নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ - ১৯ - এই শহর আমার কষ্টে পোড়া নীলছাই....

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬






এই শহর আমার কষ্টে পোড়া নীলছাই;
ডাহুকপাখির দুঃসময়ের সংলাপ
এখানে ডুবে গেছে যুবতী লেকের জলে
চন্দ্র নৃত্যকলা, অনিবার্য তাই বিমূর্ত অমাবস্যা..

এই শহর আমার বিষমবাহুর ত্রিভুজ...
শত অঞ্জলি দিয়েও মুছে না বৈষম্যতা..
এখানে নৈমিত্তিক যাত্রাপালা শেষে
অপাংক্তেয় শিশিরধৌত ঘাসফুল বন..

এই শহর আমার নাগিনী দংশা হরিণীর গাত্রদহন...
ক্রমাগত বিষ ছেয়ে যার সম্ভব্য সকল শিরাপথে
হৃদপিন্ডের শল্যচিকিৎসা বেসম্ভব রক্ত অশ্রুপ্লাবন..
কেবলি বিপন্নতায় ঢেকে যায় মাটি থেকে সবুজ কেল্লা..

এই শহর আমার বিগত তিনশত বছরের পাপ..
মরুভূমি মরিচীকা, প্যানডোরা বক্সের লাল যাদুকর ..
পায়ে আস্ত পেরেক ঢুকিয়ে হাসায় প্রাণবন্ত হাসি
অতীত ও ভবিষ্যৎ জানে বর্তমান তার ব্যাধিগ্রস্ত তনু...

এই শহর আমার সমস্ত স্নায়ুকলার চূড়ান্ত কফিনবক্স
বিষন্ন মনুমেন্ট গড়েছে আতংকিত জনপদের নিউরনে..
কর্পূরের ধুয়োর মত অস্তিত্বহীন নিরীহ মানুষ আমি.....
নিভৃতে দেহদ্রোহী, শুদ্রকন্ঠে আর কত কাল?

..

..

.

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:


কর্পূরের ধুয়োর মত অস্তিত্বহীন তুমিও আমিও
নিভৃতে দেহদ্রোহী, শুদ্রকন্ঠে আর কত কাল?



এর উত্তর কী কখনো মিলবে !!





০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:১৮

ভ্রমরের ডানা বলেছেন:




উত্তর মিলবে হয়ত আজ নয়ত কাল! সত্যের মৃত্যু নেই.... হয়ত মানুষের বুঝতে সময় লাগবে, কণ্ঠ তুলতে... এই আর কি...



প্রথম অনুভবে শুভেচ্ছা কবীর ভাই...

২| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:১০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই শহর আমার সমস্ত ধ্বংসকলার চূড়ান্ত কফিনবক্স

পালিয়ে বাচতে পারলে ভাল হত।

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:২৩

ভ্রমরের ডানা বলেছেন:







ধীরে ধীরে শহরের তলায় গজিয়ে উঠবে আরো শহরতলী... পালাবেন কোথায়...



মন্তব্যে ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর......

৩| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:২১

জাহিদ অনিক বলেছেন: এই শহর আমার নাকি আমি এই শহরের;
বিষাদ সময়ে এসব চিন্তায় এই শহরই আমাকে বানিয়েছে চিন্তাশীল
শহরের বাসে রিকশায় বৈদ্যুতিক থামে লেগে আছে আমার হাতের স্পর্শ ;
যা চিহ্ন রাখে আমার অস্তিত্বের; আমি বেঁচে ছিলাম এই শহরেই।
এ শহর আমাকে শিখিয়েছে কৃতদাস হয়ে বেঁচে থাকতে আজীবন,
এ শহর আমাকে বলেছে বেঁচে থাকো যেভাবে পারো,
আমি মরে গেলে সে নিঃস্ব হয়ে যাবে।
এ শহর আমাকে দিয়েছে বেঁচে থাকার দাওয়াই;
হাওয়াই মিঠা বাতাসা বাতাস খেয়ে আমি তাই বেঁচে আছি রাতের পর রাত
আমি বেঁচে থাকব অন্য কোথাও নয়; বেঁচে ফিরব কেবল এই শহরেই।
এই শহরেই আমার প্রেম, আমার বিরহ
আর কেউ যা দেখেনি কোনদিন, ঠিক তাই তাই দেখেছে এই শহর;
এই শহর দেখেছে রাতের আঁধারে আমার চোখের জল !
এই শহর দেখেছে কিভাবে লজেন্স কাঠি পেলে আনন্দে হাসি বাচ্চাদের মত !

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:



কবি জানি তোমাকে এই শহর দিয়েছে অনেক কিছুই
অনেক স্মৃতির ঝাপি , অনেক স্পর্শ...
কিন্তু তোমার চোখের সবুজের হাহাকার তাকে
অস্বীকার করবে কোন...পাথরের বুকে..

চেয়ে দেখ ঘুণপোকার মতই
চুপিচুপি কোন ঘাসফড়িং এর সবুজ
তোমার শহর গিলেছে
বায়ু, মাটি, পানির ক্রমাগত আর্তনাদধ্বনি
অজস্র পাখিদের নীড় ভেঙে
অভিসম্পাতে লিপ্ত..


আর তুমি আমি আমরা শহর পূজিছি..
নিয়নের আলোয়..
হায়রে...


কতকাল হল জোছনাকুমারী শুধু কবিতার পাতায়..
শহরের সুরম্য প্রাসাদে আছে কি সেই চন্দ্রনেশা..
কিংবা কাচামাটির ভুরভুরে গন্ধ..

প্রশ্ন কর নিজেকে...
হিসাব কর কি পেয়েছ আর কিইবা হারিয়েছ...
এই শহর তোমার মোহ নাকি ভ্রম?


৪| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৩

মলাসইলমুইনা বলেছেন:
"নিয়ে তার ঐ আকাশ,গান
হয়েছি নীলকণ্ঠ প্রাণ |
তবুও তারই উপকণ্ঠে
সাজাই জীবন মরণ !!"

আপনার কবিতা পড়তে পড়তে মনে কেমন করে যেন এই (আমার অকবিতার) লাইনগুলো লেখা হযে গেলো | ঢাকা যুগ যুগ জিয়ো ! ভালো লাগলো | ঢাকার কবিতায় ভালো লাগা কিন্তু ঢেকে রাখলাম না, ধন্যবাদটাও ঢাকের শব্দের মতোই ছড়িয়ে দিলাম আপনার জন্য !!

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:০৭

ভ্রমরের ডানা বলেছেন:



"নিয়ে তার ঐ আকাশ,গান
হয়েছি নীলকণ্ঠ প্রাণ |
তবুও তারই উপকণ্ঠে
সাজাই জীবন মরণ !!"
- খুব সুন্দর কাব্যমন্তব্য.... অকবিতা মোটেই নয়... আমার ভালই লাগল...

আর কবিতায় আপনার ভালোলাগা উচ্ছাস পেয়ে আমি ধন্য হয়েছি। ধন্যবাদের ডঙ্কা বাজিয়ে কবিতার অনুভব প্রকাশে আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা... কবিতায় আপনাকে পেয়ে আমারো ধন্যবাদ ডংকা আপনার জন্য বাজিয়ে দিলাম... ভাল থাকুন নিরন্তর.. সবুজের ভালবাসায়...


অনন্ত শুভেচ্ছা...

৫| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৬

জাহিদ অনিক বলেছেন:






এ শহরকে ভালবাসি বিশ্বাসঘাতক প্রেমিকার মত
বুকে ছুড়ি দিয়ে যে গেছে হারিয়ে, দিলে রেখেছে ক্ষত !

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:১৫

ভ্রমরের ডানা বলেছেন:





আহ.... বিশ্বাসঘাতক প্রেমিকার মত... :|| বিশ্বাসঘাতক প্রেমিকা X( বুকে ছুরি :|| রেখে গেছে ক্ষত X(





চেঞ্জ ইউ নিড কবি.... ইমেডিয়েটলি...

৬| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধীরে ধীরে শহরের তলায় গজিয়ে উঠবে আরো শহরতলী... পালাবেন কোথায়...

এখন উপায় কবি? :(

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:



লেখুন, পড়ুন, সচেতন হউন। বুকে বাঁধুন সবুজাভ প্রেম.. বৃক্ষকে ভালবাসুন...


এছাড়া আর কোন উপায় নেই....

৭| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ!! খুব সুন্দর কথামালা
দারুণ কবিতা উপহার দিয়েছেন প্রিয় কবি । মুগ্ধতা জানিয়ে গেলাম কথার গাঁথুনিতে

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


সুপ্রিয় গায়ক কবি, কবিতার আস্বাদনে অনুভবে অনুপ্রাণিত করে গেলেন। কবিতায় আপনার উপস্থিতি সর্বদা অনুপ্রেরণা হয়ে রয়....




ভাল থাকুন নিরন্তর... অশেষ শুভেচ্ছা ও শুভকামনা....

৮| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:২৯

জাহিদ অনিক বলেছেন: ঠিকই বলেছেন :| :( :((


শহর থেকে অনেক দূরে চলেছি

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৩:২৫

ভ্রমরের ডানা বলেছেন:



গানটা খুবই সুন্দর...

রূপকথার গান... শুনুন। ভাল লাগবে। শুভরাত্রি..

৯| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৩১

উম্মে সায়মা বলেছেন: সুন্দর লিখেছেন ডানা ভাই। তবু সবকিছুর পরও এ যে প্রাণের শহর! জাহিদ অনিক ভাইয়ার কবিতার মত বলি "এ শহর আমাকে দিয়েছে বেঁচে থাকার দাওয়াই!"
এ ব্লগে আমার সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা সেটা হল কবিতায় কবিতায় মন্তব্য প্রতিমন্তব্য। খুব উপভোগ করি। আপনি, জাহিদ অনিক ভাইয়া, কি করি ভাইয়া, শায়মা আপু কি সুন্দর কবিতা জুড়ে দেন মন্তব্যে! ওও ফরিদ ভাইও!

প্রিয় শহর তিলোত্তমা,
কেমন আছো তুমি? জানি ভালো নেই। প্রতিদিন খবরের কাগজে, দূরদর্শনের সংবাদে তোমার একটু আধটু খবর পাই। বর্ষার জল প্রতিনিয়ত তোমার শরীরের একেক অংশ ডুবিয়ে দেয়। তারপর আবার কাঠফাটা রোদে তোমার বুকে ফাটল ধরে। তোমার খুব কষ্ট হয় নিশ্চয়ই। কত বছর পেরিয়ে গেল তোমাকে ছেড়ে এসেছি। তবু আজও তোমার প্রতি তীব্র টান বোধ করি। তুমিই তো আমায় বন্দী খাঁচা থেকে বের করে পাখা মেলে উড়তে শিখিয়েছ।

আমার একটা চিঠির একাংশ.....

০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

ভ্রমরের ডানা বলেছেন:




আমাদের অনুভবে ভিন্নতা হতেই পারে... শহর আমারো অনেক প্রিয় ছিল একসময়... কিন্তু কিছু বিষয় আমাকে তার প্রতি শুধুই নেতিবাচক করেছে। শহরের দূষণ আর স্বার্থপর ভোগবাদী স্বভাবই হয়ত এই চিন্তার মূল কারণ...



এর প্রতিকার অসম্ভব...


তিলোত্তমা শহরের প্রতি আপনার চিঠিটা ভাল লাগল। খুব সুন্দর লিখেছেন। শহর যেমনি দুহাতে দিয়েছে তেমনি কেড়েও নিয়েছে... আমি হয়ত দ্বিতীয় ভাগটাই বেশি দেখেছি। কবি অনিকের কবিতা পড়ে আর আপনার চিঠি দেখে তাই মনে হল... মুদ্রার অপর পিঠকে অস্বীকার করে কবিতার স্বার্থকতা হবে না...


ব্লগের মিস্থস্ক্রিয়া জরুরী... কবিতা আদান প্রদান উত্তর প্রতিউত্তর না জমলে একঘেয়েমি চলে আসে। তাই চলুক কথোপকথন....


অশেষ শুভেচ্ছা রইল উম্মে সায়মা... ভাল থাকুন নিরন্তর....

১০| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৩৮

জাহিদ অনিক বলেছেন: তিলোত্তমা শহরকে লেখা পুরো চিঠিটা দিন উম্মে সায়মা আপু।

পড়তে ইচ্ছে করছে

০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

ভ্রমরের ডানা বলেছেন:



উনি ভালই লিখেছেন। আমার কাছেও ভাল লাগল! লেখাটি পড়ার ইচ্ছে আমারো...

১১| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৩:১৪

উম্মে সায়মা বলেছেন: জাহিদ অনিক ভাইয়া, চিঠিটা ব্লগে পোস্ট দেব ভাবছিলাম। কিন্তু একটা সংকলনে দিয়েছি তাই আপাতত দিচ্ছিনা.....
তবে আপনার যেহেতু পড়তে ইচ্ছে করছে, আপনাকে ইনবক্স করছি।
আন্তরিকতা প্রকাশে ধন্যবাদ.....

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


ব্লগে দিয়েন... আমিও পড়ব...

১২| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো হয়েছে তবে কঠিন শব্দের প্রয়োগ বেশি।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:০০

ভ্রমরের ডানা বলেছেন:



শব্দ কঠিন তবে ভাব কঠিন কি? আমি এভাবেই লেখি...


পাঠের জন্য ধন্যবাদ। অনন্ত শুভেচ্ছা.....

১৩| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭

জাহিদ অনিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ উম্মে সায়মা আপু

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:০১

ভ্রমরের ডানা বলেছেন:


আমার পক্ষ থেকেও ধন্যবাদ...

১৪| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: দুর্দান্ত লিখেছেন , মুগ্ধতা

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:০৪

ভ্রমরের ডানা বলেছেন:






ধন্যবাদ কবি... শুভেচ্ছা রইল!

১৫| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৮

ধ্রুবক আলো বলেছেন: এই শহর আমার অসহ্য যন্ত্রণার সীমানা
শরীরের আস্তরে আস্তরে বয়ে বেড়ানো আত্মচিৎকার!!

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:




পাঠে ও অনুভবে অনন্ত শুভেচ্ছা ধ্রুবক আলো... ভাল থাকুন সব সময়...

১৬| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: শহর ঘিরেই যাবতীয় স্মৃতি বেদনার অথবা আনন্দের।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১:১১

ভ্রমরের ডানা বলেছেন:



ঠিক বলেছেন। ধন্যবাদ...

১৭| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: এক কথায় দারুণ।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ২:০১

ভ্রমরের ডানা বলেছেন:



অনেক ধন্যবাদ! শুভেচ্ছা রইল...

১৮| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৭

উম্মে সায়মা বলেছেন: প্রতিমন্তব্যে ধন্যবাদ ডানা ভাই।
শহরের দূষণ আর স্বার্থপর ভোগবাদী স্বভাবই হয়ত এই চিন্তার মূল কারণ...
হতে পারে। আমারও যে কষ্ট হয়নি তা না। কিন্তু শহরের কী দোষ বলুন? এসবের জন্যে তো দায়ী শহরে বাস করা মানুষগুলো.....

চিঠির অংশটুকু আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল।পুরোটা একসময় ব্লগে পোস্ট দেব।
আন্তরিকতায় কৃতজ্ঞতা।।

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ২:০৫

ভ্রমরের ডানা বলেছেন:





শহর বলতে এখানে মানুষ সহ বুঝিয়েছি.. স্বার্থবাদ মানুষের হয়.. আর শহর... সে তো.. এক যাদুগর... মোহাচ্ছন্ন করে মানুষকে... উম্মাদ করে দেয়...


চিঠি ব্লগে দিলে পড়ে দেখব... ধন্যবাদ উম্মে সায়মা... শুভেচ্ছা নিবেন...

১৯| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪

সোহানী বলেছেন: এই শহর আমার সমস্ত স্নায়ুকলার চূড়ান্ত কফিনবক্.................. হেহেহেেহেহে

সে কারনেইতো আমার পোস্টগুলা...... আইসা পড়েন ভাইজান :#)

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ২:১১

ভ্রমরের ডানা বলেছেন:






শুধু পড়ি যে তাই না মন্তব্যও তো করি... ভাল্লাগে পড়তে... তার মানে এই না যে প্রেমে পড়ে গড়াগড়ি দিতেছি হেহেহে




শহর একটা মোহ... একদিন সবার সে মোহ ভাঙবেইই এটা বাস্তবতা.... অলরেডি দুই ডিগ্রি সে বাড়বে এই শতাব্দীতেই। আপনার কানাডা হয়ত বগল বাজাবে কিন্তু তৃতীয় বিশ্বের দেশ গুলো মরবে....

ভোগবাদের জয় হোক.... তাই না...

২০| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২

মনিরা সুলতানা বলেছেন: এ শহর আমার ফুল টোকা শৈশব
দুরন্ত ডানপিটে কৈশোর _

ফিরে আসা তারুণ্যের গান ;
একলা স্বাধীন চলতে শেখার !

এই শহর আমার প্রেমের পূর্ণতা
ধান শালিকের কাব্য
সব পেয়েছির মনসুখ সে
দূর নক্ষত্রের দীপ্ততা _

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬

ভ্রমরের ডানা বলেছেন:






আপনার অনুভবের প্রতি পুর্ণ শ্রদ্ধা সুপ্রিয় কবি... ভাল থাকুন সবসময়... অনন্ত শুভেচ্ছা...

২১| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩

ফ্রিটক বলেছেন: আপনার ছবিটা আমার ভাল লেগেছে

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

আর কবিতা....



অনেক দিনপর এলেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্যে...

২২| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:০১

সুমন কর বলেছেন: এই শহর জানে আমার, প্রথম সবকিছু...............

কবিতা সুন্দর হয়েছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৭

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ সুমন ভাই। ভাল থাকুন সব সময়... শুভদুপুর..

২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৭

মোস্তফা সোহেল বলেছেন: ডানা ভাই কবিতা ভাল লেগেছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ! ভাল থাকুন সবসময়...

২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪১

নীলপরি বলেছেন: অসাধারণ । ++++++++

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভবে ধন্যবাদ নীলপরি, শুভেচ্ছা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.