নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য- ২৭ - ছুঁয়ে যাক..

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৫



কোন শব্দ নেই, কোন শব্দই নেই,
নিশ্চুপ পাতার নৈমিত্তিক শব্দচয়ন
শুনশান এই রাতের বুক
তাই এখানে বিলি হোক চন্দ্রাহত জোছনা বিলাস!
এখানে ভাসুক এই বালুকাবেলায়...
অশান্তবদন এই নিরালায়..
প্রিয়তমা এসো ছুঁয়ে নিয়ে তাই
অতলান্তিক ভালবাসার সম্পূর্নটাই..
তোমার আলতা পায়ে মাখ আলতো চুমু..
বার বার, বার বার, বার বার নাচুক সে রুমুঝুমু..
আজ গলে পড়ুক সবটুকু জল ঘুংগুর পায়ে,
অনাদর ধুয়ে যাক তার শুভ্র ফেনিল গায়ে..
নোনতা হাওয়ার লোম কূপে কূপে..
সুন্দরী বনের কস্তূরী ধূপে ধূপে ....
নেশাতুর মৃগনাভি খোঁজে
বুনোহাঁসেরা হোক উর্মির বান...
সমুদ্র সফেন এভাবেই ছুঁয়ে যাক গাংচিল প্রাণ...


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৪৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছুঁয়ে যাক প্রাণ। এভাবেই।

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:


প্রথম অনুভবে শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর! শুভকামনা!

২| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: ওহে কবি-
নায়িকার পায়ে কদম বুচি কেন !! ;)
বুঝলাম, গভীর প্রেম মানে কী উন্মদনা !


কবিতা ভাল হয়েছে।

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:

এ বুচি সমুদ্রের বুচি, যে ছোঁবে সেই বুঝবে গভীর উম্মাদনার আসল রুপ!



হা হা হা...




অনুভবে শুভেচ্ছা কবি!

৩| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৭

সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে। শুধু,

তোমার আলতা পায়ে মাখ আলতো চুমু.. --- লাইনটা কেমন জানি লাগল !! বাকিটা কবিই জানে......হাহাহাহা
+।

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ সুমন ভাই। অনুপ্রাণিত হয়েছি। আর এই লাইনে সমুদ্রের চুম্বনরস বর্ণিত হয়েছে। বাকিটা আপনার ভালবাসা....




হাহা হা.. আমি শুধু লিখে দিয়েছি!



শুভকামনা!

৪| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৭

সুমন কর বলেছেন: ওকে ওকে...... ;)

১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

ভ্রমরের ডানা বলেছেন:
থ্যানকু দাদা :P

৫| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ডানা ভাই।

১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ সোহেল ভাই! অনুপ্রাণিত হয়েছি। অনন্ত শুভেচ্ছা!

৬| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৪

মনিরা সুলতানা বলেছেন: গাংচিল প্রাণ ছুঁয়ে যাক, ছুঁয়ে'ই যাক
ছুঁয়ে ছুঁয়ে মন ছোঁয়া হয়ে'ই থাক।

১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:




চমৎকার বলেছেন প্রিয় কবি! ছুঁয়ে যাক......

পুনশ্চঃ

আপনার আবৃতি শুনেছি। এত সুন্দর করে কাজ করেন আপনি সেটা মনে গেঁথে যায়!



অনন্ত শুভেচ্ছা সতত!

৭| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অসাধারণ।

১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে কৃতজ্ঞতা! শুভেচ্ছা রইল!

৮| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: আমি যদি এত সুন্দর করে আপনার মতো কবিতা লিখতে পারতাম !!

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:





আমার অনুভব আপনার মতই। আপনি শুধু গল্প লেখেন আর আমি কবিতা।এটাই পার্থক্য!



শুভকামনা রাজীব ভাই!! মন্তব্যে প্রীত হলাম! ধন্যবাদ।

৯| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

নীলপরি বলেছেন: সমুদ্র-কাব্যটা অসাধারণ লাগলো ।

আ. ট -- এইমাত্র একটা কবিতা লিখলাম যার কেন্দ্রে এই সমুদ্র । আর এসেই আপনার এতো সুন্দর কবিতাটা পড়লাম । :)

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:



সমুদ্র সবার, সমুদ্র একটি স্বতন্ত্র কাব্য! প্রতি মূহুর্তেই অসংখ্য কাব্য আছড়াবে এর কূলে এটাই স্বাভাবিক! আপনার কবিতাটি পড়ে খুব ভাল লেগেছে কবি!শুভেচ্ছা ও ভালবাসা জানবেন! শুভকামনা!

১০| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৭

সোহানী বলেছেন: আরে ছবি দেখেইতো সমুদ্র খুজেঁ বেড়াচ্ছিলাম কিন্তু তার দেখা পেলাম না। দেখা পেলাম প্রিয়তমার কথন.......

বরাবরের মতই ভালো লাগলো.....

১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৫

ভ্রমরের ডানা বলেছেন:



সময় করে এসব যে চোখে নেন আর মাধুরী মিশে মন্তব্য করেন তাতে মুগ্ধতা শুধু বাড়েনি বরং অনুপ্রেরণাও বেড়ে চলে!




ধন্যবাদ সুপ্রিয় ব্লগার! কবিতার অনুভবে বরাবর শুভকামনা!

১১| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: যেন কাঁশফুলের নরম ছোঁয়া ;)

মধুময় ভাললাগা ছুঁয়ে গেল :)

+++

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:


মন্তব্য পড়ে হাসছি ভিগু ভাই! আপনি অনেক দুষ্টু! মধুমাখা ভ্রমরের লাহান...




শুভেচ্ছা রইল!

১২| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:০১

জাহিদ অনিক বলেছেন: শুরুটা সাদামাটা, শেষ পাঁচ লাইনে এসে মনে হলো এটা জলকাব্য এবং কবি ভ্রমরের ডানা

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১:০০

ভ্রমরের ডানা বলেছেন:





সাদামাটা কবিতার জলে ভাসবার জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি! অনুপ্রাণিত হয়েছি! আন্তরিক শুভেচ্ছা রইল!

১৩| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে ধন্যবাদ সেলিম ভাই। শুভেচ্ছা রইল!

১৪| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৫

মিরোরডডল বলেছেন: অনেক অনেক বেশি সুন্দর

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৪

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে অনন্ত শুভেচ্ছা! আন্তরিক অভিনন্দন রইল!

১৫| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৮

মিরোরডডল বলেছেন: এই ছবিটি অনেক রোমান্টিক

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

আসলেই তাই।আমার কাছেও তাই মনে হয়েছে! ভাল থাকুন নিরন্তর!

১৬| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: অতলান্টিক ভালোবাসার শুভ্র ফেনিল,
ছুঁয়ে গেল মোদের হৃদয়ের গহীন।
জলদেবী তার নানান রুপে,
ভয়ঙ্কর সুন্দরীর বেশে,
ধরা দিল কবির আর্তি মেনে।
অসাধারন!শুভেচ্ছা নেবেন।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩০

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার অনুভবে অনন্ত শুভেচ্ছা! কাব্যিক মন্তব্য প্রকাশে অনুপ্রাণিত হয়েছি! কৃতজ্ঞতা রইল!

১৭| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

রোদ্দূর মিছিল বলেছেন: বেশ ভালো লাগলো। হয়না, কিছু কবিতা ঠিক রক্ত-মাংসের মত জীবন্ত? এই কবিতাটাও তাই। প্রানের বীজমন্ত্র আছে এতে।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:


তাই বুঝি! সত্যি চমৎকার এই মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত বোধ করছি! আপনার মন্তব্যটি অনন্য কাব্যানুপ্রেরনা হয়ে রইবে! জীবন্ত অনুভবে অনন্ত শুভেচ্ছা! ধন্যবাদ রোদ্দুর মিছিল!

১৮| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ ভ্রমর;
ভালোলাগা প্রকাশে আমার খুব সাধারন কিছু প্রচেষ্টায়।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:



না প্রিয় কবি, সত্যি আপনার আবৃতি মায়া ভরা! সাধারণ তো নয়ই বরং তা ভিন্নতর। গহীন বনের ভেতরে পাখিদের কলতানের মতন। অনেক অনেক শুভেচ্ছা রইল!

১৯| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫১

উম্মে সায়মা বলেছেন: আপনার সমুদ্রপ্রেম দেখে বারবার মুগ্ধ হই ডানা ভাই!
কবিতায় ভালো লাগা।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪১

ভ্রমরের ডানা বলেছেন:


আপনাদের ভালবাসা আমায় মুগ্ধ করে বারবার, এ যেন সমুদ্র তীরের অসমাপ্ত উজ্জীবিত উর্মি! কোন কালেই শেষ হবার নয়। কবিতার অনুভবে অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার!

২০| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: নেশাতুর মৃগনাভি খোঁজে...
আমার মন ছুঁয়েছে। অনেক ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার মন ছোঁয়া আমার কাব্যের জন্যে একটি মাইলফলক হয়ে রইবে। জলকাব্যানুভবে অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় ছড়াকার! ভাল থাকুন! শুভকামনা!

২১| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৫

খায়রুল আহসান বলেছেন: "সমুদ্র সফেন এভাবেই ছুঁয়ে যাক গাংচিল প্রাণ" - এ লাইনটি আপনার কবিতার প্রাণ। অত্যন্ত কাব্যিক হয়েছে একটি সুন্দর কবিতার সমাপ্তিটুকু। এ রকমই হয়ে থাকে আপনার কবিতায়- শেষ লাইন, শেষ ক'টি লাইন বা শেষ স্তবক হয়ে থাকে কবিতার ভরবিন্দু।
কবিতায় ভাল লাগা + +

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


জল কবিতার পারফেক্ট ব্যবচ্ছেদ করে কৃতজ্ঞ করেছেন স্যার! আমি আগেও বেশ কয়েকবার বলেছি। কিন্তু কেউ খেয়াল করেছে কেউ করেনি। কিন্তু আপনি ঠিকই ছত্রেছত্রে এসে কবিতাকে বিশ্লেষণ করেছেন তার ভারকেন্দ্রতে এসে সঠিক পরিমাপ করেছেন। তার পরিধি খুঁজে তার সূক্ষ্ম হিসেব নিকেশ করেছেন। সে জন্য শুধু আমার দৃষ্টিতে নয় বরং সকল সজ্জন ব্লগারের নিকট আপনি একজন নিখুঁত পাঠক যা একজন মহান লেখকের প্রথম ও সর্বোত্তম গুনাবলি বলে আমি মনে করি।


কাব্যভ্রমনে করে তার রসবিন্দু আস্বাদনে, কাব্যের ভূয়সী প্রশংসায় লেখককে অনাবিল আনন্দ দানে,কাব্যের অনুভবে প্লাস ও ভাল লাগার প্রকাশ আমাকে শুধু অনুপ্রাণিত করেনি বরং মুগ্ধ করেছে বটে! সুপ্রিয় লেখকের জন্যে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ রইল! ভাল থাকুন সুস্থ থাকুন সে কামনা নিরবধি!

২২| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষের দুইলাইন অনিন্দ সুন্দর।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার অনুভবে অনন্ত শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর! শুভকামনা!

২৩| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৪

ধ্রুবক আলো বলেছেন: বেশ মনোমুগ্ধকর .....

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩১

ভ্রমরের ডানা বলেছেন:

মুগ্ধকর অনুভবের জন্যে কৃতজ্ঞতা সুপ্রিয় ধ্রুবক ভাই! অনন্ত শুভেচ্ছা রইল! ভাল থাকুন সব সময়!

২৪| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪১

অচেনা হৃদি বলেছেন: চমৎকার কবিতা, কবিতার সাথে ছবিটা গেলো না ! :(

এই ছবিটা দিলেই মানাতো...
চমৎকার কবিতা, কবিতার সাথে ছবিটা গেলো না ! :(

এই ছবিটা দিলেই মানাতো...

২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০০

ভ্রমরের ডানা বলেছেন:



অপশন ছিল না তো! ছবিই পাইনি। পেলে দিয়ে দিতুম! :)




ছবিটা বেশ দিয়েছেন। তবে সমুদ্র নেই। জলকাব্যে সুমুদ্দুর না থাকলে চলে! হা হা হা...


এই গরীবের পুরনো কবিতা পড়ে দেখার জন্যে আন্তরিক শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.