নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ -২২- তুমি আছো বলে...

২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫





যখন আমি আকাশকে খুঁজেছি বুকের পাঁজরায়,
খুব কাছাকাছি মনের আরশিতে..
উদাস বায়ুর পথে একরঙা মেঘের কিনারায়..
তুমি ছিলে..

যখন আমি খুব কাছাকাছি স্বপ্ন মেঘের কোলে
কিংবা যখন ভেঙে গেল ভেলা খুব কাছাকাছি,
নবীন মাঝির ভুলে..
কিংবা যখন মাঝসমুদ্র ঝড় পাষাণ তুফান তোলে..
তুমি ছিলে...


তুমি আছো হয়ত তাই আজো শীর উঁচিয়ে
উদ্ধত হিমালয় হতে পারি আমি বুনো ঘাসফুল,
হতে পারি ঐ রক্তজবার চোখ, দুলদুল, দুরন্ত শার্দূল ....
তুমি আছো বলে এখনো ..
সবুজ স্বপ্ন-স্নাত সমুদ্র, নাসারন্ধ্র জুড়ে আমার সমুদ্র সুঘ্রাণ, বুকে সমুদ্র অতল..
তুমি আছো বলে
দিনের সমস্ত পাহাড় ভেঙে...
রক্ত-মাংস-পেশি জুড়ে স্বপ্ন নেশায় ফোটে..... আজন্ম স্বপ্ন শতদল ..



সর্বস্বত্ব সংরক্ষিত..

মন্তব্য ৬২ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ভাই কবিতায়, ভালো লাগলো খুব।



তুমি থাকবে
মিশে আমার অস্তিত্ব জুড়ে
যতদিন থাকবো আমি

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ নাঈম ভাই। অনন্ত শুভেচ্ছা জানবেন!

২| ২৯ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে +

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ ছবিপু... অনন্ত শুভেচ্ছা!

৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই, আবার বেশ কিছুদিন অনুপস্থিত। ফিরে আসায় ভাল লাগছে। কবিতা বরাবরের মতই চমৎকার হয়েছে।

৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:

আবার আসব! কবিতা নিয়েই! ভালবাসার জন্যে ধন্যবাদ!

৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার ব্যাবচ্ছেদ সিরিজ জমেছে বেশ!
চলতে থাকুক দূর্বার গতিতে। শুভকামনা রইলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি পড়ছেন দেখে খুব ভাল লাগছে। নিজেকে বিশেষ কিছু মনে হচ্ছে! আপনার ভালবাসায় সিক্ত হলাম! প্রীতি ও শুভেচ্ছা জানবেন!

৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লিখেছেন, ছবিখানও দিয়েছেন মাইরি!!!

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ গিউলি ভাই!

৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

অন্তরন্তর বলেছেন: অপূর্ব ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ!

৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

বুরহানউদ্দীন শামস বলেছেন: খুব সুন্দর + ++

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ ভাই! অনন্ত শুভেচ্ছা রইল!

৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শীর এর জায়গায় শির আর উর্দ্ধত এর জায়গায় উদ্ধত হবে।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:



ঠিক করে নিয়েছি! ধন্যবাদ!

৯| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

নূর-ই-হাফসা বলেছেন: শেষের ৫ লাইন আমার খুব ভালো লেগেছে । কথা গুলো সুন্দর ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:


অশেষ ধন্যবাদ সুপ্রিয় কবি! অনন্ত শুভেচ্ছা রইল!

১০| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার চমৎকার !!!!
তুমি বন্দনায় ভালোলাগা ।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৪

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ প্রিয় কবি! আপনার ভালবাসায় সিক্ত হয়েছি! ভাল থাকুন নিরন্তর!

১১| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

শরতের ছবি বলেছেন: হ্যাঁ , তাকে থাকতে হবেই এমন করে আপন হয়ে । সুন্দর কাব্য রচনা ।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

অশেষ ধন্যবাদ! কবিতার অনুভবে কৃতজ্ঞতা!

১২| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৭

মিথী_মারজান বলেছেন: সুন্দর!

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তর!

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন:




যেন ব্যবচ্ছেদ এসে পড়লো জলকাব্যে !

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

ভ্রমরের ডানা বলেছেন:



একই জিনিস নিয়ে বেশিদিন লেখালেখি করলে যা হয়! হা হা হা!






ধন্যবাদ সুপ্রিয় কবি!

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৯

ওমেরা বলেছেন: ব্বাহ্ ভাইয়া কত দিন পর একটা চমৎকার কবিতা নিয়ে হাজির হলেন ।
কেমন আছেন ভাইয়া ?

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:




আমি ভাল আছি! আপনি ভাল আছেন নিশ্চয়! ভাল থাকুন! ধন্যবাদ!

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩০

প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল তবে চোর থেকে সাবধান।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:



ঠিক বলেছেন। তাদের সাজাও দেওয়া হয়েছে!

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

এফ.কে আশিক বলেছেন: অসাধারণ লিখেছেন...+++

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


তাই বুঝি!



ধণ্যবাদ আশিক ভাই!

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫০

ঋতো আহমেদ বলেছেন: বাহ্। সুন্দর হয়েছে। কিছু টাইপো আছে। ঠিক করে নিন।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:




ধন্যবাদ! শুভেচ্ছা রইল?

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে+



(বেশি ব্যস্ততা এখনো কি চলে? ব্যস্ততা শেষ হলে ব্লগে নিয়মিত হওয়ার চেষ্টা করুন)

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:



আরেহ কবি যে!! ধন্যবাদ!



(সম্ভব নয়)

১৯| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭

রাবেয়া রাহীম বলেছেন: তুমি আছো তাই অনুভূতিগুলো কবিতা হয়ে যায়

কাব্যতে ভালো লাগা

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:




ধন্যবাদ আপু! অনন্ত শুভকামনা!

২০| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩২

উম্মে সায়মা বলেছেন: চমৎকার ডানা ভাই++

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:



শক্তি পেলুম!



শুভেচ্ছা আপু!

২১| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩১

সুমন কর বলেছেন: ভ্রমরের ডানা মেলে কোথায় উড়তে গিয়েছিলেন...!! দেখুম না বেশ কিছুদিন !!

কবিতা বরাবরের মতো সুন্দর হয়েছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

একটু প্যারার মধ্যে! আবার ফিরব!




ধন্যবাদ

২২| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ডানা ভাই।

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৩

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ সোহেল ভাই! অনন্ত শুভেচ্ছা রইল!

২৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা একরাশ :)

+++++

২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ ভিগু ভাই! শুভেচ্ছা!

২৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক ব্লগে হাজিরা দেওয়ার জন্য ধন্যবাদ। আরও ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।

আপনাকে পেয়ে সবাই এখন শান্তিতে ব্লগিং করুক।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১২

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার ভালবাসায় মুগ্ধ হলাম! আমার মত সামান্য এক লেখকের প্রতি আপনাদের ভালবাসার উচ্ছ্বাসে আমি কৃতজ্ঞ! অনন্ত শুভেচ্ছা!

২৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

শামছুল ইসলাম বলেছেন: একজনের অস্তিত্ব, আরোকজনকে যে ভাবে আলোড়িত করেছে কাব্যে - তা অসাধারণ ।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৩

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার অনুভবের প্রতি শ্রদ্ধা! প্রীতি ও ভালবাসা রইল!

২৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতা নিয়ে ব্যাস্ততার ফাকে হয়তো আমাদের মাঝে। ভাল থাকুন সবসময়।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:


অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার! শুভকামনা রইল!

২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তুমি আছো বলে... +++

ভাললাগা রইল। :)

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ ভাইয়ো..... অনন্ত ভালবাসা!

২৮| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: আপনার বেশীরভাগ কবিতার শেষাংশ খুব চমৎকার হয়ে থাকে। এটারও হয়েছে।
কারো অস্তিত্ব এভাবে অনুভব করতে পারলে কবিতা লেখা অনেক সহজ হয়ে যায়।
কবিতায় ভাল লাগা + +

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১১

ভ্রমরের ডানা বলেছেন:




আপনার অনুভবে বারবার বিমুগ্ধ হই। এবারো হলাম। পারফেকশন জিনিসটা আপনার ব্লগিং এ আমরা সবাই খুঁজে পাই। আমার কবিতায় তাই আজ পেলাম। লেখার অন্তঃসার নিংড়ে এমন সারকথা এনে প্রশংসা করলে যে কোন লেখক বেশ উৎসাহিত হবেন। বারবার আপনার কাছে এমন প্রশংসাবাদ পেয়ে সত্যিই আমি আপ্লুত ও আনন্দিত হয়েছি!



আপনার অনুপ্রেরণা বাণী এই ক্ষুদ্র প্রাণে বীনার ঝংকার তুলে রবে! ভাল থাকুন সুপ্রিয় লেখক! অনন্ত শুভকামনা ও শুভেচ্ছা!

২৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কোথাও কেউ নেই।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:



অন্তরে ডুব দিয়ে দেখি আছে!

৩০| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: খুব দারুন একটা কবিতা। কারো কারো উপস্থিতি জীবনের বেঁচে থাকার মূল্যবোধকেই শতগুন বাড়িয়ে দেয়।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার কবিতা প্রীতিতে মুগ্ধ হয়েছি! ভাল থাকুন নিরন্তর!

৩১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৮

শামচুল হক বলেছেন: কবিতা ভালো লাগল।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


আমি ভাগ্যবান! ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.