নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য- ২৬- ভালবেসো সমুদ্রদেবী

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৯




ভালোবেসো সমুদ্রদেবী
ভালবেসো...
কোনদিন যদি একটি সবুজ পাতায়
সলাজ শিশিরজলে বেজে ওঠে প্রথম তূর্য ..
ভালবেসো..
ভালোবেসো রাতের জোছনা ফুল সমস্ত স্নিগ্ধতা বয়ে ..
যে আলো গড়িয়েছে জলকণা ছুঁয়ে..
যাতে প্রেম বুনেছ হিরন্ময়ী চাঁদে, প্রোজ্জ্বল সূর্য।

আর এভাবেই প্রেমকে শাশ্বত করো
প্রতিটি সমুদ্রতটের কেওড়াপাতায়..
জলকাব্যের খেরো খাতায়
আলোছায়া রাগিণীর ক্ষণে ক্ষণে ....
উর্মিমালায় দোলে সমুদ্র মনে...
এই মুক্ত আকাশের বিহঙ্গ সনে...
একান্ত সুনীল দ্বীপপুঞ্জ বনে...
ভালোবেসো সমুদ্রদেবী
ভালবেসো...

.....







......





ছবি কৃতজ্ঞতা- চিত্রকর এনা মন্টানা

সর্বস্বত্ব সংরক্ষিত

**কবিতা চুরি হীনতম কর্ম**


মন্তব্য ৫৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৩

ভ্রমরের ডানা বলেছেন:


প্রথম অনুভবে অনুপ্রাণিত করেছেন সুপ্রিয় কবি! অনন্ত শুভেচ্ছা রইল! এতো সুন্দর দুটি শব্দের জন্যে আন্তরিক ধন্যবাদ! :D

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৭

ভাইরাস-69 বলেছেন:

সত্যিকারের ভালবাসার অনেকগুলো রুপ হয়, এ স্বপ্নের প্রভাবে মানুষ বিভোর থাকে।
প্রেম রোগ,এমন রোগ, যার কোন চিকিৎসা নেই। কারো প্রতি ভালবাসায় অন্ধ হয়ে বিশ্বাসটাই ওভার ডোজ।
কবির জীবনে সুমদ্রদেবীর ভালবাসা পাওয়ার আকাঙ্ক্ষা পূরুণ হোক।


প্রেমের কবিতা সুন্দর হয়েছে+
শুভ কামনা রইল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৯

ভ্রমরের ডানা বলেছেন:


কিছু কবিতায় ফিরে ফিরে আসে এবং আসবে জলদেবী। জলকাব্যের এটা একটা চক্র! আমার মতে সবার একটা আলাদা আলাদা কাব্য রয়েছে যাতে একই জলের কলকলানি! সবার আকাঙ্ক্ষা পূর্ণ হঊক।




কবিতার অনুভবে ও চমৎকার অনুভবনীয় মন্তব্যে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর!

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩১

সোহানী বলেছেন: জলকাব্যে ভালোলাগা কিন্তু সাইজতো দিন দিন ছোট হয়ে আসছে!!!!!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

হা হা হা.......


এটা বাইট্টা কবিতা। কিছুটা সহজ ও সাবলীল ভাষায় স্বগতোক্তিমূলক (soliloquy)। এমন ছোট লেখা লেখিনি। তবে লেখলে দোষ কি! আমার তো লেখতে ভালই লাগল। লম্বা কবিতা দিলে অনেকেই বোরিং ফিল করে তাই ছোট দিলাম। তবে প্রয়োজন ভেদে তা স্বাভাবিকতা মেনেই লেখব। আমি ভিন্নতা আনতে চাই। বৈচিত্র্য আমার ভাল লাগে। তাই লেখলাম এবার ছোট করেই।



কবিতার অনুভবে শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার! আপনার মুল্যবান মন্তব্যে অশেষ ধন্যবাদ!

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৫

অর্ক বলেছেন: ভালো লাগলো। তবে ".." অধিক ব্যবহার আমার ব্যক্তিগতভাবে বিরক্তিকর মনে হলো। বেশ সহজ ও ছোট কবিতা (আপনি সচরাচর লেখেন না)!
আন্তরিক শুভেচ্ছা রইলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:

"............."


এই গুলো ব্যবহার করি আবৃতির লয় মনে রাখার জন্যে। কবিতার লেখার সময় আবৃতি করতে চাই। আর তার সাংকেতিক চিনহ রেখে যেতে চাই। তার জন্যেই এর ব্যবহার। নিজের একটা আবৃতির আবহছাপ রেখেই লেখা। তাই এই অযাচিত কষ্ট দেবার জন্যে দুঃখিত কবি! আর ছোট বড় সব মিলিয়ে বৈচিত্র্য আনতে চাই। তাই এমন লেখা।



অনুভবে শুভেচ্ছা জানবেন! ভাল থাকুন নিরন্তর!

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৭

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:
অনন্ত শুভেচ্ছা ভাই! ভালো থাকুন নিরন্তর!

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১০

উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা....++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:



মন্তব্যে অনুপ্রাণিত করে গেলেন! আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল! ভাল থাকুন সবসময়! শুভকামনা!

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৬

ডঃ এম এ আলী বলেছেন: এই কবিতা ভাল লাগল, ছোট করে সুন্দর করে লিখেছেন , বাছ এইতো চাই । এমনতর কবিতা পাঠেই আনন্দ ।
আচ্ছা সাগরে কি কি কোন জলদেবী থাকে ? মনে হয় থাকতে পারে ? শুকনো কোন গানে কি জলদেবীর মন ধরবে ! অনেকদিন আগে একবার সাগর পাড়ে ঝাও বনের পাশে বসে গুন গুনিয়ে গান করছিলাম। গাছের আড়ালে বসেছিলাম ।একটা মেয়েকে দেখলাম! কি যে সুন্দর ! যেন কোন দেবী, মনে হয় জল দেবীই হবে , সে যেন কোন কিছু খুঁজছিল । সামনে গেলেই হত! - না , ভাবছিলাম আমাকে দেখে ভয় পেয়ে যেতে পারে ! তবে বেশ উৎফুল্ল শোনাল তার কণ্ঠ । তারপর সামনে এসে দাঁড়াল , গুন গুন করে যেন ভালবাসার গান গাইতে লাগল ! কান পেতে শুনলাম ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

ভ্রমরের ডানা বলেছেন:



এবার ছোট করেই লেখব ভাবছি সুপ্রিয় লেখক। বড় লেখায় আসলেই মনোযোগ কম আসে। জলদেবীর কথা আর কি বলব। বিষদ অভিজ্ঞতার ডালি আপনার কাছে। আপনার জলদেবী অভিজ্ঞতা বেশ রোমান্সজাগানিয়া। জেনে আনন্দিত হলাম।



অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় লেখক! ভাল থাকুন নিরন্তর সবুজের সমুদ্রতটে! অনুভবে অশেষ ধন্যবাদ!

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জলকাব্য মোহিত করে গেল। বিহঙ্গ সনে ভালবাসার আহবান পূর্ণতা পাক। কবিতায় প্লাস।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬

ভ্রমরের ডানা বলেছেন:




অনুভবে ধন্যবাদ সম্রাট ভাই! ইউ আর বেস্ট :D

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩২

নূর-ই-হাফসা বলেছেন: কথা গুলো দারুন সুন্দর ।
কবিতা বেশ ভালো লাগলো ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে অনন্ত শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর!

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০০

চাঁদগাজী বলেছেন:


অথৈ জল মানুষকে কোনভাবে টানতে পারে?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

ভ্রমরের ডানা বলেছেন:



অথৈজল মানুষকে প্রবলভাবেই টানে যেভাবে সমুদ্রকে টানে চন্দ্রিমা রাত.... আর সেই জলের সুতো সুর তোলে মানবমনে অবচেতন হয়ে ধুন তোলে। আমি তার নাম দিয়েছি জলকাব্য!




অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় লেখক ও ব্লগার!

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৫

মলাসইলমুইনা বলেছেন: কবিতা পড়ে মনে ভালোলাগা যেন ভ্রমর গুঞ্জনের মতো গুনগুনিয়ে উঠলো !

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:




আপনার কাব্যানুভবের জন্যে ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তর!

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য সুন্দর।

শুভ সকাল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ! কফিটা খুব সুন্দর ছিল!



অনন্ত শুভেচ্ছা বাবু ভাই!

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

জাহিদ অনিক বলেছেন:

অনেক সুন্দর। ভালোবাসবে নিশ্চয়ই ভালোবাসবে--
আসমুদ্র আবেগ যেখানে কবিতায় সেখানে সাধ্য কি সমুদ্রদেবীর ভালো না বেসে থাকার!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:


হৃদয়ের দুয়ার খুলেছে সমুদ্র বাসর, বাগিচার পাতায় দেখি কুড়ি ফুল হয়ে যায়। বসন্ত এলো বুঝি ওই এলোকেশী! অনন্ত শুভেচ্ছা কবি! ভাল থাকুন নিরন্তর!

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭

অংকুর জেসফি বলেছেন: জলকাব্য সিক্ত করেছে ভালোলাগায় :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২০

ভ্রমরের ডানা বলেছেন:



অশেষ ধন্যবাদ সুপ্রিয় ব্লগার! অনন্ত শুভেচ্ছা জানবেন।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালবাসার এমন আকুল আহবান - - -

আসছৈ পূর্নিমায় জলদেবি নিশ্চয়ই নেচে উঠবে নতুন রাগে ;)

+++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় কবি! আসছে পূর্নিমায় মন সমুদ্র হোউক জল! আর আপনার ভবিষ্যৎবাণী পূর্ণতা পাক :P




অনুভবে অশেষ কৃতজ্ঞতা। ভাল থাকুন নিরন্তর! অনন্ত শুভেচ্ছা কবি!

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!অসাধারন ভাবনা।সমুদ্রদেবীর রুপে মুগ্ধ হলাম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে অনন্ত শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর!

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

ওমেরা বলেছেন: খুব সুন্দর !! জলে থাকে জলদেবী, আকাশে নীলপরি।আমরা মাটির মানুষ মাটিতেই থাকি । ধন্যবাদ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫২

ভ্রমরের ডানা বলেছেন:



মাটি থাকাই স্বার্থকতা। আমিও মাটিতে থাকি। মাটি ভাল লাগে। মাটি আমাদের মমতায় আগলে রাখে। জল ও আকাশ ভয়ংকর! দুটোতেই চড়তে বিশেষ দক্ষতা লাগে। নইলে শেষ।এই জন্যেই আমিও মাটিতে থাকি, মাটিকেই খুঁজি প্রতিদিন সকালে। তবে জলকেও খুঁজি। নইলে কবিতা লেখব কি নিয়ে! হা হা হা......



সুন্দর অনুভবে অনন্ত শুভেচ্ছা ওমেরা! ভাল থাকুন অবিরাম অবিচল! শুভকামনা!

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! আসছে ফাল্গুনের প্রভাব তো দেখছি সর্বত্র ;
আকুলতা ছুঁয়ে যাক সমুদ্র দেবীর মনে ।

শুভ কামনা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:




সর্বগ্রাসী সমুদ্র দেবী। হয়ত তুফান নিয়েই থাকতে পছন্দ আর তাই তো এত জলের ঢেউ। আছড়ে পড়ে অভাগা বুকে! চেয়েছিলাম কুলুকুলু নদীর ছলাৎছলাৎ বান। কিন্তু এই বসন্তেও পেয়েছি জলদেবীর তুফান। সব শনির প্রভাব প্রিয় কবি!


আপনার আশা বাদ কিংবা আশীর্বাদ পেয়ে ধন্য হলাম! শুভকামনা ও শুভেচ্ছা জানবেন। এদিকে যাই আসুক ফাগুন আসুক বনে বনে!

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

তারেক ফাহিম বলেছেন: চমৎকার জল কাব্য।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৮

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভবে অনন্ত শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর!

২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

সুমন কর বলেছেন: এমন সুন্দর কবিতা লিখলে সমুদ্রদেবী, ভালো না বেসে থাকতে পারে..........হাহাহা
সুন্দর হয়েছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৯

ভ্রমরের ডানা বলেছেন:

দেবীদের মন বোঝা মুশকিল! সমুদ্র চাই না জল চাই সে নিয়েই কনফিউজড! হা হা হা....




অনুপ্রাণিত করার জন্যে ধন্যবাদ কবি! আপনার কবিতা মিস করি! শুভেচ্ছা জানবেন!

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৩

এক নিরুদ্দেশ পথিক বলেছেন:

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৬

ভ্রমরের ডানা বলেছেন:




সুপ্রিয় লেখক আপনি আমার কবিতা পড়েছেন ও কোট করে মন্তব্য করেছেন এতে আমি ভীষণ আনন্দিত! অনন্ত শুভেচ্ছা জানবেন!

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৬

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ভালবেসো.।.।
স্নিগ্ধ জোছনায় উদ্ভাসিত পুস্পমঞ্জুরীর পাপড়ি পল্লবের নেত্রে,
যে আভা বিচ্ছুরিত হয়েছে তার শিশির বিন্দু ছুঁয়ে,
যাতে প্রেম বুনেছ হিরন্মোয়ী চাঁদোয়ার মায়াবী মননে।
ভালবেসো.।.।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:
আপনি কি কারেকশন দিচ্ছেন! সরি! নট এক্সেপ্টেড!

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪২

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: নাহ, আমি আমার মত করে সাজালাম!
দুটা স্তবকই বউ কে পাঠিয়েছি!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


মাই প্লেজার। আপনি ভাল কারুকাজ করে সাজিয়েছেন। তবে আমি সহজ করে সাজাতে চেয়েছি। এই অধমকে ক্ষমা করবেন! ভুল বুঝেছি!

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২০

ডঃ এম এ আলী বলেছেন:
পহেলা ফাল্গুন


আজ বসন্তের প্রথম দিন
ফুল ফুটেছে ,পাখীও গাইছে
বসন্তের এই মাতাল সমীরণে ।
- পল্লী কবি জসিম উদ্দিন

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩২

ভ্রমরের ডানা বলেছেন:




বসন্তের শুভেচ্ছা রইল!

২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

আটলান্টিক বলেছেন: কবিতার লাইনগুলোর সাথে ছবিটা পারফেক্টলি মিলে গেছে।আপনাকে অভিনন্দন ভাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:
অনুভবে শুভেচ্ছা জানবেন। ভাল থাকুন নিরন্তর!

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন:





ভালবেসো জল হয়ে, ভালবেসো গভীরতম সমুদ্র হয়ে...নিঃসঙ্গ রাত্রিতে ছলাত ছলাত শব্দে নিজেকে তুলে ধরো... রাত্রিকে শিখিয়ে দিও তুমি নিঃসঙ্গ নও ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৬

ভ্রমরের ডানা বলেছেন:


অনন্ত শুভেচ্ছা কবি! অশেষ ধন্যবাদ! ভাল বলেছেন!

২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

নীলপরি বলেছেন: খুব সুন্দর । ঢেউয়ের মতোই শব্দগুলো এসেছে ।
একটু অনিয়মিত হয়ে গেছিলাম । আপনার অনেক লেখা জমে গেছে । আস্তে আস্তে পড়ে নেবো ।

শুভকামনা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:




এই যে ফিরে আসলেন, এসে কবিতা পাঠ করলেন তাতে আমি কৃতজ্ঞ। আর যে প্রশংসা করে গেলেন তাতে উচ্ছাসিত! কবিতার অনুভবে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.