নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ -২৪- ভ্রষ্টাচার্য সারমেয়

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৪

কামনার তোড়ে সব খসে পড়ে..




কামনার তোড়ে সব খসে পড়ে..
পাথর ফুঁড়ে যেভাবে জ্বলে ওঠে আগ্নেয়গিরি
যেভাবে বয়ে চলে পাহাড় হতে জ্বলন্ত লাভা ..
সেভাবে খলবলানো যৌনতার নর্দমা স্রোত নামে..
মনের পর্দায়, হৃদয় জানালায়..
বুকের বিছানায়, মগজের খাটিয়ায়..
ওদের আয়েশি হাউস জাগে...
দিনরাত্রি নিউরনের জংগুলে
গহীন অন্ধকূপে কালো কালো ব্যাঙ ডাকে...
এরপর একদিন পচা গন্ধ বের হয় নর্দমা থেকে..

নৈমিত্তিক ঘটে যাওয়া ওদের
এসব উৎকট দুর্গন্ধযুক্ত স্ক্যান্ডাল
ওদের কাছে যেন কিছুই না..
প্রচার করে যায় ইচ্ছেমতন বেত্তামিজ..
গুগল থেকে ইউটিউব সর্বত্র
সারমেয়যুগল ছেয়ে আছে অন্তর্জালে....
বিষবৃক্ষের ডালে ডালে..

সাধারণ কিংবা অসাধারণ..
সবার কাছেই খুব স্বাভাবিক খবর..
কারো কারো কাছে খুবই অনুকরণীয়..
পীরবাবার চেলা হয়ে
কেউ উল্লাস করে শিষ দিয়ে বলে-
"খাইয়া ছাইড়া দিছ গুরু, সাব্বাস"
বাহাদুরি করে ওরা নিজের ঢাক
নিজেই পিটায় সামাজিক যোগাযোগে..
যেন দেশের কৃতিসন্তান...
দেশ উদ্ধার করেছে..
মিডিয়া এমনকি সেদিনের কবিটাও চুপ নেই...
বিসিবিও চাচ্ছে-
"ও খেলুক, যেমন খেলছে আরেক বীরপুঙ্গব!
সামনে ওয়ার্ল্ড কাপ! স্কোয়াডে এমনি বারুদ চাই"
চলছে..

চলছে সব নির্লজ্জতা অবাধে..
জনগণ ম্যান্ডেট দিয়েছে, প্রশাসনও নির্বিকার,
থানাদারও লুকিয়ে দেখছে প্রতিটি ক্লিপ..
লাখো লাখো ফলোয়ার...
মজা লুটছে সবি..
বাহ! সারমেয় কবি!!
তোমার বায়াত্তর কবিতার একটা শুনেই
দেখ বায়াত্তুরে থাকা সিফাত্তুদ্দোলা উঠেছে জেগে..
দেখ, দিনরাত্রি এক করে শত ছিনালী পিছে লেগে..

কিন্তু আফসোস এই যে,
যারা দেখছে এসব
যারা এর মাঝে
তারা হাজার হাজার স্কুলগামী..
আর তাই, কতিপয় স্কুল পড়ুয়ারাও
খোঁজবে হয়ত বকুলের তলা
বকুল ফোটার আগেই ..

হৃদয়ের ব্যবচ্ছেদ হবে নগণ্য..
শারীরবৃত্তীয় আকাঙ্ক্ষা পাবে প্রাধান্য..
শহরে বন্দরে বসবে এক শ্বাপদসংকুল বন..
আহ কি আনন্দ কামদেব, কি ভবিতব্য ক্ষণ!!
জীবন মানে খুঁজবে আধুনিক বন্যতায়
অর্থ বিত্ত যৌবন আর ভালবাসা শূন্যতায়....
মাঠে সেঞ্চুরি আর বিছানায় সারমেয় জীবন!!
আহ কি আনন্দ কামদেব, কি ভবিতব্য ক্ষণ!!
দেখছি সবি
বাহ, সারমেয় কবি!!!

আফসোস চেয়ে দেখি, এখনো চেয়ে আছে অজস্র মুখ,
মায়ের আশীর্বাদ, পিতার স্নেহ,
মানুষের দোয়া...
কিন্তু বিফলে যাবে সব..
হোক না যে যত মানিক রতন..
সবই চাপা পড়ে ময়লা বাদামের ঠোঙ্গার মতন...
ষড়রিপুর মায়াজালে..
সারমেয়যুগলের বিষবৃক্ষ তলে..

আর তাই সমাজের সংবিধিবদ্ধ সতর্কীকরণে
অভাব, বড়ই অভাব..
কিসের তা বলার দরকার নেই...
শুধু বলি যে আদমের হৃদয় আছে
তার ভালবাসতে যৌনাঙ্গ লাগে না..
যেমনটা লাগে পশুদের!


সর্বস্বত্ব সংরক্ষিত
ঢাকা, রাত ১২টা ৩৬ মিনিট।


বিঃ দ্রঃ - জাতীয় ক্রিকেট দলে সারমেয় নয় অনুকরণীয় মানুষ চাই!!

মন্তব্য ৬৬ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আজ এক অন্য রুপে কবিকে, ' বিদ্রোহী আকারে ' পেলাম। কবির হৃদয় আজ ক্ষতবিক্ষত ।কামনা করি যেন দুর্যোগ কেটে যায় । এক নুতন প্রভাতের অপেক্ষায় আমরা।

শুভকামনা প্রিয় কবি ভাইকে।

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৪

ভ্রমরের ডানা বলেছেন:



দুর্গতি জাতির উপরে, আমার উপরে, আপনার উপরে, সবার উপরে।! দেশে হাজার হাজার বাচ্চাকাচ্চা আছে। ওরা ফেসবুক, ইউটিউব দেখছে। ওরা একজন ন্যাশনাল ফিগারকে এমন করতে দেখলে কি শিখবে?
আর এঁদের যদি কোন শাস্তি না হয় তবে তো কেল্লাফতে!


তবে আপনার মত আমিও নতুন প্রভাতের অপেক্ষায়! শুভেচ্ছা রইল! প্রথম মন্তব্যের জন্যে অশেষ কৃতজ্ঞতা!

২| ১১ ই জুলাই, ২০১৮ রাত ২:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৪

ভ্রমরের ডানা বলেছেন:


শুভেচ্ছা কবি!

৩| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৩:৩০

চঞ্চল হরিণী বলেছেন: আমি যে বারবার চিৎকার করে বলি আর তোমরা হেসে উড়িয়ে দাও, বুঝবে একদিন বুঝবে কতটা সত্য ছিল সেই কথাগুলো। এই সমস্ত শক্তি নিয়েই প্রতিটা মানুষ জন্মায়। যারা তাকে নিয়ন্ত্রণ করতে শেখে তারাই মানুষ হয়, আর বাকিরা পশু। যেমন আছে তোমাদের মাঝে কামদেব। যাঁরা এই শক্তির দশ দিগন্তের পুরোটাই নিয়ন্ত্রণ করতে পারেন তাঁরা হয়ে যান মহাপুরুষ।
সকল মহাপুরুষ মাত্রই কবি, তবে কবি মাত্রই মহাপুরুষ নন।

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২০

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি অনেক গভীরে চলে গেছেন। আমি তামিম আয়েশার মত প্রেমের ইতিহাস চাই, সারমেয়দের হাউকাউ নয়। জানি কেউই মহাপুরুষ নয়। তবে কিছুকিছু জায়গায় নিজের উপর নিয়ন্ত্রণ আনা জরুরী! যারা পারেনি তারা কিছু একটা হারিয়েছে।


আপনার মন্তব্যটা খুবই ভাল লেগেছে কবি বন্ধু!! অনন্ত শুভেচ্ছা রইল!

৪| ১১ ই জুলাই, ২০১৮ ভোর ৬:০৮

ব্লগ মাস্টার বলেছেন: অসাধারন কবির ভাব ভঙ্গিময় লেখা।ভালো লাগল।

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২১

ভ্রমরের ডানা বলেছেন:



আর ভাল লাগে না। এসব দেখেও না দেখার ভান করা আর কত?


শুভেচ্ছা মাস্টার!

৫| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৭:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অন্যরকম প্রতিবাদী কবিতা! দারুণ লিখেছেন! প্লাস!

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৩

ভ্রমরের ডানা বলেছেন:
যেমন করে শরৎকাল আসলে সারমেয়যুগল ঘাউঘাউ করে তেমনি হচ্ছে আজকাল।আফসোস এর কোন সিজন নেই। চলে আসে ধুপধাপ!


থ্যাংকস সম্রাট ভাই!

৬| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:০৬

সোহেল আহমেদ নাসিম বলেছেন: অসাধারন লেখা

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৪

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ ব্লগার সোহেল! শুভসকাল!

৭| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩০

স্রাঞ্জি সে বলেছেন: বাহ! চমৎকার।

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৫

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ! শুভসকাল!

৮| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩২

ফ্লাডিং বলেছেন: ওমা কত তুন্দর কবিথা।

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৮

ভ্রমরের ডানা বলেছেন:


নামের কি অবস্থা? মাথা আছে না গেছে?



কবিতা পড়ার জন্যে ধন্যবাদ!

৯| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫২

জাহিদ অনিক বলেছেন:

আহা ! বেশ হয়েছে কিছুটা উত্তপ্ত বাক্য চাই যেন।

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩০

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার জবাবে লেখে ফেলতে পারেন। আমিও শিখব উত্তপ্ত কথা! প্রতিবাদ তো করতেই হবে এসব নষ্টামির!

১০| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৯

সিগন্যাস বলেছেন: কিছুটা বুঝেছি হে ডানা ভাই

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩১

ভ্রমরের ডানা বলেছেন:



সৌভাগ্য সিগন্যাস ভাই। আপনি বুঝলে কবিতা সবাই বুঝবে। কবিতা পাঠে অশেষ ধন্যবাদ!

১১| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।

আপনার কবিতা পড়ে আজকের দিন শুরু করলাম।
ভালো থাকুন।

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

শুভসকাল রাজীব ভাই,
আপনার সাথেই আছি! আশাকরি দিনটি ভাল কাটবে!শুভেচ্ছা!!

১২| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৩

ঋতো আহমেদ বলেছেন: কবিতাকে সার্বজনীন করার দিকে আর একটু মনোযোগী হওয়া চাই আমাদের। কবিতা ভালো হয়েছে। তবে, 'বি: দ্র:' টুকু অপ্রয়োজনীয় মনে হয়েছে। শুভ কামনা।

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:


ওই বিঃ দ্রঃ টাই কবিতার সারকথা এবং এটি অতিবগুরুত্ববহ! এটা প্ল্যাকার্ড বানিয়ে আমি প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে দাঁড়িয়ে থাকতেও ভয় পাব না! আপনার মন্তব্য ভাল লেগেছে! শুভসকাল!

১৩| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অন্যরকম প্রতিবাদী কবিতা!! কবিতায় ভালোলাগা... ! প্রতিবাদ চলুক এভাবেই!!

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪১

ভ্রমরের ডানা বলেছেন:



প্রতিবাদ!! জেলে নেওয়া হোক এসকল কুলাঙ্গারদের! এরা দেশকে এসব নোংরামি শেখায়!



শুভকামনা!

১৪| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৭

লাবণ্য ২ বলেছেন: চমৎকার!

১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪১

ভ্রমরের ডানা বলেছেন:



শুভসকাল, শুভেচ্ছা রইল!

১৫| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৭

নীলপরি বলেছেন: শুধু একটা পেশায় নাহ । সব জায়গায় । কেউ মুখোশ পড়ে , কেউ মুখোশ ছাড়া ।

কবিতা ভালো লাগলো ।++++
সাথের ছবিটাও দারুণ ম্যাচ করেছে ।
শুভকামনা

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১

ভ্রমরের ডানা বলেছেন:



জীবানুর মত লেগেছে সবখানে বিষাক্ত করছে চারপাশ। মুখোশের অন্তরালে আরো ভয়ংকর! এরা নাকি এই সমাজের সেলিব্রেটি! লজ্জায় মাথা হেট হয়। এ কোন সমাজ?


কবিতার অনুভবে শুভেচ্ছা নীলপরি! ভাল থাকুন অবিরাম! শুভকামনা সবসময়!!

১৬| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৬

ঋতো আহমেদ বলেছেন: সেটাই বলেছি। কবিতার সারকথাকে বি: দ্র: দিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। সেটা কবিতা পড়েই বুঝে নিতে হয়।

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার সাথে একমত! তবে ধরে নিন আজকের বিঃ দ্রঃ ছোটখাটো একটা প্রতিবাদ! আপনার অনুভব বুঝছে পেরেছি! শুভকামনা কবি!

১৭| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখছেন++

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে শুভেচ্ছা শাহরিয়ার ভাই! শুভেচ্ছা সব সময়!

১৮| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৯

অচেনা হৃদি বলেছেন: প্রতিবাদী সুর ভালো লেগেছে !

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:



প্রতিবাদে ভাল লেগেছে জেনে ভাল লাগছে! আপনার জন্যে শুভকামনা ও শুভেচ্ছা!!

১৯| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩২

অচেনা হৃদি বলেছেন: স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার ইচ্ছে পূর্ণ হউক। তবে কিছুটা দ্বায়িত্ব নেবেন। অমানুষ বেড়ে গেছে। এদের বিরুদ্ধে কবিতা ঝংকার চাই!





শুভেচ্ছা ও শুভকামনা কবি!

২০| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: করেছেন কি এইসব আপনি জানেন ??? !!! পরিবার পরিবেশ সমাজ ও দেশের বাস্তব একসাথে কবিতায় দিয়ে দিলেন - আর কিছু লেখার বাকী আছে কি ? আমার তো মনে হয় লেখা শেষ - এখন এই লেখার ব্যাবচ্ছেদ করতে থিসিস লিখতে হবে রিম রিম কাগজে !!!

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:



এমন করে বলে এই অধমকে সন্মানিত ও অনুপ্রাণিত করেছেন সুপ্রিয় ব্লগার! আমি চাই না এই লেখাকে নিয়ে কোন গবেষণা হোক। শুধু চাই ওই সারমেয়যুগল গুলোর দৃষ্টান্তমূলক শাস্তি। যাতে লাখ লাখ তরুণ এসব ভাবতেও ভয় পায়। দেশটার সামাজিক মূল্যবোধ ধ্বংস হয়ে যাচ্ছে এসব সারমেয়দের কারবারে!




পাঠে ও মন্তব্যে অশেষ ধন্যবাদ জানবেন! শুভকামনা সতত!

২১| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিদ্রোহী কবির কবিতা যেন নারী খেকো
হায়নাদের মুখে প্রচন্ড এক চপেটাঘাত!!
বর্তমান পেক্ষাপট কাব্যে তুলে ধরার জন্য
কবিকে ধন্যবাদ।

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:



এরা পেয়েছেটা কি? এর কি কোন শাস্তি নেই? যার যা খুশি করছে দেখার কেউ নেই? এই বেত্তামিজদের চরম শাস্তি প্রদান করা উচিত!



শুভেচ্ছা ও শুভকামনা জানবেন!

২২| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৪

সনেট কবি বলেছেন: সুন্দর।+

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ সনেট কবি! এদের বিরুদ্ধে প্রতিবাদ চাই!

২৩| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৮

সাহসী সন্তান বলেছেন: আপনারটা দিয়ে আজ অনেকগুলো কবিতা পড়লাম। তবে তার মধ্যে আপনার কবিতাটাকেই বেস্ট বলে মনে হইলো! ডানা ভাই বিষ্ফোরন ঘটাইলে যে তার ধ্বংসাবশেষ এতটা তীব্র হয় আগে জানা ছিল না...

ভিন্নমাত্রার ব্যবচ্ছেদ ভাল হইছে! তবে একটু বড়। মানে আমার মত জম্মের আলিস্যা পাবলিকদের জন্য কিঞ্চিৎ সমস্যা আরকি! :-<

কবিতায় ভাল লাগা (আজ আনলাকি থার্টিনে পইড়া গেছি। :( তবে চাপা কমাবো তেমন পোলা আমি না। মনে করেন আনলাকি থার্টিনকে আজ আমি লাইক মাইরা লাকি থার্টিনে পরিণত কইরা দিলাম)। B-) :P

শুভ কামনা ডানা ভাই!

১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার সাথে ভাই ব্রেদার রিলেশন, আমারটা লাগবো নাতো কি অন্যেরটা! তয় কথা হইল কি, ফুটাইলে সবডি মিলে ফুডান লাগে। নাইলে জমে না। তাই একলগে ফুডাইছি। বড় তো একটু এখন হইবই। তয় কথা দিতাছি যেদিন পিডামু হেই দিন হালকা কইরা ছোড কইরা দিবানি। আপ্নের আজকের পেরেশানি পুশায় যাইব গা! :P


আর আনলাকি রে লাকি কইরা আমারে উদ্ধার করলেন। আগেরডা লইয়া মুস্কিলে ছিলাম। :D তয় আপনার মেগাপুষ্ট কবে পামু? এসব বিষয় নিয়া পারলে লেইখেন। দুনিয়াডা অস্থির কইরা দিছে এই পশুর দল!




শুভেচ্ছা লইবেন। শুভ বিকাল!!

২৪| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কবি?

গোস্বা অনেক বেশি হইছিলেন ;)
লাগামহীন সমাজ, সংষ্কৃতির তো এমনই বেহাল হবার কথা।


১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:



হ, কবি ভাই! গোস্বা না হইয়া উপায় কি বলেন। ইতরামির সীমা ছড়ানো কারবার সব। আসলে আপনি আসল কারণ কইয়া গেছেন-

লাগামহীন সমাজ, সংষ্কৃতির তো এমনই বেহাল হবার কথা।


ভবিষ্যৎ খুব খারাপ! হাজার হাজার ছেলেপেলে এসব নোংরামি দেখে কি শিখবে বলুন! মনডা খারাপ হয় এসব ভাবিলে!




শুভকামনা ভিগুভাই!

২৫| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৫

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



শালীনতার আব্রু , অশিক্ষিত চিন্তায় লালিত তথাকথিত আধুনিকতার দাপটে খসে গেছে সেই কবে !
যুব মানসের এই হিংস্রতা, এই অভব্যতা, এই সারমেয় চিন্তা সে দাপটেরই ফল ।

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫১

ভ্রমরের ডানা বলেছেন:




সুপ্রিয় কবি, ঠিকই বলেছেন। অনেক আগেই এই লাগাম ছুটে গেছে। এই নষ্টনীড় শুধরাবে কে? হিংস্র জানোয়ার এর থেকে ভাল আছে। আমি শুধু অবাক হই এই ভেবে যে দেশে কেউ কি নেই ওদের শিক্ষা দেয়!




ভাল থাকবেন!! অশেষ শুভকামনা!!

২৬| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৯

শামচুল হক বলেছেন: অন্য রকম কবিতা। খুব ভালো লাগল।

১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২১

ভ্রমরের ডানা বলেছেন:


অশেষ ধন্যবাদ! প্রতিবাদ হোক প্রতিটি সামাজিক অনাচারের! শুভেচ্ছা রইল!

২৭| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৭

সুমন কর বলেছেন: ক্ষোপ-রাগ-বিদ্বেষ.........মন খারাপ বুঝি !! কবিতা ভালো হয়েছে।
+।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩০

ভ্রমরের ডানা বলেছেন:





কিছুটা সুমন ভাই! কবিতা লেখার সময় খুব বেশি ছিল। এখন কিছুটা কম! কবিতায় আপনার উপস্থিতি পেয়ে এখন ভাল লাগছে বেশ! নিরন্তর শুভেচ্ছা জানবেন!

২৮| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২

এ.এস বাশার বলেছেন: শুভকামনা কবি।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় ব্লগার! শুভেচ্ছা রইল!!

২৯| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:০১

সোহানী বলেছেন: হুম বলে বলে টায়ার্ড...............।

ছবিটা অসাধারন।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:



হুম বলবেন কেন! হুম হুম হুম আমার বিরস লাগে! ছবিটাতো আমার না, কবিতা আমার। কবিতা ভাল লাগেনি তাইনা কবি? এই দুঃখ আমি কোথায় রাখব! :((



না, এ হতেই পারে না....

৩০| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ,
মনের ভিতর জমে থাকা অনেক অভিমান ক্ষোভ সমাজের প্রতি, প্রজন্মের প্রতি।
দারুণ ভেবেছেন কবিবর।

শেষের লাইন গুলো হৃদয়ে গেঁথে গেল, ভালোবাসার জন্য হৃদয়'ই যথেষ্ট

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ৮:০৭

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতায় শুভেচ্ছা কবিবর! বহু দিন আপনার দেখা নেই! আজ পেয়ে খুব ভাল লাগছে! আশাকরি আপনার ব্যস্ততা কেটে যাবে!

৩১| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১:২৬

পবিত্র হোসাইন বলেছেন: ভয়ানক...

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৪

ভ্রমরের ডানা বলেছেন:



ভয়াবহ অবস্থা! শুভেচ্ছা রইল!

৩২| ২০ শে জুলাই, ২০১৮ ভোর ৫:০২

সোহানী বলেছেন: আপনার কবিতা আর ভালো লাগবে না এইটা কি বল্লেন :((

ওটা বাই ডিফল্ট।..................................

২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০০

ভ্রমরের ডানা বলেছেন:






ধ্যাত! আমি যে কি ভাবি! থ্যাংকস আপু!

৩৩| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮

চোরাবালি- বলেছেন: চমৎকার লিখেছেন

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২০

ভ্রমরের ডানা বলেছেন:


Thanks!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.