নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য-৪- স্নায়ুবিষ বিশ্ব

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫১





১।

যদি একটি রাত হয় এটমিক দুঃস্বপ্ন..
দুটি দিগন্ত ফুঁড়ে আসে কিম উনের নোদং..
কিংবা আনন্দে নেচে উঠে পারমাণবিক হাসোং...
ট্রাম্প সইবেনা এই ছোটখাট আতশবাজির খেলা..
প্রতিপক্ষীয় বায়ুমণ্ডল জুড়ে উড়বে পারমাণবিক ভেলা..
বড় বোতামে হাত রেখে উম্মাদ পরাশক্তির সমরে
সমাপ্ত হতে পারে রাতের আধারে
এই প্রযুক্তিগত উৎকর্ষে মানবসভ্যতার মেলা..


২।

পবিত্র নগর কাঁটাতারে ঘিরে
কোন প্রভু খুশি কোন ইশ্বর, আলেম?
জিসাস খোদা জেহোবা খুশি
মানব রেখে কি জেরুজালেম?

৩।

কুর্দি তুর্কি লড়াই করে
আফরিন ভেসে যায়
দজলা ফোরাত রক্তগঙ্গা
কাদের ইশারায়...


৪।

বর্মীর পলিসি দেখি
রোহিঙ্গার কাফন চাদরে
মানবাধিকার কেঁদে মরে
আরাকানের ঐ পাথরে।


৫।

ডিপ্লোম্যাসির একি দশা
হায়রে অবাক প্রীতি
আমার ভাগে সব নিতে
আমার শত্রুর শত্রু আমার বন্ধু নীতি।

ছবি- গুগল

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৩৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:



মানবের আবিস্কার দানবের হাতে, অরক্ষিত মানবসমাজ ভয়ে সন্ত্রস্ত

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:


পারমানবিক বোমা দানবের আবিষ্কার, আর তা পড়েছে দুষ্ট মানবের হাতে। মানব সমাজ শুধু অরক্ষিত নয় পুরো পৃৃথিবীর অস্তিত্ব হুমকীর মুখে!




পাঠে ও অনুভবে শুভেচ্ছা গাজী ভাই!

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চমৎকার লিখেছেন ডানা ভাই! বর্তমান বিশ্বপরিস্থিতি নিয়ে কবিতায় প্লাস।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৬

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ। কবিতাটি একটি ভারাক্রান্ত ক্ষণে লেখা। ভাল থাকুন! শুভেচ্ছা নিরন্তর!

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০২

শামচুল হক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

পাঠে ও মন্তব্যে শুভেচ্ছা রইল।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো লিখেছেন, কিন্তু ৪নং ইউনিক হয়েছে।।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৮

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ! শুভেচ্ছা সতত!

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ রাজীব ভাই। শুভেচ্ছা সতত!

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০১

আটলান্টিক বলেছেন: :) :) :) চরম লিখেছেন

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯

ভ্রমরের ডানা বলেছেন:


অনেক ধন্যবাদ! শুভকামনা নিরন্তর!

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবগুলো ভাল লাগল
শুভেচ্ছা কবিকে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে ধন্যবাদ কবি! শুভেচ্ছা নিরন্তর!

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

তারেক_মাহমুদ বলেছেন: দারুণ লিখেছেন, অশান্ত সময়ের কবিতা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০

ভ্রমরের ডানা বলেছেন:






অশেষ ধন্যবাদ! প্রীতি ও শুভেচ্ছা জানবেন!

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

ভাইরাস-69 বলেছেন: আমরা মানুষ হয়ে জন্মেছি,একটা সুন্দর পৃথিবী দেখছি। অবিশ্বাস্য অসাধারণ জীবন আমাদের।
কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে ভাবতে গেলে শরীরে লোম দাঁড়িয়ে যায়।
আপনার অনুকাব্য গুলোও এমন কথা বলছে।

অনুকাব্যে গুলো ভাল লিখেছেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৫

ভ্রমরের ডানা বলেছেন:




সারাবিশ্ব জুড়ে কিসের যেন অস্থিরতা। যেকোন কিছুই ঘটে যেতে পারে। সময়টা ভয়ানক অথচ সুযোগ ছিল আরো ভাল কিছু হবার। কবিতার অনুভবে শুভেচ্ছা ও প্রীতি জানবেন! ধন্যবাদ।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪

নীলপরি বলেছেন: বাস্তব কাব্য । শব্দ চয়ন ও সাজানো অসাধারণ হয়েছে ।++++++++

শুভকামনা ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৮

ভ্রমরের ডানা বলেছেন:


অশেষ ধন্যবাদ সুপ্রিয় কবি। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি। কিন্তু মনটা ভীষণ রকম খারাপ। এই সব যুদ্ধ যুদ্ধ অবস্থা দেখে মর্মাহত হই। বিশ্বে কি চলছে তা দেখে ক্রমাগত ব্যথিত হই! এই যুগে এসব মানানসই নয়!




অনন্ত প্রীতি ও শুভেচ্ছা জানবেন!

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২২

আখেনাটেন বলেছেন: পশ্চিমাদের চরিত্রে একই সাথে ড. জেকিল ও মি. হাইডের ছায়া বিদ্যমান। একদিকে মানবের অধিকার আদায়ে ডলার ঢেলে বুলি অাওড়ানো আর এক দিকে মানবতাকে পায়ের তলায় পিষিয়ে মারা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪১

ভ্রমরের ডানা বলেছেন:




কথাটা মিথ্যে নয়। অনন্ত নিকি হিলিদের মত মানুষদের দেখে তাই মনে হল। তবে সায়মন ড্রিং আর হালের মধ্যপ্রাচ্য গবেষক রবার্ট ফিস্কের বিশ্লেষণ দেখে সে ভুল মনে হতেও পারে।


দুনিয়ায় খারাপ মানুষ খুব কম। ভাল মানুষ বেশি। তবে সমস্যা হল এই খারাপরাই দুনিয়ার নিয়ন্ত্রক ভূমিকায়! শুভেচ্ছা রইল!

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




চমৎকার । পাঁচটি খন্ডই চমৎকার ।
স্নায়ুকে ঘা মেরে যাওয়া এক একটা খন্ড ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার অনুভবে অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় লেখক! অনন্ত শুভেচ্ছা রইল!

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

সোহানী বলেছেন: কঠিন বিশ্বরাজনৈতিক কবিতা.................

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৪

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। অনন্ত শুভেচ্ছা জানবেন!

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১০

উম্মে সায়মা বলেছেন: মানবতা ডুবে গেছে রক্তনদীতে..... :|

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:




মানবতা বেচে থাকুক প্রতিটি মানুষের বুকে। অশেষ শুভকামনা কবি! ভাল থাকুন নিরন্তর!

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!ভাবনাটা অত্যন্ত ভালো।সমস্যার আন্তর্জাতিক কোলাজ কবে শুভ বুদ্ধিকে জাগ্রত করবে?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫২

ভ্রমরের ডানা বলেছেন:





কবিতার অনুভবে অনন্ত শুভেচ্ছা! আন্তরিক ধন্যবাদ রইল!

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫২

ডঃ এম এ আলী বলেছেন: অনুকাব্যে মুগ্ধ । চলে গেল প্রিয়তে ।
সেখানে এর কাব্য সুধা পান চলতেই থাকবে অবিরত ।
অনুকাব্য যত আছে সব ডেলে দিবেন এখানে
ছোট ছোট কবিতা পাঠে সময় যায় বেঁচে
অপর দিকে প্রচুর কাব্য রস পাওয়া যায়
এক নিমিশে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩১

ভ্রমরের ডানা বলেছেন:


একজন ব্লগীয় মহিরূহের শোকেসে যাওয়া বিশাল বড় সৌভাগ্য ও অনুপ্রেরণা! এমনি অনুপ্রেরণা একটি মাইলফলক হয়ে রবে এই ক্ষুদ্র লেখকের জন্যে। ছোট ছোট অনুকাব্য গুলো আরো বেশি বেশি করেই লেখা হবে নিয়মিত! শুভেচ্ছা ও আন্তরিক প্রীতি সুপ্রিয় লেখক! ভাল থাকুন নিরন্তর!

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৫

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: অসাধারন অনু কবিতা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৭

ভ্রমরের ডানা বলেছেন:




অনুভবে ধন্যবাদ কাফি ভাই। অশেষ প্রীতি ও অভিবাদন!

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৫

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আবার পড়বো....

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৫

ভ্রমরের ডানা বলেছেন:



অবশ্যই। বারবার পড়তে চাইলে বারবার পড়বেন। এই জন্যেই তো ব্লগে লেখা। অনুভবে অশেষ কৃতজ্ঞতা!

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: ডানাপুর ছোট ছোট কবিতা আমান মন ছুঁয়েছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৭

ভ্রমরের ডানা বলেছেন:
বরকত ভাই, আমি ভাই আপু নহে। নিকটা কনফিউজড করাচ্ছে। যাকগে কবিতা ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে। অশেষ কৃতজ্ঞতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.