
Yo bro, চল আমরা এখন আসল খানায় আসি,
ফ্যাটি ওয়েল মোটেও নাই একটুও বেশি,
তেলের কথা শুনলে কেন যে ঢং ধরো...

না, দুই চার টেবিল খানা কিছুই না,
আমাকে তো থামাতে তো পারবেনা,
খানাব্লগের নামে সবার জিহ্বায় ঝোল আনব...
ব্লগ বাসী তো...
আমার খানাপিনা দেইখা রাগান্বিত,
এক ডিস যারা খায় তারা বড়লোকই তো,
এক গ্লাস বোরহানি দিলে কি এমন হইতো?
ব্লগ বা...সী তো
আমার এমন রান্নাবান্না দেইখা বিমোহিত,
চারিদিকে খাদক আমার অগণিত,
এটা দেখে হেটার্সরা হয় ইশ্বাম্বিত...

আমি যখনই কোনো খাবারের ডালি সাজাই...
তোমরা ক্ষেপ কেন...?
ক্ষেইপা প্যারোডি লিখ....

বয়স হইছে আর তো রাধতে পারি না,
হাতে বুঝি ঝিঁঝিঁ এলো,
কেকাপ্পা তুমি ধরো.....

তুইতো রাধস খালি আমড়া
মেকাপ দিয়া smooth করছস চামড়া
পোক্ত হয় নাই রে তোর রান্নাবাড়া,
লবণ দিয়া কর এবার আমের ভর্তা,
হইতে পারে এটা করতে তোর মাথা খাল খাল
R.A.P. এর নামে এইসব আমি কি কইতাছি টাল টাল,
দেখতে যত বুড়ি তত বুড়ি আমি নারে,
কেন, কেন, কেন শাকবীর ফিরা চায় বারে বারে,
আমার জন্য পোলারা দাঁড়ায় থাকে রাস্তার ধারে,
সময় দিতে পারিনাতো আমিতো সবাইরে...
বাসিতো বাসিতো
ভালোবাসিতো
সব পোলারে আমি ভালোবাসিতো,
খানা খাওয়া তোর নেশা
তুই বানায় নিসোস পেশা,
তুইতো এখন রেসপি দিয়া কামাস টাকা-পয়সা....

ব্লগ বা...সী তো
আমাদের কর্মকান্ডে রাগান্বিত,
খানা ব্লগে দেয় খালি দৌড়ানিতো,
কোনদিন খাই ব্লক আছি শংকিত....

ব্লগ বা...সী তো...
আমার গাওয়া প্যারোডিতে রাগান্বিত,
এক বোতল তেল যাদের আছে তারা বড়লোকই তো,
এক গ্লাস বোরহানি দিলে কি এমন হইতো...?
ব্লগ বাসী তো...
আমার এমন কর্মকাণ্ডে রাগাম্বিত
বাসিতো বাসিতো
ভালোবাসিতো
সব খানা খাইতে আমি ভালোবাসিতো,
ব্লগ বাসাী তো।

গানটি : ব্লগ-বাসী তো

সময় হলে শুনে দেখার নিমন্ত্রণ করে গেলাম

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:



ফাটায় দিছেন নাঈম ভাই.....


You rockzzzzzzz

৪০| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানটি যদি সামান্য ভালো লাগে তবেই আমার সার্থকতা।

ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রিয় কবিবর.....

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



সুপ্রিয় গায়ক কবি, আপনার রেঞ্জের বাইরের গান এটা... তবুও আপনি যথেষ্ট ভাল গেয়েছেন। এই গানের উদ্দেশ্য বিনোদন দেওয়া আর তাতে আপনি সফল হয়েছেন... শতভাগ...


আমি গানটি শুনে ব্যাপক বিনোদিত হয়েছি...

৪১| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:৪৫

জাহিদ অনিক বলেছেন: নয়ন ভাই ফাটায়ে দিছেন !!



ডানা ভাই, এইটা যে একটা স্যাটায়ার সেটা এতদিনে বুঝলুম ! B:-)

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:

হালকা স্যাটায়ার... কিন্তু খানা ব্লগ নিয়া ব্লগে গান হবে এইডা কেউ ভাবছিল কোন দিন.... নয়ন ভাই সেইটা করেই দেখাল....

দুর্দান্ত গাইছে... আমি এখন থেকে নয়ন ভাইয়ের গানের ফ্যান...

৪২| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: ও ডানা ভাই, এবার ঘুম যান বেশি রাত জাগা ভালো না !!! =p~




আমিও যাইগা.....

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:১০

ভ্রমরের ডানা বলেছেন:



গুগলা গুগলা
মাই বুলবুলা বুলবুলা...
ইট ইস সো ইউজ ফুলা
ভেরি রিয়েলা...

স্লিপিং স্লিপিং গুগলা
নাইট মুড ফুলফুলা...
ইট হেল্পিং নেভার ফেইলা...

৪৩| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: ডানা ভাই মজা পাইছি।

০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

:D :D আপনি তো মজা নিলেন কিন্তু ৩নং মন্তব্যে উদাস মাঝি কি বলছে একটু দেখে যাবেন!

৪৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: খানা বেশিতো খানা বেশিতো
ইস্ উহারা একটু কম খাইতো
বাচিয়া যাইতো
খাইতাম রাইতো।


হা. হা. হা.............................



বেশ হয়েছে। একে বাড়ে হিট।

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:



মজা শেয়ারে ধন্যবাদ মাইদুল ভাই.. হা হা হা বেশ লিখেছেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.