নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জীবনবেদ - ১ - ফুঁসে ওঠো

২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২



যখন আশার তরী ভিড়ে না বুকের বন্দরে....
এলোপাথাড়ি বৃষ্টির কণা, নুড়ি হয়ে নামে..
ভাঙা মনের অন্দরে...
যখন একটি পরিচিত শব্দকলি ভুলে
অপরিচিত সব শব্দের কোলাহলে..
কবির খাতায়...
ব্যর্থ কবিগান...

কিংবা যখন প্রচণ্ড জেদি বুকে
টগবগানো বান...
বাঁধ ভেঙে ভেসে প্রবল জোয়ারে
উপদ্রুত উপকূল, কালভৈরবী গান ...
হয়ত তখন,
সমস্ত বুকের চুল্লি জুড়ে হতাশার হাপড়....
হেঁচকা টানে...
কারা যেন
শুষে নিচ্ছে প্রাণ....

ফুঁসে ওঠো...
আর দেরি নয়...
ফুঁরে ওঠো আগ্নেয়গিরি....
প্রবল বেগে.. ভুলে অভিমান..
নিশ্বাসে ভস্ম কর হতাশার যত গান....
দাবানল ছড়িয়ে পিঞ্জিরায় পিঞ্জিরায়
আপন চিরাগে জ্বলো অনির্বাণ......

আবার কখনো যদি সমস্ত দুয়ারের
খিড়কি ভেড়ানো রয়....
কোন আশ্রম নেই শীতল হবার..
একান্তচারী, নেই ভয়..
নিভৃতে পুড়ো না....
নিভৃতে নয়...
বরং নিশ্চিন্তে
ঝাঁপ দাও কাব্যভেলায় উত্তাল ঢলে...
ধ্যানমগ্ন কাছিম হতে নির্বাণ সমুদ্র জলে...
খুঁজে নাও অমৃত আঁজলা ভরা জল..
অব্যর্থ মন্ত্রসিদ্ধি ফিরাও আপন বল....


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৬০ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮

বিজন রয় বলেছেন: জীবনবেদ!!

কবি এখানেই স্বার্থক।
ফুঁসে ওঠার দরকার নেই।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ কবি! প্রথম মন্তব্য ঘরে আপনার আগমন। সত্যি অনেক অনুপ্রেরণার। নিশ্চয় ভালই আছেন। অনন্ত শুভেচ্ছা ও শুভকামনা জানবেন!

২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

আটলান্টিক বলেছেন: লেখাচোরদের নিয়ে কিছু লিখুন ভাইয়া B-) B-) B-)

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৪

ভ্রমরের ডানা বলেছেন:


একটা গান শুনছি-


আর পারি না আর পারি না...
আমার ভীষণ ক্লান্ত লাগে..


কবিতার অনুভবে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার...

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:


শোকার্ত পাখির বেদনা কেউ কি বোঝে?
হয়তো,তাদের প্রকাশগত ভিন্নতা থাকতে পারে,কিন্তু কেউ তা বোঝেনা। !:#P


কবিতায় দুঃখ ও বিচ্ছেদ ফুটে উঠেছে।
শুভ কামনা রইল,প্রিয় কবি।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতায় অনেক কিছুই বলা যায়। বলতে ভাল লাগে। যখন মানুষের মনে ব্যাথার ঝড় বয়ে যায়, যখন অথই সাগরে হাবুডুবু খায় তখন মনোবল শক্ত রেখে নতুন উদ্যমে জ্বলে উঠা লাগে। আবার অনেক সময় অনেকেই ব্যথিতের ব্যাথা না বোঝে ঘরের দুয়ার রুদ্ধ করে। সে সময় ব্যথিত বুকের বেদনা ঘুচাতে কাব্য সাগরে শুক্তির খোঁজে ডোবা উচিত। কারণ কবিতা হৃদয়ের সকল ব্যাথা মুছে ব্যথিত হৃদয়ে প্রাণ ফিরিয়ে দেয়!




কবিতা পাঠে ও মন্তব্যে অশেষ শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার!

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৮

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা পড়িয়া একখানা লাইক প্রদান করা হইল। :)


২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫

ভ্রমরের ডানা বলেছেন:


লাইক গ্রহণ করা হইল। আপনার লাইক পেয়ে আমি আনন্দিত! অনন্ত শুভেচ্ছা জানবেন কুড়ের বাদশা।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

ভ্রমরের ডানা বলেছেন:


অনন্ত শুভেচ্ছা জানবেন! অনুভবে অশেষ ধন্যবাদ!

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

শায়মা বলেছেন: সুন্দর বটে তব কবিতাখানি দুঃখ ও বিষাদে রচিত!


তবে আশার বাণী আশা যোগালো! :)

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩০

ভ্রমরের ডানা বলেছেন:




আমি কয়েক মেট্রিকটন হতাশ! বোরহানি খাইলে হয়ত হতাশা হজম হবে।

কিন্তু কে দেবে আশা, কে দেবে ভরসা
পেটের চাদরে আজ অম্লের ঘনঘটা....



:P




অনুভবে শুভেচ্ছা আপুনি! ভাল থেকো নিরন্তর.......

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

জনৈক অচম ভুত বলেছেন: অনুপ্রেরণাদায়ক।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩২

ভ্রমরের ডানা বলেছেন:




ভূত সাহেব,

অনুভবে অনন্ত শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর!

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: অনেক ভালো লাগলো।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

ভ্রমরের ডানা বলেছেন:





অনন্ত শুভেচ্ছা জানবেন! কবিতার অনুভবে ধন্যবাদ!

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


পড়তে ভালো লাগলো; পড়ার পর, ভুলে গেছি কবিতা কি বলতে চেয়েছে!

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:


আপনাকে আগেই বলেছিলাম একটু সময় নিয়ে পড়তে। কিন্তু না আপনি কি কথা শোনার মানুষ।চঞ্চলতা,চপলতা বাদ দিয়ে কবিতা পড়তে হয়। কবিতা সাগুদানা নয় যে মুখে গেলেই গলে যাবে।


পড়তে ভাল লেগেছে কিন্ত ভাব বুঝতে একটু সময় নিতে হবে। সময় নিয়ে পড়ুন। কবিতা পাঠে অনন্ত শুভেচ্ছা!

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব আশা জাগানিয়া, ঢেউ তোলা ভাবতরঙ্গে কবিতার কথামালার গাঁথুনি।
মুগ্ধতা ভাই, পুরাই মুগ্ধতা রেখে গেলাম।
দ্বিতীয় পর্বে আরো কিছু পাবো মনে হচ্ছে।

শুভকামনা আপনার জন্য

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:




অনুভবে ধন্যবাদ নাইম ভাই! অনুপ্রাণিত করে গেলেন! অনন্ত শুভেচ্ছা রইল!

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩

তারুবীর বলেছেন: সুন্দর কবিতা

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩১

ভ্রমরের ডানা বলেছেন:


পাঠে ও অনুভবে শুভেচ্ছা রইল! ভাল থাকুন নিরবধি!

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: পড়লাম।
আবেগে আপ্লুত হলাম।

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ সুপ্রিয় লেখক। অনন্ত শুভেচ্ছা রইল! ভাল থাকুন নিরন্তর!

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রায় প্রতি লাইনের শেষে............ এর ব্যবহার ভাল লাগেনি।

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:


........


......





.......


এই ব্যবহার আবৃতির টানে। আবৃতির প্রবাহ নির্দেশিত করতে এটা ব্যবহার করি। সুরের বা কন্ঠের ওঠানামা বোঝাতে... আশা করি বুঝতে পেরেছেন। সব কথা বিস্তারিত বলা হয় না।



ধন্যবাদ!

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

সোহানী বলেছেন: চাঁদগাজী বলেছেন: পড়তে ভালো লাগলো; পড়ার পর, ভুলে গেছি কবিতা কি বলতে চেয়েছে!


আমি কিছুটা বুঝেছি.....তাই ++++++

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার মুল্যবান অনুভবের জন্যে অশেষ ধন্যবাদ। অনন্ত শুভেচ্ছা জানবেন!

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: জীবনটা শেষ হয়ে যাবে একদিন । মানুষ যা চায় তা পায় না যা পায় তা চায় না ।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০০

ভ্রমরের ডানা বলেছেন:


জীবনটা শেষ হয়ে যাবে একদিন । মানুষ যা চায় তা পায় না যা পায় তা চায় না । -দামী কথাই বলেছেন গুরু!





অনন্ত শুভেচ্ছা রইল! ভাল থাকুন সুস্থ থাকুন!

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৬

সেতু সরকার বলেছেন: অসাধারন লেখনির হাত অাপনার!!!অামি অভিভূত!!!!

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৯

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার মন্তব্য পেয়ে আমিও অভিভূত হলাম। অনন্ত শুভেচ্ছা জানবেন! ধন্যবাদ!

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৪

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো । কবিতাটা পাঠ করার ইচ্ছে জাগালো । +++++

২য় পর্বের অপেক্ষায় থাকলাম ।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে ধন্যবাদ কবি। আশাকরি খুব দ্রুত আপনার তরে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হতে পারব! অনন্ত শুভেচ্ছা!

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৪

নূর-ই-হাফসা বলেছেন: দারুন কবিতা । চমৎকার

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০২

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও অনুভবে অশেষ ধন্যবাদ সুপ্রিয় কবি! অনন্ত শুভেচ্ছা রইল!

১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১০

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ সুমন ভাই। অনন্ত শুভেচ্ছা জানবেন!

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনিও তো দেখছি দারুন কবিতা লিখেন।ভালো লাগল।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩১

ভ্রমরের ডানা বলেছেন:

অনন্ত শুভেচ্ছা! আপনার মন্তব্যে অনুপ্রাণিতবোধ করছি। সে জন্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই! শুভকামনা!

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৩

ওমেরা বলেছেন: সুন্দর কবিতার জন্য ধন্যবাদ ।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০১

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ সুপ্রিয় সহব্লগার! অনন্ত শুভেচ্ছা জানবেন! শুভকামনা!

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতা পাঠে অনন্ত শুভেচ্ছা সহব্লগার!

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: শীঘ্র ফুসে উঠুক অগ্নিগিরি
সব বেদনারা লাভায় গড়ে উঠূক স্বপ্নের ব-দ্বীপ
পাললিক স্তর ঢেকে দিক সবুজ বনভূমের আশ্বাসে
অম্লতা উড়ে গিয়ে প্রশান্তির হাসি ফুটুক মূখে ;)

ভাল লাগা জানবেন কবি।
+++++

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার অনুভবে ও আশা জাগানিয়া মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা ভিগু ভাই! আন্তরিক প্রীতি ও ভালবাসা রইল! ভাল থাকুন নিরন্তর!

২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬

তারেক ফাহিম বলেছেন: সুন্দর কবিতা।
অাপনার কবিতাখানি উচ্চ স্বরে পড়লাম।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

ভ্রমরের ডানা বলেছেন:


উচ্চস্বরে কেমন লাগল পাঠ করে আমি শুনলে খুব ভাল লাগত!যাক গে, কবিতার অনুভবে ও সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা। অনন্ত শুভেচ্ছা ও প্রীতি রইল!

২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: আমার দুঃখ একটাই আমি কবিতা লিখতে পারি না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি ভাল গল্প লেখেন। গল্প সবাই লেখতে পারে না। ওই কারিশমাটা আপনার আছে। সমস্ত স্নায়ুকলায়য় সেটা ছড়িয়ে দিন। আমার দৃঢ বিশ্বাস আপনি স্বার্থক হবেন।


শুভেচ্ছা সুপ্রিয় গল্পকার!

২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২

তারেক_মাহমুদ বলেছেন: খুব ভাল লাগলো, যদিও বুঝতে কষ্ট হয়েছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১১

ভ্রমরের ডানা বলেছেন:

দেরিতে প্রতিউত্তর করায় দুঃখিত! কবিতা পাঠে অনন্ত শুভেচ্ছা রইল! ভাল থাকুন!

২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

কিরমানী লিটন বলেছেন: আবেগী ছোঁয়ার পরশ পেলাম। বিশুদ্ধ কবিতার স্বাদ পেলাম।

কবিতায় প্লাস।।।।।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯

ভ্রমরের ডানা বলেছেন:




এমন অনুভবে ও মন্তব্যে অনুপ্রেরণা খুঁজে পেলাম কিরমানী ভাই! কবিতা পাঠে অনন্ত শুভেচ্ছা জানবেন!

২৮| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৬

উম্মে সায়মা বলেছেন: কবিতায় ভালো লাগা ডানা ভাই। অনেকদিন পর আপনার কবিতা পড়লাম :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা পাঠে অনন্ত শুভেচ্ছা রইল সুপ্রিয় ব্লগার! ভাল থাকুন নিরন্তর!

২৯| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:২৩

মলাসইলমুইনা বলেছেন: ব্যাথা বেদনার বিয়োগ ব্যাথার সাথে জীবনের আহ্বানের মাখামাখিতে পূর্ণ কবিতা অনেক আশার বাণী শোনালো |ভালোও লাগলো অনেক, কবি |

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৮

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে শুভেচ্ছা! ভাল থাকুন নিরবধি!

৩০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

জাহিদ অনিক বলেছেন:

ফুঁসে ওঠো- এমন তীব্র আহ্বানে আর অন্তরের জ্বলায় নিশ্চয়ই ফুঁসে উঠবে দুই একটি প্রান !


দারুন কাব্য কবি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার অনুভবে অনন্ত শুভেচ্ছা ও শুভকামনা কবি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.