নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

অগ্নিঝরা সাতই মার্চ

০৭ ই মার্চ, ২০১৮ রাত ১:৩৩





সাতই মার্চ একটি আগ্নেয়গিরির অগ্নিদাহ
অনলবর্ষী অগ্নিদেবতার গণকন্ঠ হতে..
ইতিহাসের পাতায় পাতায়
ব্রিটিশ পিরিয়ড থেকে পাকিস্তানি অপশাসনের
আপোষহীন ব্যবচ্ছেদ করে
শোষিত নির্যাতিত সাড়ে সাতকোটি বুকের ক্ষোভ
আর ক্ষতবিক্ষত মনের ভাষা বুঝে
তিনি উচ্চারণ করেছিলেন

"কি পেলাম আমরা?"

আর তাই বাংলার রাজপথে রঞ্জিত শহীদ ভাইদের
বুকের তাজা রক্তের ঋণ শোধ করতে,
একটি পতাকা, একটি মানচিত্র, একটি বাংলাদেশের
হাজার বছরের শোষিত জাতির মুক্তির জন্যে
সম্মোহিত জনতাকীর্ণ রেসকোর্স হতে
উচ্চারিত হল শ্রেষ্ঠ হতেও শ্রেষ্ঠতর কবিতা _

"এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম"।





ছবি- গুগল

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:


এখন মনে হয়, তিনি অনেক কিছু বলতেন অভ্যাসবশত:, তিনি আসলে তা ভাবতেন না।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:





বংগবন্ধুকে নিয়ে আরো পড়ুন। পক্ষ বিপক্ষ এড়িয়ে তিনি উত্রে যাবেন। তিনি আসলেই তা ভেবেছিলেন বলেই বাপের সম্পত্তি বিক্রি করে রাজনীতি করেছেন। রাজন্য হবার সাধ তার ছিল না বলেই বংগভবনে যাননি। সাধারণ মানুষের কাতারে থাকার জন্যেই ধানমন্ডি বত্রিশেই ছিলেন। তার অভ্যাস ছিল এদেশের মানুষকে ভালবাসা। হয়ত এটা তার কম ভাবা উচিত ছিল! বেচে যেতেন।



ধন্যবাদ!

২| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ২:৩৩

অনল চৌধুরী বলেছেন: ৪ দফার প্রতিটা দাবী ছিলো ঐক্যবদ্ধ রাষ্ট্রের পক্ষে।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪১

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি ঠিকই বলেছেন। কবিতার অনুভবে অনন্ত শুভেচ্ছা!

৩| ০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৪:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তখন কোনও দলমত ছিল না,ছিল শুধু একটা স্বাধীণ রাষ্ট্রের লক্ষ।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:


সেই লক্ষ্যের সুযোগ্য নেতৃত্ব দিয়ে তিনি জাতিকে পথ দেখিয়েছিলেন! জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি!



অশেষ ধন্যবাদ! শুভেচ্ছা রইল!

৪| ০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৬:১২

জয়নাল আবেদীন ২ বলেছেন: চমৎকার লিখেছেন। পিতাকে স্বশ্রদ্ধ সালাম।।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০০

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ! পিতাকে সালাম! শুভেচ্ছা রইল!

৫| ০৭ ই মার্চ, ২০১৮ ভোর ৬:২৮

অক্পটে বলেছেন: তখন কোন দল মত ছিলনা, আর দেশ ভাগ হবে এটা শেখ মুজিব কল্পনাও করেন নি। ভোটের সংখ্যাগরিষ্ঠতায় তাঁর দেশের শাসনভার গ্রহণ করার কথা এবং তাঁর লক্ষ্যও ছিল তাই। কিন্তু ব্যাক্কল পাকিরা তো বাস্তবতা মেনে নিতে পারেনি । এরও অনেক দেশ ভাগের বিষয়টা সামনে আসে। ঐ সময়ের সমস্ত পরিস্থিতিতেই আমাদের একমাত্র নেতা ছিলেন শেখ মুজিব।

০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৯

ভ্রমরের ডানা বলেছেন:

বাংলা ভাগের জন্যে মুসলিম লীগ, কংগ্রেস আর ব্রিটিশ চক্রান্ত দায়ী। বাংলার স্বাধীনতারর জন্যে শহীদ সোহরায়ার্দী লড়াই করেছেন। উনাকে সমর্থন দিয়েছিল মুজিবের মত তৎকালীন নেতারা। যারা একসময় বংগভংগ চাননি তারাই কাজ করেছেন বাংলা বিভাগের জন্যে। এটাই ইতিহাসের নির্মম সত্যতা।

আর পাকিরা ছিল এক উদ্ভ্রান্ত জাতি। এরা ভারতের উত্তর প্রদেশের মোঘল ব্যারাকের প্রচলিত উর্দুকে নিজের ভাষা বানিয়ে নিয়েছে। বাংলার উপরেও চাপিয়ে দিয়েছিল। ইহারা জানত না যে ভাষার ব্যবহার ও প্রকাশ কি গুরুত্ব রাখে। তাই উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা র "ই" প্রত্যয় শুধু পাকিদের পতন ঘটিয়েছিল। জাতীয়তাবাদ বাংগালি চেতনার উম্মেষ ঘটিয়েছিল। আর এমন হাজার হাজার ঘটনার কেন্দ্রে মুজিব ছিলেন একজন আদর্শ নেতা!




শুভেচ্ছা রইল!

৬| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: এশুধু কবিতা নয়! কাঙ্খিত লক্ষ্য। অনুভবে শ্রদ্ধা।যন্ত্রনা আছে,তবুও বলবো ভাল থাকুন স্যার।

০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভবে অনন্ত শুভেচ্ছা স্যার! এই কবিতায় জাতি দিশা খুঁজে পেয়েছিল। এখানেই কবির মাহাত্ম্য।

৭| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫০

মিরোরডডল বলেছেন: ভাল লিখেছেন

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৫

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ।

৮| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: কবিতায় দশে দশ দিলাম।

১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৫

ভ্রমরের ডানা বলেছেন:

অশেষ ধন্যবাদ রাজীব ভাই!

৯| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৯

আকিব হাসান জাভেদ বলেছেন: স্বাধীনতার কবিতা।
আমার কবিতা
কোটি প্রাণ মানুষের ভালোবাসার কবিতা ।
কবিতায় শ্রেষ্ট কবির শেষ ২ চরন আমায় সব সময় সংগ্রামী করে । আমি সংগ্রামী স্বাধীন দেশের জনতা।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৩:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ! স্বাধীনতারর ডাক কেউ ফেলতে পারবে না!

১০| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৭

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৩:০৫

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ সুমন ভাই! অনুপ্রেরণা খুঁজে পেলাম। কৃতজ্ঞতা!

১১| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৩:২৩

অনল চৌধুরী বলেছেন: ভাষণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে গবেষণা চলতে থাকুক।
উর্দুর পরিবর্তে ইংরেজীকে রাষ্ট্রভাষা ঘোষণা করা হলে ভাষা আন্দোলন হতো না।এখন তো প্রতিষ্ঠানিক ভাষা প্রায় ইংরেজীই।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৩:০৬

ভ্রমরের ডানা বলেছেন:



হুম,জানা ভাল। ভাসাভাসা জানা খুব খারাপ! শুভেচ্ছা!

১২| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩০

জাহিদ অনিক বলেছেন:
সত্যিই সে এক দারুণ মহাকাব্য। যা উজ্জীবিত করেছিল মানুষকে।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৩:০৭

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ কবি! শুভেচ্ছা রইল!

১৩| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২১

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন +

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৩:০৭

ভ্রমরের ডানা বলেছেন:


এইডা কি প্রোফাইল দিলেন!

১৪| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৩

খায়রুল আহসান বলেছেন: অগ্নিঝরা সাতই মার্চ - উপযুক্ত শিরোনামে একটি অনিন্দ্যসুন্দর কবিতা। কবিতা পাঠে মুগ্ধ হ'লাম।
কবিতায় পঞ্চম ভাল লাগা + + রেখে গেলাম।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ স্যার! আপনার মুল্যবান অনুভব ও কাব্যানুভূতি আমাকে অভিভূত করেছে! লেখায় আপনার বিরল ট্রেডমার্ক প্লাসগুলোর জন্যে, কবিতার সুচারু বিশ্লেষণ করে যুক্তিযুক্ত মন্তব্য প্রকাশে এভাবে উৎসাহিত করার জন্যে অশেষ কৃতজ্ঞতা! আন্তরিক শুভেচ্ছা ও অনিঃশেষ শুভকামনা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.