নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

অনুঘটক - ১ - তবে কি কাব্যেও পোকা আছে নাকি মননে ..

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭




কবিকে দেখেছি শব্দের শামিয়ানা তলে
শব্দের বাদাম চিবুতে..
হালকা শীতের সকাল ছিল সেদিন,
ঘাসের ডগায় শিশিরকনার চাকচিক্য দেখে বেশ নিরুদ্বিগ্ন কবি তনুমন..
প্রসন্ন গুরু কহিলেন "অনুপম বিন্দুবদন; অনুপম ধন,
কঠিন তপে লভিয়াছে মানব, স্নিগ্ধ কাব্য-রতন।"

উপস্থিত সকলে গুরুর চরণ চুমি..
হাততালি, চিৎকার বাহ বাহ
কি উত্তাল কাব্য ক্ষণ...
দিকে দিকে জয়ধ্বনি
স্বার্থক আয়োজন!
কাব্যকলা দিক্ষা লভে
প্রশান্ত মহাসমুদ্র মন!
রংগিলা সাঙ্গ হলে ঘরে ফিরে শিষ্যগন..
পথে তপোবন যজ্ঞভূমি দলে
পাদুকায় স্নিগ্ধ শিশির-বদন...
কাব্যরথী বিদ্যাপতিরা রচে
আহা!! কি কাব্য স্বপন....
জয় জয় শিষ্য মনন....
পাদুকায় শিশির বদন....

মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


পদ্যের জন্য পদ্য, কোন শিক্ষা, দীক্ষা?

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


আপনি ভুল বুঝেছেন সুপ্রিয় গাজী ভাই! পদ্যের জন্যে পদ্য স্বাভাবিক...

এলিগোরি আর স্যাটায়ার মিশিয়ে একটু ভিন্নভাবে লেখা... গভীরে আছে...

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

আটলান্টিক বলেছেন: ডানা ভাই পোষ্ট করার সাথে সাথে পড়ে ফেললাম।অসাধারণ লিখেছেন ভাইয়া।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর! শুভেচ্ছা ও শুভকামনা!

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

ওমেরা বলেছেন: অসাধারন লিখেছেন ——- আমি বলি নাই কিন্ত, একটি আটলান্টিক ভাইয়া বলেছে ।।

আমর কাছে ভাল লাগছে ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১২

ভ্রমরের ডানা বলেছেন:




আপনাকে ধন্যবাদ! শুভেচ্ছা জানবেন!

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৩

জাহিদ অনিক বলেছেন:



আমি তো কাব্যে বাদাম পেলাম!

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩

ভ্রমরের ডানা বলেছেন:
সৌভাগ্য বটে.... :D

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।
অনেকদিন পর আপনার পোষ্ট পেলাম।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার লেখা আমি নিয়মিত পরি! আপনি মাটিরমানুষ! আপনার লেখাতেও সে মাটির ঘ্রাণ আসে! আমার কাছে আপনি স্বার্থক লেখক!

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭

মনিরা সুলতানা বলেছেন: অপেক্ষায় রইলাম , কোন এক মন্তব্যে কাউকে বুঝিয়ে বলবেন ; তখন বুঝে নেব !

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:


ইতিহাস বলে আমরা নিরীহ জাতি। আবার সে জাতির বুকে রক্তেমাখা ছুড়িও বারবার গাথা। নেগ্রিটো অস্ট্রিক ড্রাবিড় আর্যদেবগগন বারে বারে কোল ভীল মুন্ডাদের রক্ত মুছে দিতে বারে বারে সফল এদের নিজ ভুলের কারনে। আমরা শিখি,বারবার শিখি কিন্তু এরপর মুহূর্তেই তা ভুলে যাই।


আমরা ইতিহাসের সবচেয়ে ভুলোমনা জাতি! শিষ্য রূপে আমরা ব্যর্থ!

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২

মনিরা সুলতানা বলেছেন: বাহ!
বেশ গভীর অর্থবহ লেখা ।
ধন্যবাদ ডানা ভাই ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় কবি! অনন্ত শুভেচ্ছা জানবেন!

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাব্যে পোকা কবিতেও পোকা!
শিষ্য মনন শুদ্ধ হবে কি করে?

মিলবে? মিলবে!
গুরুর পদচিহ্ণে তরে চললে পরে?

কাব্যে ভাললাগা ++++


৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৯

ভ্রমরের ডানা বলেছেন:

কবি, দীক্ষাগুরুর দিক্ষা নিয়েই চলছে তার অবহেলন! যাতনা!


শুভেচ্ছা জানবেন!

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

সনেট কবি বলেছেন: কবি ভ্রমরের ডানার,‘স্যাটায়ার - ১ - তবে কি কাব্যেও পোকা আছে..’ কবিতায় মন্তব্য

নকল করতে গিয়ে আমরা ভুলেছি
আমাদের দরকারী শিক্ষার সকল
তবে অকাজে কূ-কাজে আমরা সফল
আত্মত্যাগী প্রাণ আজ হাহাকার করে।
আমরা অন্যায় কাজে আনন্দে দুলছি
অপরকে অনুভবে আমরা বিফল
নিজেদের স্বার্থটাই একান্ত সম্বল
অনেকের স্বপ্ন তাই অকালেই ঝরে।

ভালই বলেছেন যে প্রিয়তম কবি
গুরুর শিক্ষা থাকছে পদের তলায়
সবদিকে দেখা যায় এ রকম ছবি।
মানুষেরা সব যেন হয়ে নিরুপায়
ভাবে তারা কবে যাবে পৃথিবীটা ছেড়েে
এ অবস্থা যায়নিতো ফেলে দেয়া ঝেড়ে

# ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতি সনেট

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার সনেট পড়ে ভাল লাগে। এভাবেই পাশে চাই প্রিয়কবিকে! অনন্ত শুভেচ্ছা!

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: যোগ্য গুরুর যোগ্য শীষ্য দরকার।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:
খাটি কথা বলেছেন! অনন্ত শুভেচ্ছা!

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২

সুমন কর বলেছেন: হুম, আরো গভীরে যাও.........

ভালো হয়েছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:




আপনার অনুপ্রেরণা ছুঁয়ে গেছে অতলান্ত নিরবধি! অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় কবি!

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




কাব্যেও যে থাকে পোকা
তুমি কি জানোনা খোকা ?
কবি যদি হয় এমন বোকা
কবিতাও যে পদ্য হবে,
যাবেনা তাকে রোখা .............। B:-/

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১:২৮

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার স্যাটায়ার মন্তব্যেও কাব্যরস রয়েছে! বিনোদিত হয়েছি! শুভেচ্ছা রইল! ভাল থাকুন সতত!

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: একটু আমাকে দিক্ষা দিবেন কি? :-B







১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


কি যে বলেন ভায়া.... শব্দরা কথা বলে, কবি নয়...

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:০৫

কল্পদ্রুম বলেছেন: স্যাটায়ারধর্মী কবিতা?
ভালো লেগেছে।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:


জ্বী, ভাল লাগার জন্যে ধন্যবাদ শুভেচ্ছা জানবেন!

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

সোহানী বলেছেন: কবিতা লিখে দেখি উধাও........ লোকজন হারিকেন দিয়ে খুজঁছে কিন্তু মন্তব্যে কোথাও দেখছি না। যাইহোক, আধা বুঝি বা কম বুঝি, বোঝার চেস্টা করছি।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



এই অধমকে খুঁজে কোন লাভ নেই। গহীন অরন্যে নলখাগড়ারর ঝাড়ে ঝিঝিপোকার মতই শব্দরা আমার... দুর্বোধ্য!



এই বিফলতা আমার স্বকীয় সফলতাও বটে! ধন্যবাদ সুপ্রিয়!

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন:




কবি যাহা তুলিয়াছেন মাথায় অনুরাগী না বুঝিয়া তা নামিয়েছেন পাদুকায় ! বেড়ে গেল কবিত্বের বড়াই !!!

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১০

ভ্রমরের ডানা বলেছেন:


ঠিক ধরেছেন। আপনার বিশ্লেষণ যথার্থ হয়েছে! অনন্ত ভালবাসা জানবেন সুপ্রিয় কবি!



(দেরিতে প্রতিউত্তর করাতে আন্তরিক দুঃখপ্রকাশ করছি)

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

ধ্রুবক আলো বলেছেন: সত্যি গভীর কবিতা.......।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১২

ভ্রমরের ডানা বলেছেন: অনন্ত শুভেচ্ছা রইল! অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক ভাই!



(দেরিতে প্রতিউত্তর করাতে আন্তরিক দুঃখপ্রকাশ করছি)

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩

ভ্রমরের ডানা বলেছেন:



অনন্ত শুভেচ্ছা কবি! বহু দিন পরে দেখা হল...... অশেষ শুভকামনা!

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন:

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

ভ্রমরের ডানা বলেছেন:



নতুন বছরের শুভেচ্ছা রইল।

২০| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন:




শুভ ভোর ২০১৮ !

জীবনের কর্ণে ভ্রমরের মত লেগে থাকুক সুখ....

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:
অশেষ ধন্যবাদ কবি! শুভকামনা!

২১| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কাব্যকথায় ভালো লাগা জানিয়ে গেলাম।



হ্যাপী নিউ ইয়ার

নতুন বছরের শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় প্রিয়
সুন্দর সুস্থ জীবন বয়ে আনুক অনাবিল সুখসমৃদ্ধি আর আনন্দ,
শুভ হোক প্রতিক্ষণ।
শুভকামনা জানবেন সবসময়।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:


অনন্ত শুভেচ্ছা নাঈম ভাই! শুভকামনা নিরন্তর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.