নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

অনুভবে (২) সুপ্রিয় ব্লগার অপসরার "ধ্যানমগ্ন কালপুরুষ"

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৮




কহেন কালপুরুষ

যে হৃদয় বিক্ষুব্ধ ছায়াপথ উর্ণনাভ জালে
বুনে গেছে জ্যোতিষ্ক পাপ লহরী...
আমার চোখে সে শীতলমস্তিক হন্তারক~
বঞ্চিত করেছে তোমায় চন্দ্রিমাকুমারী..
সে সূর্য নক্ষত্র নয় যে আলো উবলে যাবে
তোমার আঁচলে দিবারাত্রির পালা...


তবে কেন খুঁজেছ তাকে পূর্ণশশী যৌবতী বালা..
প্রেম কি ইন্দ্রধামে বংশী হাতে বৈষ্ণব কিশোর কালা?
প্রেম কি বিশ্বামিত্র উর্বাশা সখি, রুনুঝুনু ঘুংগুর..
প্রেম কি নক্ষত্র ডালিতে নীহারিকাসম আঙ্গুর?
ফিরে যাও চন্দ্রিমা..
ফিরে যাও তোমার নীহারিকাপুঞ্জে..

কাল স্বাক্ষ্য, এই নক্ষত্ররাজি মজে ছিল মদিরা কুঞ্জে...
প্রেমেজর্জর আকাশগঙ্গা বিলিন হবার কালে....
তাই এই আহুত কলির কালে অজস্র চন্দ্রশাবক ভালে..
মিথ্যে জোছনা খোঁজে নক্ষত্র প্রেমরোগ...
ওরা ভুলেছে অবিনশ্বর আলোক গতি..
আদিত্য রশ্মিরেখার সরলপথের নীতি...
ক্রমেই তাদের ছায়াহীন মেকি আলোর খেলায়
অভিশপ্ত এই গোলক নক্ষত্রে ধেয়ে আসে ধ্বংস ...
ও প্রেম নয়, তুমি ভুলে যেও.. মনে রেখো না...
মহাকাল স্বাক্ষ্য ওদের নক্ষত্র বিলীন..

আমি জানি, নক্ষত্র নারীজন্ম কত কঠিন..
তাই এই আকাশগঙ্গায়
উর্বশীদের খোঁপার ফুলে নক্ষত্র গুঁজে
আমিই কল্পিত প্রেম ভ্রমর...
মুখে মধু কিংবা বিষ
হাতে ধনুর্বাণ পামর..
রুখে দেব সকল পাপের গোলক নক্ষত্র ...
অস্তিত্ব রবে কি রবে না জানি না
শুধু জানি আমি নীহারিকা
কিংবা রংধনু ধূমকেতু ...
কালপুরুষ কালকেতু..
আমি, হ্যা আমিই আদিতম নক্ষত্রপুত্র
শুধু বিশ্বাসী নিঊটনের গতির তৃতীয় সূত্র..

সর্বস্বত্ব সংরক্ষিত

....

...

..
..
..

ফেবুতে লেখাটি কার্টেসীবিহীন কপি ও নিজেকে লেখক বলে দাবী করা হলে সেই আইডিকে রিপোর্ট করে ড্যামেজ করা হবে। উল্লেখ্য, লেখকের ফেবু আইডিতে লেখকের কোন কবিতাই শেয়ার করা হয়নি! শুধু একটি কবিতা শেয়ার করা হয়েছে! প্রায় দুবছর আগে!

মন্তব্য ১২৮ টি রেটিং +২২/-০

মন্তব্য (১২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি জানি, নক্ষত্র নারীজন্ম কত কঠিন..
তাই এই আকাশগঙ্গায়
উর্বশীদের খোঁপার ফুলে নক্ষত্র গুঁজে
আমিই কল্পিত প্রেম ভ্রমর
মুখে মধু কিংবা বিষ
হাতে ধনুর্বাণ পামর..
রুখে দেব সকল পাপের গোলক নক্ষত্র ...

ওয়াহ! মুগ্ধ কবি।

আরো মুগ্ধ চোরঠেকানি বানমন্ত্রে ;) হা হা হা

+++

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:
চোরেদের উৎপাত ফেবুতে বন্ধ করতেই হবে। সবার কবিতা চুরি হচ্ছে! তাই এই সাবধান বাণী!


প্রথম অনুভব মুগ্ধতায় আপ্লুত করেছেন সুপ্রিয় কবি ব্লগার! কবিতায় আপনার মুল্যবান অনুভূতি পেয়ে ধন্য হ'লাম! অনন্ত শুভেচ্ছা রইল! আর এত্ত প্লাস আপনি ছাড়া আর কেউ দেয়না! কৃতজ্ঞতা! ভাল থাকুন নিরন্তর!

২| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫

বিলিয়ার রহমান বলেছেন: বাহ!!

বেশ!:)

++

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ বিলি ভাই! অশেষ শুভেচ্ছা ও শুভকামনা জানবেন!

৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বেড়ে লিখছেন ভাই। অভিনন্দন। একেবারে মোক্ষম।
পুনশ্চঃ প্রথম লাইনে উর্রনাভ কি উর্ণনাভ হবে?

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ সম্রাট ভাই। অনুভবে শুভেচ্ছা জাননেন। বানান ভুলের জন্যে দুঃখিয়! ঠিক করে নিলাম! আপনি আমাকে শুদ্ধ হতে সহায়তা করেছেন সে জন্যে অশেষ অশেষ ধন্যবাদ!



ভাল থাকুন নিরন্তর!

৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪১

কুঁড়ের_বাদশা বলেছেন:




মিথ্যে জোছনার খোঁজে যারা ভুগেছে নক্ষত্র প্রেমরোগে...
ভুলেছে অবিনশ্বর আলোক গতি..
আদিত্য রশ্মিরেখার সরলপথের নীতি...


এই লাইনগুলো একটু বেশি ভাল লাগা রইল !! আর মিয়া ভাই, কবিতায় একটু ছন্দ উঠা-নামার সমস্যা আছে । সবমিলে কবিতা মন্দ হয়নি। কবিতা একটা লাইক পাওয়ার যোগ্যতা রাখে।

শুধু বিশ্বাস. নিঊটনের গতির তৃতীয় সূত্র..

এই পৃথিবী টিকে আছে নিউটনের তৃতীয় সূত্র এর ওপর ভিত্তি!!! প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটন এটাই বলে গেছেন। :)

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

ম্যাড়মেড়ে মুক্তছন্দ + একটু ছন্দপাত মিলিয়ে লেখতে চেয়েছিলাম! শুধু ছন্দ না। তাই উঠা নামার সমস্যা। তবে আবৃতি নোডে এটা উত্রে যাবে।



একটা লাইক দিয়েছেন। সৌভাগ্য আরকি! ভালবাসা পেলাম।নিউটনের তৃতীয় সূত্রই ভরসা। মানবিক শক্তির বিপরীত ক্রিয়াটাও যেন এর মধ্যে পড়ে।



কবিতার তনুভবে শুভেচ্ছা রইল! প্লাসে ভালবাসা!

৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৬

প্রামানিক বলেছেন: চমৎকার

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:



অশেষ ধন্যবাদ প্রামানিক ভাই। শুভেচ্ছা রইল!

৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লাগলো তবে প্রামানিক সাহেবের মতো ছন্দ হয়নি।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

আমি নিজের স্টাইলে লেখি। ছন্দ বাধি নিজের স্টাইলে। কাউকে ফলো করি না। ধন্যবাদ!



এই কবিতায় ছন্দের থেকে আরো কিছু আছে।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৪

ফয়সাল রকি বলেছেন: ফেবুতে লেখাটি কার্টেসীবিহীন কপি ও নিজেকে লেখক বলে দাবী করা হলে সেই আইডিকে রিপোর্ট করে ড্যামেজ করা হবে। উল্লেখ্য, লেখকের ফেবু আইডিতে লেখকের কোন কবিতাই শেয়ার করা হয়নি! শুধু একটি কবিতা শেয়ার করা হয়েছে! প্রায় দুবছর আগে!
B-)) B-)) B-))

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:

ধুইয়া শুকায়তে দিমু.. ওগোরে... :P

৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মুগ্ধতা জানিয়ে গেলাম

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে ধন্যবাদ নাঈম ভাই। অনন্ত শুভেচ্ছা জানবেন! ভাল থাকুন নিরন্তর!

৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৪

জাহিদ অনিক বলেছেন:



ধ্যানমগ্ন কালপুরুষ
এর জবাব নক্ষত্র নারীজন্ম ! চমৎকার।



ব্লগের এই ব্যাপারটাই বেশ ভাল লাগে। একজন ব্লগারের লেখা নিয়ে আলোচনা, তাকে তার কবিতার বা গল্পের উত্তর দিয়ে তার লেখার উপযোগিতা সম্পর্কে একটা সম্যক ধারনা দেয়া। বেশ লাগে এই ব্যাপারগুলো। এটাই তো কম্যুনিটি ব্লগের আসল রূপ।

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ অনিক ভাই! কবিতার প্রতিউত্তরে কবিতা লেখতে মজাই আলাদা। আমি শুধু আগে দেখতাম। এখন লেখেও মজা পাচ্ছি! ভালই লাগছে। আপনাদের দল ভারী করে গেলাম মনে হয়! কমিউনিটি ব্লগে এই লেখাগুলো হয়ত কোন একসময় বাহন হবে একাকিত্ব সময়ের! অনেক মুল্যবান এসব! অন্তত আমার কাছে!




অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্যঘরে। শুভকামনা রইল কবি!

১০| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৫

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!!!!!!!!!!!


কমেন্ট করতে আর লাইক দিতে আর প্রিয়তে নিতে এই নিকে অবর্তীর্ন হলাম ভাইয়ু!!!!!!!!!


লাভ ইউ সো মাচ!!!!!!!!!!!

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

ভ্রমরের ডানা বলেছেন:


আরেহ বল কি আপুনি,... থ্যানকু, লাভ য়ু সো সো মাচ মাচ। omg...


লাইক আবার প্রিয়তে.... আমি শেষ... খুশিতে দেখ আমার অবস্থা কি হয়েছে...

১১| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৭

অপ্‌সরা বলেছেন: ৯. ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৪ ০
জাহিদ অনিক বলেছেন:



ধ্যানমগ্ন কালপুরুষ এর জবাব নক্ষত্র নারীজন্ম ! চমৎকার।



ব্লগের এই ব্যাপারটাই বেশ ভাল লাগে। একজন ব্লগারের লেখা নিয়ে আলোচনা, তাকে তার কবিতার বা গল্পের উত্তর দিয়ে তার লেখার উপযোগিতা সম্পর্কে একটা সম্যক ধারনা দেয়া। বেশ লাগে এই ব্যাপারগুলো। এটাই তো কম্যুনিটি ব্লগের আসল রূপ।



আমারও আমারও আমারও!!!!!!

এমন করেই তো আমরা শিখি আর শিখে শিখে এগিয়ে যাই!!!!!!! :)

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

ভ্রমরের ডানা বলেছেন:



শেখার কোন শেষ নেই, লেখার নেই ঠিকানা। তবে খানাপিনার একটা ঠিকানা আছে বটে.. :-B আর সেটা হল সুলতানের থালা.. আমার আশা আমরা এমন করে খেতে খেতে আর লেখতে লেখতে আরো আরো খাব এবং এগিয়ে যাব! আমার মনে হয় কবি অনিক আমার সাথে একমত হবেন!



তবে তোমার লেখার তুলনা শুধু তুমিই আপু! আমি চেষ্টা করেছি আমার মত। তোমার সামান্য ভাল লাগলেই লেখাটি স্বার্থক। কারণ এই কবিতার আসল অনুভব তুমি বুঝবে ! আমি জানি সেটা তুমি করেছ!! অনেক অনেক ভালবাসা জানিও! আর আরো আরো কবিতা লেখো! তোমার কবিতা আমার খুব ভাল লেগেছে! ভাল থেকো! শুভকামনা সতত!

১২| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৮

মনিরা সুলতানা বলেছেন: অপ্‌সরা বলেছেন: ৯. ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৪ ০
জাহিদ অনিক বলেছেন:



ধ্যানমগ্ন কালপুরুষ এর জবাব নক্ষত্র নারীজন্ম ! চমৎকার।



ব্লগের এই ব্যাপারটাই বেশ ভাল লাগে। একজন ব্লগারের লেখা নিয়ে আলোচনা, তাকে তার কবিতার বা গল্পের উত্তর দিয়ে তার লেখার উপযোগিতা সম্পর্কে একটা সম্যক ধারনা দেয়া। বেশ লাগে এই ব্যাপারগুলো। এটাই তো কম্যুনিটি ব্লগের আসল রূপ।



আমারও আমারও আমারও!!!!!!

এমন করেই তো আমরা শিখি আর শিখে শিখে এগিয়ে যাই!!!


আমি এই কথা গুলোই বলতে চেয়েছিলাম ,এরা আগেই বলে ফেলেছে তাই নাম উল্লেখ করে দিলাম না হয় তো বলবেন কার্টেসি দেই না :P

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:



সুপ্রিয় কবি আপনার রসিকতায় মুগ্ধ হ'লাম! আপনার অনেক গুণের মধ্যে একটি হল পরিস্থিতি অনুযায়ী মন্তব্য করা। আমার খুবই ভাল লাগে যখন ব্লগারেরা লেখার মধ্যেই একটা আবহ রেখেই মন্তব্য করে। আপনি সেটি ধরে রাখতে সাহায্য করেন সর্বদা। যাহোক, আজ একটা কনফেস করি! আমি প্রায় চেয়েছি আপনার লেখনী ধারণ করতে। অনেক চেষ্টা করে অবশেষ ক্ষান্ত দিয়েছি। এটা সম্ভব নয়! তবে অনেক কিছুই শিখেছি, শিখছি। বিশেষ করে উপমার ব্যবহার। আপনি প্রকৃতির কবি। সবুজ নিয়ে আপনার বসতি। আপনার প্রতিটি লেখায় খুঁজে পাই কত ফূল কত গুল্ম কত কত উপমা.. আমি শুধুই অবাক হই! আসলে আমার সৌভাগ্য যে আপনার মত একজন গুণী ব্লগারের সাথে ব্লগিং করছি! অনেক কিছুই এই চলার পথে শেখা হচ্ছে! অনেক দিগন্ত খুলে যাচ্ছে। সংস্কৃতি বা সাহিত্যের এই রসের আস্বাদনেই এই পথ আমাদের হোক আরো স্বচ্ছ আরো সবুজ আরো নিরাপদ!



ভাল থাকুন প্রিয় কবি! অনন্ত শুভেচ্ছা জানবেন!

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: একরাশ ঈর্ষা রেখে গেলাম তোমায় জানিয়ে।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১২

ভ্রমরের ডানা বলেছেন:

তোমার মন্তব্যে ভালবাসা খুঁজে পেলাম ভায়া। অনন্ত শুভেচ্ছা জানিও!

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৩

অপ্‌সরা বলেছেন: মনিরা আপুনি!!!!!!!!

আমিও এটাই বলতে চাই আর এভাবেই কত কবি সাহিত্যিকের জন্ম হলো!!!!!!!

নাম জানতে চাইলে সে সকলের নামও দিয়ে দেওয়া হবে!!!!!!! :)

কিন্তু কারো কারো আবার এসবে বদ হজম জাগে!!!!!! :(



মানে যারা পারেনা তারা !!!!!!! :P

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬

ভ্রমরের ডানা বলেছেন:

এরা কারা!! তারা খাবার হজম করতে পারে না কেনো? আহারে!! একটু বোরহানি তো এই জন্যেই দিতে বলেছি... :P


না, কেউ বুঝল না... :( আমার কথার মর্ম কেউ বুঝল না!

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৪

অপ্‌সরা বলেছেন: ১৩. ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০ ০
সত্যপথিক শাইয়্যান বলেছেন: একরাশ ঈর্ষা রেখে গেলাম তোমায় জানিয়ে।


কাকে ঈর্ষা করিলা!!!!!!!! শাইয়্যান ভাইয়ু!!!!!!!!!!!!!

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২

ভ্রমরের ডানা বলেছেন:




কাকে আর করবে বল আপু! আমাকেই করেছে। দেখছ না আই ল্যাব ইউ বলে গেছ! :P। আমি কিন্তু ফূর্তিতেই আছি! !:#P আহ শান্তি! কপাল আমার! এক কবিতা দিয়েই প্রপোজ পেয়ে গেলাম! তাও আবার অপসরা থেকে! :P ইয়াহু... গুগল

আমার মনে হয় গাজী ভাইয়ু এই জন্যে আরো সহিংস হয়ে গেছে! স্যাইয়ান ভাই তো শুধু ইর্ষাই করে গেল :P আর সেলিম ভাইয়ুর কথা কি আর বলব। :P

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । ভালো লেগেছে পড়তে । কমেন্টে অপসরার উপস্থিতি এটিকে আরো অর্থবহ করে তুলেছে । চমৎকার উদ্যোগ ।+

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫১

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার উপস্থিতি লেখাকে আরো প্রানবন্ত করেছে সুপ্রিয় কবি! অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি জানবেন! ভাল থাকুন নিরন্তর!

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগছে ভ্রমর।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪২

ভ্রমরের ডানা বলেছেন:
থ্যাংকু রাজপুত্র! তোমার মন ভাল আছে তো? আমার মনে হয় তোমার মন খারাপ খুব!

১৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


নিজ পায়ে দাঁড়াতে কষ্ট হচ্ছে?

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

ভ্রমরের ডানা বলেছেন:

ভীষণ কষ্ট! আপনিও কিছু লিখুন। নইলে লেখব কি প্রতিননুভবে?


জলকাব্য, ব্যবচ্ছেদ, পিরামিড, শিরোনামহীন, ক্রীতদাস সব চুলোতে গেল! কি যে করি!






শুভেচ্ছা রইল সুপ্রিয় ব্লগার! আমি জানি এই কবিতা আপনার নাগাল নেই! ধন্যবাদ!

১৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

মলাসইলমুইনা বলেছেন: তাও ভাগ্য ভালো অপ্সরার কোনো বঙ্কিমী বা চর্যাপদীয় কবিতার উত্তরে লিখেননি এই কবিতা |ভাঙা দাঁত নিয়ে কি আর তাহলে পড়া যেত কবিতা ! আমার বিদ্যা অনুযায়ী যেটুকু বুঝলাম তাতে মনে হলো ভাষায়,ভঙ্গিমায় আপনার এ'কবিতা যেন একেবারে কনক কিংখাবে মোড়ানো | অনেক ধন্যবাদ নেবেন |

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২১

ভ্রমরের ডানা বলেছেন:



আরে ভায়া সব তো আমার সাধ্যে নেই! উহারা অপসরা ভুলে যান কেন! চন্দ্র নেশায় লেখেন। আর আমি ছাপোষা মানুষ। মর্ত্য নেশা বুকে! চর্যা তো সিদ্ধি! এসব কি আর আসিবেক! আমি বরঞ্চ দুচারটে ভজগট ভুঞ্জিত ভুঞ্জন লেখি। ভ্রমরের ডানার ভোঁ ভোঁ আর কি! অবশ্য এই সব এবড়োখেবড়ো লেখা পড়া দুরূহ কাজ বটে। কিছুই নেই। সব শূন্য! তবুও অধম অকবিকে যাহা দান করিলেন সম্প্রদানের সপ্তমীতে তাহা কোন বিশেষণীয় অতিশায়নে প্রকাশ করিব বোধে আসিছে না। তারপরও কহি শিল্পী পথিক মজুমদারের মত অযোধ্যানাথ পাকড়সির সুরে-


মন চলো নিজ নিকেতনে
সংসার বিদেশে বিদেশীর বেশে
ভ্রম কেন অকারণে
মন চলো নিজ নিকেতনে।

বিষয়-পঞ্চক আর ভূতগণ
সব তোর পর কেহ নয় আপন
পরপ্রেমে কেন হয়ে অচেতন
ভুলিছ আপনজনে
মন চলো নিজ নিকেতনে।

সত্যপথে মন কর আরোহণ,
প্রেমের আলো জ্বালি চল অনুক্ষণ
সঙ্গেতে সম্বল রাখো পূণ্যধন
গোপনে অতি যতনে

লোভ-মোহাদি পথে দস্যুগণ,
পথিকের করে সর্বস্ব সমশন
পরম যতনে রাখোরে প্রহরী
শম,দম দুইজনে
মন চলো নিজ নিকেতনে।

সাধুসঙ্গ নামে আছে পান্থধাম,
শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম
পথভ্রান্ত হলে শুধাইবে পথ সে
পান্থনিবাসী গণে।

যদি দেখ পথে ভয়েরই আকার
প্রাণপণে দিও দোহাই রাজার
সে পথে রাজার প্রবল প্রতাপ,
শমণ ডরে যার শাসনে।
মন চলো নিজ নিকেতনে।
সংসার বিদেশে বিদেশীর বেশে
ভ্রম কেন অকারণে।


শুভেচ্ছা ও প্রীতি রইল! ভাল থাকুন নিরন্তর! মন্তব্যে অনুপ্রাণিত হইলাম!

২০| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:




ব্লগবুড়ি অপ্সরা লিখেছিলো অমিত্রাক্ষর আমার অলিখিত অমিত্রাক্ষরের জবাব দিতে! আর সেই জবাবে আপনি অনুভব থেকে লিখলেন এই কাব্য ! বাহ চমৎকার কাব্যনীতি চর্চা হচ্ছে !

একটি লেখার কত মুখ, কত রূপ ! চমৎকার লাগলো আপনার কবিতাটি । যথার্থ অনুভব মনে হয়েছে ।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:
সেকি! পিলে চমকে গেলুম। আপনার অলিখিত অমিত্রাক্ষরের জবাবে এই ব্লগবুড়ির অমিত্রাক্ষর। আর তার অনুভবে এই আমার অনুভব! ভালই হোল। আপনার লেখাটি এলে তার অনুভবেও লেখব!


আমার অনুভব যাচাই করতে চাচ্ছি! এ লেখায় আপনার অনুভব পেয়ে লেখাটি ধন্য হল! অশেষ শুভকামনা সুপ্রিয় কবি! ভাল থাকুন নিরন্তর!

২১| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

মনিরা সুলতানা বলেছেন: অপ্সরা
আনন্দময় ব্লগিং বোধহয় একেই বলে ; কি দারুন মিথ্সক্রিয়া বলো !!!!
এমনি ভাবে উঠে আসুক আরও অনেক প্রিয় মুখ !!!

ডানা মন্তব্যে অনেক কথাই বলা হচ্ছে , কেবল আপনার লেখার প্রশংসা ছাড়া ;
শুধু বলি পুরু লেখায় “ শিন্জন ধ্বনী অনুভব “


কথাকথির মন্তব্য ও দারুন লাগলো ....
একটা লেখার কত মুখ , কত রুপ

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫১

ভ্রমরের ডানা বলেছেন:





প্রিয় কবি, নিঃসন্দেহে অনেক অনেক অনুপ্রাণিত করে গেলেন! আপনার মন্তব্য আমার কাছে সবসময় বিশেষ কিছু! অনেক বড় উপহার! মন্তব্যে এমন ভালোবাসাযুক্ত কথাকলির মর্যাদা যেন রাখতে পারি সে প্রচেষ্টা থাকবে সবসময়! আপনার উদার দিলের ছোঁয়া পেয়ে উদ্দীপিত হলাম!

অনেক অনেক শ্রদ্ধা ও ভালবাসা জানবেন সুপ্রিয় কবি! নিরন্তর শুভকামনা!

২২| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কয়েকবার পড়লে হয়ত বুঝতে পারব। এত প্রতিশব্দ আমার মনে নেই।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:





একটু সময় করে ঠান্ডা মাথায় নিতে হবে! শব্দে শব্দে গিটটু আছে। কিন্তু সমস্যা নেই। ধীরে ধীরে এগুলে খুলে যাবে। আপনি ট্রাই করুন অল্প অল্প করে। পারবেন।



শুভেচ্ছা রইল!

২৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩১

শায়মা বলেছেন: মনিরাআপুর কমেন্টে ১০০ লাইকুস!!!!!!!!!!! :)

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০২

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্য হয়েছি তোমাদের ভালবাসায়! সত্যি!!!!!



এত মাল্টি প্রতিভা মানুষ আমি খুব কম দেখেছি!!! অপ্সরা মনির কবিতায় এখনো ডুবে আছি!!! অনন্ত শুভেচ্ছা রইল গো!!!

২৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬

এফ.কে আশিক বলেছেন: চমৎকার লিখেছেন
শুভকামনা কবি...

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৩

ভ্রমরের ডানা বলেছেন:


আপনাকে অশেষ ধন্যবাদ! কবিতার অনুভবে শুভেচ্ছা রইল! ভাল থাকুন নিরন্তর!

২৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৫

জাহিদ অনিক বলেছেন:

চাঁদগাজী সাহেব বলেছেন, নিজের পায়ে দাঁড়াতে কষ্ট হচ্ছে !


ওনার মত মারাত্মক হিউমেরাস ওয়ালা ব্লগার এই কথা বলাতে আমি কিছুটা হতাশই বলা যায়।



মনিরা সুলতানা, অপসরা ও ভ্রমরের ডানাকে ধন্যবাদ ।


শুভ রাত্রি।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:



বাদ দেন ভায়া, এসব যাতনা সয়ে গেছে। গাজী সাহেব হয়ত আমাকে বেশিই ভালবাসেন তাই বেশি আঘাত করেন। আমিও কম করি না!



শুভরাত্রি!

২৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অপ্‌সরা আপুনি,

ঈর্ষা করেছি কবি'র কবিতা লেখার স্কিলকে আর তা ব্যবহার করে তিনি যা 'উপহার' হিসেবে কমেন্টে পেয়েছেন সেই ভাগ্যকে।

হায়, এন্ড্রোমিডা! কি যে রেখেছ আমার কপালে!




তবে এন্ড্রোমিডা যা-ই রাখুক কপালে, দুই কবি'র প্রতিই একরাশ ভালো লাগা আবারো।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৪

ভ্রমরের ডানা বলেছেন:


ভায়া কিঞ্চিৎ লজ্জা পেলাম কিন্তু! আমার আবার স্কিল!!! তবে কমেন্টে যা পেয়েছি তা অনেকটাই এই বানরের গলায় মুক্তোর মালা বটে...




অনেক বেশি ভালবাসা দিয়ে ফেলেছেন! আমি ভাগ্যবান!
|
|
|
|
|

আপনার জন্যে অশেষ শুভকামনা ও শুভেচ্ছা আবারো সত্যপথিক! আপনার এন্ড্রোমিডা আপনার কপালে একে দিক কাব্যরস টীকা! ভাল থাকুন নিরবধি! সে কামনা সতত!

২৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন হলো মায়া। মায়া হলো রহস্য। রহস্য হলো গণিত। তার আঙুল ধ'রে আমি দূরত্ব আর সময়ের অঙ্ক কষি।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

এত অংক কষে কি হবে বল! এই জীবন কত ক্ষুদ্র! সব হিসেব কি মিলে বল! আমরা কেউই পারফেক্ট নই! তুমি দুরত্ব সময়ের অংক বাদ দিয়ে একটু পোয়েট্রি আর গানে মন দাও!

২৮| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:

ভাল লিখেছেন +



শুভ কামনা রইল,প্রিয় কবি।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৯

ভ্রমরের ডানা বলেছেন:

মাত্রে একটা পিলাস ভাইয়া, কি দোষ করিনু হায়.. না এ হতে পারে না। আমি কবিতা লেখা ছেড়ে দিলুম....



এ এ এ অ্যাঁ অ্যাঁ.... শুভেচ্ছা ধন্যবাদ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ

২৯| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:


আমি কবিতা লেখা ছেড়ে দিলুম....



সামু ব্লগে সকল কবি মিলে হরতাল ডাকব সাত দিনের। :)

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


আম্রে এ প্লাস দিতেই হইবো... না দিলে আমি ব্লগে কবিতা লেখিব না। কবিতায় কার্ফু জারি রহিবে। হরতাল ফরতাল মানি না। গাড়ি চলবে কিন্তু চাকা ঘুরিতে পারিবে না....



ইয়াক্কু... চীমা হুল হুল...

৩০| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৬

নিমচাঁদ বলেছেন: ৯ বছর ব্লগে মেলা কিছু দেখছি , ভিত্রে ভিত্রে পিঠ চাপড়া চাপড়ি চলে এটাও দেখছি --

বাই দ্য পথে , চাঁদ গাজী কি আমাগো মতোন বুড়া ধূড়া নাকি ! নইলে এই রকম বঙ্কিমীয় কথা তো কইতে পারার কথা না !

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


হঠাৎ আকাশেতে উঠিলেন চাঁদা
কেরোসিন কহে আমি তোর দাদা...


পিঠচাপড়া চাপড়ি শুধুই দেইখা গেছেন। কিন্তু কিছু করেছেন কি? শৃজনশীল কিছু?


অন দ্যা পথে গাজী সাহেব একজন মুক্তিযোদ্ধা, অতন্ত ভাল মনের মানুষ। তাই উনার সকল কথা অধম হজম করিবেক! উনার বংকিম কথায় আমার চুল্কে না! এনি খুঁজলি? প্লিজ!

৩১| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি আগেই পড়ে গিয়েছিলাম সময়ের অভাবে মন্তব্য করে যেতে পারিনি। অাপনি চোরের উৎপাতের ভিতর এতো সুন্দর চিন্তার সমন্বয় ঘটান কি করে! তবে আর আপনার কবিতা চোরি না যেন যায় সেই কামনা করছি।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০২

ভ্রমরের ডানা বলেছেন:



আরে ব্যাপার না ভায়া। কাজ আগে। তারপর ব্লগিং! আসলে লেখাচোরদের উৎপাতের মাঝেও লেখি। কারন কবি বলেছেন-

"আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি"



আপনার শুভকামনা পেয়ে খুব ভাল লাগল ভাই। যাক, এই অধমের শুভাকাঙ্ক্ষী রয়েছে তবে! আল্লাহ্‌ আপনার ভাল করুক! সাহস দিয়ে গেলেন ভাই! অশেষ ধন্যবাদ!

৩২| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৮

জীবন সাগর বলেছেন: কবিতার মুগ্ধতা প্রকাশে শেষ হবার নয়, সীমাহীন ভালো লাগা প্রতিটি স্টেপ লাইনে শব্দে। অসাধারণ!!

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

জীবন সাগর ভাই, কবিতার চমৎকার অনুভবে যে ভালবাসা দিলেন তার জন্যে কৃতজ্ঞ! অনন্ত সুনীলের ঢেউতোলা শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর!

৩৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩১

কথাকথিকেথিকথন বলেছেন:


অলিখিত মানে অপ্রকাশিত, অপ্রকাশিত মানে আমার ব্লগ পেইজ থেকে প্রকাশ করা হয় নি।!
অপ্সরানন্দ্রনাথ ঠাকুর তার অই লেখায় প্রকাশ করেছেন যার অনুভবে আপনি এই কাব্য লেখিয়াছেন!!

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:



মানে অনুভূত অনুভবের অপ্রকাশিত কথা যা অপ্সরান্দ্রনাথ লিখিয়াছিলেন তাহাই এই অধমের অনুভবে ভিন্নতর রূপে কিংবা কিম্ভুতকিমাকার অবয়বে ব্লগে ভূমিষ্ঠ হইয়াছে! বুঝিলাম!


আপনার অনুভব প্রকাশ পাইলে ঠিক করিয়াছি একখানা প্রতিঅনুভব লেখিব! আলবৎ লেখিব! গভীরে যাইতে পারিব কিনা জানি না।আমি জানি আপনি মেরিন স্কুবা ডাইভার, আমি তল পাব না। তবুও সাঁতরে যা পাব লেখব! সুপ্রিয় কবিদের কাব্য কবিতার অনুভবে লেখতে বেশ ভালই লাগে! অনন্ত শুভেচ্ছা জানবেন!

৩৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৭

নতুন নকিব বলেছেন:



এককথায় অসাধারন!

ধন্যবাদ, প্রিয় ভ্রমরের ডানা।

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০

ভ্রমরের ডানা বলেছেন:



সুন্দর অনুভবে অনন্ত শুভেচ্ছা! আপনার ভালবাসায় সিক্ত হ'লাম নতুন নকিব! ভাল থাকুন নিরন্তর!

৩৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন:

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ আপু। পরের পোষ্টে তাকে কবি বানিয়ে ব্লগে পরিচিত করে দেব। ভাবছি তাকে নিয়ে গল্প লেখব না কবিতা লেখব!


দেখি কি করা যায়!



শুভেচ্ছা রইল আপু! সাথে শুভকামনা!

৩৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর । আপনার ফেবু আইডি টি কি পেতে পারি। কথা ছিল

২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে অনন্ত শুভেচ্ছা ছবিপু! ভাল থাকুন নিরন্তর!

৩৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৩

নীলপরি বলেছেন: আপনার কবিতা পড়ে প্রথমে ভাবি , তারপর আবার পড়ি , আর তারপর আবার ভাবি , তারপর আবার পড়ি , তারপর ...........

বেশ কয়েকবার পড়লাম কবিতাটা । ঠিক কোথা থেকে কোট করবো তা ঠিক করতে পারলাম না । তবে প্রতিটা শব্দে মুগ্ধতা রইলো ।

অসাধারণ কবিতায় +++++++++++++++

শুভকামনা ।

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২

ভ্রমরের ডানা বলেছেন:



কিছু মন্তব্য পড়ে মুহুর্তেই মন ভাল হয়ে যায়। তেমনি একটি মনের ব্যাথা প্রশমক মন্তব্য পেলাম! কবিতায় আপনার ভালবাসা পেয়ে আপ্লুত হয়েছি! অনন্ত ভালবাসা জানবেন কবি! কবিতায় আপনার মুল্যবান অনুভব অনুপ্রাণিত করেছে, অনেক অনেক উৎসাহিত করেছে। ভাল থাকুন নিরন্তর!





৩৮| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৪

ধ্রুবক আলো বলেছেন: আমি, হ্যা আমিই আদিতম নক্ষত্রপুত্র
শুধু বিশ্বাসী নিঊটনের গতির তৃতীয় সূত্র..

এইজন্যই মানব চরিত্র খুব জটিল!!!!
কবিতাখানিও খুবই জটিলতম+++++++

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ ধ্রুবক ভাই! আপনার প্লাস গুলো কালপুরুষ নক্ষত্র হয়ে জ্বলছে! ওতে কোন জটিলতা দেখছি না। মনের গ্যালাক্সি থেকে কয়েকটা ছুড়ে দিয়েছেন মনে হল!




অনেক অনেক ধন্যবাদ!

৩৯| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৪

তারেক ফাহিম বলেছেন: কবিতা বরাবরই কম বুঝি, কবিতা পাঠে পুরোপুরি ‍বুঝতে পারিনি, মন্তব্য কলামগুলো পড়ে কিছুটা বুঝলাম।

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪

ভ্রমরের ডানা বলেছেন:



পাঠে ও মন্তব্যে ধন্যবাদ জানবেন!

৪০| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!

কি দেবো তোমায় আমি!!!!!!!!

বলো বলো বলো!!!!!!!

খানা পিনা, হীরা, মনি মুক্তা কিয়া চাইয়ে!!!!!!!!! :)

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:
ভাইয়ু......

এক গ্লাস বোরহানি সেই কবে থেকে চাইছি! আজ না হয় তাই দাও...


উফ বলতে বলতে মুখে ফেলা তুলে ফেলেছিলুম...

৪১| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

সুমন কর বলেছেন: কঠিন সুন্দর।

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ সুমন ভাই! অনেক অনেক ধন্যবাদ!।

৪২| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

অপ্‌সরা বলেছেন: অনিদ্রিতা চন্দ্রিমানুঢ়া


পড়িয়া আইসো হে ভাইয়ু!!!!!!! :) :) :)

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:

পড়িয়া আসিলাম।। এই নাদানের কবিতার প্রতিউত্তর পাইয়া ডোগমোগ হইয়াছি সাথে দাতে দাতে টাংকরও খাইয়াছি বটে। বাপ্রে.....

৪৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

জেন রসি বলেছেন: হৃদয় আটকে আছে মাকড়শার জালে। হৃদয়ের ভেতরেও জাল আছে। অনুভুতিগুলোকে জড়িয়ে আছে।

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

ভ্রমরের ডানা বলেছেন:

খুব গভীরে গিয়ে সেই জাল গুলো আমিও অনুভব করি। এটা বেশ রহস্যময়! না ছুড়ে ফেলা যায় না প্রকাশ করা যায়!




ধন্যবাদ জেন! অনন্ত শুভেচ্ছা জানবেন!

৪৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫১

উম্মে সায়মা বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: অপ্‌সরা বলেছেন: ৯. ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৪ ০
জাহিদ অনিক বলেছেন:



ধ্যানমগ্ন কালপুরুষ এর জবাব নক্ষত্র নারীজন্ম ! চমৎকার।



ব্লগের এই ব্যাপারটাই বেশ ভাল লাগে। একজন ব্লগারের লেখা নিয়ে আলোচনা, তাকে তার কবিতার বা গল্পের উত্তর দিয়ে তার লেখার উপযোগিতা সম্পর্কে একটা সম্যক ধারনা দেয়া। বেশ লাগে এই ব্যাপারগুলো। এটাই তো কম্যুনিটি ব্লগের আসল রূপ।



আমারও আমারও আমারও!!!!!!

এমন করেই তো আমরা শিখি আর শিখে শিখে এগিয়ে যাই!!!

আমি এই কথা গুলোই বলতে চেয়েছিলাম ,এরা আগেই বলে ফেলেছে তাই নাম উল্লেখ করে দিলাম না হয় তো বলবেন কার্টেসি দেই না :P

আমিও আমিও :)
(কপির উপর কপির উপর কপি। সেরা কপিবাজের এওয়ার্ডটা আমি পেতেই পারি :P)

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:


হা হা হা! কবিবাজির জয় হয়েছে! আপনি না করলেও অন্যরা ঠিকই চালিয়ে নিচ্ছে! হতাশ লাগে মাঝেমধ্যে!



কবিতা পাঠে ধন্যবাদ রইল!

৪৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:০২

নীহার দত্ত বলেছেন:

আপনার কাব্য উত্তর বেশ ভাল লেগেছে। কবিতার উত্তরে কবিতা! ওরে বাবা!


বাকী সবার মত আমিও অনিক ভাইয়ের কথার সাথে একমত।

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতাটির অনুভবে অশেষ ধন্যবাদ! কবি অনিকের। একজন গুণমুগ্ধ পাঠক আমি! উনার মন্তব্য আমার জন্যে যথেষ্ট অনুপ্রেরণার!




অশেষ শুভকামনা রইল!

৪৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৪

নীহার দত্ত বলেছেন: আচ্ছা, দুইবার পড়ার পরে প্রিয়তে রাখলাম।

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:



প্রিয়তে নিয়ে সন্মানিত করার জন্যে অশেষ ধন্যবাদ!

৪৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৩

সোহানী বলেছেন: ভাবছি কবিতা লিখা শুরু করবো। ৫০০ টাকা কবিতা প্রতি সাথে ও বাকি কবিদের সাথে চ্যালেন্জ...............

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২১

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার বাজার রেট ভালই জমেছে বুঝি..... আহারে... শুধু আমার কবিতাদের কোন রেট নেই...


আর আপনার কবিতার রেট উঠবেই! কলমের ধার আছে বৈকি...

৪৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২২

গেম চেঞ্জার বলেছেন: কবি, আপনার লেখা নিয়ে ঘিলু খাটিয়ে সমঝদার কিছু বলব সে গুণ আমার নেই। উপরে অনেকেই বলে গেছেন। বাংলা সাহিত্য চর্চা ব্লগে করতে দেখে আমার খুব ভাল লাগছে।


মনিরা সুলতানা বলেছেন: অপ্সরা
আনন্দময় ব্লগিং বোধহয় একেই বলে ; কি দারুন মিথ্সক্রিয়া বলো !!!!
এমনি ভাবে উঠে আসুক আরও অনেক প্রিয় মুখ !!!

ডানা মন্তব্যে অনেক কথাই বলা হচ্ছে , কেবল আপনার লেখার প্রশংসা ছাড়া ;
শুধু বলি পুরু লেখায় “ শিন্জন ধ্বনী অনুভব “



মনিরা আপা খুব সুন্দর করে গুছিয়ে আমার কথাটিই যেন বলে গেলেন। আর কথা ভাইয়ও খুব চমৎকারভাবেই না মন্তব্য করেছেন। বিশেষভাবে দুজনের কথা বলতেই হল।

এ তো গেল পজিটিভ দিক। এই টাইপ পোস্টে নেগেটিভ ব্যাপার তেমন আসে না, কিন্তু এখানে দেখছি- দুই চাঁদ ভাই ভুল বুঝে বসে আছেন।


নিমচাঁদ বলেছেন: ৯ বছর ব্লগে মেলা কিছু দেখছি , ভিত্রে ভিত্রে পিঠ চাপড়া চাপড়ি চলে এটাও দেখছি --

বাই দ্য পথে , চাঁদ গাজী কি আমাগো মতোন বুড়া ধূড়া নাকি ! নইলে এই রকম বঙ্কিমীয় কথা তো কইতে পারার কথা না !


চাঁদগাজী বলেছেন:

নিজ পায়ে দাঁড়াতে কষ্ট হচ্ছে?


এখানে কি শুধুই গুনকির্তন করা হচ্ছে নাকি সাহিত্যের ছিঁটেফোটা আছে সেটা কি একবার যাচাই করে দেখেছিলেন? হুট করে বাঁকা দৃষ্টিকোণ প্রদর্শন কিন্তু প্রকারান্তরে ভুল মেসেজ দেয় আপনার ব্যক্তিত্ব নিয়ে।

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:







গেম্ভাই,

কি কন? কিসের কি গুণ নাই বলেন! ধুর ভাই! আমরা হইলাম বটতলার কবি। আসল কবিরা থাকেন আগরতলায়। আর সেই আগরতলারর কবিদের পাঠক দুই চাঁদ ভাই। এসব কবিতা পড়ে তাদের মনে নিম নিম তেতো তেতো ভাব তো আসবেই! উনাদের দোষ নেই। দোষ হল কবিতার! সে বড্ড তেতো হয়ে যাচ্ছে! সাহিত্য হবে নির্মল, বাগানের গুলাবে কোমল পেলব পাপড়ির মতন।


সেটা আমার কোবতে ধারণ করে নাই! তাই বাকা ট্যাড়া কথা হজম করিতে হইবে। তবে আপনার দেওয়া হাজমোলা তারা হজম করিলে এই কবিতা কেন তাবৎ কবিতাই উহাদের ভাল লাগিবে। চাবকানি খেয়ে উঁচু ডালে উঠে অনেক ছাগলকে আমিও কাঁঠাল পাতা খেতে দেখেছি। ব্যতিক্রম কিছু নহে! জাতপাত গোত্র ভেদে কবিদের আর কবিতার বাজারে আজো কেউ শুদ্র কবি আর কেউ ভগবতী স্বরস্বতী ছবি!



জয় পাঠকের জয়!

৪৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভক্ত হয়ে গেলাম।

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:




হাফেজ ভাই, আমিও আপনার ভক্ত! অনেক আগে থেকেই কিন্তু বলা হয়নি!

৫০| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ২:০২

মনিরা সুলতানা বলেছেন: আশা করছি ভালো আছেন ;

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:


জ্বী, নিয়মিত হব আশা রাখছি! কিছুটা ভাল আছি এখন! দোয়া করবেন! এই অধমের খোজ রেখেছেন দেখে আপ্লুত হলাম!

৫১| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য
অনেক শুভকামনা রইলো।

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ বাবু ভাই! শুভকামনা!

৫২| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

উম্মে সায়মা বলেছেন: ডানা ভাই বেশ কয়েকদিন থেকে ব্লগে আসছেন না মনে হয়। ভালো আছেন আশা করি।

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

ভ্রমরের ডানা বলেছেন:



জ্বী, এখন কিছুটা ভাল আছি! দোয়া করবেন! শুভেচ্ছা রইল।

৫৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:০১

নীলপরি বলেছেন: যাক এসেছেন । ব্যস্ত ছিলেন বোধহয় । ভালো আছেন তো ?

সুন্দর প্রতি উত্তরে আমার মনও ভালো হোলো । ধন্যবাদ ।

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:


জ্বী ভাল আছি। দোয়া রাখবেন!

৫৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:

কই গেলন???

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

হয়ত আরো কিছুদিন অনিয়মিত হব... ভাল থাকবেন কবি.. কবিতার ঝুলি আপনার জিম্মায় রইল!

৫৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

অপ্‌সরা বলেছেন: এই নাও এক গ্লাস



Burnt Caramel Latte Ice Cream Float :) :) :)

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩১

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ আপু.. :)

৫৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা অার সুস্দর সুন্দর মন্তব্য গুলি পড়ি আর শিখি
মনে মনে ভাবি কত কিছু জানার এখনো আছে বাকি ।

শুভেচ্ছা রইল ।

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:




সুপ্রিয় লেখক, আপনার জ্ঞানের কাছে এসব কিছু নস্যি মনে হয়! আপনার মন্তব্যে সর্বদাই অনুপ্রাণিত হই! ভাল থাকবেন সবসময়! সে প্রার্থনা রইল!

৫৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেকদিন ব্লগে আপনাকে দেখছিনা।

আপনাকে নিয়ে কবিতা আসছে...............................


কিছুটা এ রকম-

আমি হব হব ভ্রমরের ডানা
....................................
..................................

তুমি হও ভ্রমরের ডানা কে করেছে মানা।

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার ভালবাসায় আপ্লুত হলাম! এতো ভালবাসার জন্যে কৃতজ্ঞতা! কথা দিচ্ছি নিয়মিত হব! তবে তার আগে কিছু কাজ শেষ করতে চাই!




ভাল থাকুন নিরন্তর মাইনুল ভাই!

৫৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনি কোথায় হারিয়ে গেলেন??? X(( তারাতারি ব্লগে আপনার নিকের সুরত আনলাইনে দেখতে চাই।

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:

সাড়া না দিয়ে উপায় নেই! যদিও মনটা পুড়ছে তবুও উপায় কি! শাহরিয়ার ভাই ডেকেছে তাই এলাম!




ভালবাসার জন্যে ভালবাসা ভাইজান!

৫৯| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০০

মনিরা সুলতানা বলেছেন:
একটা কবিতা লিখেছিলাম ; আপনার মন্তব্যের অপেক্ষায় আছি ।

সামহুয়ার ইন ব্লগ আপনাকে মিস করে
ব্লগার রা আপনার লেখা আর মন্তব্য মিস করে !

আশা করছি ব্যস্ততা কাটিয়ে ফিরছেন ।

আর হ্যা অনেকদিন থেকে বোরহানি বোরহানি চেয়ে ও না পেয়ে এই অভিমান কিনা বোঝা গেলো না যদিও ;তারপর ও কিন্তু না রেখে আমি ই দিলামঃ

১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার কবিতাটি পড়ে এলাম। কিছুটা নস্টালজিক হয়ে আছি এখনো...



যাকগে... সুপ্রিয় ব্লগাদের সান্নিধ্য আমি মিস করি ভীষণ কিন্তু জীবনের কিছু লড়াই থাকে যা একান্ত কিছু সময় চায় একান্ত কিছু ক্ষণে। সে সময়ের মধ্যে পড়েছি। জয়ী হয়েই এবার নিয়মিত হব। দোয়া করবেন সুপ্রিয় কবি!



ভাল থাকুন সবুজ টিয়ার লাল ঠোঁটেঠোঁটে... চিরন্তন সবুজের কবি হয়ে....

৬০| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

মনিরা সুলতানা বলেছেন: মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেকদিন ব্লগে আপনাকে দেখছিনা।

আপনাকে নিয়ে কবিতা আসছে...............................


কিছুটা এ রকম-

আমি হব হব ভ্রমরের ডানা
....................................
..................................

তুমি হও ভ্রমরের ডানা কে করেছে মানা।


লিখে ফেলুন সরকার সাহেব ; প্রতিউত্তরে যদি কবির দেখা মিলে !!!

১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:



আপনাদের ভালবাসা আমাকে আপ্লুত করেছে। আমি সৌভাগ্যবান!

৬১| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই কি খুব ব্যস্ত হয়ে পড়েছেন, নাকি কোন সমস্যায়!! অনেকদিন আপনার কোন দেখাসাক্ষাৎ নাই ব্লগে!!

কবিতাটি আজ আবার পড়ে গেলাম। মুগ্ধতা রইল ভাই।
পূর্ণতা পাবো আপনার আগমনে।

সদা সুস্থতা কামানায়

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

ভ্রমরের ডানা বলেছেন:



ভাই রে, একটু জ্বালায় আছি। আবার আসব নিয়মিত ভাবে! আপনাদের ভালবাসা ফেলে কোন মানুষ দূরে রয়? এতো এতো কাব্য সোনা ফেলে, আমিও থাকতে চাই না। ফিরে আসব অতি দ্রুত! দোয়া রাখবেন!

৬২| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৩

রোকসানা লেইস বলেছেন: যে কবিতার ছায়া নিয়ে লেখা হয়েছে সেটা পড়া হয়নি। মাসখানেক আগের লেখা আজই আমার চোখে পরল। নয়নের মতন আমিও ভাবছিলাম তুমি কোথায় হারালে।
নক্ষত্ররাজী সব সময় প্রিয় আমার। তাদের অনেকের নাম দিয়ে রেখেছি আমরা পছন্দ মতন।অনেকের সাথে এখনও পরিচয় হয়নি।
বীর কালপুরুষ, তাকে নিয়ে কবিতা লেখা বেশ ভালোলাগল।
কঠিন শব্দসমষ্টি। একটা শব্দ বদলে দিতে পরো কিনা দেখ।" উগলে" শব্দটা মানাচ্ছে না মনে হলো।
ভালো থেকো ফিরে এসো।


০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:

শব্দ ঠিক করেছি আপু! তোমাদের ভালবাসা ফিরে আসতে বাধ্য করে! দোয়া রেখো!

৬৩| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

খায়রুল আহসান বলেছেন: কবিতার সমাপ্তিটা অত্যন্ত চমৎকার হয়েছে। ব্লগারদের মাঝে এমন কাব্যচর্চা খুবই অনুপ্রেরণাদায়ক।
কবি এবং সকল মন্তব্যকারী পাঠককূলের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা...

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার মন্তব্য আমার কাছে সবসময় বিশেষ কিছু শ্রদ্ধেয়! অনুপ্রাণিত করে প্রশংসা করার জন্যে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা! ভাল থাকুন সবসময় এই প্রার্থনা করি! আমীন!

৬৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৮

মিরোরডডল বলেছেন: “শুধু জানি আমি নীহারিকা
কিংবা রংধনু ধুমকেতু ..
কালপুরুষ কালকেতু .."

জটিল ! লিখতে থাকুন ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ! অনন্ত শুভেচ্ছা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.