নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

জলকাব্য -২৮- তোর নীলকাব্য গান

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০০



পড়িস আমাকেও, একান্ত চোখে রাখিস চোখ..
রাতের তারায় যেমনে খুঁজিস স্নিগ্ধ সম্ভোগ..
সেভাবে একান্তে পড়িস তুই সমুদ্র-বিতান..
সেভাবে নীল বুকে সাজাইস লহরী সোপান..

কখনো,
ধীরে ধীরে চোখের পাতায় তোলে নাচন..
খোঁপায় বাধা মায়াবী টগর ফুলে
আলো ঝলমল চাঁদনী রাতে দুলে
সেজে রোহিণীর মতন
আরশি ধারে কপালে গুজিস টিপ..
একান্ত অর্ণব বুকে তুই একান্ত কাব্য দ্বীপ..
অনন্তকাল পড়িস এই ঊর্মির কাঁপন ..
গেঁথেছি মায়া ভরে রাখিস যতন..

আবার কখনো,
তুই ছুঁয়ে দিস এই বিরহ কুসম হার
যেভাবে ছুঁয়েছিলি বুকের সব জলজ সম্ভার ...
ধীরে ধীরে... বহতার পাটনি হয়ে, দিবস আঁধার..

আমিও আরশি হয়ে পড়ব তখন
তোর শোভিতা হৃদয় নগর..
লিখে যাব ভালবাসার সমুদ্র আখর..
মুক্তো মালায় গেঁথে গহীনের আদর..

একান্তে ভালবেসে নয়নকূল মোহনায়,
অচিন দেশের দিগন্ত সীমানায়..
আমি গেঁথে যাব তখন দরিয়া-আখ্যান..
লহরীর বুকে পিঠে তোর নীলকাব্য গান..


সর্বস্বত্ব সংরক্ষিত
স্থান ও সময়- ঢাকা, সন্ধ্যা সাত ঘটিকা।

মন্তব্য ৭৯ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


ভাবনা ও অনুভবের গভীরতা বাড়ছে

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে অনন্ত শুভেচ্ছা! মন্তব্যে বিশেষ ভাবে অনুপ্রাণিত হলুম! প্রশংসার জন্যে শুকরিয়া জনাব!

২| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২

চঞ্চল হরিণী বলেছেন: আমার বন্ধু ভ্রমর, সবার আগে মন্তব্য করতে না পড়েই লিখলাম। এরপর পড়ে লিখবো। :>

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার বন্ধু হওয়া সৌভাগ্য সুপ্রিয়!! অনন্ত শুভেচ্ছা!!

৩| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

চঞ্চল হরিণী বলেছেন: " আরশি ধারে কপালে গুঁজিস টিপ
একান্ত অর্ণব বুকে তুই একান্ত দ্বীপ
অনন্তকাল পড়িস এই ঊর্মির কাঁপন
গেঁথেছি মায়া ভরে রাখিস যতন " আবেশের গভীর সমুদ্রে হারিয়ে গেলাম...............

দারুণ লিখেছেন !

'তুই ছুঁই' না হয়ে কি 'তুই ছুঁয়ে' হতে পারে ? উর্মি- ঊর্মি। প্রেমের কবির প্রতি বন্ধুর ভালোবাসা।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৮

ভ্রমরের ডানা বলেছেন:

টাইপো গুলো ঠিক করে নিলুম। আসলে প্রেমের কবিতা একটানে না লিখলে মজা নেই। ভাল লাগে না। আর তাই কিছু টাইপো। কবিতার আবেশ আপনার বেশ লেগেছে জেনে খুব ভাল লাগছে। আপনার কাছে স্তুতি পাওয়া বিশেষ কিছু বটে! প্রেমের কবি কিনা জানিনে ক্ষুদ্র লেখক হতে পারলেই খুশি। তার থেকেও বেশি স্বার্থকতা হল কবিতা যখন হৃদয়ের কাছাকাছি আসে!



আবারো শুভেচ্ছা কবি!

৪| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

নীলপরি বলেছেন: বাহ ,ছন্দের ঝংকারে আর শব্দের রঙে রাঙানো এক মোহময় কবিতা ।
+++++
শুভকামনা

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৭

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতার স্তুতিচ্ছলে অনুপ্রাণিত ও মোহিত করেছেন নীলপরি! আন্তরিক ধন্যবাদ জানবেন! আশা করি শীঘ্রই আপনার কবিতায় আমাদের রাঙাবেন!

৫| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্য। পাটনি কি নদি?

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:২০

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় গিউলি ভাই। বহতার পাটনি হবে। পাটনি নদী নয়। নদীর মাঝি! :D

৬| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

ঋতো আহমেদ বলেছেন: বাহ্ ! '...' এর ব‍্যবহার বেশ লক্ষণীয়। ভালো লাগলো।

পড়িস আমাকেও, একান্ত চোখে রাখিস চোখ.. শুরুটা দারুণভাবেই হয়েছে। ++

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৩

ভ্রমরের ডানা বলেছেন:


ঋতো ভাই, সুরে তালে লেখায় খাবি খাচ্ছি। সুরেরটান মনে রাখার জন্যে '..........' ব্যবহার করি। আপনার ভালো লাগায় লেখাটি স্বার্থক হল। আপনার প্রশংসায় অনুপ্রাণিত হয়েছি! কবিতার অনুভবে ভালবাসা রইল! অনন্ত শুভেচ্ছা কবি!!

৭| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০১

কথাকথিকেথিকথন বলেছেন:






যেন কবিতা ছুটে চলেছে নিরুদ্দেশে! ইচ্ছেমত, খামখেয়ালী কিন্তু গোছালো অনুভবে.....

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৮

ভ্রমরের ডানা বলেছেন:



কবি,


কবিতারা এমনি! অগোছালো! এলোমেলো এলোকেশী! খামখেয়ালিপনায় ভরপুর তারা আমাতে করেছে ভর! বেড়িয়ে আসছে সমুদ্রতটের বুকে ঊর্মিমালাদল, চঞ্চল, বড়ই চঞ্চল!


সুন্দর অনুভবে কৃতজ্ঞতা! শুভকামনা চিরন্তন!

৮| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:২০

সিগন্যাস বলেছেন: কবিতা বুঝিনা।
কবিতার উপরের ছবিটা দেখে পোষ্টে ঢুকলাম।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:


ঢুকে ভুল করেছেন মেবি। সেটা বলতে চেয়েও কি বলা হয়নি!


Pardon....

৯| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:২০

সনেট কবি বলেছেন: কবিতার কথা হৃদয় ছুঁয়ে গেল। জলকাব্যের অনেকগুলো আমি সনেট রিমেইক করে ছিলাম। যারা আপনার গভীর কবিতার অতলে তলিয়ে যায় তাদের ভাসাবার ব্যবস্থাকি কবি?

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:





যতদূর মনে পড়ে আপনি কিছুদিন জলকাব্যে বেশ মনোযোগী হয়েছিলেন। কয়েকটা রিমেইক করে সন্মানিত করেছেন। তবে আমি কিন্তু মনের আনন্দে লেখি। প্রাপ্তির আশা খুবই কম। লেখার ইচ্ছে থেকেই লেখাগুলো আসে। এই যা। কবিতার অতলে কেউ তলিয়ে যাবার আগেই বলি জলকাব্যে শুধুই ভাসা যাবে ডোবা নয়। হা হা হা....



ধন্যবাদ কবি!

১০| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:১২

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার স্নিগ্ধকর মন্তব্যে অনুপ্রেরণা পেলবতা!


ধন্যবাদ রাজীব ভাই!

১১| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: সিগন্যাস বলেছেন: কবিতা বুঝিনা।
কবিতার উপরের ছবিটা দেখে পোষ্টে ঢুকলাম।



আজকাল আমারও অবস্থা একই। :P

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৩

ভ্রমরের ডানা বলেছেন:

ধুর মিয়া!


মস্করা করেন!!! আই কিন্তু ফটত যাইয়ুম! পিলাস চাই পিলাস!

১২| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৫

ভ্রমরের ডানা বলেছেন:


ট্রেডমার্ক কমেন্টে ভালবাসা কবি ভাই! শুভেচ্ছা নিরন্তর!!

১৩| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৯

অচেনা হৃদি বলেছেন: এতো আবেগ ক্যারে !

কবিতা পড়ে মুগ্ধ হয়ে একটা ফেসবুকিয় ডায়লগ দিলাম ! :)

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:২১

ভ্রমরের ডানা বলেছেন:


এই একটা কবিতা (২৮ নাম্বার) পইড়াই জিগান আবেগ ক্যারে X(( আবেগের দেখছেন ডা কি! একবার ব্লগে আইসেন। জলকাব্যের ১-২৭ পইড়েন। হাবুডুবু খাইবেন। আরো আছে বহুত!



না পইড়া যাইবেন না। আর পিলাস দেন নাই কিলা X((



আপ্নের নামে পোয়েট্রি ডুট কুমে মামলা দিবাম কইলাম। তাড়াতাড়ি পিলাচ খিচ্চান!

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:





একটা সময় তোরে বড় কবি ভাবিতাম
ব্লগপিঞ্জরায় যতন করে কাব্য পড়িতাম
তোর মিষ্টিমধুর কাব্য দেইখা দুঃখ পুষাইতাম
তুই কমেন্ট করলে আনন্দেতে লাফাইয়া যাইতাম
একটা সময় তোরে ব্লগের হটি ভাবিতাম
তোরে ব্লগপিঞ্জরায় যতন করে কমেন্ট করিতাম

তোর কার্টুনমুখের ছবি দেইখা মিকি সাজিতাম
তুই পোষ্ট করলে পরে লাফাই লাফাই লাইক মারিতাম
ওরে ব্লগের পাতায় যতন কইরা দিলাম তোরে ঠাই
এখন তোর মনে আমার ব্লগের জন্য কোন জায়গা নাই :||

ওরে আদর কইরা ব্লগপিঞ্জরাতে লাইক্যাই পাখিরে
তুই যারে যা উইড়া যা রে অন্য ব্লগেতে
ও খাইয়া, ও খাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া লাইক গুলা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে
খাইয়া ও খাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে :((

১৪| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৮

জাহিদ অনিক বলেছেন:
জলের ডানাকে বানিয়ে পালকলেখনী যেন জলেরই আখরে লেখা নীলকাব্য যেন এক কবি হৃদয়ের একলব্য !

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:


কবির মন্তব্যে কাব্যের ধুন! বড়ই ভাল লাগা! এই না হল কবি! আপ্লুত হলুম ভায়া!



শুভেচ্ছান্তে!

১৫| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০১

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! কত্তদিন পরে আবার জলকাব্য পেলাম। তবে সঙ্গে এবার দরিয়া আখ্যান নীল কাব্য গান। কথার বিনুনি, ভাবের গাঁথুনি মিলিয়ে জলপরীর রুপে মুগ্ধ হলাম।

অনেক শুভকামনা প্রিয় কবিভাইকে।

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:





এই তো বিগলিত হলাম ভায়া। পদাতিক ভায়ের জলকাব্যে পদচিহ্ন বড়ই সৌন্দর্যময়। যেন কোন বনের ময়ূর পাখামেলে আছে। সমুদ্রও মুগ্ধ হয়! তাইতো ছুটে আসে।


আপনার কথামালায় এই অধম অনুপ্রাণিত হয়েছে! সে জন্যে অশেষ ধন্যবাদ গ্রহণ করে বাধিত করবেন সুপ্রিয় ব্লগার! শুভেচ্ছা নিরন্তর!

১৬| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ডানা ভাই।

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবের ভালবাসায় সিক্ত হল জলকাব্য! শুভেচ্ছা সোহেল ভাই! ভাল থাকুন নিরন্তর!

১৭| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

সিগন্যাস বলেছেন: ধুর মিয়া!


মস্করা করেন!!!আমি শুধু বলতে এসেছি আমাদের মতো স্বল্পবুদ্ধির দুপেয়ে প্রানীদের জন্য আরেকটু সহজ ভাষায় কবিতা লিখবেন।যেন আমরাও একটুখানি আনন্দ পাই।নাহলে কবিতার ছবির দিকে চেয়ে তাকা ছাড়া গতিনাই

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


লা হাওলা ওয়া কুতুবু........



কি কন মিয়া,
এইডা কঠিন হইছে। মস্করা তো আপ্নে করতাছে। আমি কই কি আপ্নে আগে আমার ব্যবচ্ছেদ সিরিজটা পড়ে তারপর জনকাব্যে নামেন। সহজ হইয়া যাইবোগা। =p~

১৮| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৮

আখেনাটেন বলেছেন: আমিও আরশি হয়ে পড়ব তখন
তোর শোভিতা হৃদয় নগর..
লিখে যাব ভালবাসার সমুদ্র আখর..
মুক্তো মালায় গেঁথে গহীনের আদর..
-- ভালোবাসার চেইন রিএকশন চলতেই থাকুক। বেশ। :D

*অর্নব < অর্ণব

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৭

ভ্রমরের ডানা বলেছেন:



সুদূর মিশরের মহামহিম আখেনটেনের জলকাব্যে পদধূলিরঞ্জিত ছাপ! সৌভাগ্য বটে। এখন কই আসল কথা কানে কানে, মহামহিম, ক্লিওপেট্রার মোবাইল নাম্বার আছে নি?

আই মিস হার ফ্রম দ্যা বটম অব মাই জলকাব্য....

=p~







শুভেচ্ছান্তে!!

১৯| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৯

তারেক ফাহিম বলেছেন: পিলাস দিলাম ++
ডাবল পিলাস ১০ নাম্বার লাইকটি কিন্তু আমার।

ভাবনা এত গভির !!

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২২

ভ্রমরের ডানা বলেছেন:


আপনি কইছেন এতেই লাইক হইয়া গেছে। বাটন টিপা লাগত না। আর পিলাস দিয়া ভাবনার অ্যাংকরে আরো ওজন লাগিল। এখন আরো গভীরে যাইবে।



=p~





ধন্যবাদ ফাহিম ভাই!

২০| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:



অশেষ ধন্যবাদ মাইদুল ভাই! শুভেচ্ছা সবসময়!

২১| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা যেন এক অজানা ভাষার বই, কিছু বুঝেও বোঝা যায় না। ;)


কবিতায় +++

খুব ভাল লিখেছেন।।

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪২

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতায় প্লাস দিয়া ধন্য করিলেন! আন্তরিক ধন্যবাদ শাহরিয়ার ভাই!!

২২| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৮

আখেনাটেন বলেছেন: এখন কই আসল কথা কানে কানে, মহামহিম, ক্লিওপেট্রার মোবাইল নাম্বার আছে নি? -- ভুল বাটনে ক্লিক করেছেন কবিবর। একথা টলেমি বা মার্ক এন্টনি জানতে পারলে চকিতে আপনার ধড় থেকে মাথাটা অালাদা হয়ে যাবে। ক্লিউপেট্রা সবার জন্য নয়। সাধু সাবধান। ;)


আর আখেনাটেনের আছে শুধুই নেফেরতিতি। এ জিনিস আরো ভয়ঙ্কর। স্বপ্নেও কল্পনা করবেন না কবিবর। পরের দিন নাদুসনুদুস 'দুম্বা' হয়ে ঘুম ভাঙলে আমার কিছু করার নেই। :-P শুনেছি নেফেরতিতি ব্লাক অার্টে পারদর্শী।

তারচেয়ে বরং এক হালি পোলা-মাইয়াসহ সখিনাবিবিকে নিয়ে যে সুন্দর ঘর-সংসার করে খাচ্ছেন তাই নিয়ে থাকুন কবি। শুধু শুধু ক্যানে যে স্বর্গের অপ্সরাদের দিকে হাত বাড়ান। =p~

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫১

ভ্রমরের ডানা বলেছেন:

হ, ঠিকই কইছেন। বামুন হইয়া চাঁদের দিকে হাত খুঁচাইতে যাওয়া ঠিক না। আপ্নে আমার বড়ভাই হন। আপ্নের কাছে এন্টনি ম্যান্টনি চাদগাজী ভাইয়ের ভাষাই কইলে কইতে হয় ম্যাওপ্যাও! ইহাদের আপনি সামলাইবেন আমি সামলামু ক্লিওপেট্রা। আর আপ্নের নেফারতিতি আপনার একচোখ কেমন জানি। ডর লাগে। আগে আপনি সামলাইছেন এখনো আপনেই সামলান। :P


আর স্বর্গের অপসরা কইয়া আরেক অপসরার কথা মনে পড়িল। সাথে একখান গানও মনে বাজিল-

কতদিন দেখিনি তোমায়.. তবু.....



=p~




স্বর্গের দিকে আর যাইতাম না...

২৩| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি আবেগীয় কবিতা--- আহা!!
আবার কখনো তুই ছুঁয়ে দিস... এই বিরহ কুসুম হার...

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:


শুকরিয়া মেহেরবান!!! :)

খানাপিনা কিছু আছে নাকি। কতদিন খানাখন্দের দেখা নেই! ;)

২৪| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩

আখেনাটেন বলেছেন: আর স্বর্গের অপসরা কইয়া আরেক অপসরার কথা মনে পড়িল। সাথে একখান গানও মনে বাজিল-

কতদিন দেখিনি তোমায়.. তবু.....
=p~

স্বর্গের দিকে আর যাইতাম না...
--এইবার কবি অমর্ত্য থেকে মর্ত্যে নেমেছেন অপ্সরা ধরতে। এটা ভালা পাই। সখিনাবিবি থাকা সত্ত্বেও যদি সুন্নত পালন করতে চান আমার কি করার আছে। :P

শেষে যেন আবার এমন গান গাইতে না হয়: তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ... :P

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১০

ভ্রমরের ডানা বলেছেন:




সখিনা বিবির কথা কইয়া দিলেন তো মুড নষ্ট কইরা। সুন্নত তো পালন করা উচিত মাগার হ্যাডামও লাগে। এই সুন্নত এই গরীবের পক্ষে পালন করা দুঃসাধ্য শুধু নহে কল্পনার অতীত। আর ক্লিওপেট্রাদের সাথে একটু দুষ্টামির খায়েশ ছিল তাই নাম্বারটা চাইছিলাম। কিন্তু আপনি যে ভুজুংভাজুং দিলেন তাতে মনে হয়না নেটওয়ার্ক কাজে লাগবে। আমার তো আপনেরে সন্দেহ হইতেছে। নেফার দিদিরে রাইখা না জানি আপ্নেই ক্রিংক্রিং করতাছেন ক্লিওপেট্রার লগে। :P নাউজুবিল্লা।


আর যে গানের লিংক দিছেন হেইডা শুইনা এখন মনে হইতাছে বাইচা আছি ক্যামনে!! মান্না ভাই মাইরা দিছিল আরেকটু হইলে! ভাগ্যিস ক্লিওপেট্রারর কথা ভাবতাছিলাম নাইলে তো অক্কা পাইতাম!



আপনার নেটওয়ার্ক ভাল না। কাজ হইবো না বুঝছি। সরাসরি তুতেনখামেনের লগে দেখা করা লাগবে। হ্য আমার খুব বুজুম! ভাই ব্রেদার মানুষ। আপ্নের মত প্যাঁচানো না!




=p~

২৫| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৪

অচেনা হৃদি বলেছেন: হিহিহি....
কি আজব কবি, জোর করে প্লাস আদায় করে ! ;)

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৩

ভ্রমরের ডানা বলেছেন:




জোর করে জোর করে বলে
একি আজব কারখানা
লাইক দিতে কেউ নয় রাজি
সবি দেখি তা না-না-না!

ব্লগে আইসা কি ব্লগার ছিলে
এসে তুমি কি কত লাইক নিলে,
কি ব্লগার হবা যাবার কালে
সে কথাটা ভেবে বল না!!

ভিগু, সনেট কবি ব্লগার মুচি
এক ব্লগেই সব হয় গো শুচি,
লেখা দেখে হয় না রুচি
মডু তো কাকেও ছাড়বে না!

প্রকাশ্যে যে লাইক চাইতে রয়,
তাতে কাহার কি ক্ষতি হয়?
ভ্রমর বলে লাইক কারে কয়
এ ভ্রম তো ভাই আর গেল না!
একটা লাইম দিছ বলে
কর কেন তা না-না-না!!

২৬| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৮

সাহসী সন্তান বলেছেন: পোস্টের লাইকে আমি আপনার আনলাকি থার্টিন পার করাই দিলাম ডানা ভাই! আশাকরি খুশি হইছেন? ;) তবে ইদানিং কবিতা লেখায় কি একটু বেশি হোমওয়ার্ক করা পড়তেছে নাকি? না মানে, দিন দিন এত ভাল লিখতেছেন যে, সত্যিই অসাধারন...

কবিতায় ভাল লাগা! শুভ কামনা ডানা ভাই!

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৮

ভ্রমরের ডানা বলেছেন:



আরে সাস ভাই করলেন ডা কি! পুরা ফিলিংস ডা দিলেন চুবাইয়া.... :((


কত কষ্ট কইরা লাইকডা আদায় করিলাম, কমেন্টে দুইডা প্যারোডি মারিলাম আর আপনি মনে করাইয়া দিলেন উহা আনলাকি থার্টিন ছিল! :(( ইয়া খোদা, তোমার কাছে বিচার দিলাম...... ( বিএম্পির নেতার স্টাইল হপে)



ভাই এবার আসল কথায় আসি, আসলে হইছে কি বিগত কয়েক দিন ধইরা আমি ধ্যানরত আছি। এক্কেবারে সোজা। হঠাৎ শুনলাম অপরাধী গান বাজতাছে। এরপর থেইকাই এই অবস্থা আরকি! ফিলিং মোর ফাঊহারফুল!! B-)


মানে ইমোশন কাজ করতাছে আরকি! ;)



তা, আপনার কি অবস্থা! সব ঠিকঠাক তো...

২৭| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিরা যে ভয়ানক দুষ্ট আগে ঝনতামনা!

কত কথা যায় বলে কোন কথানা বলে ;) হা হা হা
অনেক অনেক ভাল লাগল জলকাব্য স্নান
মোহনীয় মধুর আবেগে টইটুম্বুর
আহা! আহা! বাজে নিক্কন সুমধুর :)

যেমন কাব্য তেমনি প্রতিমন্তব্য রসে রসময় ;)
ভ্রমর বলে লাইক কারে কয়
এ ভ্রম তো ভাই আর গেল না!
হা হা হা
অসাধারন প‌্যরোডি হয়েছে সাইজির ফ্রেমে :)

++++

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

ভ্রমরের ডানা বলেছেন:







সব লোকে কয় ভ্রমর কি কবি ব্লগসংসারে।

ভ্রমর বলে কবির কি রূপ
দেখলাম না এই নজরে!!

কাব্য দিলে হয় কবিগান
নারীলোকরে যায় কি পটান!!
ব্লগার চিনি পোষ্ট প্রমাণ
চোর চিনি কি করে!!

কেউ রম্য কেউ কাব্য গলে
তাইতে কি ব্লগ ভিন্ন বলে?
লগইন কিংবা আউট কালে
ব্লগার চিহ্ন রয় কারে!!

ব্লগ জুড়ে কবির কথা
লোকে গল্প করে যথাতথা।
ভ্রমর বলে কবির ফাতা
ডুবাইছি এই ব্লগবাজারে!!


=p~



উত্তর ঠিক আছে নি ভিগু ভাই!! শুভেচ্ছা!!

২৮| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০

সাহসী সন্তান বলেছেন: আপনি আসলে এখনো কিছুটা বোকাই রয়ে গেছেন ডানা ভাই! আপনাকে নিয়া জাতির কত আশা ভরসা ছিল, অথচ... :( সে যাহোক, তবে এত জোর জবরদস্তি না কইরা যদি সিম্পলি কইতেন; আপনি কারো অমঙ্গল চাইলে একটা প্লাস দিয়া যান। তাইলে দেখতেন ধুমছে প্লাস দিয়া যাইতো।

তখন আপনার প্যারোডির ভান্ডারও খোলা লাগতো না, আর প্যারোডি লিখতে গিয়া ঘামও ঝরানো লাগতো না! ;)

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

ভ্রমরের ডানা বলেছেন:

হ, আপ্নে ঠিকই কইছেন। আমার কওয়া উচিত ছিল...



আমার লাইকের কলসি, গিয়াছে ভাসি
কবিরে তোর কাব্যের ঢেউ লাগিয়ারে
কবিরে তোর কাব্য ঢেউ লাগিয়া!! (২)

ধীরে কাব্য বাইয়া যদি ব্লগ হইতে পাড়
তবে কি ভাসিতো ব্লগে লাইকের কলসী আমার
আমার সহে না দেরী, আমি উপায় কি করি
কাব্য লেখার সময় গেল বইয়ারে!! (২)

এবার যদি কাব্য লাগিয়া কলসী হয়রে তল
কবিরে তোর কাব্য গাওয়া হইবেরে বিফল।
কাঙাল ভ্রমর বলে, কলেকৌশলে
ব্লগ শুদ্ধ রাখিব বান্ধিয়ারে!! (২)



=p~

২৯| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ!!
কী যে চমৎকার!!!!
বহমান শব্দের ধারায় আকাংঙ্খিত অগোছালো চাওয়া!!
নগরীর বুকে লিখে যাওয়া অবিরত নাম অনাদিকালের স্রোতের ভাসুক।

শুভকামনা ভ্রমরের ডানা!

০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০০

ভ্রমরের ডানা বলেছেন:





সুপ্রিয় কবি,
আপনার মন্তব্যে ভেসে গেলাম!!! আপনার প্রশংসায় অজস্র অনুপ্রেরণা খুঁজে পেলাম!! এভাবে এই গরীবের ব্লগ পাতায় এসে উৎসাহিত করার জন্যে অশেষ শুভকামনা!!! ভাল থাকুন নিরন্তর!!!

৩০| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অসাম প‌্যারোডি হয়ে যাচ্ছে ফাকতালে ;)

কাব্য দিলে হয় কবিগান
নারীলোকরে যায় কি পটান!!
ব্লগার চিনি পোষ্ট প্রমাণ
চোর চিনি কি করে!!
+=+
কাব্য দিলে হয় কবিগান
নারীলোকরে যায় কি পটান!!
ব্লগার চিনি পোষ্ট প্রমাণ
চোর চিনি কি প্রকারে!!

'প্রকারে' দিলে ছন্দটা যুইত কইরা কানে লাগে :P নাকি কন কবি?

নেন আফনের লাইগ্যা একখানা ফ্যরোডি

দেরে রে রে রে রে,
তোরা লাইক দিয়ে দে রে,
যেমন সবাই লাইক দিয়ে যায় মনের আনন্দে রে।।

ভ্রমরের ডানা যেমন বাঁধনহারা,
ব্লগিং মাঝে সকল ব্লগার তেমন লাইক খুঁজে ফেরে।।

দেরে দেরে রে রে,
মাউসে ক্লিক করে দে রে

সর্বাধিক লাইক কমেন্ট পাঠে নির্বাচিত হয়রে,
পাঠক খোঁজে শর্ট লিষ্টে নয়তো মন ভরে নারে,

অট্টহাস্যে দেরে লাইক সকল দ্বিধা ছেড়ে। :P
=p~ =p~ =p~ =p~ =p~

০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

ভ্রমরের ডানা বলেছেন:
প্রকারে দিলে জোশ লাগতেছে ভিগু ভাই! এই জন্যেই আপ্নে গুরু আমি চেলা!


আপ্নের প্যারোডিটা জোশিলা!! দারুণ মজার ছিল!!


লাইক কমেন্ট পড়ে কম
চিন্তায় আছে এই অধম

তাইতো গাই-


একবার যদি কেউ লাইক মারতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত
যদি এমন হতো একটি কিলিক
আমায় বলে কেউ ব্লগে দিত
সব লাইকের ঝিলিক!

এ জীবন তবু কিছু না কিছু পেত
যদি এমন হতো একটি টিপন
আমায় হাসিয়ে বলে যেত সে
এই নাও লাইকের ফোড়ন
এ জীবন তবু কিছু না কিছু পেত

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩১| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: একবার যদি কেউ লাইক মারতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
হা হা হা

দারুন জোসিলা ;)

ও শ্যামরে কানে কানে
একেলা পাইয়াছি রে শোন
এই ব্লগ বনে
আইজ লাইক-লাইক খেলবো রে শ্যাম

একেলা পাইয়াছি হেতা লাইকনাদি' যাবে কোথা ।।
চৌদিকে ঘিরিয়ারে রাখবো ।।
সব ব্লগার সনে
আইজ লাইক লাইক খেলবো রে শ্যাম

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:




একেলা পাইয়াছি হেতা লাইকনাদি' যাবে কোথা ।।
চৌদিকে ঘিরিয়ারে রাখবো ।।
সব ব্লগার সনে
আইজ লাইক লাইক খেলবো রে শ্যাম

=p~ =p~ =p~ =p~ =p~ =p~



হাসতে হাসতে কাশিতে লাগিলাম ভিগু ভাই। আপ্নিও পারেন বস.....

লন আমিও একখান বানাইলাম-

লাইক হই হই রিপোর্ট হাওয়াইলা
লাইক কই কই রিপোর্ট খাওয়াইলা
হন হারনে পুষ্টখানার দাম ন দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা
লাইক হই হই ব্যান হাওয়াইলা
লাইক কই কই ব্যান খাওয়াইলা

হন হারনে ভালবাসার দাম ন দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা
আশাই আঁচিল লাইকে লয়
বাইন্দুম একখান সুখেরি ঘড়
আশাই আঁচিল কবিতারে লয়
বাইন্দুম একখান সুখেরি ঘড়
লাইকে বদলে দুক্কু দিলা
কমেন্টের বদলে দুক্কু দিলা
হন হারনে ভালবাসার দাম ন দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা

ব্লগ পাতাতে অইনুর টানত আরে কেন ফেলাই গেলা
ব্লগবাড়িতে অইনুর টানত আরে কেন ফেলাই গেলা
এনগরি কেন ভুল বোঝিলা
হন হারনে পুষ্ঠহানের দাম ন দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা
মধু হই হই ব্যান হাওয়াইলা
মধু হই হই রিপোর্ট হাওয়াইলা

হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা
লাইক হই হই রিপোর্ট হাওয়াইলা
লাইক কই কই রিপোর্ট খাওয়াইলা
হন হারনে ভালবাসার দাম ন দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা

৩২| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: লাইক হই হই রিপোর্ট হাওয়াইলা
লাইক কই কই রিপোর্ট খাওয়াইলা
হন হারনে পুষ্টখানার দাম ন দিলা
হন দোষখান পায় ভালবাসার দাম ন দিলা
লাইক হই হই ব্যান হাওয়াইলা
লাইক কই কই ব্যান খাওয়াইলা

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

হাসতে হাসতে শ্যাষ!
অসাম!
হ্যাটস অফ গুরু ;)

নেন আরেকখানা-

ওগো আর কিছু তো নয়,
শুধু লাইক টুকু পেতে চাই
ব্লগিংয়ে এইতো পাওয়া ব্লগিং এইতো চাওয়া
একটা লাইকইতো পেতে চাই।। :P
=p~ =p~ =p~

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:২০

ভ্রমরের ডানা বলেছেন:


ওগো আর কিছু তো নয়,
শুধু লাইক টুকু পেতে চাই
ব্লগিংয়ে এইতো পাওয়া ব্লগিং এইতো চাওয়া
একটা লাইকইতো পেতে চাই।

:P

=p~ =p~ =p~

আফসোস ভাই আফসোস! কেউ মোদের মনের কথা বুঝল না! তাই তো দুঃখে গাই-


চলে যায় যদি কেউ লাইক না মেরে
কাঁদিস কেন মন
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।।

কমেন্ট পরে লাইক আছে
দুখের পরে সুখ।
আধার রাতের শেষে যেমন
দেখিস লাইকের মুখ
জন্ম নিলে সবার তরে আছেরে মরন।।

দুদিনেরেই ব্লগবাড়িতে সবাই মুসাফির।
এ সংসারের মোহ মায়ার হই কেন অধীর!!


জয় গুরু!! B-)

৩৩| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৭

সুমন কর বলেছেন: অনেক দিন পর, কোন জলে ডুব দিয়েছিলেন !!

কাব্য সুন্দর এবং মিষ্টি হয়েছে। +।

১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:০০

ভ্রমরের ডানা বলেছেন:

হা হা হা...

জলে ডুবেই তো জলকাব্য আনলাম... মিষ্টি অনুভবে অনুপ্রাণিত হলাম সুমন ভাই! নিরন্তর শুভকামনা রইল!

৩৪| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:০২

শাহরিয়ার কবীর বলেছেন: অভিনন্দন কবি ও কবিতাকে ! :)



১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৩

ভ্রমরের ডানা বলেছেন:


ভাই, বহুদিন পর নির্বাচিত পাতায় গেছি দেখলাম। আসেন এই খুশিতে হা ডু ডু খেলি দুই ভাই মিলে!!

৩৫| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: জীবনে কবিতার স্থান অনেক উপরে, তবে জীবনটা কবিতা না ইহা বেশরম লাজ লজ্জাহীন উপন্যাস ।

১০ ই জুলাই, ২০১৮ রাত ১:০৪

ভ্রমরের ডানা বলেছেন:
কথাটা পছন্দ হৈসে ভাই! কোট করতে চাই!




শুভেচ্ছান্তে!

৩৬| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন: অবস্যই কোট করবেন । আমার লেখা আপনার ভালো লেগেছে এই জন্য ধন্যবাদ ।।

১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:



শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার! অনেক অনেক শুভকামনা!!

৩৭| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

তামান্না তাবাসসুম বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

ভ্রমরের ডানা বলেছেন:



মুগ্ধতা টুকুর জন্যে অশেষ ধন্যবাদ! জলকাব্যে স্বাগতম!!

৩৮| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৩:১৫

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর ছন্দময় নীলকাব্য....
বাস্তবে কি কেউ এভাবে অনুভব করে? নাকি কেবল এসব গান আর কবিতায়ই হয়? আমার তো তাই মনে হয়.....

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে থাকে বাস্তবতা! বাস্তবতায় থাকে অনুভব! কবিতায় যা থাকে তার কিছুই ভুল নয়! তবে সব কবিতায় সব শুদ্ধ নয়? ভুল শুদ্ধ মিলেই কবিতা, মানুষের জীবন!



শুভকামনা কবি!!

৩৯| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৩

লাবণ্য ২ বলেছেন: আসলাম আপনার জলকাব্যের নিমন্ত্রণে।অসাধারন হৃদয়ছোঁয়া কাব্য।এক এক করে সবগুলো সিরিজ পড়ে ফেলবো।

২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

জলকাব্য এক থেকে সিরিয়ালি পড়তে পারেন। তবে বুঝতে সহজ হবে। সিরিয়াল ব্রেক করে অন্য কবিতায় যায় যাবেন না। তাহলে বুঝতে পারবেন ভাল করে। অন্য লেখায় গেলে মনোযোগ থাকবে না!




নিমন্ত্রনে সাড়া দেওয়ায় অশেষ ধন্যবাদ! শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.