নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য -২৫- শালিকের ডানায় কাঁপন

১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩০



আমি শরতের মেঘ যখনি কাশবন হয়েছিলি তুই
উতলা অধীর দরিয়ার কূলে বক্ষবিলাসী জুঁই..
ভুলে গেছিস সেইসব সুখের দোলা হেলি..
বন্ধন-সুখ চন্দ্রনেশা শিউলিস্বপ্ন ফেলি..
দেখ কী গভীর প্রশ্বাস-চিঠি কর্পূর ধূপে ধূপে..
প্রেমহীন গহীন বনে পুড়ে শ্বাপদ আন্ধার কূপে...
উগলে উঠে দেখত কেমন পংকিল জল বান..
মনের মাদলে শংকা ডঙ্কা, ব্যর্থ কবিগান....

তবুও স্বপ্ন যখনি দেখা হবে সেই সিঁড়িঘর কোণে
মনে রাখিস প্রিয়তমা, আমি থমকে রইব না..
প্রান্তরাভিমুখ একাকী শ্বাপদসংকুল বনে..
বেহুদা হলুদিয়া সোনালু ফুলের সনে..
উদাস বাউল কবির মতন..
এই দুবাহু ছুটে যাবে অজান্তে
শালিকের ডানায় তোলে কাঁপন..
গলিয়ে ফেলতে সেই পাহাড় অভিমান...
শরতের নীলা ক্ষণে গাইতে আবার বর্ণিলসব গান ...


সর্বস্বত্ব সংরক্ষিত
...

..

..

...


...


...


...

....

...

...

সুপ্রিয় ভিজিটর, দয়া করে কপি করার আগে, পূর্বের দুটো পোষ্ট পড়ে নিয়েন। নইলে মানইজ্জত আপনার দ্বায়িত্বে... :P

কবিতা ভাল লাগলে ফেবুতে শেয়ার দিন। কপি করুন তবে কার্টেসী দিবেন। আই মিন লেখকের নিকের নাম "ভ্রমরের ডানা" কবিতার নিচে লেখতে পারেন। অথবা সংগ্রহীত বা কালেক্টেড লেখুন। নিজে কবিতার ক্রেডিট নিলে পরের পোষ্টে আপনার গুনগান শোনার প্রস্তুতি নিন..

মন্তব্য ৭৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:



সামুর কবিরা গড়ে একবারেই তরুণ, কবিতার লাইনে লাইনে হরমোন

১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৬

ভ্রমরের ডানা বলেছেন:


হরমোনের সংজ্ঞায় পড়েছিলাম এ এক জীবনের চিরন্তন সত্যপ্রান। সময়ের সাথে সাথে কমতি পড়ে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন চ্যানেলে...


বাংলার তরুন প্রানে সে স্রোতের ধারার কমতি নেই... প্রথম সসেই অনুভবের জন্য অশেষ ধন্যবাদ!

২| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভ্রমরের হুল? কী জানি হতেও পারে! :-P

১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৭

ভ্রমরের ডানা বলেছেন:


মানে লেখাটা এবার কেউ চুরি করলে ছবি এনে ব্লগে ঝুলিয়ে দেব। আর ফেইক আইডি হলে ব্যান খাওয়াব..





কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ!

৩| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৯

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগা রইল

১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২২

ভ্রমরের ডানা বলেছেন:




পাঠে ও মন্তব্যে অশেষ ধন্যবাদ! শুভকামনা সুপ্রিয় কবি...

৪| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৭

মনিরা সুলতানা বলেছেন: তবুও স্বপ্ন যখনি দেখা হবে সেই সিঁড়িঘর কোণে
মনে রাখিস প্রিয়, আমি থেকে থাকব না..
সুবিশাল প্রান্তরাভিমুখ একাকী বনে
হলুদিয়া সোনালুর মতন..
এই দুবাহু ছুটে যাব তোর দিকে
শালিকের ডানায় তোলে কাঁপন..
গলিয়ে ফেলতে সেই পাহাড় অভিমান...
শরতের নীলা ক্ষণে গাইতে আবার কবিগান .


আকাঙ্ক্ষার তীব্রতায় মুগ্ধতা !!!
কবিতার পরতে পরতে ভালোলাগা !!!!!

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতায় কিছুটা পরিবর্তন এনেছি সুপ্রিয় কবি... আপনার মুগ্ধতায় ধন্য হলাম! ভাল থাকুন নিরন্তর....

৫| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩

কুঁড়ের_বাদশা বলেছেন: চাঁদগাজী বলেছেন:

সামুর কবিরা গড়ে একবারেই তরুণ, কবিতার লাইনে লাইনে হরমোন


-কাকু,আজকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা রইল। :) আর,পারলে আপনার থাইরয়েড হরমোন টেষ্ট করার জন্য অনুরোধ রবলো।কারণ, আপনার মধ্যে হাইপার থাইরয়েডের লক্ষণ দেখা যাচ্ছে। আপনি অকারণে আপনার মধ্যে বিরক্তবোধ লক্ষ্য করা সহ, রাগ ও সবসময় সাবার প্রতি মেজাজটাও খারাপ থাকেন। :)

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯

ভ্রমরের ডানা বলেছেন:





বাদ দেন। গাজী ভাই হয়ত মজা করে বলেছেন। উনি রসিক মানুষ। উনাকে আমাদের আরো ভাল করে বুঝতে হবে। কবিতার লাইনে লাইনে হরমোন এটাকে আমি পজেটিভলি নিছি... :P

কুড়ের বাদশা, আপনাকে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন!

৬| ১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:


আপনাকে অশেষ ধন্যবাদ! অনন্ত শুভেচ্ছা রইল...

৭| ১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:



আমার ব্লগে স্বাগতম সুপ্রিয় ব্লগার....

৮| ১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

মলাসইলমুইনা বলেছেন: আপনার আগের দুটা পোস্ট পড়া থাকায় ব্যাপক ভয় ভীতির মধ্যে থাকি রেফারেন্সিংয়ের ভুলভ্রান্তির আশংকায় (যদিও আমি ফেসবুকার নই) ! ভয়ে ভয়েই পড়লাম | বড়ই সৌন্দর্য হয়েছে কবিতা !

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:



সেকি! আপনি ভীত হবেন কেন প্রিয় ব্লগার... আপনার প্রতি রইল অশেষ ভালবাসা.. আপনি তো আমার অনেক প্রিয়... আপনি এমন বললে হবে...




আগের লেখায় খুব রেগে ছিলাম এই কবিতা চোরদের প্রতি... এখন আর নেই!



কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন!

৯| ১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বুঝছি ভায়া...

আহা এই ডানা মেলল সবাই, কবিতা লিখলেন আপ্নি একা ;) হা হা হা

সতর্কীকরণে মুগ্ধ =p~

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:



সবাই ডানা মেলল বুঝি কই আমিতো দেখিনি :P কবিতা শুধু আমি লেখিনি.... সাথে সামু ছিল.... সে না থাকলে এসব কবেই ছাই হয়ে যেত...




আর সতর্কীকরণটা খুব ভাল লাগলে আপনি নিয়ে যেতে পারেন! কবিতা লেখেন তো কাজে দিতে পারে। তবে আরো বেশি কাজে দিবে চোরদের নিয়ে ছবি ব্লগ ও ফেইক আইডির চোরদের গনহারে রিপোর্ট করা! খুব ভাল থাকুন সুপ্রিয় কবি! কবিতায় আপনার উপস্থিতিতে ধন্য হলাম! ভাল থাকুন সবসময়....

১০| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা উপহার দিয়েছেন ভাই, মুগ্ধতা রইল কথামালায়....

মনে রাখিস প্রিয়তমা, আমি থমকে রইব না.. অসাধারণ, শুভেচ্ছা ও অভিনন্দন

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১০

ভ্রমরের ডানা বলেছেন:




কবি নাঈম নয়ন, আপনার মুগ্ধকর মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম! আপনার শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হয়েছি। কবিতার প্রতি আপনার ভালবাসা প্রতিনিয়ত আমাকে বিমুগ্ধ করে। আপনার জন্য শুভকামনা! অশেষ ধন্যবাদ! ভাল থাকুন সবসময়!

১১| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯

জেন রসি বলেছেন: “ সামুর কবিরা গড়ে একেবারেই তরুণ, কবিতার লাইনে লাইনে হরমোন”

সিরিয়াস কবিতায় সিরিয়াস মন্তব্য করতে গিয়ে এ মন্তব্য দেখলাম। তারপর থেকে আমি আর কিছুতেই সিরিয়াস হতে পারছিনা। হাহাহা :P

কবিতা এবং চাঁদগাজী ভাইয়ের মন্তব্য দুটোটেই লাইক।





১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৬

ভ্রমরের ডানা বলেছেন:





চাদগাজী ভাইয়ের কমেন্টে আমি মজা পাই। উনার কাব্যানুভব সত্যিই চমৎকার এবং ব্যতিক্রম। তবে জেন, আমি কিন্তু সিরিয়াস কবি না। আপনি ব্লগে কদিন ছিলেন না। অনেক অনুকাব্য ও প্যারোডি রয়েছে যাতে আপনি ব্যাপক বিনোদন পাবেন। আমন্ত্রণ রইল। সময় পেলে ঢুঁ দিয়েই দেখবেন। নিরাশ হবেন না কথাদিচ্ছি...




কবিতায় আপনার উপস্থিতি অনুপ্রেরণাদায়ক! আপনার প্রতি রইল অশেষ শুভকামনা! ভাল থাকুন নিরন্তর!

১২| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

ধ্রুবক আলো বলেছেন: দারুন লিখেছেন। +++

গাজী ভাইয়ের মন্তব্যও ভালো লেগেছে। ;)

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১৫

ভ্রমরের ডানা বলেছেন:



উনি আমার কবিতা ভালবাসেন। আমি সেটা জানি। উনি হয়ত একটু মজা করতে চান কিন্তু সেটা উনার লেভেলে এসে বুঝতে হয়। আমাদের লেভেলের সাথে মিলে না। উনাকে তাই আমরা মাঝেমধ্যে ভুল বুঝি! উনি একজন রসিক মানুষ! :D


কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ কবি! ভাল থাকুন নিরন্তর...

১৩| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭

খায়রুল আহসান বলেছেন: উদাস বাউল কবির মতন..
এই দুবাহু ছুটে যাবে অজান্তে
শালিকের ডানায় তোলে কাঁপন..
গলিয়ে ফেলতে সেই পাহাড় অভিমান...
শরতের নীলা ক্ষণে গাইতে আবার বর্ণিলসব গান ...
-- চমৎকার কিছু চরণ।
কবিতায় এবং প্রথম মন্তব্যটাতে লাইক দিলাম। কবিতার শেষে যে কথাগুলো বলেছেন, আলাদা করে লাইক দেয়ার ব্যবস্থা থাকলে সে ক'টা লাইনেও লাইক দিতাম।

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:



সুপ্রিয় লেখক ও কবি, কী সুন্দর করেই না অনুপ্রাণিত করে গেলেন। তবে আমি আগেই বলেছি আমার কবিতায় আমি শেষটা ভাল করতে চাই। আমার কিছু কবিতায় শেষটাই কবিতার সব। ওখানেই যে শুরুর সবটুকু জল গড়িয়ে জমা হয়ে থাকে!

আপনার প্রশংসা আমার জন্যে সবসময় বিশেষ কিছু! কবিতাটি পছন্দ করে লাইক দিয়েছেন এতে দারুণ অনুপ্রাণিত হয়েছি। কবিতার শেষকটি চরণে লাইক দিতে চেয়ে যে উচ্ছাস প্রকাশ করেছেন তাতে আমি ধন্য হ'লাম আর কবিতা হল সার্থক!


আপনার প্রতি রইল অশেষ শুভকামনা ও শুভেচ্ছা! এই কাব্য লেখকের জন্যে দোয়া রাখবেন স্যার....

১৪| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:




কবিতা তো চমৎকার লেগেছে । আরো চমৎকার নিম্নে বেগবান নীতিমালা ! সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ লেখা চুরি ইজ্জতের হানি ঘটায় !

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪১

ভ্রমরের ডানা বলেছেন:



এই কবিতা এখনো চুরি হয়নি! তবে চুরি হলে পরের পোষ্টেই তাদের আমল তারা পেয়ে যাবে! কবিতার নীতিমালায় এই সংযোজিত অংশ রেখেই এখন থেকে কবিতা লেখব। রাজপুত্রটা যদি একটু এমন করে ব্লগিং করত তবে ওর কবিতা চোরেরা লেজগুটিয়ে পালাতে তাল পেত না। ওকে শুধুশুধু এই চোরেরা খেয়েছে! আমরাও বঞ্চিত হয়েছি!




কবিতা ভাল লেগেছে জেনে খুব খুশি লাগছে কবি! প্রীতি ও শুভেচ্ছা জানবেন! অনন্ত ভালবাসা রইল!

১৫| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছেন।

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ শাহাদাৎ ভাই! কবিতার অনুভবে অশেষ শুভকামনা!

১৬| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৯

জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন:




কবিতায় কিছুটা পরিবর্তন এনেছি সুপ্রিয় কবি... আপনার মুগ্ধতায় ধন্য হলাম! ভাল থাকুন নিরন্তর...




আমিও সেটাই ভাবছিলাম ! বিকালে একটা পড়ে গিয়েছিলাম, রাতে এসে দেখি অন্য একটা !
কবিতার নামেও বোধহয় পরিবর্তন আনা হয়েছে।




তবুও স্বপ্ন যখনি দেখা হবে সেই সিঁড়িঘর কোণে
মনে রাখিস প্রিয়তমা, আমি থমকে রইব না..
প্রান্তরাভিমুখ একাকী শ্বাপদসংকুল বনে..
বেহুদা হলুদিয়া সোনালু ফুলের সনে..
উদাস বাউল কবির মতন..
এই দুবাহু ছুটে যাবে অজান্তে
শালিকের ডানায় তোলে কাঁপন..
গলিয়ে ফেলতে সেই পাহাড় অভিমান...
শরতের নীলা ক্ষণে গাইতে আবার বর্ণিলসব গান ...



বেশ ভাল লাগলো। কিছুটা অনুপ্রেরণা পাওয়া গেল বোধহয়।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৭

ভ্রমরের ডানা বলেছেন:



আমি ভেবেছিলাম সুইফট খুবই দ্রুতগতির পাখি তাই দুবাহু ওর গতির মত বেগ নিয়ে প্রিয়ার দিকে এগিয়ে গেলে ভাল হবে। পরে দেখলাম না। শালিকের মত এত আকর্ষক একটা পাখি রেখে বিদেশ বুভুই থেকে সুইফট আনব কেন। তাই নামের পরিবর্তন!



আসলে কবিতার পরিবর্তন সে কারনেই। কবিতা তিন দিন ধরে লেখা। তবুও বারবার এডিট করতে হল। কিছু জায়গায় এখনো খটকা আছে। হয়ত আবারো হাত দিতে হতে পারে।


কবিতায় আপনি অনুপ্রেরণা পেলে বাম্পার বোনাস কবি! অন্তত বলতে পারব কোন সময় এক প্রেমেজর্জর কবিকে অনুপ্রেরণা দিয়েছিল আমার কবিতা। অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি। অশেষ শুভকামনা রইল!

১৭| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৪

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। তবে উৎস জানা থাকলে সংগ্রহীত বা কালেক্টেড লেখাটা আমার পছন্দ নয়।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১০

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ সুমন ভাই। চোরেরা কবিতা চুরি করে নিজে কার্টেসী নেয়। তার থেকে যদি কালেক্টেড লেখত তবুও চলত। ক্রেডিট পুরোটাই তারা ফেবুতে নিচ্ছে!


কবিতার অনুভবে অনুপ্রাণিত করে গেলেন! অনেক ভাল থাকুন সুপ্রিয় কবি!

১৮| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩০

উম্মে সায়মা বলেছেন: অসাধারণ একটা কবিতা পড়লাম! ধন্যবাদ ডানা ভাই।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১২

ভ্রমরের ডানা বলেছেন:







অনুভবে ধন্যবাদ উম্মে আপু! আপনাদের ভালবাসায় লেখি! নয়ত বহু আগেই এসব বাদ দিতাম! আপনাকে অশেষ ধন্যবাদ! অনেক অনুপ্রেরণা পেলাম! আপনার জন্যে অশেষ শুভকামনা রইল!

১৯| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: সুপ্রিয় ভিজিটর, দয়া করে কপি করার আগে, পূর্বের দুটো পোষ্ট পড়ে নিয়েন। নইলে মানইজ্জত আপনার দ্বায়িত্বে...
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ =p~ ।। দারুন থ্রেট।। যারা বোঝার, তারা অবশ্যই শত হাত দুরে থাকিবেক।।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৬

ভ্রমরের ডানা বলেছেন:



আমি হতাশ! কেউ চুরি করল না এখনো লেখাটা! খুব ইচ্ছে ছিল তাদেরকে পরবর্তী পোষ্টে পচায়ে আরেকটা প্যারডি লেখার! চান্স টা দিল না।


আমি তো তাদের সামুতে মডেল হিসেবেই উপস্থাপন করেছি! আহারে, কেউ মডেল হতে চায় না কেন..... :P

২০| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১৭

ইসমাঈল আনিস বলেছেন: ভালোলাগা জানালাম৷

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৭

ভ্রমরের ডানা বলেছেন:




আপনার লেখা পাঠের অপেক্ষায়! ব্লগে স্বাগতম সুপ্রিয়....

২১| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:২৭

জেন রসি বলেছেন: আমি ব্লগে থাকলে আপনার কবিতা পাঠ করি। আপনার কবিতা পড়লেই বুঝা যায় আপনি একজন জাত কবি। সে অর্থে সিরিয়াস কবি বলা। এবং আপনি কবিতা নিয়ে খেলতে পারেন বলেই সিরিয়াস কাব্য যেমন সৃষ্টি করতে পারেন তেমনি প্যারোডি লিখে মজাও দিতে পারেন।

চাঁদগাজী ভাইয়ের কথা বলেছি কারন ওনার বলার স্টাইলটা আমার কাছে খুব চমকপ্রদ মনে হয়। ওনার সাথে দ্বিমত থাকলেও আমি না হেসে পারিনা।











১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩২

ভ্রমরের ডানা বলেছেন:


জেন, প্রশংসায় পুরোপুরিভাবে আমি ভেসে গেলাম। আপনি আমাকে এতটা ভালবাসা দেবেন জানা ছিল না। তাই এতএত ভালবাসা একজন ঝানু লেখকের কাছে পেয়ে সত্যি আমি বিমোহিত বাকহারা....


আপনার উদার মনের প্রশংসা কিভাবে করি তা আমার আয়ত্তে নেই। কিন্তু আমি নিজেকে সবসময় একজন ছোটকাব্য সাধক মনে করি। তাতেও যথেষ্ট ঘাটতি রয়েছে। কবি বললেও আমি হীনমন্যতায় ভুগি। আর জাত কবি শুনে মনে হল গর্ত কই.... :P

তবে আপনাদের কিছু কবিতায় মজা দিতে পেরে আমার আত্নবিশ্বাস কিছুটা আসছে! হয়ত একদিন কবি হতেও পারি। শখের কবিতা নিয়ে স্বপ্ন আপনারা দেখান, আপনি দেখান তাই বুঝে উঠতে পারি না এটা কি স্বপ্ন নাকি বাস্তব...


আপনার প্রশংসাবানে আমি হয়ত ভেসে অনেকদূর যাব। তবে প্রার্থনা রাখবেন যেন কবিতার সাথেই থাকতে পারি! আর এভাবেই জেন আপনাকে বিনোদিত করতে পারি! আই টেইক ইউর এপ্রিশিয়েশন ইন মাই হার্ট...

অশেষ শুভকামনা সুপ্রিয় ব্লগার... ভাল থাকুন সব সময়। আপনার হাসি হোক আরো আরো প্রশস্ত.... :D

২২| ১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:২০

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা আমি বরাবরই কম বুঝি, তবে আপনার কবিতার প্রতিটা লাইন আমার মনে ধরেছে, আর ছবিটার কথা কিছু না হয় নাই বললাম।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:


সাদা ভাই, আপনার প্রশংসায় কবিতাটি মনেহয় স্বার্থক হল! কবিতা অনুভবের বিষয়। বোঝাবুঝিরর কিছুই নেই। অনুভবটাই আসল। আর সেই অনুভবে যখন কবিতা লাইনে লাইনে মনে ধরে তখন বুঝে নিতে হয় এই কবিতাটি আপনার জন্যেই লেখা!



আর হ্যা, ছবিটির সাথে কবিতার মিল রয়েছে। সোনালু বনে শালিক রয়েছে। হা হা... আমার কবিতার সব ছবিই গুগল থেকে আগেও নিয়েছি পরেও নেব। আমার নিজের কোন ছবি নেই। কেননা আমি আপনার মত চমৎকার ছবি তুলতে জানি না!



কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ সাদা ভাই! আপনার ভাললাগায় আমি অভিভূত! শুভকামনা সতত!

২৩| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৫

রুলীয়াশাইন বলেছেন: চমৎকার কবিতা!

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪১

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা পাঠে ও অনুভবে আপনাকে অশেষ ধন্যবাদ! ব্লগে স্বাগতম! আপনার মুল্যবান মন্তব্যে অনুপ্রাণিত করে গেলেন!

২৪| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: তবুও স্বপ্ন যখনি দেখা হবে সেই সিঁড়িঘর কোণে
মনে রাখিস প্রিয়তমা, আমি থমকে রইব না..

হ্যা বার বার স্বপ্ন দেখুন।
বাস্তবেও দেখা হইক।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:



মাইদুল ভাই কবিতা তো কবিতাই! বাস্তবতার সাথে তার মিল কতটুকু.. কি জানি... আমার কাজ লিখে যাওয়া.. নিজের থেকে এর ওর জীবন টুকে...


আপনার অনুভবটুকুর জন্য অশেষ প্রীতি ও ভালবাসা জানবেন। আর স্বপ্ন, ঠিক আছে তা বাস্তবেও হউক!

২৫| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৫

সামিয়া বলেছেন: সবসময়ের মতই অসাধারণ।।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতাকে ভালবেসে প্রিয়তে নিয়েছেন! সত্যি একটু কবি কবি ভাব আসছে মনে..... হা হা হা...


আবার বলেছেন সবসময়ের মতই অসাধারণ! বাপরে... সবসময় এই নবিশের কবিতা পড়েন দেখছি! আপনার উদারতার প্রশংসা যতই করি কমপড়বেই!


এই নবিশের কবিতার অনুভবে অশেষ কৃতজ্ঞতা! আপনাদের অনুপ্রেরণাই ভ্রমরের ডানার স্পন্দন! শুভকামনা সুপ্রিয় ব্লগার! ভাল থাকুন নিরন্তর.....


২৬| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবিতাই নজরুলের গন্ধ পাচ্ছি। চমৎকার হয়েছে।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:



আগেএ প্যারোডির রেশ এখনো কাটেনি মনে হয় ভায়া.... তাই এমন অনুভব... কবিতার অনুভবে আপনাকে অশেষ ধন্যবাদ! ভালবাসা জানবেন দেশপ্রেমিক...

২৭| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৯

নীলপরি বলেছেন: এক পশলা বৃষ্টির পর ঠাণ্ডা বাতাসের মতো লাগলো কবিতাটা। +++++++

১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার অনুভব অতুলনীয়! কবিতায় আপনার এমন মিষ্টি মন্তব্যে অনুপ্রেরণা পেলাম! এভাবে যেন বৃষ্টির পশলা এনেদিতে পারি সেই প্রার্থনা করবেন!




প্রীতি ও ভালবাসা রইল সুপ্রিয় কবি....

২৮| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৫

ফাহমিদা বারী বলেছেন: 'প্রান্তরাভিমুখ একাকী শ্বাপদসংকুল বনে..
বেহুদা হলুদিয়া সোনালু ফুলের সনে..
উদাস বাউল কবির মতন..
এই দুবাহু ছুটে যাবে অজান্তে'

কবিতায় মুগ্ধতা একরাশ!

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৪

ভ্রমরের ডানা বলেছেন:




সুপ্রিয় গল্পকার, কবিতায় আপনার মুগ্ধতা পেয়ে ধন্য হলাম! নির্মল অনুভবে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর! শুভকামনা রইল!

২৯| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৬

তারেক ফাহিম বলেছেন: ২৬ নং মন্তব্যের সাথে মত প্রকাশ করছি।
কবিতার চরনে চরনে, নজরুলের গীতি, কাব্য, কবিতার হাল্কা আবাস আছে মনে হচ্ছে।

ভালো লাগা জানিয়ে গেলাম।

১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫০

ভ্রমরের ডানা বলেছেন:



হতে পারে লিরিকাল আবহ কারনে এমন হয়েছে হয়ত... অবশ্য অনেকেই আগের কবিতাগুলোতে মাইকেল, কায়কোবাদ, রবীন্দ্র, জীবনানন্দ খুঁজে পেয়েছেন আজ এলেন নজরুল! কাহিনী যে কি কিছুই বোঝা যাচ্ছে না...


অনুভবে অশেষ শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার...

৩০| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৬

এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার জলকাব্য সিরিজটা দারুন হচ্ছে ।
হঠাৎ কোন এক বইমেলায় জল ক্যাব্যের কবিতা গুলো যদি "ভ্রমরের ডানা " কে ভিন্ন নামে আবিষ্কার করি ,আমি কি অবাক হব ?????

১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৩

ভ্রমরের ডানা বলেছেন:


হঠাৎ করে কোন বই আসবে না। আর এই অকাব্যগুলো প্রকাশ করবে এমন প্রকাশক কই? আর লাভ ব্যতিত প্রকাশনা আজকাল কে করে। আমি তো শখ করে লেখি।বই বের করার এত খরচ সইব কেমনে! তবে ভিন্ন নামে বই আসলে বইয়ের প্রকাশক সে দায় নেবে। কেননা আমি বের করলে ছদ্মনামেই বই আকারে হয়ত বের করব, আসল নামেও করতে পারি। আমি ঠিক জানি না কি হবে। তবে বের করার আগে নিশ্চিত এই সামু ব্লগে পোষ্ট দেব এটা নিশ্চিত।


আপনার জানাশোনা ভাল প্রকাশক থাকলে জানিয়েন। উপকার হবে মায়া ভাই!

৩১| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৭

ময়না বঙ্গাল বলেছেন: মোর ভাষা হারা ব্যাকুলতা
পল্লবে পল্লবে প্রলপিত কলরবে-রবীন্দ্র পঙতি
দারুন লাগলো আপনার কবিতাখানি ।

১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৮

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার কাব্যিক প্রশংসা পেয়ে ধন্য হলাম। কবিতার মাধ্যমে ভালবাসা বিলাতেই কবিতা লেখা! ব্যাকুল পিয়াসা ঘুচে যাক সিঁড়ি কোনে কোনে....


গেয়ে যাক ডানাওয়ালা শালিকের গান.... শুভেচ্ছা ও শুভকামনা রইল!

৩২| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
যারা লেখককে ক্রেডিট দিতে চাইনা তারা ছোটলোক।

১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ মোস্তফা ভাই! কবিতার অনুভবে শুভেচ্ছা ও প্রীতি রইল!


চোরদের কথা আর কত বলব বলুন! নীল কাব্য নামের এক সিলেটী ছাগল আমার প্রতিটি কবিতাই ফেবুতে ঘাস মনে করে চিবিয়ে দিল! এরে একটা রিপোর্ট দিয়েন ফেবু থেকে। প্রোফাইল পিকে একটা কিউট বাচ্চার ছবি আছে!

৩৩| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল ভ্রমর।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ রাজপুত্র! তুমি ফিরে এসেছ এতেই আমি খুশি, আমরা সবাই খুশি! তুমি আরো সবুজ হও আরো উউচ্ছল সেই প্রার্থনা রইল!

৩৪| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো হয়েছে ++



১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:
পাঠে ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর!

৩৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৩

সোহানী বলেছেন: সর্বস্বত্ব সংরক্ষিত........... কোনই লাভ নাই। চোরেরা চুরি করিবে আপনি ঝুলাইবেন তাহারা আবারো চুরি করিবে আপনি আবারো বেন করা সহ ছবি ঝুলাইবেন .... এইভাবে সাইক্লিকোয়ার্টারে আবর্তিত হইতে থাকিবে। কারন দেশে শ'টাকা চুরি করিলে চোর বলা হয় কিন্তু হাজার কোটি টাকা চুরি করিলে সর্বময় ক্ষমতার অধিকারী হয় তেমনি লিখা চোরকে চোর বলা হয় না.... বিভিন্ন জায়গা থেকে কপি পেস্টকে লেখক উপাধি দেয়া হয়..................

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


আফসোস ছাড়া আর কিছুই করার নেই! চোরের খনি নিয়ে বংগদেশে আমরা বহাল তবিয়তে এই যে বেচে আছি তাতে সবার ধৈর্যে নোবেল পাবার কথা!


তবে মাঝে মাঝে ধৈর্যের বাধ ভেঙে ফেলুদা ভর করে। তখন চোরেদের প্যান্ট খানিকটা গলিয়ে দেই! শুভকামনা মহতরমা... ভাল থাকুন নিরন্তর...

৩৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬

অপ্‌সরা বলেছেন: শারদীয়া কবিতা!
অনেক অনেক ভালো লাগা!

আমিও একটি শারদীয়া কটচতপ লিখেছি ! :)

১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

তোমার শারদীয় কপচানি পড়ে বহুত মজা পেয়েছি। হাজার হোক জল তো আছে! হা হা হা...




কবিতার অনুভবে প্রীতি ও ভালবাসা রইল! ভাল থেকো...

৩৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫

অপ্‌সরা বলেছেন: আমার কটচতপ আর থামিবেক না!!! কিছুদিন জলাঙ্গীর জলে ভাসাইয়া দিবো কটচতপের তরণীখানি!

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৩

ভ্রমরের ডানা বলেছেন:


বাহ! ভালই হল তবে! কচটতপের তরণিকখানা বায়ে মাঝ নদীতে মাছ ধরতে গেলে বলিও! বহুদিন মাছের ঝোল খাওয়া হচ্ছে না। বিশেষ করে থলথলে পোটকা মোটকা কাতলা মাছ! ওটার মাথা বিশাল কিন্তু ঘিলুতে কিচ্ছু নেই!


বড়শিগাঁথারর আগেই হা করে থাকে =p~



আমি ব্যাপারটা এঞ্জয় করছি! হা হা হা...

৩৮| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭

আলী প্রাণ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার ভাল লাগায় ধন্য হলাম! শুভেচ্ছা অফুরান সুপ্রিয় ব্লগার!

৩৯| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৯

এফ.কে আশিক বলেছেন: দারুণ কবিতা ভাবনা
দারুণ প্রকাশ
কবিতায় মুগ্ধতা রেখে গেলাম..... কবি।

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতায় আপনার ভালবাসা পেয়ে ধন্য হয়েছি! অনন্ত শুভেচ্ছা রইল! ভাল থাকুন নিরন্তর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.