নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ- ২১- সাফল্য দহন

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৩



তোমাকে খুঁজে নিতে হে সফলতা
এই মধুবনের বনলতা...
কত রাত জেগেছি আমি একাকী
খুলে পাঁজরা লাকড়ি ফেলে
মনের লণ্ঠনে আগুন জ্বেলে
বিলম্বিত ইতিহাস হব বলে..

আজ হল না, আজো হল না আর তোমাকে পাওয়া..
তোমার ঘাসের বুকেতে শিশির ছোঁয়া..
তবুও জেনে রেখো..
আজ কোন ক্ষোভ নেই, নেই কোন অভিমান..
মরীচিকা মায়া হায় দেখ কত পিছুটান..
কেউ বলে সফলতা সাধনা নয় ভাগ্যদেবীর ধনুর্বাণ..
কেউ বলে খুঁজেছ কেন মিথ্যে কবির মিথ্যে গান?
সাধনা সফল কাহার কবি কেবা বল মাল্যবান?

তবুও, তোমাকে খুঁজে নিতে হে সফলতা
এই আধুনা যুগের অপারগতা..
কত কবি দিল ছুটি কবিগান..
অন্তর দহনে হায় অন্তর্ধান....

ছবিঃ অর্ন্তজাল..

মন্তব্য ৫৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: বাহ ! দারুন লিখেছেন

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ! অনন্ত শুভেচ্ছা রইল!

২| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সফলতা- সে তো মরীচিকা!

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:

সেটাই কবি সেটাই! তবুও খুঁজি!




শুভেচ্ছা রইল!

৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫০

ওমেরা বলেছেন: কেমন আছেন ভাইয়া ? এতদিন কোথায় ছিলেন ভাইয়া?

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:





জ্বী ভাল আছি! এতদিন একটু আলাদাভাবে জীবনকে দেখছিলাম! দেখা হল,অনেক কিছুই বোঝা হল!

৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৩

কথাকথিকেথিকথন বলেছেন:




সফলতার সাথে আলাপসালাপ ! সফলতাটা আসলে সহজ জিনিস ! শুধু তার রেখা ফলো করে যেতে হয় । পথে পথে ছোট খাট মোড় হয়তো বাঁধা হবে । তাদের বাঁধায় হয়তো মনে হবে ব্যার্থ জীবন কিন্তু সফলতা তো রাস্তার শেষ প্রান্তে ! এরপরে সবকিছু নিজের চাওয়াতেই হয়ে যায় কারণ তখন আপনি নিজেই সফলতা !! শুধু 'আমি ইহাকে পাইলাম' পর্যন্ত জ্বলে যাওয়া...

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

ভ্রমরের ডানা বলেছেন:
সফলতাটা আসলে সহজ জিনিস ! শুধু তার রেখা ফলো করে যেতে হয়! হয়ত এখানেই কিছু ঘাটতি ছিল! জ্বলে যেতে চাই আরো....





ধন্যবাদ কবি!

৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চেষ্টাই সফলতার চাবিকাঠি। কবিতায় ভালোলাগা। বেশ কিছুদিন পর আপনাকে দেখে ভাল লাগছে।

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:




শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার! দামি কথা বলেছেন! চেষ্টা চলুক তবে! সে পথেই হোক আমার গমন....

৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


এখন ব্যক্তি সমাজের সাথে এমনভাবে জড়িত যে, একা সফলতার খোঁজ করলে, সহজেই হতাশ হয়ে যাবার কথা; পদ্য মোটামুটি।

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ! উচ্চমার্গীয় চিন্তা চেতনা!

৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই কথাগুলো, কবিতায় মুগ্ধতা।

অনেকদিন পর আপনার দেখা পেয়েই বেশি আনন্দিত আমি।
শুভকামনা আপনার জন্য সবসময়।

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:




অনেক ধন্যবাদ নাইম ভাই! অনন্ত শুভেচ্ছা জানবেন! আপনাকে দেখে ভাল লাগছে!

৮| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

সুমন কর বলেছেন: কত কবি দিল ছুটি কবিগান..
অন্তর দহনে অন্তর্ধান....
- ভালো লিখেছেন।

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৯

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ সুমন ভাই! অনন্ত শুভেচ্ছা রইল!

৯| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০

ধ্রুবক আলো বলেছেন: সফলতা সেতো ছুটে যাওয়া তারা। ধরতে পারলেই হয় না হলে এক জীবন ব্যর্থতা।

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০

ভ্রমরের ডানা বলেছেন:




ভাগ্য লাগে ভায়া! সেটা অনেক বড় ফ্যাক্টর! জ্বলে পুড়েই বুঝেছি!

১০| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
ধুরুন, আপনার বাড়ি পুড়ে যাচ্ছে; যদি আপনার আগুন নেভানোর শাক্তি থাকে।তাহলে তাকে নিভানোর চেষ্টা করুণ। আর যদি শক্তি না থাকে ; তবে তাকে মুগ্ধতার নয়ণে দেখতে দেখতে উপভোগ করতে শিখুন।কারণ,আপনার চোখের জল দিয়ে সে আগুন কখনো নিভবে যাবে না।। সবার জীবনে প্রাপ্তি আর অপ্রাপ্তির সমীকরণে জীবন... ! হতাশা আরো হতাশাকে নিমন্ত্রণ দেয়,কবি।।জীবনের শেষ দিন পযন্ত আপনার সফলতা পথে, আপনি হাটতে থাকুন, দেখবেন একদিন আপনার ভাগ্য আপনার সফলতার সীমানা পার করে দিয়েছে।।


কবিতা ভাল লিখেছেন।

১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৪

ভ্রমরের ডানা বলেছেন:
দামি কথা! দ্বিতীয় ভাগটাই বেছে নিলাম!



পাশে থাকার জন্যে ধন্যবাদ কবি!

১১| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩৬

ফেরদৌসা রুহী বলেছেন: সফলতা, ব্যর্থতা নিয়েই জীবন।

জীবন কাউকেই একেবারে শুন্য হাতে ফিরিয়ে দেয়না। কিছু প্রাপ্তি সবারই থাকে।

১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:


সত্য কথন! তবে কিছু সময় সফলতা লাভে ভাগ্যদেবীরর আশীষ লাগে বৈকি! ঠিকই বলেছেন। প্রাপ্তি থাকে! কিন্তু কিছু স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না! এটাও বাস্তবতা! সফলতা একটা পাগলা ঘোড়া যাকে লাগাম দেওয়ার লড়াইটা বড়ই ভয়ংকর!




ভাল থাকুন নিরন্তর! শুভেচ্ছা রইল!

১২| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

এফ.কে আশিক বলেছেন: চমৎকার লিখেছেন
কবিতায় মুগ্ধতা... কবি।

১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় ব্লগার, অনন্ত শুভেচ্ছা রইল!

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

নীলপরি বলেছেন: এই কবিতায় আপনি সফল হয়েছেন । ++++++

শুভকামনা ।

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ নীলপরি! অশেষ শুভকামনা! ভাল থাকুন নিরন্তর!

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ৭ নং লাইনে মনে হয় একটা "না" মিসিং।

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩১

ভ্রমরের ডানা বলেছেন:



জ্বী ঠিক করে নিচ্ছি!। ধন্যবাদ।।

১৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

তারেক ফাহিম বলেছেন: সফল কবিতা পাঠে মুগ্ধতা রাখলাম।

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে শুভেচ্ছা! প্রীতি ও ভালবাসা সর্বদা!

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

মনিরা সুলতানা বলেছেন: অন্তর দহন থাকবেই
সেটাই কবিসত্বা কে বাঁচিয়ে রাখে ।
তাই বলে কবির অন্তর্ধান কাম্য নয় ।

শুভ কামনা কবি !

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২

ভ্রমরের ডানা বলেছেন:



অনন্ত দহন তীব্র থেকে হয়েছে সুতীব্র.... কিছু ক্ষণে এসে জিজ্ঞেস করি কি পেয়েছি আমি তার থেকে? কবিস্বত্তার বলি হয়েছে যুগে যুগে... আরো হবে.. হচ্ছে....


অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি!

১৭| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮

এডওয়ার্ড মায়া বলেছেন: এত ভাল কবিতা কিভাবে লিখেন। :)

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ! ভাল থাকুন! শুভেচ্ছা রইল!

১৮| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




কিছু সফলতা আর কিছু বিফলতা নিয়েই জীবন বহমান । তাই কবিতে ভেবে দেখতে বলি - যেখানে যেতে চেয়েছেন কবি সেখানে হয়তো যেতে পারেননি, কিন্তু যেখানে পৌঁছে গেছেন বলে মনে হয় সেখানে যাওয়াই কবির প্রয়োজন ছিলো ।

মোটামুটি লেগেছে কবিতাটি ।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:


হয়ত... হয়ত তাই... ব্যথানিবারণ প্রচেষ্টায়... সাফল্য চাষী আমি..


কবি কে ধন্যবাদ...

১৯| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২

শায়মা বলেছেন: সফলতা পেতে একটু কষ্ট হয় তবে না পেয়ে যাবে কই!!!!!

এত সুন্দর কবিতা পড়ে সে কি না এসে থাকবে!!!!!

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:



আহ! যদি তাই হতো...



শুভেচ্ছা রইল আপু...

২০| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫১

মলাসইলমুইনা বলেছেন: ----
শায়মা বলেছেন: সফলতা পেতে একটু কষ্ট হয় তবে না পেয়ে যাবে কই!!!!!
এত সুন্দর কবিতা পড়ে সে কি না এসে থাকবে!!!!

এই কথায় দুই মত বা তিন মত করার কোনোই সুযোগ নাই | কবিতার পড়ে যেন ভ্রমরের ডানায় উড়লাম মনে মনে ভালো লাগার হাজার গুঞ্জনে |

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

ভ্রমরের ডানা বলেছেন:






দোয়া রাখবেন। শুভেচ্ছা অনন্ত!

২১| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:০১

খায়রুল আহসান বলেছেন: "বিলম্বিত ইতিহাস হব বলে.." -- চমৎকার ভাবনা!
কর্ম ও বিশ্বাস, এ দুটোর সঠিক সমন্বয় হলে সাফল্য আসে।
কবির অন্তর্দহন তাকে বিশুদ্ধ করে।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

ভ্রমরের ডানা বলেছেন:


কর্ম ও বিশ্বাস, এ দুটোর সঠিক সমন্বয় হলে সাফল্য আসে।
কবির অন্তর্দহন তাকে বিশুদ্ধ করে।
- মনে বাধাই করে রাখলাম স্যার! দোয়া করবেন!

২২| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৭

সোহানী বলেছেন: যাক এ কবিতাখানা বুঝেছি............. ও + দিলাম।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ! ভাল থাকুন! শুভেচ্ছা নিবেন!

২৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

জাহিদ অনিক বলেছেন:

কথিত সফলতা কবিদের জীবনে আসে না।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


সফলতা একটি ধ্রুবক জিনিস! আমার আপাতত লক্ষ্য তাকে অর্জন করা। তার কাছে যাওয়া!

২৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৬

এফ.কে আশিক বলেছেন: দারুন লিখেছেন কবিতায় ভালো লাগা রইল।
সফলতা কামনা করছি আপনার জন্য...।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ. প্রীতি ও ভালবাসা জানবেন!

২৫| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০২

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: অনেক ভালো লাগা। শুভকামনা রইলো।

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:

অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল! ধন্যবাদ!

২৬| ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেকদিন পর এই সফলতা নিয়েই কি ফিরলেন?

আহা! সফলতা
তোমাকে পাওয়ার জন্য
কত বিফলতা।

২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

ভ্রমরের ডানা বলেছেন:


আপনাদের ভালবাসা পেয়েছি এটাই সফলতা! বাকিটুকু ছাই!

২৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকে নিয়ে লিখা কবিতা পড়তে-Click This Link

২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

ভ্রমরের ডানা বলেছেন:


আরেহ করেছেন কি! আমি অভিভূত ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.