নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

একজন সমিরন বেওয়া ও একটি নিবেদন

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩




লাভ নাই বাহে, কোনহ লাভ নাই....
যতই লেখালেখি করে যাও বাহে , যতই লেখে যাও....
কেহ আসিবে নাই হামার দুখত..
মেম্বর চেয়ারম্যান আইসে
হাউস জাগা কন্ঠে আবেগ চড়ায়, বাহাবা কুড়ায়..
হামরা ওর কথা বিশ্বাস করি না বাহে..
জীবন কি এই তিস্তা জানে আর হামরা জানি.....
হামরা জানি এই তিস্তার পাড়ত কেমতে কত জীবন ভাসি চলে ...

ছিপছিপে গড়নের সমিরন বেওয়া বিড়বিড় করে...
একনিশ্বাসে...
তার প্রতিটি আক্ষেপসূচক শব্দের জোরে..
আমার সকল ভবিতব্য শব্দের মালা ছিঁড়ে যায়..
আমি ভাবি... নিমগ্ন হয়ে মাটির মানুষের খুব কাছ থেকে
ওসব অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত অষ্টক ষষ্টক বিলাসিতায়
কবি মাল্যদান, পুরস্কার বিতরণ অনুষ্ঠান..
কি লাভ হল..
ওদের জীবন কেউ তো আঁকিনি...

সমিরন বেওয়ার আক্ষেপ..
গত বানত হামার সব শেষ বাহে..
গাভীন গরুডা একেলা বুড়ামানুষ টানিবার পারু নাই...
চোক্ষের সামনত বানত ভাসি গেল..
বলেই হু হু করে কেঁদে ফেলে ....

আমি বিস্তৃত তিস্তার ঘন কুয়াশার চাদরে ঢাকা
আকাশে খুঁজি আকাশ দেবতা..
নেই.. নেই...
কেউ নেই ওদের...

আমার বিশ্বাস..
নদী শিকস্তি নদী পয়স্তিদের
চোখের জল তিস্তার জলে মিশে..
আরো দুর্বার হয়ে ওঠে..
প্রতিবছর বর্ষায় হয় আরো হিংস্র..
গিলে নিতে আরো আরো গৃহস্থালি; বাস্তুভিটার শেষটুকু মাটি...
ফুঁসে ওঠে সমুদ্র দানব, এল নিনো লা নিনো..
হ্যারিকেন টর্নেডো সাইক্লোন...

এরপর রংপুর শহরের কোন এক ঝুপড়ীতে
ওদের জীবন প্রদীপ টিমটিম জ্বলে..
দু একটা ছাগী ছানা ওদের শেষলগ্ন সঙ্গী ও সম্বল..

তিস্তাপাড়ের সমিরন বেওয়াদের সংগ্রামী জীবন,
এই নাগরিক বুকের মাঝে শুধুই রক্তক্ষরণ..
অষ্টপ্রহর ধরে ওদের তেল নুন লকড়ির খোঁজ..
আর এদিকে নগরে আমরা পাতি হৃদয়ের বনভোজ..

নিজেকে হীন হীন মনে হয়..
হাতের শেষ কম্বলটি তার হাতে গুঁজে সরে পড়ি..
নিজের অপারগতায় নিজে আরো সংকুচিত হই...

এই শীতে শত শত সমিরনের হাতে একটি দুটি কম্বল প্রয়োজন...
কেননা ওদের ঝুপড়ি থেকে আজো ভেসে আসে আর্তের খুকখুক...
আছেন কি কেউ?
শীত আর শৈত্যপ্রবাহের দিনে ওদের ঝুপড়ির ওম বাড়াবেন!

ছবিঃ অন্তর্জাল
সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৬৮ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


আপনার ভাবনার জগতে জীবন-সংগ্রামরত মানুষদের ছায়া পড়ছে

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:


মানুষের কষ্টে মন কেঁদে ওঠে। কিছুই কি করার নেই?

২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভাঙনের শব্দ শুনি।

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪০

ভ্রমরের ডানা বলেছেন:

শীতে অনেক মানুষের কষ্ট বাড়ছে! সবার এগিয়ে আসা উচিত!

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০০

অর্ক বলেছেন: কবিতাটি দারুণ রেখাপাত করলো মনে। আপন আরশিতে নিজেকে চেনাতে সাহায্য করবে! কেউ কেউ কতো অল্পতে বাঁচে!!!
মানবাত্মা কেঁপে ওঠা জীবন কাহিনী!
সম্পাদককে অনুরোধ করবো, কিছুদিন স্টিকি করে রাখতে।
শুভেচ্ছা নিরবচ্ছিন্ন কবিবর।

১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:


মানুষের মনে মানবতা এখনো মরেনি। ওদের প্রতি সবাই একটু একটু করে হাত বাড়িয়ে দিলেই হবে। অতি অল্পই তাদের দরকার। বেশি কিছু ওরা চায়নি কখনোই। একটু মানবতার চাদরে মোড়ানো সাহায্য ওদের প্রাণ বাঁচাবে।



আপনার প্রতি অশেষ শুভেচ্ছা কবি! ভাল থাকুন নিরন্তর!

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৫

অন্তরন্তর বলেছেন: এমন কবিতায় সামু ফ্লাডিঙ হউক এমন আশা সবসময় করি। আজেবাজে পোস্ট নির্বাচিত পাতায় না যেয়ে আপনার মত পোস্ট যদি যেত তবে কতই না ভাল হত। এত সুন্দর একটা কবিতার জন্য আপনাকে স্যালুট।

১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২০

ভ্রমরের ডানা বলেছেন:



অন্তরন্তর ভাই, নির্বাচিত পাতায় ভাল লেখায় যায়। সামুতে অনেক মানীগুনী লেখক রয়েছেন। আমি অধম খুবই নগণ্য ব্যক্তি! তবে প্রচেষ্টা করি ভাল লেখার।


কবিতার বিশুদ্ধ অনুভবে অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানবেন!

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০২

সোহানী বলেছেন: মনটাই খারাপ হয়ে বে মূহুর্তে প্রিয় কবি। কেউই নেই ওদেরকে দেখার। যখন ইউনিভার্সিটিতে পড়তাম বন্যাদূর্গোতোদের জন্য কাপড়, টাকা তুলে কখনো বা রুটি বানায়ে ঝাপিয়ে পড়তাম। চাকরী জীবনে ও বেতন থেকে একটা অংশ দিয়ে চলে যেতাম সেখানে।.... এখন কি এগুলো কি নেই? কেউ কি এগিয়ে আসে না?

পোস্টটি স্টিকি করার অনুরোধ করছি !!!!!

১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:



না, এখনো আছে। তবে যথেষ্ট নয়।অনেক এনজিও সরকারী প্রতিষ্ঠান কাজ করছেন। তবে তা অপ্রতুল! আরো মানুষের ত্রানকর্মে এগিয়ে আসা উচিত! বিশেষ করে দেশের উচ্চবিত্তদের!



কবিতার অনুভবে শুভেচ্ছা প্রীতি জানবেন! মানবতার জয় হোক!

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতাটি মনে রেখাপাত করে গেলো।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১২

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে নিরন্তর শুভেচ্ছা সুজন ভাই! অনন্ত শুভেচ্ছা রইল!

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:২৭

মলাসইলমুইনা বলেছেন: করুন কষ্টে কবিতা কাঁদালো কবি ...

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



উত্তরে শীত প্রবল। ওদের কষ্টে মন কাঁদে ভাই! আমিও কেঁদেছি!




কবিতার বিশুদ্ধ অনুভবে ধন্য হলাম!

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩১

ওমেরা বলেছেন: কেউ থাকবে না কেন অবশ্যই আছে, এই যে আপনি ওদের জন্য হৃদয় ছোঁয়া কষ্টময় একটা কবিতা লিখেছেন সেটা পড়ে সবাই কষ্ট পাচ্ছে , যে, যে ভাবে পারে সাহায্য করবে ! ইনশা আল্লাহ !

ধন্যবাদ ভাইয়া ।

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১

ভ্রমরের ডানা বলেছেন:



সবাই এগিয়ে আসুক। ওদের দিকে কেউ যদি একটুকরো খাবার রুটি কিংবা একটুকরা কাপড় দিয়ে সাহা্য্যের হাত বাড়িয়ে দেয় তবেই আমি স্বার্থক। কবিতা স্বার্থক। দুঃখী মানুষগুলোর জন্যে খুব কষ্ট লাগে। ওদের ওভাবে দেখার পর স্বাভাবিক হতে অনেক সময় লেগেছে।





আপনার মুল্যবান মন্তব্যের জন্যে ধন্যবাদ ওমেরা! শুভেচ্ছা রইল!

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০০

আটলান্টিক বলেছেন: আহা ভাইয়া আসলেই দিন শেষে আমরা সবাই একা।সেটা কবিতায় ভালবাবে ফুটিয়ে তুলেছেন।কবিতায় প্লাস।আমার মাঝে মাঝে সব কিছু ছেড়ে জঙ্গলে গিয়ে একলা থাকতে মন চায়।

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:



দরিদ্র মানুষের দিকে সবার দ্বায়িত্ব পালনে আরো সচেষ্ট হওয়া উচিত! তাদের জীবনপ্রবাহ বড়ই টলমলে! তাদের জীবনে ফিরে আসুক একটু সুখ একটু শান্তি!




অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার!

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা সমিরন বেওয়াদের দারিদ্র করে রেখেছে।

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

সকলে মিলেই আমাদের দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে। ওদের কষ্টে রাষ্ট্রযন্ত্রের সকলের পাশাপাশি উচ্চবিত্তদের ও আরো এগিয়ে আসা উচিত!



কবিতার অনুভবে অশেষ শুভকামনা!

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

সুমন কর বলেছেন: ইদানিং আপনার কবিতাগুলো সুখপাঠ্য হচ্ছে......
+।

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:



সময় নিয়ে লেখছি হয়ত তাই কিছুটা উন্নতি হচ্ছে। সময় নিয়েই লেখা উচিত! তড়িঘড়ি লেখার মান অনেক খারাপ হয়!



আপনার কাছে আমার সব লেখাই একটু স্পেশাল কেয়ার পেয়ে এসেছে! আবারো, বারবার অনুপ্রাণিত করার জন্যে অশেষ কৃতজ্ঞতা সুমন ভাই! শুভেচ্ছা রইল!

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫১

তারেক_মাহমুদ বলেছেন: সংগ্রামী মানুষের কষ্টের কবিতা, খুব ভাল লাগলো, অসাধারণ

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে ধন্যবাদ! নিরন্তর শুভেচ্ছা!

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০১

জাহিদ অনিক বলেছেন:

কবিতাটি কে আবৃত্তি করবে?
মেধা বন্দ্যোপাধ্যায়?


দারুন লাগলো কাব্য।

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

মেধা বন্দ্যোপাধ্যায় কে কবি! আমি কম চিনি আবৃতিকাদের! তবে প্রায়ই আবৃতি শুনি। আবৃকারদের নামগুলো মনে নেই। আপনার আবৃতি আমার ভাল লাগে। নীলপরি অসাধারণ আবৃতি করেন। সামিয়ার বেশ কটি আবৃতি এখনো মাথায় বাজছে।নাইম নয়ন উনিও ভাল আবৃতি করেন।


আসলে আমি আবৃতি পারি না। দরাজ গলা লাগে আবৃতিকারের। আমার সেটা নেই। আপনি যদি আবৃতি করতে চান তবে কৃতজ্ঞ থাকিব! অনন্ত শুভেচ্ছা কবি! শুভকামনা আঘামীর জন্যে!

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: স্বচ্ছ সুন্দর আবেগ না থাকলে এরকম লেখা সম্ভব না।

২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় লেখক! ভাল থাকুন নিরবধি!

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাটস অফ ব্রো!

অসাধারন বললেও কম বলা হবে! অনবদ্য! অতুলনীয়।
মুগ্ধতা!

২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৭

ভ্রমরের ডানা বলেছেন:


থ্যাংকস ভিগু ভাই! অনন্ত শুভেচ্ছা নিবেন! আপনার মন্তব্য ঘরে অজস্র অনুপ্রেরণা ঢেউ দেখতে পেলাম! আমি কৃতজ্ঞ!

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: প্লাআআআআআআআআআআআআআআআআসসসসস।

২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:


আমাদের সকলের এই অসহায় মানুষদের পাশে এগিয়ে আসতে হবে। নিজনিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী বিবেকের দুয়ারকে পরিশুদ্ধ করতে হবে!




অনুভবে শুভেচ্ছা !

১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

মনিরা সুলতানা বলেছেন: অসাধারন লেখা ভ্রমর !

২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভবে অশেষ ধন্যবাদ প্রিয় কবি! অন্তর উজান হতে অনন্ত শুভেচ্ছা জানবেন! ভাল থাকুন নিরন্তর!

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

তারেক ফাহিম বলেছেন: খুব সুন্দর লিখলেন, মুগ্ধতা।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভবে অনন্ত শুভেচ্ছা জানবেন! ধন্যবাদ!

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০২

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




একজন সমিরন বেওয়ার কথনে অদ্ভুত ভালোলাগা ।
আর যে নিবেদন করলেন , তাতে যে আকুতি তারও জুড়ি নেই ।
তবে, সমিরন বেওয়াদের জীবন ওমনিই বয়ে চলে । তেমন কারো হাত তাদের ঝুপড়ির ঠান্ডা স্যাতস্যাতে ঘরে ওম ছড়িয়ে যায়না কখনও তেমন করে !!

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৪

ভ্রমরের ডানা বলেছেন:


এই অসহায় মানুষদের শীতে করুণ দশা! ঠান্ডার প্রকোপ থেকে থেকে আসে প্রতিটি বেড়ার ছিদ্র দিয়ে! হুহু বাতাসে, শৈত্যপ্রবাহে থমকে থাকে জীবনের গতি! ওদের পাশে যে দাঁড়ায়, সে প্রকৃত মানুষ! সমিরনে ঘরে উষ্ণতা আসুক। এই কামনা সবসময়!




সুপ্রিয় ব্লগার, কবিতার অনুভবে অনন্ত শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর!

২০| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৮

ধ্রুবক আলো বলেছেন: লেখায় জীবন সংগ্রামে যুদ্ধ করা মানুষের ছায়া পড়েছে।

নদী পাড়ের মানুষদের দুঃখ আমি নিজের চোখে দেখেছি, উপলব্ধি করেছি। শুধু শীত শৈত্যপ্রবাহ না,সব কালেই এই মানুষদের কষ্টের সীমা নেই।

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার অনুভবে অনন্ত শুভেচ্ছা জানবেন। শীতার্তদের পাশে সবার দাঁড়ানো উচিত। মানবিক দ্বায়িত্বসম্পন্ন সকল হৃদয়বানের প্রতি এতোটুকুই অনুরোধ সবসময়!




ভাল থাকুন নিরন্তর!

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮

অপ্‌সরা বলেছেন: সমিরণ বেওয়ার জন্য ভালোবাসা।

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৮

ভ্রমরের ডানা বলেছেন:



সমিরন বেওয়াদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দ্বায়িত্ব! এই শীতে দু একটি শীত বস্ত্র ওদের প্রাণ বাঁচাবে!



কবিতার অনুভবে অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় কবি! অনন্ত শুভেচ্ছা জানবেন!

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: দুঃখী মানুষের কথা উঠে এসেছে কবিতায়। মনবতার জয় হোক।

২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে ধন্যবাদ মাইদুল ভাই! দুঃখী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দ্বায়িত্ব! আর সে দ্বায়িত্ব পালনে আমাদের আরো বেশি এগিয়ে আসতে হবে!



অনন্ত শুভেচ্ছা!

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

কথাকথিকেথিকথন বলেছেন:





এই একজন সমিরন প্রেজেন্ট করে অনেক সমিরনকে । বেশ হৃদয় বিদারক দৃশ্য ফুটে উঠেছে কবিতায় ।

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ কবি! অনন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইল!

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: একজন সমিরন বেওয়ার প্রতি আপনার নিবেদনটি হৃদয়ের গভীরে রেখাপাত করে গেল!
আমিও তিস্তা পাড়ের মানুষ। ছোটবেলা থেকেই সমিরন বেওয়াদের দুর্গতি দেখে আসছি। তবে কিছুটা হলেও স্বস্তি পাই, যখন দেখি অপ্রতুল হলেও শীতার্ত মানুষের সাহায্যার্থে আজও শহুরে মানুষেরা ছুটে যায়, যথাসাধ্য সাহায্যসামগ্রী নিয়ে।
কবিতা চমৎকার হয়েছে, উচ্চ মানের।
কবিতায় ভাল লাগা + +

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

তিস্তাপার। একসময়ের আশাভরসা ছিল।অনেক বন্দর গড়ে উঠেছিল এই শান্তি ও সমৃদ্ধির জনপদে । চিলমারি, চিলাহাটি রানীর বন্দর, আরো কত কত বন্দর! আর আজ শুধুই ধুধু বালুচর। যে মানুষগুলো ভাওয়াইয়া গান গেয়ে ব্যাবসা বানিজ্য করতে করতে নদীবরাবর ছুটে যেত এক গঞ্জ থেকে আরেক গঞ্জ, এক গ্রাম ছেড়ে আরেক গ্রাম, তারা আজ গরীব, অসহায় আর্ত। বিভিন্ন শোষণ বঞ্চনার শিকার এই জনপদ ব্রিটিশ আমল থেকেই হয়ে আসছে অবহেলিত। দারিদ্রে যাঁতাকলে নিষ্পেষিত এই মানুষগুলো প্রকৃতির কাছে আজ অসহায়। এরা জলবায়ু শরণার্থী, এরা তিস্তার রাহুগ্রস্ত অভিশপ্ত মানুষ। উন্নত বিশ্বের মানুষ থেকে এদেশের উচ্চবিত্ত এনজিও খুবই অপ্রতুল ত্রাণ নিয়ে এঁদের পাশে দাড়ানোর। তবে সরকারী ত্রাণ ও হৃদয়বান শহুরে মধ্যবিত্তের এগিয়ে আসার পদক্ষেপ কিছুটা আশা ও স্বস্তির বিষয়। সমিরন বেওয়াদের কষ্ট ও দুর্গতি লাঘবে আরো আরো ত্রাণ ও সেবা চাই।

আপনি তিস্তাপারের সন্তান জেনে গর্বিত বোধ করছি! তিস্তা পারে অজস্র কবি সাহিত্যিক বাংলা সাহিত্যে অবদান রেখেছেন। প্রিয় কবি, সৈয়দ শামসুল হক, শওকত আলী সহ আরো অনেক প্রথিতযশা কবি, সাহিত্যিক লেখকের মনে তিস্তারপার কাশবনের ফুল ফুটিয়েছিল। আপনার লেখায় আমি সেই ফুল দেখি! দোয়া করি আপনার সুন্দর ও সাবলীল লেখনশৈলী আমাদের আরো আরো সমৃদ্ধ করুক। মহান রাব্বুল আল আমিনের নিকট সেই ফরিয়াদ জানাই।

আপনার মন্তব্যঘরে সহস্র অনুপ্রেরণা ফুল, এই নবিশের মনে বাগিচা হয়ে রবে। কবিতার অনুভবে অশেষ শুভকামনা ও শুভেচ্ছা জানবেন! ভাল থাকুন চিরন্তন!

২৫| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটি মানবিক কবিতা।

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার অনুভবে ধন্যবাদ গিউলি ভাই! অনন্ত শুভেচ্ছা জানবেন।

২৬| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩

জনৈক অচম ভুত বলেছেন: আপনার মতো করে সবাই এগিয়ে এলে সমিরন বেওয়াদের গল্পগুলো বদলে দেওয়া সম্ভব।

২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার অনুভবে অনন্ত শুভেচ্ছা ও প্রীতি সুপ্রিয় ব্লগার! শুভেচ্ছা রইল!

২৭| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে শুভেচ্ছা সোহেল ভাই। ভাল থাকুন নিরন্তর!

২৮| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১

জাহিদ অনিক বলেছেন:

আমি কবিতা আবৃত্তি ভাল পারি না। পারলে এতদিনে আপনাদের কান ঝালাপাল করে ফেলতাম! আমার নিজেরই ভাল লাগে না আমার আবৃত্তি।
আপনি আমার আবৃত্তিকে ভাল লেগে বলেছেন সেটা আপনার মহানুভবতা।

যাইহোক, মেধা'র একটা আবৃত্তি লিংক দিচ্ছি। আশা করি আগেও শুনেছনে।

কবিতা তেজ

আপনার এই কবিতাটিও কিছুটা আঞ্চলিক তাই মেধা'র নাম নিয়েছিলাম। মেধার আঞ্চলিক কবিতাগুলো অসাধারণ আবৃত্তি হয়।

ধন্যবাদ কবি।

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০০

ভ্রমরের ডানা বলেছেন:
কী বলেন! আমারতো মনে হল আপনি ভালই আবৃতি করেন। একবার শুনেছি। বেশ ভাল লেগেছিল। আপনার উচিত চর্চা করা। আপনি ভালই করবেন। ভালকে ভাল বলতে মহানুভব হতে হয়না কবি। যাকগে, মেধার আবৃতি ভালই লেগেছে। কবিতার থিমটা খুবই টাচি। ওপারে খুব ভাল সাহিত্য চর্চা হয়।



আপনার লিংকটি পেয়ে খুব খুশি হয়েছি। অশেষ ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তর!

২৯| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৮

প্রামানিক বলেছেন: ছিন্নমূল শীতার্ত মানুষদের নিয়ে চমৎকার কবিতা। ধন্যবাদ

২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ প্রামাণিক ভাই। অনন্ত শুভেচ্ছা রইল!

৩০| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫

নীলপরি বলেছেন: মন ভারাক্রান্ত হয়ে গেলো । অসাধারণ মানবিক কবিতা । +++++++

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৭

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার অনুভবে অনন্ত শুভেচ্ছা কবি। ভাল থাকুন নিরন্তর! প্লাসে কৃতজ্ঞতা!

৩১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

অর্ক বলেছেন: বিস্মিত হলাম, কবিতাটি নির্বাচিত পাতায় না দেখে! যে সব লেখা আছে সেখানে, কবিতাগুলোও, তারচে অনেক অনেক গুরুত্বপূর্ণ কবিতা বা পোস্ট এটা। ব্যাপারটা দুঃখজনক!

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:





আমি হতাশ হইনা ভাই। আপ্নিও হতাশ হবেন না। সবার প্রতিটি কবিতার মুল্যায়িত হয়ে নির্বাচিত পাতায় গেলে খারাপ দেখায়। এই মাসে আমার একটা রয়েছে নির্বাচিত পাতায়। আর চাই না। অন্য লেখকদের সুযোগ দেওয়া উচিত। বিশেষ করে নতুনদের। তারা অনুপ্রাণিত হবেন!



আপনাকে ধন্যবাদ অর্ক ভাই! প্রীতি ও ভালবাসা জানবেন!

৩২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৫

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার কবিতা । দারুন লাগলো ।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫২

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতার অনুভবে অনন্ত শুভেচ্ছা কবি! প্রীতি ও ভালবাসা জানবেন!

৩৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভাল লাগলো+++


আমাদের সকলের শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো উচিৎ।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২

ভ্রমরের ডানা বলেছেন:


আমাদের সকলের শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো উচিৎ। - অনেক অনেক ধন্যবাদ! খাটি কথাই বলেছেন!

৩৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯

শামচুল হক বলেছেন: অসহায় মানুষদের নিয়ে চমৎকার কবিতা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে অশেষ শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.