নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য -৫-পঞ্চনামা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮




১। চেকমেট

দাবার বোর্ডের মত সিরিয়ার বুক
ব্লকে ব্লকে বিভক্ত হাতি ঘোড়া মন্ত্রীর বহরে..
চোষট্টিটি সাদা কালো ঘরে লাল লহুতে
চার লাখ উলুখাগড়া আর দশ লাখ উড়ো হাওয়া খই উড়য়ে
সাতবছরের সকল প্রস্তুতি নিয়েও..
জাতিসংঘ, পুতিন ট্রাম্প কিংবা আসাদ ব্যর্থ দাবাড়ু নয়,
মানবতার প্রতিটি দুয়ারে তারা দিয়েছে সফল চেকমেট!


২। মালদ্বীপের নারকেল

বারশ দ্বীপের নয়নাভিরাম নারকেল বনের সৌন্দর্য দেখে
জীবনানন্দের রবীন্দ্র ছন্দপাত অসুখ-
এদিকে নজরুল ভুলেছে বিদ্রোহাচরণ..
দোষ কারো নয়..
আধুনিক পৃথিবীতে নারকেল ব্যবসা সবাই করে।


৩। ক্ষেপণাস্ত্রিক হেঁশেল

আজকাল খেই হারিয়ে আমিষ নিরামিষ নির্বিশেষে
পারমাণবিক ঢেকুর তোলাই রসনাবিলাস...
ভূখণ্ড লাকড়ি জ্বালানো আধুনিক বিকারতার নতুন চুল্লিতে...
আমি কোন কিম কিংবা ট্রাম্পের মত
ঝানু রন্ধনকারীর কোন বিশেষ ম্যানুর গুণগান করছি না...
কেননা অঘোষিত রান্নার পাতিলে অনেকেই ফুটবে আগে আর পরে....



৪। জাত্যাভিমান


শশী ভুলে যাও আমার অতীত সেই উপনিবেশ চষে
"ফ্রম হার মেজেস্ট্রি" গোপন দলিলপত্র ঘষে
দেখ, ফুলে ফেঁপে আধুনিক টেমসের জনবসতির বুক....
আফসোস কলুদের প্রবেশ নিষেধেই প্রশস্ত হাসির মুখ
ব্রেক্সিট বিচ্ছেদ নয় ইংলিশ জাতির অতীত পাপের সুখ!



৫। প্রতিবাদ

একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা কার্যকর হতে চলছে..
তার সাথে একটি ভয়ংকর রাজনীতিও...
এই দুটির মাঝে দুটো যোগসূত্র আছে
তার একটি আরাকান আরেকটি রোহিঙ্গা...
যদিও এই শব্দদুটোর একটা পরিবর্তিত
অপরটি সচেতনতার সাথেই অনুচ্চারিত..
তবুও এগুলো আজকাল বিশ্ব মানবাধিকার নামে পরিচিত...
যদি তাই হয় তবে জাতিগত নিধন কথাটি কি ভুলে যেতে হবে?


ছবি- গ্রেনভাইল ডট কম

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৪৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

বিলিয়ার রহমান বলেছেন: ১ নম্বরটা আসলেই এক নম্বর!!

মানবতার চেকমেট!

বলেছেন বটে!

বাকিগুলো ভালো ছিলো!


+++++

(অফটিপক: ফবুতে একটা নক দেন কবি)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪

ভ্রমরের ডানা বলেছেন:



প্রথম অনুভবে ও মন্তব্য প্রকাশে নিরন্তর শুভেচ্ছা! ভাল থাকুন নিরবধি!

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

চাঁদগাজী বলেছেন:


এই প্রথমবার জাতিসংঘ আসলে রোহিংগাদের পক্ষে কাজ করছে; জবাব কিছুটা আছে, দিতে পারবে, মনে হয়।

সিরিয়া হলো আরব সমস্যা, সেখানে নতুন নবী লাগবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮

ভ্রমরের ডানা বলেছেন:


সিরিয়ায় একটা পুতিন আর একটা রুহানি আছে। সাথে হিজবুল্লাহ, আই এস, আল নুসরা, আহর আল শাম, তেহেরিকি তালেবান থেকে আরো বড় বড় ব্রিগেড আছে। আর সি আই এ মোসাদ থাকলে আর চিন্তা কি! লং লিভ আম্রিকা আন্ড থেইয়ার সিটিজেনস! ব্রাভো...

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬

মোস্তফা সোহেল বলেছেন: সব কটিই ভাল লেগেছে।কেমন ভাল লেগেছে বললে বুঝিয়ে বলতে পারব না।
কবিতার মাধ্যমে অনেক চরম সত্য গুলো অকোপটে বলে গেছেন।
জাতিসংঘের কাছে কোন জবাব না চাওয়াই ভাল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে অনন্ত শুভেচ্ছা ও শুভকামনা! ভাল থাকুন নিরন্তর!

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪০

নূর-ই-হাফসা বলেছেন: সব কয়টায় ভালো লাগলো ।
কথা গুলো অনেক সুন্দর বলেছেন । ভালো লাগলো

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:

অনন্ত শুভেচ্ছা! বিশ্ব বিবেক জাগ্রত হউক।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: দাবা খেলা শেষেও রাজা,মন্ত্রী আরো বাকি সবাই পরে থাকে সেই এক বক্স এ.... #:-S

বিপন্ন মানবতা।


সবগুলো ভালো লিখেছেন।।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

ভ্রমরের ডানা বলেছেন:
কথায় লজিক আছে। তবে রেজাল্টটা কিন্তু থেকে যায়! শুভেচ্ছা কবি।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:



অস্থির এক সময়! চারিদিকে উত্তালতা!




কেহ আসিবেনা কি আগিয়ে!

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: চেকমেট। বাস্তবতা ফুটে উঠেছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:




বিষয়টা বাস্তবতার থেকেও ভয়াবহ! ভবিষ্যৎ আর নিঝুম অন্ধকারে। দরকার মানবিক ন্যায়বোধ। ধন্যবাদ।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫

সুমন কর বলেছেন: ঝাঁঝালো সব অণুকাব্য.............একটু কঠিনও বুঝি !!

+।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

ভ্রমরের ডানা বলেছেন:



আন্তর্জাতিক জ্ঞান থাকলে পানির থেকেও যে কারো বুঝতে সমস্যা হবে না সুমন ভাই। আপনি পূর্ণ আস্বাদন করেছেন আমি জানি। এই জন্যে আপনার অনুভবের ঝাঁঝ জটিল! তবে এই কবিতায় আপনার প্লাস আমার জন্যে বিশেষ কিছু হয়ে রইল! অনন্ত শুভেচ্ছা কবি! প্রীতি ও ভালবাসা জানবেন!

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাটস অফ ব্রো :)

সময় সাময়িক রাজনীতি, মানবতা, বিশ্ব ব্যবস্থার চোখে আংলি সব নিয়ে দারুন ঝাঝাল কাব্যপ্রকাশ।
মুগ্ধ ভাললাগা!

চেকমোট হোক আসাদ
চেকমেট হোক ট্রাম্প,
চেকমেট হোক কিম, ফাহাদ সহ সকল
স্বৈরাচারী ক্ষমতালোভীরা
জয় হোক মানবতার, ভালবাসার।

কবিতায় +++++++++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় কবি! কবিতা পাঠে ও মুল্যবান মন্তব্যে কৃতজ্ঞতা! আপনার প্রতি রইল অশেষ ধন্যবাদ!

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার সব লেখাই ভালো লাগে পড়ে, মুগ্ধ করে আমাকে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৪

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম সহব্লগার! অনন্ত শুভেচ্ছা রইল!

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৭

মলাসইলমুইনা বলেছেন: প্রথম অনুকাব্যেই চেক মাত আমি | আর পরের অনুকাব্যগুলোতে ভ্রমরের ডানায় উড়ে উড়ে হুল ফোটানোর মতো করে সত্য বেদনার নির্যাসটুকু জেনো ঢেলে দিলেন | সুন্দর !!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৩

ভ্রমরের ডানা বলেছেন:





কবিতার সত্য অনুভবে ধন্যবাদ! মানবতার মুক্তি হোক! সকল স্বার্থের হোলি নিপাত যাক। অনুভবে অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার!

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০

মনিরা সুলতানা বলেছেন:

চেকমেট বেষ্ট !!!!

০১ লা মার্চ, ২০১৮ রাত ১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:



বেষ্ট কম্পলিমেন্ট প্রিয় কবি!! আপনার মন্তব্য ঘরে অনুপ্রাণিত ও উদ্বেলিত হয়েছি! অশেষ শুভকামনা!

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭

নীলপরি বলেছেন: প্রত্যেকটাই ভালো লেগেছে । ১। , ২। খুব বেশী ভালো লাগলো ।

শুভকামনা

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে অত্যন্ত ধন্যবাদ কবি! নিরন্তর শুভেচ্ছা রইল। শুভ হোক প্রতিটি দিন!

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:১৯

ভ্রমরের ডানা বলেছেন:



একটু ঝালালো বলতে মনোরম বুঝিয়েছেন মনে হয়! শুভেচ্ছা সুপ্রিয় লেখক!

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ক্ষেপণাস্ত্রিক হেঁশেল, দারুণ নাম দিয়েছেন। সুন্দর লিখেছেন।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:২৩

ভ্রমরের ডানা বলেছেন:




হা হা, ব্যঙ্গ করে বলেছি মশাই। আজকাল পারমাণবিক কারবার বেশ চলছে তো তাই আরকি!


শুভেচ্ছান্তে!!

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

সোহানী বলেছেন: ইদানিং ফেইসবুকে তাকাই না। এভাবে করুন মৃত্যুগুলো দেখলে পাগল পাগল লাগে। বিশেষ করে শিশুদের। হায়রে মানবতা, শুধু চেকমেট না.... অনেক আগেই তাকে নির্বংশ করা হয়েছে।

আর কত ক্ষমতা চাই, আর তার জন্য আর ক'টা তাজা প্রান চাই তার জন্য........ জানা নেই তার উত্তর। এ কারনেই স্কুলে স্কুলে গুলিতে প্রান হারায় নিরীহ শিশুগুলো। সবাই যেন উন্মাদ হয়ে গেছে।

আমাদের তো ক্ষমতা নেই, কিছু গদ্য পদ্য লিখা ছাড়া। আর তাই দিয়েই প্রতিবাদ করে যাই।

ধিক্ তোমাদের...................

০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১০:০৫

ভ্রমরের ডানা বলেছেন:




আপনার হতাশা আমি অনুভব করছি! এই সমস্যার কারণ বিশ্বজুড়ে পরাশক্তিদের অপশক্তির দাপট! কে থামাবে সেটাই দেখার বিষয়! প্রতিবাদ চলুক!



ধন্যবাদ সুপ্রিয় ব্লগার!

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: কেমন আছেন স্যার? আপনার গত পোস্টটটি ছিল আন্তর্জাতিক সম্পর্কের উপর। আর এবারও সেই বিষয়টিকে উপহাসের আদলে পরিবেশন করলেন। এত কম কথায়,অথচ উপভোগ্য।সত্যিই তো মানবিকতা আজ বড় বিপন্ন। সভ্যতা এগিয়ে চলছে?না আমরা ক্রমশ ধ্বংশের দিকে এগোচ্ছি? নাকি এক মায়াবি শক্তি আমাদেরকে এই মারন খেলায় মগ্ন রেখেছে।আর সেই আসন্ন সময়ের জন্য বোধহয় আমরা কাউন্ট ডাউন করছি।
ধন্যবাদ, আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় থাকলাম।

০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১০:১০

ভ্রমরের ডানা বলেছেন:


জ্বী স্যার, আমি ভাল আছি। আপনিও ভাল আছেন নিশ্চয়! তবে এই বিপন্ন সময়ে হয়ত আমার আপনার কারোই মনটি ভাল নেই। কিছু জিনিস দেখে মন কাদে। কিছু করার থাকে না। তখন হয়ত সেই মানবিকতা পোড়ায় মনে মনে। সকল অপশক্তির লড়াইয়ের শিকার নিহত আহত সকল কিছুর হিসেব হোক। সকল অপশক্তির লড়াই বন্ধ হোক। মুক্তি পাক মানবতা! অনন্ত শুভেচ্ছা জানবেন।আপনার সুন্দর মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ স্যার!

১৮| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১২:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ লিখেছেন কবি! বিশেষ করে প্রথমটা। মনে হয় আন্তর্জাতিক বিষয়ে ইদানীং ভাবনা-চিন্তা বেশী করছেন? কবিতা ভাল লাগল।

০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১০:১২

ভ্রমরের ডানা বলেছেন:



হিসেব করাটা ফরজ। মানবতার খাতিরে মানবিকতা মানুষের ধর্ম। অনুভবে শুভেচ্ছা! অনন্ত শুভকামনা!

১৯| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৩:৩৫

অক্পটে বলেছেন: মুসলমানরা মার খাচ্ছে খুব। চোখ বন্ধ করলেই মনে হয় পুরো পৃথিবীর তাবৎ শাসকেরা মুসলমান নিধনে নেমেছে। অবশ্য মুসলিম সেডিস্ট নেতারাই এই পথ তৈরী করেছে।

আপনার কবিতা বরাবর ভালো লাগে আজও এর ব্যতিক্রম নয়।

০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১০:১৪

ভ্রমরের ডানা বলেছেন:

স্বার্থের কাছে ধর্মকে বিকিয়ে দেওয়া হয়েছে। মুসলিম হিন্দু খ্রিষ্টান সকল ধর্মে মানবতার কথা বলা হয়েছে। সেই ধর্মের পালন চাই।
নাহলে কোন ধর্মই ধর্ম নয়।

কবিতার অনুভবে শুভেচ্ছা!




অনুভবে অনন্ত শুভেচ্ছা!

২০| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:১৫

জাহিদ অনিক বলেছেন:

দারুণ চেকমেট! !

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:২৫

ভ্রমরের ডানা বলেছেন:







অনুভবে ধন্যবাদ কবি! অনন্ত শুভেচ্ছা!

২১| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ২:৩৯

ওমেরা বলেছেন: সব গুলোই ভাল তবে প্রথমটা বেষ্ট।

০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার মুল্যবান অনুভবের জন্যে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা!

২২| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ২:১৬

মিহির মিহির বলেছেন: খুব ভালো লাগলো পড়ে। পিরামিড কাব্য গুলোও খুব বেশি ভালো লাগতো। :)

০৫ ই মার্চ, ২০১৮ রাত ২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:







আমার কবিতায় অনেক পুরনো একজন পাঠক লেখকের মন্তব্য পেয়ে ধন্য হলাম। আপনার স্মরণ শক্তি প্রখর। সেই সাথে এও আমার সৌভাগ্য যে এই অধমের কবিতা মনে রেখেছেন। বহুদিন পর ব্লগে মিহির ভাই!!!




অনন্ত শুভেচ্ছা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.