নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ভ্যালেন্টাইনদের ভেলকিবাজি ও একটি হৃদয়ের কথা....

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০২



ভেলকিবাজি চলবেই লাজলজ্জাহীন
হায়রে ফাগুনমাসের দ্বিতীয় দিন...
চলছে অবিরাম শোঅফ আহারে ভ্যালেন্টাইন,
কুল ডিউড মেকি প্রেমে ভাঙছে সকল আইন...

আর তাই তো রোমিওদের
কত হিসেব কত ফুল...
আর এদিকে উত্তালতায় আমাদের কটি বসন্তবছর
সখী, সাক্ষ্য কত নদী, কত কূল...
তুমি ভেসে হলে প্রশান্ত সাগর আমি অনন্ত বালুচর
তবুও কোন শব্দ নেই আমার প্রতিনিধিস্বরূপ
তোমার চরণ পর...
অনন্তর দিবানিশি ভালবাসি
তোমায় রাতের ধ্রুবতারা...
চল চন্দ্রকান্তা মরুর বুকে সাজাই ফাগুনধারা...
চল আপনধারায় ধুয়ে মুছে সাজাই কৃষ্টি পরিপাটী..
এই বাংলার বুকে মুছে সব সোনার পাথর বাটি !

সোনার পাথর বাটি = অলীক বস্তু (একদিনের ভালবাসা অলীক বস্তুই )

ছবি- অন্তর্জাল
সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৩৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালবাসার জোয়ারে উপচে যাক হৃদয়নদী। প্রকৃত ভালবাসা সবার জীবনেই ধরা দিক নিষ্কলুষভাবে। শুভকামনা কবি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:

ভালবাসা কোন দিবসের নয়, ভালবাসা অনন্তর ধ্রুবক! দিবসের গুষ্টি কিলাই! অনন্ত শুভেচ্ছা ভায়া!

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখক বলেছেন: ভালবাসা কোন দিবসের নয়, ভালবাসা অনন্তর ধ্রুবক! দিবসের গুষ্টি কিলাই! অনন্ত শুভেচ্ছা ভায়া!

ভাই , গুষ্টি তো সেই কবে থেকেই কিলাচ্ছি কিন্তু কেউ কেউ যে আবার এই কিলানিকে বাঁকা চোখে দেখে?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০

ভ্রমরের ডানা বলেছেন:



বাকা চোখের থোরাই কেয়ার করি! শুভেচ্ছা ভাউ!

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০

মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসা দিবসের শুভেচ্ছা ডানা ভাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১

ভ্রমরের ডানা বলেছেন:


একদিনের বিলাসী প্রেম কি হয় ভাই! শুভেচ্ছা রইল।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




খালি কলসি বাজে বেশী ।
আজকালকার ভালোবাসা ফাঁকা বলেই ভেলকিবাজীগুলো বেশ শব্দ করেই বাজে ।
আর ভালোবাসা যেখানে অনন্ত বালুচর হয়ে তার বুকে টেনে নেয় সাগরকে সেখানে শব্দ নয় , বাজে গান।



১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

আপনি সঠিক বলেছেন। ভালবাসার ভাটিগাঙ আজ শুকিয়ে গেছে। আজকার ভালবাসায় উষ্ণতা উবে যায় অনেক সমীকরণে। আগের মতন এখন সেই বিশ্বাস নেই যা আছে তা হল কেএফসি আর ভোজবাজিরর শো অফ!



পুরোটাই নষ্টনীড়!



শুভেচ্ছা রইল কবি!

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯

ভাইরাস-69 বলেছেন:

একবার একটি পাখি,একটি গোলাপকে ভালবেসে প্রোপোজ করে।তখন গোলাপ বলে, যখন আমি ফুঁটে লাল হব।তখন তোমাকে ভালবাসবো। এ অবস্থায় পাখিটি তার ডানা কেটে রক্ত দিয়ে গোলাপকে লাল রঙে রাঙিয়ে দেয়। কিন্তু আহত পাখিটা ততক্ষণে মারা যায়।এটি একটি গল্প হলেও এটা সত্য যে, অন্যর ফিলিং সবসময় বুঝতে হয়। সত্যিকারের সৌন্দর্য ভিতরে থাকে, বাহিরে নয়; ভালবাসার জন্ম হয় হৃদয় থেকে !আজকাল ভালবাসাগুলো ভেলকিবাজী রুপ আর পোষক দেখে হয়। কবিতাটি সুন্দর হয়েছে।



ভালবাসা দিবসের শুভেচ্ছা রইল কবি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার কাব্যানুভব ও প্রতিক্রিয়ায় মুগ্ধ! সত্যি কবিতাটিতে এতো সুন্দর মন্তব্য পাব ভাবিনি! আপনি ধন্য করলেন! অনন্ত শুভেচ্ছা ভাই। শুভকামনা !

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ রাজীব ভাই। শুভেচ্ছা নিরন্তর!

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

পদাতিক চৌধুরি বলেছেন: ভ্রমর ভাই ফাগুনের শুভেচ্ছা নেবেন।ভালবাসা বেচে থাকুক বাহ্যিকভাবে নয়,হৃদয়দিয়ে।শুধু আজ নয়,বছর ধরে।ভাল লিখেছেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


ভালবাসা বেচে থাকুক বাহ্যিকভাবে নয়,হৃদয়দিয়ে। - খুব দামী কথা বলেছেন। কবিতায় এটাই বলতে চেয়েছি! ধন্যবাদ ভাই! আপনার জন্যে অনন্ত শুভেচ্ছা রইল!

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালোবাসা হোক নীরবে, সর্বসময়।
সুন্দর কাব্য।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ গিউলি ভাই। কবিতায় আপনার মন্তব্য বিশেষ কিছু! অনন্ত শুভেচ্ছা!

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২

তারেক_মাহমুদ বলেছেন: ভ্রমরের ডানা ভাই জয় হোক ভালবাসার, ভালবাসা দিবসের শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:



দিবস রজনী ভালবাসার বানায়ে কি হইল দেখেন। শহর বন্দর সর্বত্র শো অফ চলছে। এতো এতো ভালবাসা থাকলে সমাজে এতো অস্থিরতা থাকত না!


শুভেচ্ছা রইল!

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

অর্ক বলেছেন: বেশ লাগলো কবি। শেষ লাইনে শুভ প্রত্যাশা পূরণ হোক। শুভেচ্ছা অবিরত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:



অনন্ত শুভেচ্ছা রইল! কবিতার অনুভবে অনন্ত শুভকামনা কবি!

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

মলাসইলমুইনা বলেছেন: কবিতা, বলি প্রিয় ডানা ভাই-
ভালোলাগায় কোনো মানা নাই |
ভালোবাসার সুর ছন্দ
কবিতার রূপ রস গন্ধ
সব মিলে বারবার পড়ে যাই ||

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে অনন্ত শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর! প্রতিউত্তরের ছন্দেবন্ধে মুগ্ধ হলাম!

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

সোহানী বলেছেন: সোনার পাথর বাটিই বটে !!!!!!!!! ;)

ফেসবুকের যুগে একদিনের বেশী ভালোবাসা আশা করাই অন্যায়। কারন ছবিগুলো পোস্ট হবে এ দিনেই, বছরের অন্যান্য দিনে তো নয়ই!!!!!!!!!!!!!!!

ভালোলাগা ডানা ভাই....... ফাগুন+ভালোবাসা দিবসের শুভেচ্ছা। জীবনের প্রতিদিনই যেন ভালোবাসা দিবস হয়!!!!!!



১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০২

ভ্রমরের ডানা বলেছেন:


মূলবিষয়টা বোঝেছেন ভাগ্যিস! আর মুড দেখছি আজ বেশ দিলখোশ! ব্যাপার কি! ভ্যালেন্টাইন ইফেক্ট চলছে বুঝি! গ্রেট! প্রতিদিন হোক এই ইফেক্ট। শুভকামনা! ভাল থাকুন নিরন্তর!

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা ভেলকিবাজির লেখায় ;
ফাগুণের শুভেচ্ছা !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৩

ভ্রমরের ডানা বলেছেন:


ফাগুনের শুভেচ্ছা প্রিয় কবি! কবিতা পাঠে ও অনুভবে অনন্ত শুভকামনা! ভাল থাকুন নিরন্তর!

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:


অসুন্দর কামনাকে ভালোবাসা বলে চালিয়ে দেয়ার চেস্টা করছে কিছু ম্যাঁওপ্যাঁও

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:

দুঃখিত! আপনার ধারণা যথার্থ! তবে আমি অসুন্দর নয় কুৎসিত কামনা বলব! সুন্দর অনুভবে অশেষ ধন্যবাদ গাজী ভাই! শুভেচ্ছা রইল!

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৮

উম্মে সায়মা বলেছেন: ভালোবাসার জোয়ারে আইলা এলো বলে :P

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:


চারিদিকে দেখে তাই মন হল। অনন্ত শুভেচ্ছা রইল! শুভকামনা নিরন্তর!

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ সুমন ভাই! অনন্ত শুভেচ্ছা রইল!

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।
ভ্যালেন্টাইন ডে নামে চলছে ভেল্কিবাজি, শুধু ভ্যালেন্টাইন্স নয় এখন সব দিনই একই অবস্থা।
প্রেম ভালোবাসার নামে চলতেছে নষ্টামী।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

নষ্টনীড় ভেঙে দিতে হবে! অনন্ত শুভেচ্ছা ধ্রুবক ভাই!

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬

নীলপরি বলেছেন: ভেল্কিবাজি যেন স্বাভাবিক হয়ে গেছে । তবু কেউ কেউ থেকেই যায় দলছুট যায় । তাদের জন্য আপনার শেষ লাইনের আশাটা ভালো লাগলো ।

কবিতায় ++++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতার অনন্য অনুভবে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় কবি! মুছে যাক ভেলকিবাজি! সুন্দর মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা!

১৯| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭

খায়রুল আহসান বলেছেন: "অনন্তর দিবানিশি ভালবাসি
তোমায় রাতের ধ্রুবতারা
" - কবিতার চমৎকার দুটো চরণ।
ভালবাসা এক সার্বক্ষণিক অনুভূতির নাম, কোন বিশেষ দিবসের নয়।
কবিতায় ভাল লাগা + +

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৯

ভ্রমরের ডানা বলেছেন:


ভালবাসা এক সার্বক্ষণিক অনুভূতির নাম, কোন বিশেষ দিবসের নয়। কবিতার সারকথা এটিই ছিল কবি! কবিতার নির্যাস নিঙড়ানো মন্তব্যে অশেষ শুভেচ্ছা ও শুভকামনা! ভাল থাকুন নিরন্তর!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.