নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ধ্রুবতারা তুমি বুকেই জ্বলো -১- নক্ষত্র দহন

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৪



একদিন রাস্তার ধারে ~
কোন কফি হাউসে হাতে হাত...
চোখে চোখ রেখে এই শহর ছেড়ে বহুদূরে...
যেখানে কেউ নেই শত ক্রোশে..
যেখানে ইথারীয় মাধ্যমে ভেসে নেই কোন তরঙ্গ..
নেই কোন উম্মাদ নাগরিক দাবানল...
সেখানে দিবারাত্রি...
তোমার খোঁপার বনেদি গোলাপে...
টকটকে লাল পাপড়ির পেলবতায়
ঘুরঘুরে ভ্রমর হব আমি..

একদিন, একটি সবুজ গ্রামে তোমার হৃদয় মন্দিরে..
পুজোর ফুলে ফুলে সাজানো থালির কর্পূর হব.....আমি....
একদিন, হিজলের মিশমিশে ঘনকালো পাতার ফাঁকেফাঁকে
একটি নীড়ে, ভালবাসার দুটি চড়ুইপাখি হব..
তুমি ও আমি...

তারপর...
দুটি দিগন্তে সূর্য তারা চন্দ্র মেখে
ডানা ঝাপটিয়ে ডাহুকের ডানা হব আমরা...
একদিন ঘাসফড়িঙ পাখায় দুটি নক্ষত্র হবে আলো....
ততদিন ধ্রুবতারা তুমি বুকেই জ্বলো,
আমি রাত্রি হব...


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৫৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৫৪

চাঁদগাজী বলেছেন:


সবকিছু একদিন হবে, সব কিছু আগামী, সবকিছুই দুরের আকাশে, সবকিছুই আশায় আশায়

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:০১

ভ্রমরের ডানা বলেছেন:

আশাই জীবনের ভেলা। আশা বিহীন মানুষ আর শেকড় বিহীন গাছ একই কথা। আশায় আশায় নয় বাস্তবেও হয়। স্বপ্নময় কাব্যেই বাস্তবের অনুপ্রেরণা রস। আঘামীর সম্পূর্ণ রসদ!


ক্রিটিক্স বিহীন কবি আর সুললিত গাজী ভাইয়ের মন্তব্য সুদূরপরাহত! আশা করি ভালই আছেন! শুভকামনা! শুভ সকাল!

২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:২০

সোহানী বলেছেন: ধ্যাৎ........ অল্পের জন্য চা/কফি মিস করলাম।

এটা কি প্রেমের কবিতা...... একটু মজা করলাম!!!! কবিতা যাই হোক ভালো লাগলো ভ্রমর ভাই। ++++++

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২০

ভ্রমরের ডানা বলেছেন:

আমার কাছে চা কফি নাই। আর ফাস্ট হওয়া সহজ না... গাজী ভাই রেডি থাকে....

হুম,নিখাদ প্রেম তো বটেই! লেখতে ভালই লাগে। আপনি ভাল আছেন নিশ্চয়ই... অনন্ত শুভেচ্ছা জানবেন!

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৯

সৈয়দ ইসলাম বলেছেন: চমৎকার হয়েছে। সকালের শুভেচ্ছা।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০১

ভ্রমরের ডানা বলেছেন:


অনন্ত শুভেচ্ছা! প্রীতি ও ভালবাসা রইল!

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১২

জাহিদ অনিক বলেছেন:

শুভ সকাল ডানা ভাই।
কফি খেতে খেতেই কবিতাটা পড়লাম।

আজও ডানা ভাঙা একটি শালিক হৃদয়ের দাবী রাখো!

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

ভ্রমরের ডানা বলেছেন:
শুভ সকাল কবি! কফি খেতে খেতে কবিতা পড়ে বোল্ড হরফে যে শালিকের হৃদয়ের দাবি, তাই আঁকার প্রচেষ্টারত!



শুভেচ্ছা ও শুভকামনা রইল!

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: আশাবাদী কবিতা।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

ভ্রমরের ডানা বলেছেন:

জ্বী রাজিব ভাই, ঠিক ধরেছেন! আপনার লেখা গুলো আরো ছোঁয়াচে হচ্ছে! মিশির আলীর মত চরিত্র রচনা করলে বেশ মজা হত!





অনন্ত শুভেচ্ছা ও শুভকামনা!

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭

আটলান্টিক বলেছেন: আহা ভাইয়া অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।কেমন আছেন?

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

ভ্রমরের ডানা বলেছেন:


আটলান্টিক ভাই, খুব ভাল আছি! কবিতা পড়েছেন জেনে আরো ভাল লাগল!অনন্ত শুভেচ্ছা জানবেন! আপনার অনুপ্রেরণামূলক মন্তব্য মন ছুঁয়ে গেছে!

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা পড়িয়া একখানা লঅইক প্রদান করা হইল। :)

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

ভ্রমরের ডানা বলেছেন:



অনুপ্রেরণায়য় কৃতজ্ঞতা সহব্লগার! অনন্ত শুভেচ্ছা !

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩

সুমন কর বলেছেন: মুগ্ধ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫

ভ্রমরের ডানা বলেছেন:


অনন্ত অনুপ্রেরণা পেলাম সুমন ভাই! ধন্যবাদ!

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আশা হয়ত অপূর্ণ থেকে যাবে তবুও আশাতেই যত সুখ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ! শুভেচ্ছা রইল!

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৬

সাইন বোর্ড বলেছেন: কল্পনার রঙ, জীবনানন্দের ঢং, স্বকীয়তা চাই...

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

স্বকীয়ই! ঢং জীবন বাবুর থেকে নেওয়া হয়নি। শব্দ কারো নিজের নয়। আরো আছে পড়ুন!

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভাল লাগল কবিতা

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:



অশেষ ধন্যবাদ ছবিপু! অনন্ত শুভেচ্ছা রইল!

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

তারেক ফাহিম বলেছেন: অাশা নিয়ে বেঁচে থাকি,
অাশায় পকেটে ভরি B:-)

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:



আশাই তো সম্বল... অনন্ত শুভেচ্ছা সহব্লগার...

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ সেলিম ভাই! অনুপ্রাণিত করে গেলেন!

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

মনিরা সুলতানা বলেছেন: এত এত আকুলিত চাওয়া !!!!
একদিন ঠিক ঘুঘু হবে .....

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:


জোড়া শালিকের বেশে যদি পারতাম
আমি ও আমরা
ধানক্ষেতে ফিরে যেতে....
যেখানে ভুরভুরে মাটির সুঘ্রাণ...
যেখানে একটি গন্ধরাজের হাসি দেখে...
সমস্ত স্নায়ুকলায় খেলে বিদ্যুৎ শিহরণ..
যদি ফিরে যেতে পারতাম অনাবিল মেঘ হয়ে...
ঘুঘু কিংবা ভবদহ বিলের সারসের বুক ছুঁয়ে..


অনন্ত শুভেচ্ছা প্রিয় কবি...

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে++


ভালো আছেন নিশ্চয়!! !:#P

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:




ভাল আছি ভাইয়ু... আপনি কেমন আছেন... কবিতা ভাল লেগেছে জেনে খুব অনুপ্রাণিত বোধ করছি! অনন্ত ভালবাসা রইল!

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

নূর-ই-হাফসা বলেছেন: আপনার কবিতার আশা পূর্ণ হোক শুভকামনা রইলো ।
কবিতায় অনেক ভালো লাগা রইলো ।

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার বিশুদ্ধ প্রীতি মন্তব্যে প্রীত হলাম! অনন্ত শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা জানবেন!

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: একদিন,একদিন...........................................তারপর আবারও একদিন।
একদিন সব স্বপ্ন সত্যি হবে, আশার ফানুস উড়িয়ে দিলাম।
সত্যি হোক আপনারও।

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:


আশাই জীবন। বুক বেধেই জীবনের পথচলা... স্বপ্নরা ডানা মেলুক দিকে দিকে....


অনন্ত শুভেচ্ছা জানবেন!

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০১

দীপঙ্কর বেরা বলেছেন: বাহ
দারুণ

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার অনুভবে অশেষ প্রীতি ও ভালবাসা জানবেন! ভাল থাকুন নিরন্তর!

১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতা তোমায় দিয়েছিলাম ছুটি.........
সমুদ্র পাড়ের ডাক শুনে
যুগ যুগান্তরের প্রান্ত ছুয়েঁ অসীম ঠিকানায়;
অজানায় রয়ে যায় ভালবাসার বীজ টুকু

ভাল লাগল মনের আকুলতা............ছুঁয়ে যায় হৃদয়ের গভীরতা...!!!


১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার অনুভব প্রকাশ ভঙ্গি অতুলনীয়! অশেষ ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর!

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৩

মলাসইলমুইনা বলেছেন: উড়ে উড়ে ঘুরে ঘুরে ভ্রমর দানার গুঞ্জনে খঁজে পেয়ে যাক তার কপল্পনায় থাকা রংধনু রঙের বিশাল বিরাট ফুলটা | ফুলও তার পাপড়ি মেলুক ভ্রমের দানার ছোয়া পেতে | মানে চমৎকার কবিতার কাব্যগাঁথায় যেই আশাটুকু লুকিয়ে আছে তা পূরণ হোক মেঘ বৃষ্টি আর কোনো কালবৈশাখী ছাড়াই | দানা ভাই কবিতায় অনেক ভালো লাগা |

১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



আপনাদের ভালবাসায় লেখালেখি করি। নিজেও উপভোগ করি। ভাল লাগে অনুভব লেখে ফেলতে।মেঘ জমলে বৃষ্টি যেমন হয় তেমনি! বৈশাখী ঝড়ে ভয় নেই। থেমে যেতে আমি শিখিনি!

লেখা চলবে.....

আপনার ভালবাসায় সিক্ত হয়েছি! ভাল থাকুন নিরন্তর!

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৩৩

জিয়া ৬৩৫১ বলেছেন: অসাধারণ

১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা জানবেন!

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১

সামিয়া বলেছেন: বেশ ভাললেগেছে কবি।।

১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় ব্লগার! অনন্ত শুভেচ্ছা রইল! ভাল থাকুন নিরন্তর!

২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

ওমেরা বলেছেন: আশাা মানুষকে বাচিয়ে রাখে । কবিতা খুব সুন্দর হয়েছে । ধন্যবাদ ভাইয়া ।

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে ধন্যবাদ সহব্লগার।।।। নিরন্তর শুভকামনা রইল!

২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২২

মো: নিজাম গাজী বলেছেন: ধ্রুবতারা যদি বুকেই জ্বলে তাহলে ভ্রমের ডানা তো পুড়ে যাবে। দারুন লেখনী। শুভকামনা প্রিয়।

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:


না পুড়বে না। আমি তো রাত্রি হব! হা হা হা... সে মিটিমিটি জ্বলবে....



অনন্ত শুভেচ্ছা নিবেন!

২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভল আছি । আপনাকে অনেক দিন পরে ব্লগে ভাল লাগল।

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ শাহরিয়ার ভাই! আপনাকে মিস করেছি!

২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:





অতঃপর কেউ জানবে না অদৃশ্য হয়ে যাওয়া দু'টি হৃদয়ের অন্তর্বেদনের ইতিহাস....

১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:
অতঃপর আরো দুটি নক্ষত্রের দহনে বিশুদ্ধ হবে বিশ্ব...
ব্ল্যাকহোলের খুব কাছাকাছি..



অনন্ত শুভেচ্ছা কবি! ভালবাসা জানবেন!

২৭| ১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৭

মো: নিজাম গাজী বলেছেন: লেখক বলেছেন:
না পুড়বে না। আমি তো রাত্রি হব! হা হা হা... সে মিটিমিটি জ্বলবে....
অনন্ত শুভেচ্ছা নিবেন!

ওহ আপনি রাত্রি হলে আমি চাঁদ হবো। সেই আলোয় আপনি মিটিমিটি করে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। হাহাহা। বেশি কথা বললে সূর্য ও হতে পারি। শুভকামনা প্রিয়া লেখিকা।♥♥♠♠

১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

কুপা শামসু.... কুপা.....

লেখিকা কেডা..... ব্লগে নতুন নি আপ্নে...

২৮| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

মো: নিজাম গাজী বলেছেন:
লেখক বলেছেন:
কুপা শামসু.... কুপা.....
লেখিকা কেডা..... ব্লগে নতুন নি আপ্নে...


দুঃখ প্রকাশ করছি প্রিয় লেখক। মুলত নাম দেখে ভাবছিলাম মেয়ে। আমি ক্ষমাপ্রার্থী। আমি ব্লগে নতুন নয়,তবে আপনার লেখা ব্লগে নতুন। ধন্যবাদ।

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২

ভ্রমরের ডানা বলেছেন:




আপনাকে ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.