নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

সুপ্রিয় কবি নীলপরির "মহিয়সী" কবিতার অনুভবে

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৭




ভ্রমরের ডানা

আর তাকেও বলা যায় নক্ষত্র বলাকা পাখা~
হিম হিম বাতাসে যার ভালবাসা মধু মাখা..
যে ছুঁয়ে গেছে রহস্যাবৃত উষ্ণসাগর ঘেঁষে
মিহিদানা মিহিপ্রেম বালুকা বেলার দেশে...
উত্তর থেকে দক্ষিণ বক্ষোজ বলয় কোলে..
প্রকাণ্ড সুনামি বেগে ঊর্মিমালায় দুলে..

ইকারুসের মত যাকে ছুঁয়ে দিতে
প্রসন্ন মেঘের কোলে রঙ আঁকে
পাড়ার পটুয়ারা দিবারাত্রি হৃদয় আলতা দিয়ে..
রক্তিম দিগন্তরেখায় রঙিন নেশা ছুঁয়ে..

তাদের মত
আমি আটলান্টিক কিংবা প্রশান্ত নই প্রিয়তম..
আমি চির উষ্ণ প্রেমিকের বক্ষদেশ উজারিত
কোন হিমালয় কোলে গাঙ্গোত্রীর ঝর্ণাপাত..
কোন সীমান্তপ্রদেশ বাধা না মেনে
সমস্ত দুয়ারে আমার করাঘাত ....

আমি প্রেম..আমি সমুদ্র..আমি জল
আমি সরোবর উদ্ভাসিতা সরোজিনী দল..
ফুটি নয়ন মেলে নক্ষত্রপথে অধর তৃষা হয়ে.
প্রেমিক বুকে ধ্রুবতারা জ্বলে রহস্য ছোঁয়া পেয়ে..
আমি নক্ষত্রগতির নক্ষত্র নেশা, গভীর ঘন থেকে...
আমি মিনাকুমারী, অনন্ত হাসি, প্রেমিক বক্ষে জেগে....

.
...

.....

....


সুপ্রিয় কবি নীলপরি রচিত "মহিয়সী"

শীতল জ্যোৎস্নার সাগরে দাঁড়িয়ে ছিলেন আপনি! গাঢ় মধ্য নীশিথে!
এক আঁজলা রোদ নিয়ে হাতে!
ক্লিওপেট্রা নিজে কাজল এঁকেছিল আপনার চোখে! ভ্রূ -বিভঙ্গে লুকিয়ে ছিল রহস্যময়ী নেফারতিতি!
আর মুখের আদলে ভরা ছিল রাধিকার বিরহ।
আপনার চোখের জলশিল্পে যখন মুগ্ধ বাতাস বইতে ভুলে যেত ।
ঠিক তখন দ্বিধা -জর্জর আপনি একা, একা, ব্যথার অলঙ্কার গুলো খুলতেন খোলা বাতায়নের পাশে!
আর পালিয়ে যেত আপনার নার্সিসাস প্রেমিকের দল!
কিন্তু, জানেন কি হে মহীয়সী?
আপনার হাতের নিহত রোদের ভেতরেও জীবিত ছিল উষ্ণতা !
যে উষ্ণতাকে কুর্ণিশ জানায় এইসব নার্সিসাসেরা
যতটা দৃষ্টি সীমানায় আবদ্ধ হতে পারে
তার চেয়ে ঢের বেশী বিস্তৃত ছিল আপনার সাম্রাজ্য! আপনারই অগোচরে।
আপনি তো নিছক দর্শনীয়া নন! স্বপ্নহীন বিরান উপত্যকার আপনি স্বপ্নিকা!
অমাবস্যার নিগূঢ় অন্ধকার চিরে, মোহিনী আপনি, চন্দ্রকলার মতো প্রতিভাসিত হন!
আর এই স্বপ্নর জাদুকরীকে দেখে বারবার মুগ্ধ হয়েছে, হবে আপনার অদেখা পৃথিবী!
বিরহ যাপন যারা সহেনি কখনো। পায়নি প্রেমের সন্ধান!
তারাও আপনার বিরহ নদীকে স্পর্শ করে প্রেমের ছোঁয়া পেয়েছে!
আর মুগ্ধ বিস্ময়ের পুষ্পাঞ্জলিতে ভরে উঠেছে আপনার আঁচল!
আপনি হয়ত দাঁড়িয়ে ছিলেন, সবুজহীন লোহিত মরুভূমিতে !
কিন্তু হে মহীয়সী, আজ আপনার আঁচল ছাপানো ফুল পড়ে সেই -মরুভূমিই হয়েছে মরুদ্যান!





সবাইকে দীপাবলির শুভেচ্ছা রইল!!

মন্তব্য ৫৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


যেসব উপমা আসছে, সামু ব্লগ থেকে গ্রীক পুরানতন কিছুই বাদ যায়নি; আমাদের কোলাহলময় ঢাকা থেকে শুরু করে নক্ষত্রালোক অবধি বিস্তৃত প্রেমের ভুবনে আমরা কারা?

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০০

ভ্রমরের ডানা বলেছেন:



আপনারা এলিয়েন... মিনাকুমারীর নক্ষত্রের এলিয়েন =p~

২| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১১

ধ্রুবক আলো বলেছেন: কবিতার অনুভব দারুন ফুটিয়ে তুলেছেন।

গাজী ভাইয়ের মন্তব্য দারুন লাগছে।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১২

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ ধ্রুবক ভাই। অনুপ্রাণিত হয়েছি। গাজি ভাই বরাবরই চমৎকার মন্তব্য করেন। আমি এঞ্জয় করি!



হা হা হা... আমার সৌভাগ্য উনি এখনো আমাকে পিগমি বলেন নি!


ভাল থাকুন! শুভকামনা রইল!

৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৩

অপ্‌সরা বলেছেন: তুমিও আবৃতি দিয়ে দিতে ভাইয়া!


আমি তো মুগ্ধ হয়ে গেলাম দুজনের লেখা পড়েই!

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

আমি তো ভেবে ছিলাম খানাবাসিতো প্যারোডি আমিই গাইব কিন্তু হোলো না! গাইতে গিয়ে দেখি গলার সুর কাকের মত হয়ে আসে। ওটা ব্লগে দিলে ইট পাটকেল খেতুম। তাই ওই হেড়ো কন্ঠ নিয়ে আমার সম্ভব নয় গো... তাই আবৃতি দিলুম না..


এই কবিতা আমাকে দিয়ে আবৃতি সম্ভব নয়। তবে আমি আবৃতির আবহ তৈরি করতে পারব। এই যা...


নীলপরি অনেক সুন্দর আবৃতি করেন। গলায় অনেক দরদ! আর আমার গলা... মাশায়াল্লাহ... দরদ... :P বলে কিছুই নেই। আমি পারি না আবৃতি... :((

৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২২

ঋতো আহমেদ বলেছেন: একটি কবিতার অনুভব থেকে আর একটি কবিতার সৃষ্টি.. বাহ্.. খুব ভালো লাগলো

২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার অনুভবে শুভেচ্ছা কবি! মাঝেমাঝে ব্লগের প্রিয় কবিদের কবিতা পড়েই কবিতা লেখি! শুভকামনা রইল!

৫| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আবৃত্তিটা দিলে মনে হয় ভালই লাগত। সুন্দর লিখেছেন ভাই, চালিয়ে যান।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

আমি ভাল আবৃতি পারি না। তাই দেওয়া হচ্ছে না। দুঃখিত সম্রাট ভাই!



কবিতায় আপনার মুল্যবান মন্তব্যে অনুপ্রাণিত হলাম! শুভকামনা রইল!

৬| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বুঝায় যাচ্ছে কবিদের ক্ষমতা কত, অনুভুতি কত প্রগাঢ়! সত্যি অনিন্দ্য সুন্দর সৃষ্টি।

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪২

ভ্রমরের ডানা বলেছেন:




অনুভবে ধন্যবাদ সুজন ভাই। ভালবাসা জানবেন!

৭| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৩

জাহিদ অনিক বলেছেন:



আমিও ভেবেছিলাম আপনার কণ্ঠটা এবার শুনতে পাব ! :(

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

ভ্রমরের ডানা বলেছেন:



আমার আবৃতির গলা ভাল নয়! দেখি কিছুদিন পর প্রেক্টিস করে দেওয়া যায় কিনা..



প্লিজ কবি অনিক, আমাকে ক্ষমা করবেন।আমার গলা আপনাদের মত সুললিত নয়! কবিতার অনুভবে শুভেচ্ছা!!

৮| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:১৬

ইফতেখারুল মবিন বলেছেন: অসাধারণ!!

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভবে অশেষ ধন্যবাদ! প্রীতি ও ভালবাসা রইল!

৯| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪০

মনিরা সুলতানা বলেছেন: নৈবেদ্য ভালো লেগেছে ‘

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২১

ভ্রমরের ডানা বলেছেন:




অনুভবে ধন্যবাদ সুপ্রিয় কবি! আপনার ভাল লাগায় অনুপ্রাণিত হলাম! ভাল থাকুন নিরন্তর!

১০| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৬

সাইফুর রহমান খান বলেছেন: খুবই ভালো লেগেছে

২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১২

ভ্রমরের ডানা বলেছেন:





কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর! শুভকামনা সতত!

১১| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতা অসাধারণ হয়েছে। পাঠে মুগ্ধতা রেখে গেলাম।

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৩

ভ্রমরের ডানা বলেছেন:

শাহাদাৎ ভাই, অনুভবে অশেষ কৃতজ্ঞতা! ভাল থাকুন নিরন্তর!

১২| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪০

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে ধন্যবাদ সেলিম ভাই! আপনার প্রতি অশেষ ধন্যবাদ জানাই!

১৩| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা বরাবরই কম বুঝি। আর এমন পাহাড় পর্বত, সাগল মহাসাগরের সংমিশ্রন হলে তো তল পেতে আমার আরো বেশী কষ্ট হয়। শুভ কামনা জানিয়ে গেলাম।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:



হা হা হা... আমার কবিতা গুলো একটু গভীর হচ্ছে তবে। তল পেতে একটু সময় লাগবে। সাদা ভাই, সাদা মনে দেখুন। বেশি সময় লাগবে না!




অনন্ত শুভেচ্ছা সাদা ভাই! ভাল থাকুন নিরবধি!

১৪| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:




দু'জনেরটাই চমৎকার । চমৎকার কাব্য বিনিময় ।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১০

ভ্রমরের ডানা বলেছেন:


চমৎকার অনুভবে ধন্যবাদ সুপ্রিয় কবি! অশেষ শুভকামনা জানবেন! ভাল থাকুন নিরন্তর!

১৫| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

তারেক ফাহিম বলেছেন: পুরোটি ভালো করে বুঝিনি যতটুকু বুঝলাম ততটুকু ভালো লাগলো।

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার আংশিক অনুভবে অশেষ ধন্যবাদ! শুভকামনা জানবেন!

১৬| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

শামচুল হক বলেছেন: একটার অনুভবে আরেকটার জন্ম। চমৎকার লাগল।

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

দুটোর অনুভবে অনন্ত শুভেচ্ছা শামচুল ভাই! ভাল থাকুন নিরন্তর!

১৭| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর, ভালো লাগার মতো দুটি কবিতা একসাথে পড়ে খুবই মুগ্ধ হয়ে গেলাম।

শ্রদ্ধা ভালোবাসা সবসময় কবিদ্বয়ে

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতাদ্বয়ের অনুভবে অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় কবি ও গায়ক! অনন্ত ভালবাসা ও প্রীতি জানবেন! এভাবে অনুপ্রাণিত করার জন্যে কৃতজ্ঞ!

১৮| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাব্য কনভারসেশন !!!

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ গিউলি ভাই! অনন্ত শুভেচ্ছা জানবেন! শুভকামনা সতত!

১৯| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০০

সুমন কর বলেছেন: কবিতার অনুভবে ছুঁয়ে দিল...........সুন্দর হয়েছে।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩১

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ সুমন ভাই! অনন্ত প্রেরণা আপনি!

২০| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: দুটো লেখাই ভালো লেগেছে!:)

দুই কবিকে শুভেচ্ছা!:)

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ বিলি ভাই! আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম! অনন্ত শুভেচ্ছা রইল!

২১| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩

উম্মে সায়মা বলেছেন: কবিতার অনুভবে সৃষ্ট কবিতা বেশ ভালো লেগেছে ডানা ভাই!

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৬

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার! অনুভূত কবিতার কলি মাঝেমধ্যে মনে ভেসে ওঠে। তখনি লেখতে বসি! আর সে লেখায় আপনার মুল্যবান অনুভব আমাকে অনুপ্রাণিত করে যায় প্রতিনিয়ত! আপনার ভাল লাগায় অনুপ্রাণিত হলাম! ভাল থাকুন নিরন্তর! অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা!

২২| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: দুটো কবিতাই সুন্দর

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ কবি। ভাল থেকো! শুভকামনা!

২৩| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
দুই কবির জন্য শুভ কামনা রইল !!! :)

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

অশেষ ধন্যবাদ কবি! শুভেচ্ছা রইল!

২৪| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৭

নীলপরি বলেছেন: আপনার কবিতাটা সেদিন দেখেই বলেছিলাম আবারও একই কথা বলছি অসাধারণ হয়েছে ।

++++++++++++

আমার কবিতার অনুভবে লিখে আমার কবিতাটাকে যে সম্মান দিলেন , তারজন্য কৃতজ্ঞতা জানাই ।
আমিও আপনাকে আপনার যে কোনো কবিতা আবৃতি সহ পোষ্ট করার অনুরোধ জানিয়ে গেলাম ।
আশাকরি আপনার দীপাবলী ভালো কেটেছে ।
শুভকামনা রইলো ।

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

ভ্রমরের ডানা বলেছেন:



হয়ত কোন একসময় আবৃতি করব। আমার গলা ভাল নয়। তবুও যখন বলেছেন প্রচেষ্টা করে দেখব! শুভকামনা! দীপাবলি ভাল কেটেছে!


ভাল থাকুন কবি!

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: উপমাগুলি দারুণ। খুব ভালো লেগেছে।

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

ভ্রমরের ডানা বলেছেন:




ধন্যবাদ রাজকন্যা! ভাল থাকুন নিরন্তর!

২৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৮

এফ.কে আশিক বলেছেন: দুটো কবিতাই পড়েছি ভালো লেগেছে।
দু’জনের জন্যেই শুভকামনা কবি.....

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৮

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার জন্যেও অশেষ শুভকামনা রইল! প্রীতি ও ভালবাসা জানবেন!

২৭| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

শরতের ছবি বলেছেন: অনেকদিন পর বোধ হয় দেখলাম আপনাকে । কবিতায় ভাল লাগা ।

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:

আপনাকে আমিও অনেকদিন পর পেলাম! ভাল আছেন নিশ্চয় সুপ্রিয় ব্লগার! কবিতার অনুভবে অনন্ত শুভেচ্ছা জানবেন!

২৮| ১০ ই মে, ২০১৮ রাত ৯:৪৮

ফয়সাল হাওড়ী বলেছেন: অসাধারণ

২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

ভ্রমরের ডানা বলেছেন:
পুড়নো কবিতা পাঠে ও মন্তব্যে অনন্ত শুভেচ্ছা!

২৯| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

সনেট কবি বলেছেন: সুন্দর

২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:

শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.