নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

প্যারোডি কাব্য- ২ - মন্তব্য প্রতিমন্তব্যে ..

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫২




জোর করে জোর করে বলে
একি আজব কারখানা
লাইক দিতে কেউ নয় রাজি
সবি দেখি তা না-না-না!

ব্লগে আইসা কি ব্লগার ছিলে
এসে তুমি কত লাইক নিলে,
কি ব্লগার হবা যাবার কালে
সে কথাটা ভেবে বল না!!

ভিগু, সাস ভাই, ব্লগার মুচি
এক ব্লগেই সব হয় গো শুচি,
লেখা দেখে যদি না হয় রুচি
মডু ভাই কাওকে ছাড়বে না!

প্রকাশ্যে যে লাইক চাইতে রয়,
তাতে কাহার কি ক্ষতি হয়?
ভ্রমর বলে লাইক কারে কয়
এ ভ্রম তো ভাই আর গেল না!
একটা লাইক দিব বলে
করি কেন তা না-না-না!!


যখন কারো কাছে লাইক প্রত্যাশা করি, জোর করে লাইক চাই কিন্তু পাইনা তখন মনের দুঃখে লালনগীতি গাই... আর তারই জেরে এর জবাবে আমার কমেন্টের পাশে আরো মজা করে সুপ্রিয় কবি ব্লগার ভিগু ভাই বলেছেন-


ও শ্যামরে কানে কানে..
ও শ্যামরে কানে কানে...
একেলা পাইয়াছি রে শোন
এই ব্লগ বনে....
আইজ লাইক-লাইক খেলবো রে শ্যাম...

একেলা পাইয়াছি হেতা লাইকনাদি' যাবে কোথা...
চৌদিকে ঘিরিয়ারে রাখবো...
সব ব্লগার সনে
আইজ লাইক লাইক খেলবো রে শ্যাম...

আমিও কম যাইনি, লাইক ফ্যাক্টরটা নিয়া আবার শাইজির কাছে আবার গিয়াছি। উনি বলিয়াছেন-



সব লোকে কয় ভ্রমর কি কবি ব্লগসংসারে।

সাইজি বলে কবির কি রূপ
দেখলাম ভাই না এই নজরে!!

কাব্য দিলে হয় কি কবিগান
নারীলোকরে যায় কি পটান!!
ব্লগার চিনি পোষ্ট প্রমাণ
কাব্যচোরা কি প্রকারে!

কেউ রম্য কেউ কাব্য গলে
তাইতে কি ব্লগ ভিন্ন বলে?
লগইন কিংবা আউট কালে
ব্লগার চিহ্ন রয় কারে!!

ব্লগ জুড়ে কত কবির কথা
লোকে গল্প করে যথাতথা।
সাইজি বলে ওরে ভ্রমর পাঠা
কি লেখছস এসব ব্লগবাজারে...



সাইজির ঝাড়ি খাইয়া আমি তব্দা হয়ে আছি। সক্কাল থেইক্কা কিছুই খাই নাই। মন বেজার। গুরুর ঝাড়ি এদিকে আবার লাইক নাই। খুব টেনশনে আছি! কাব্যিক ভাষায় বলা যায়-

লাইক কমেন্ট পড়ে কম
চিন্তায় আছি এই অধম!!

এইডা কইতে না কইতেই পাশ ফিরে দেখি এক অচেনা ব্লগার হৃদয় (ইয়ে মানে কানে কানে কই কাওরে কইবেন না যেন, উনি কবিতা লেখে আবার রান্নার হাতও বেশ :P ) উথালপাতাল করে গাইতে লাগল-


একবার যদি কেউ লাইক মারতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত
যদি এমন হতো একটি কিলিক
আমায় বলে কেউ ব্লগে মারত
সবে লাইকের ঝিলিক!

এ জীবন তবু কিছু না কিছু পেত
যদি এমন হতো একটি টিপন
আমায় হাসিয়ে বলে যেত সে
এই নাও লাইকের ফোড়ন
এ জীবন তবু কিছু না কিছু পেত..


আমিও কম না। আমি উনার তালে লয় মিলাইয়া সবশেষে হাদি স্যারের কন্ঠে সুর তুলে গাইলাম-

চলে যায় যদি কেউ লাইক না মেরে
কাঁদিস কেন মন..
ব্লগ পাড়ার এই জীবনে গাও প্যারোডি সর্বক্ষণ..



=p~ =p~

উৎসর্গে- সুপ্রিয় কবি বিদ্রোহী ভিগু

মন্তব্য ৭২ টি রেটিং +২৬/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন রম্য প‌্যারোডি গুলোরে পোষ্টে নিয়ে এলেন :)
ভালই হল :) সবাই পড়তে পারবে।

আরিব্বাস এই অধমের নামে উৎসর্গ! :-B

আমায় ভাসাইলিরে
আমায় ডুবাইলিরে
উৎসর্গ করিয়া মোরে
ঋনি করলিরে - - (ছন্দের প্রয়োজনে ;) :P )

লাইক নিয়া নতুনাবেদন

সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি তোমার লাইক খানা
সখি গো আমি সামু ব্লগের ব্লগার
লাইক ছাড়া কিছু নেব না ;) =p~ =p~ =p~ =p~



১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৯

ভ্রমরের ডানা বলেছেন:
সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি তোমার লাইক খানা
সখি গো আমি সামু ব্লগের ব্লগার
লাইক ছাড়া কিছু নেব না ;) =p~ =p~ =p~ =p~



বাহ গুরু বাহ! আমিও সামলাইতে পারিলাম না। মেরেই দিলুম!

ব্লগেতে ঐ পোষ্ট পড়বে যখন
ডান দিকের বাটনটা পড়বে চোখে
ক্লিকাবে যখনি লাইক থাম্বস আপ টাকে
ভ্রমর যে এসেছিলো জানবে ব্লগে।

(: কি বলছেন আপনি
: বুঝতে পারছো না)

মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে
ব্লগের কবি কি গো চেনা চেনা লাগছে
তুমি কি তারে লাইক মারবে
ব্লগের ধারে সে রয় অলোকে
হঠাৎ যখন তুমি দেখবে তাকে
শরমে নয়ন কি গো রাখবে ঢেকে।।

(: কিছু বলছো না যে
: কি বলবো)

জানিনা এখন তুমি কারে লাইক মারছো
আনমনে ফুটটুশি চুপিচুপি ডাকছ
তুমি কি তারে লাইকাইবে
লাইক যদি দেয় সে এক পলকে
দেখবে যখন তারে অবাক চোখে
দু’হাতে বাটনে কি গো রাখবে চেপে!

২| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৭

ক্লে ডল বলেছেন: =p~ =p~ =p~

ভেতর বলে লাইক দেই
ব্যস্ততা বলে, থাক না!

পোষ্টে লাইক না পাওয়ার মাঝে
গভীর কিছু জানার আছে।
নিজের উপর আস্থা রেখে, পোস্ট লেখ, পোস্ট ছাড়ো।
দোয়া করি লাইকের ঝড় আসুক, আসুক না! :)

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:



ভেতর বলে লাইক দেই
ব্যস্ততা বলে, থাক না!

পোষ্টে লাইক না পাওয়ার মাঝে
গভীর কিছু জানার আছে।
নিজের উপর আস্থা রেখে, পোস্ট লেখ, পোস্ট ছাড়ো।
দোয়া করি লাইকের ঝড় আসুক, আসুক না! :)


দুর্দান্ত! খুব ভাল লাগল প্যারোডিটা! হা হা হা.... প্রথম দুই লাইনে হাসতে হাসতে শেষ! আমিও লেখলুম আমার মতন করে....



ভেতর বলে আরে থাকুক
বাহির বলে মারি না
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে দেই না!

ব্লগার তাবৎকুল জ্ঞানীর কাছে
সামাজিকতার অনেক শেখার আছে
ব্লগ নদীতে নৌকো ভাসাই
লাইক করে কেন লাইকাই না
না লাইকাই না রিপোর্টাই
না ব্লকাই না কমেন্টাই

কাব্য গানে মদিরা টানে
আমি পড়ি ফাঁকে মধ্যিখানে
দুই দিকে দুই খন্ড হয়ে
লাইকাই আবার লাইকাই না!
না পুষ্টাই না রিপোর্টাই
না কমেন্টাই না লাইকাই....

৩| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: নিজেকে ঢেলে আমি
কত সুখ বিলাই...

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০০

ভ্রমরের ডানা বলেছেন:


সুখের মাঝেই বসবাস করতে প্যারোডির আশ্রয়!



শুভেচ্ছা সুপ্রিয় লেখক!

৪| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্লগেতে ঐ পোষ্ট পড়বে যখন
ডান দিকের বাটনটা পড়বে চোখে
ক্লিকাবে যখনি লাইক থাম্বস আপ টাকে
ভ্রমর যে এসেছিলো জানবে ব্লগে।

=p~ =p~ =p~

আরে গুরুতো আপনি ;)

দারুন সব শুরু
করে যে সেইতো গুরু ;)

আপনার লেখনি দেখে আমারো কি বোর্ড নিশপিশ করছে :P
নিন তবে এক খানা

চুপি চুপি বলি শোন কানে কানে
লাইক দিও ব্লগে আপনার মনে
ভয় করিনা কভু কোন কিছু
যদি লাইক পাই সব ব্লগার গণে!
=p~ =p~ =p~

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:




চুপি চুপি বলি শোন কানে কানে
লাইক দিও ব্লগে আপনার মনে
ভয় করিনা কভু কোন কিছু
যদি লাইক পাই সব ব্লগার গণে!

=p~ =p~ =p~


করেছি তাতে কি শুরু
আহা!! কি লিরিক্স গুরু!


অসাধারণ প্যারোডি! আমিও দিলুম আবার-

ওকি ল্যাইক্যাল ভাই
কত রব আমি পুষ্টের দিকে চাইয়া রে .

যেদিন লাইক্যার কইমা যায়
ব্লগার মন মর ছুইরা রয় রে .. (২বার )

ওকি লাইক্যাল ভাই…
পাঠাও লাইক তুই আমার পুষ্টত এ রে

আর…কি কব দুস্কের ও জ্বালা…লাইক্যাল ভাই
পাইয়াছি মাত্র দুইডা লাইক রে… ( ২বার )

ওকি গাড়িয়াল ভাই…
কত কাঁদি মুই নিদুয়া পাথারে রে …

ওকি গাড়িয়াল ভাই
কত রব আমি তোর মাল্টির দিকে চাইয়া রে
ওকি গাড়িয়াল ভাই…
হাঁকাও লাইক তুই আমার পুষ্টত এ রে...

৫| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৩

সিগন্যাস বলেছেন: হো হো হো ভাইরে লাইক দিসি

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

ভ্রমরের ডানা বলেছেন:


উদ্ধার করলেন!

দেরে লাইক বন্দুর ব্লগ সায়রে
পুষ্ট আগুন লাইগাছে যার অন্তরে
বাউলা বাতাস লাইগাছে যার অন্তরে ।।

লাইক খেলা সবাই জানে না
সকলের পুষ্টে লাইক থাকে না
যেই লেখাতে লাইক থাকে না
সেই লেখা উজান চলে
সেই কাব্য উজান চলে...

অনুরাগী হইলো জারা
মনের লেখা পাইলো তারা
মদন বেটার কর্ম সারা
বাইন্দা রাখছে লাইকেরে
বাইন্দা রাখছে লাইকেরে..

সব ছাড়িয়া প্রানের বন্দু
ভালোবাসি তোমারে
এখন কেন প্রানের বন্দু
লাইকাও শুধু আমারে
লাইকাও শুধু আমারে ।।

সত্যিকারের লেখক যারা
লাইক কমেন্ট পায় না তারা
এই ব্লগেতে বাস্তু হারা
গাছ তলাতে বাস করে
গাছ তলাতে বাস করে...





শুভেচ্ছা ভায়া...

৬| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০১

সেলিম আনোয়ার বলেছেন: =p~

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৭

ভ্রমরের ডানা বলেছেন:



গুরু আপ্নিও পারেন..


=p~

৭| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

সাহসী সন্তান বলেছেন: লাইক নিয়ে টানাটানি একি আজব ব্লগ খানা,
একটা লাইক বেশি পাইতে কোবতে লিখছে ভ্রমরের ডানা... ;)

আজ লাকি সেভেনে আপনারে ভাগ্যবান বানাইয়া দিয়া বাংলা ব্লগিং-এ ইতিহাস গড়ার পথে আরো একধাপ আগাইয়া দিলাম ডানা ভাই। আশাকরি ইতিহাসের অংশ হওয়ার পরে ভাই-ব্রাদার ভুইলা যাইবেন না! =p~

মন্তব্য কবিতা সেদিনেই পড়ছিলাম। কিন্তু সময়ের অভাবে মন্তব্য করতে পারি নাই। আজ লাইক/কমেন্ট কইরা পাশে থাকলাম। আশাকরি আপনাকেও পাশে পাবো! :P

শুভ কামনা রইলো ভাই!

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:




আশাকরি ডবল লাইক দিয়া আজই আপনি আন্তঃমহাশূন্যচারী নতুন ইতিহাস করিবেন। বাংলা ব্লগের ইতিহাসে নিজের আইডি থেকে দুইডা কেউ দিতে পারে নাই। আপনি পারলে দেন। তাইলে বুঝিব আপনি আসল কামের কাবিল.. =p~

আর সেদিন কিসের এত কাম আমরা বুঝিনা। তিল নিয়া গবেষণা করেন আমাদের পুষ্টে মন থাকবে ক্যামতে! আজকাল আবার কবিতাও লিখতাছেন। কাহিনী আমরা সবি বুইজ্জা লইছি ভাইজান। পরথমে কবিতা এরপর ছবিটা.... ;) আর কইতাছেন সময়ের অভাব... ভাইজান জলের কবিকে পানিরছিটে দিতেছেন কিন্তু...


লন প্যারোডি পইরা গান শোনেন-


মারিয়া ভুজঙ্গ লাইক তীর, কলিজা করিল চৌচির ..
কেমনে শিকারি তীর মারিল গো
বিষ মাখাইয়া লাইকের মুখে, মারিল তীর কাব্য বুকে..
দেহ থইয়া প্রাণটি লইয়া গেল গো....

আমার কবিতায়, আমার ব্লগটায়...


গান শোনেন...

৮| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা এই পোষ্টে কি করি ভায়ারে মিস করছি!

ষ্ট্যান্ডবাই ছন্দের যাদুকর উনি ;)

নিন ভায়া আরেকখানা প‌্যারোডি--


লাইকের স্বপ্ন যে সত্যি হলো আজ
লাইক দিলো এতদিন দূরে ছিল যে
লাইকে লাইকে ব্লগ-জীবন ভরে দিল সে

মাউস আর ক্লিকের ভাষাতে
ভরে গেছি ডিজিটাল খুশিতে
আজ মন জাগে লাইকের বানেতে

ক্লিকে থাকো কথা রাখো নয় ভোল লাজ
লাইকের স্বপ্ন যে সত্যি হলো আজ।। ;)

---

১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

ভ্রমরের ডানা বলেছেন:

অসাম গুরু অসাম! এই নিন আরেক খানা.... :P


এই বৃষ্টি ভেজা রাতে লাইক দেও না।
লাইকের ছন্দে বকুলের গন্ধে।
আমায় তুমি লাইক দিতে ভুলো না।।

এতদিন পরে ব্লগে এলে
ওগো লাইক ন দি কেন যাবে চলে
এ হৃদয় জুড়ে পিয়াসা
ভেঙ্গে দিওনা আমার এ আশা
ভালো যদি আমায় নাই বাসো একটু করো করুণা।।

ব্লগের আকাঁবাকাঁ পথে
ও গো কে রবে তোমার সাথে সাথে
সবাই যখন চলে যাবে
তবু আমায় তখন কাছে পাবে
লাইক ছাড়া এই ব্লগে
আর তো কিছুই চাইবো না।।
চলে যেও না...

৯| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

শায়মা বলেছেন: এটা কি লালন গীতি নাকি ভ্রমর গীতি .... :)

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৩

ভ্রমরের ডানা বলেছেন:



ইহা উচ্চমার্গ বিশিষ্ট বিশেষ রাগতালনামা। ইহা শুধু মাত্র বিশেষ কিছু ক্ষণে মনে আনন্দের বিরহানল তৈয়ারি করে! যাহা জ্বলিয়া উঠে পোষ্ট করা মাত্রই!


এবার কানে কানে কই- উপরে যে আপুনির কথা বলিয়াছি উনি কিন্তু যেমন রাধেন তেমন চুলও বাঁধেন। উহার সাথে কারো মিল পেলে জানাবেন আপুনি =p~



এবার প্যারোডি শোন-

এই ব্লগেতে লক্ষ ব্লগার
শায়মা কিন্ত একটারে ইয়াহ
ইয়াহ..

এই জগতে পরান আপুনি
প্রিয় তোমার রান্নারে
ইয়াহ
ইয়াহ

আকাশেতে লক্ষ তারা চাঁদ
কিন্ত একটারে

ইয়াহ
ইয়াহ..

এই ব্লগেতে পরান আপুনি
তোমার ব্লগটারে
ইয়াহ
ইয়াহ

যত দেখি খানা ব্লগ ভরে এই বুকটারে.
এই ব্লগেতে লক্ষ খানা
কিন্তু শায়মার ব্লগ একটারে
ইয়াহ
ইয়াহ

এই জগতে পরান বন্ধু প্রিয়
তোমার ব্লগটারে ইয়াহ
ইয়াহ..

খাইয়া খানা হাওয়ার দোলা
পেটে যে আগুন জ্বালারে জ্বালা...
লাগেনা ভালা খানা ছাড়া
হয়েছি আমি বাঁধন হারা..

তুমিতো আছ কাছাকাছি
থাকিও জনমও ভরে.... হেহহ
এই ব্লগেতে মেলা কিচেন
শায়মা'স কিচেন একটারে
ইয়াহ
ইয়াহ,

এই জগতে পরান বন্ধু
প্রিয় ভুনা চিকেনরে
ইয়াহ
ইয়াহ..

যত দেখি ব্লগেতে ভরে এই বুকটারে
ঢাকা শহরে যত খানা
শায়মা'স কিচেন একটারে
ইয়াহ
ইয়াহ.

এই ব্লগেতে পরান বন্ধু
প্রিয় তোমার ব্লগটারে
ইয়াহ
ইয়াহ.
ইয়াহ
ইয়াহ....


দিয়ে দিলুম পাম
মহাশুন্যে গিয়ে থাম.....

=p~

১০| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সাহসী সন্তান বলেছেন: শুধু ডাবল না। আমি নিজের আইডি থেকে ডাবল-ট্রিপল-চৌপল আরো যত যত পোল আছে সবই দিতে পারি! কিন্তু সামু যে তা গ্রহণ করতে চায় না! তাইলে বলেন এ ব্যর্থতা কার? আমার না সামুর... ;)

আর সেদিন আসলেই ব্যস্ত ছিলাম! তবে সেসব ব্যস্ত তো আর ভালুভাসার কাছে বড় হইতে পারে না, তাই আরকি! আপনার প্যারোডি ভাল হইছে! নেন মন্তব্যেও পিলাচ খিলাইলাম! ;)

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



খাইছে..... থাক ভাইয়া মনিটা আর লাইক দেওয়া লাগত না। আমি বুইজ্জা লইছচি আপনি একজন ল্যাইক্যার ভাই...

আপ্নারেই খুঁজছে ব্লগের সুজন সখী! দেখেন ক্যামনে গান গায়-


ওকি ল্যাইক্যাল ভাই
কত রব আমি পুষ্টের দিকে চাইয়া রে .

যেদিন লাইক্যার কইমা যায়
ব্লগার মন মর ছুইরা রয় রে .. (২বার )

ওকি লাইক্যাল ভাই…
পাঠাও লাইক তুই আমার পুষ্টত এ রে

আর…কি কব দুস্কের ও জ্বালা…লাইক্যাল ভাই
পাইয়াছি মাত্র দুইডা লাইক রে… ( ২বার )



দেখিলেন তো কত দরদ লইয়া গাইতেছে। আর আপনি আছেন ব্যস্ততা নিয়া। আপ্নাগো মত লাইক্যাল ভাইদের জন্য এই ব্লগে এই প্যারোডি নিয়া আসছি। আপ্নেরা কিছুতেই বুঝেন না অবলা ব্লগারজনের আকুতি!

:((

১১| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

সুমন কর বলেছেন: হাহাহাহাহা.........দারুণ লিখেছেন। মজা পেলাম। +।

আমি কিন্তু ভালো হলে + (লাইক) দেই। অনেকে ++++++ (অনেক + চিহ্ন) দেয় কিন্তু লাইক বাটনে ক্লিক করে না। X(( X(( মনে হয় লাইক দিলে কষ্ট লাগে !!

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:



সুমন ভাই, আমার লাইক আমি দেব যারে খুশি তারে দেব!
দিব কিনা না দিব তাতে কার কি?
সামাজিকততার পান্তাভাতে লাইক কি ঘি!
ছিঃ ছিঃ ছিঃ




মেরে দিলুম স্যাটায়ার!



কবিতায় প্লাসে ও কমেন্টে খুব খুশি হলাম! শুধু মাত্র বিনোদনের জন্যেই এই লেখা!!

১২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৯

এ.এস বাশার বলেছেন: চাই না আমি ছলনার লাইক,
যে লাইক পারেনা শুধরাতে -
শুধু মন্তব্যই পারে বদলাতে,,,,,,,,

দিলাম আমিও,,,,,, হা হা হা,,,,
শুভকামনা রইল আপনার জন্য।

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:



এ.এস বাশার বলেছেন: চাই না আমি ছলনার লাইক,
যে লাইক পারেনা শুধরাতে -
শুধু মন্তব্যই পারে বদলাতে,,,,,,,,



খাসা কথা বলেছেন ভায়া! প্যারোডির মর্মার্থ এটাই ছিল!

১৩| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:


পড়লাম, কোনভাবেই কমেন্ট লিখতে পারছি না

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:


দীর্ঘদিন হাসার অভ্যাস না থাকলে আস্তে আস্তে হাসবেন! কেননা-

হাসির পড়ে কান্না
বলেছেন চিত্রশিল্পী মান্না..




বিঃ দ্রঃ ভারী লেখার পর হালকা প্যারোডি দিমাগের ঢিলা বল্টু টাইট করে!

১৪| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১:৪২

চঞ্চল হরিণী বলেছেন: আমি যখন পড়তে পড়তে আর হাসতে হাসতে হাঁপিয়ে গেলাম তখনই চাঁদগাজী ভাইয়ের কমেন্ট পড়ে আমার চেয়ার থেকে পড়ে যাবার জোগাড় হল।

ওকি লাইক্যাল ভাই কত রব আমি পুষ্টের দিকে চাইয়া
আর
এই বৃষ্টি ভেজা রাতে লাইক দেও না =p~ =p~

হাসতে হাসতে মলুম রে। বন্ধু ভ্রমরের এই গুণ তো জানা ছিল না রে B-))

লাইক বাটন ক্লিক দিয়েছি
যা কিছু লাইক ছিল দিয়ে দিয়েছি
যারে লাইক উড়ে যা
মোর বন্ধুর পোস্টে চলে যা :P

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:
এই চাদগাজী ভাই নিজেই কমেডি ট্রেজেডি আবার প্যারোডি। উনার কমেন্ট কি সেটা এখনো আবিষ্কার করা গেল না। তবে উনি ব্যাজস্তুতিতে পটু! এই গুনে আমি চোর কাত করেছি। আমার লেখা এখন চুরি হয়না। হি হি হি..

এবার, ব্লগের দিকে মনোযোগ দেওয়া যাবে। নেন বন্ধু, আপনার জন্যে আরেক খানা প্যারোডি!


বন্ধু তোর লাইক্যার হইয়া আমি যাবো
হেই বন্ধু তোর ব্লগবাড়িতে আমি যাবো
ইমো সাজাইয়া ছবি লাগাইয়া
কবিতা মারিয়া বাহঃ বাহঃ করিয়া
খুশিতে নেচে নেচে লাইক মারিব

বন্ধু তোর লাইক্যার হইয়া আমি যাবো
হেই বন্ধু তোর ব্লগবাড়িতে আমি যাবো

ব্লগে ঢুঁ দিয়া পোষ্টে লাইকাই উপস্থিতি জানাইবো
সেই লাইকের শেষে নতুন কইরা কমেন্ট মারিব


লাইক ও মারিয়া, ওও কমেন্ট ও করিয়া
শেষে লিংকে বাংলা ফিল্মের গানও বাজাইবো
গানের সূরে সূরে পাগল করে দিবো
বন্ধু তোর লাইক্যার হইয়া আমি যাবো
হেই বন্ধু তোর ব্লগ বাড়িতে আমি যাবো...

=p~

১৫| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৬

কল্পদ্রুম বলেছেন: প্রস্তাবনা ১:লাইকের বিনিময়ে পুরষ্কারের ব্যবস্থা থাকলে ভালো হতো।তাহলে লাইক বেশি বেশি পাওয়া যেত।
প্রস্তাবনা ২:ব্লগে লাইক বাটনের সাথে আনলাইক বাটনও থাকা উচিত।

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০০

ভ্রমরের ডানা বলেছেন:


প্রস্তাব মন্দ নয়! লন প্যারোডি ভাই-



এ জীবনে যারে চেয়েছি,
আজ আমি তারে পেয়েছি,
লাইক আমার, সেই লাইক আমার
তোমারেই খুঁজে পেয়েছি(২)
এ জীবনে যারে চেয়েছি।

তুমি ছিলে না, ছিলো না আশা,
তোমায় পেয়ে, আশা বেঁধেছে বাসা(২)
ফোটালে আমার বুকে সুখের ভাষা।
এ জীবনে যারে চেয়েছি,
আজ আমি তারে পেয়েছি,
তুমি আমার, সেই তুমি আমার,
তোমারে খুঁজে পেয়েছি(২)
এ জীবনে যারে চেয়েছি,
আজ আমি তারে পেয়েছি।

লাইক নয়নে-নয়নে শুধু,
প্রাণের প্রিয় লাইক, রাঙা বধু,
তুমি নয়নে-নয়নে শুধু, ‘
আমি যে তোমার ওগো রাঙা বধু,
করেছো আমায় ওগো, এ কোন যাদু।

এ জীবনে যারে চেয়েছি,
আজ আমি তারে পেয়েছি,
তুমি আমার, সেই তুমি আমার
তোমারে খুঁজে পেয়েছি(২)
এ জীবনে যারে চেয়েছি,
আজ আমি তারে পেয়েছি।



শুভেচ্ছা রইল!

১৬| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৩১

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা পাঠান্তে লাইক দিতে গিয়ে দেখি
এ পোষ্টে পরেছে ব্লগের সকল নক্ষত্রমালা,
কত শত রম্যকাব্য পরেছে রঙধনু- পাড় শাড়ি
অপরূপ চন্দ্রহার , লাইকের পাহাড় আছে জমে
আমিউ লাইক দিব বলে এব্লগ পরেছে পুষ্পশোভা,
এযে ঝর্নার মুখর গান, সর্বত্র কাব্য কথার সৌরভ
এই কবিতার মধ্যে আমি লাইক দিব তাই ।
মনে হল আমি লাইক দিব বলে ব্লগটিতে
জমেছে এমন শিশির মুক্তো ,পাতায়
পাতায় ও মন্তব্যের বাগানে ঘন সবুজ রঙ
ব্লগারদের এমন সুরভিত পদচারনা
রঙ্গীন ভ্রমরের ডানার ঝাপটানিতে মুখরিত,
এই নন্দন বাগানের প্রস্ফুটিত পুস্পসকল
শ্রাবনের সুভ লগনে ভরাট এই নদীর জল,
আমি লাইক দিব বলে কাব্যের জগত
এমন রহস্যময় , কবিতার পেচানো কথা
এমন হৃদয়গ্রাহী, একে তাই প্রিয়তেই রাখি ।

শুভেচ্ছা রইল

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৬

ভ্রমরের ডানা বলেছেন:



এই লেখাটি প্রিয়তে রেখে সন্মানিত করেছেন সুপ্রিয় লেখক! লেখাটি স্বার্থক হল। আপনার রসবোধযুক্ত মন্তব্য একটি কবিতার অবয়বে পেয়ে ধন্য হলাম। প্রিয় লেখক কাব্য লেখলে আমি নিশ্চিত তা অতি উন্নত শিল্পকলা হবে! আশা করছি সুপ্রিয় লেখকের কাব্য ধুন আমরা পড়তে পারব!




আপনার আগমনে এই ক্ষুদ্র লেখক অনুপ্রাণিত ও উচ্ছাসিত হয়েছে! অনেক অনেক শুভেচ্ছা সুপ্রিয় লেখক!

১৭| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১০

ধ্রুবক আলো বলেছেন: গাজী ভাইয়ের মতো আমারও একই অবস্থা! মাথা ঘুররাইতাছে।
লাইক দিলাম কমেন্ট দিলাম বলে
একই আজব প্যারোডি কবিতা!!

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৪

ভ্রমরের ডানা বলেছেন:

view this link


গান শোনেন আর প্যারোডি পড়েন-



লাইক দিলাম কমেন্ট দিলাম আর কি দেব রে
ও লাইক দিলাম কমেন্ট দিলাম আর কি দেব রে
তুই আমার দিল জালাইসনা রে
ও আমার মন পুরাইসনা রে
হায়রে করলি আমারেকি
পুষ্ট চোখ বুজিলে দেখি
দিওনা করলি আমারে...
আসতে আসতে ব্লগ পিরিতি
পিরিতি...পিরিতি...
আসতে আসতে ব্লগ পিরিতি
জোরছে চলে পোষ্ট
গ্রীন সিগন্যাল পাইলেরে বন্ধু
করব তোরে রোষ্ট

লাইক দিলাম কমেন্ট দিলাম আর কি দেব রে
তুই আমার দিল জালাইসনা রে
ও আমার মন পুরাইসনা রে


ব্লগে বল্গে দেনারে সাড়া
আমি লাইকের পাগল পাড়া
কি যানি কি দিয়া মন নিলি
ভালোতো লাগেনা তুই ছাড়া...

কাছে কাছে তোর ব্লগে যত আসি
মনে হয় ব্লগের তুই খাসি..
কিয়াছে কিয়াছে তোর মাঝে
ঐ জল সাগরেতে ভাসি
হায়রে করলি আমারেকি
তুরে ব্লগ বুজিলে দেখি
দিওনা করলি আমারে...

হো আসতে আসতে ব্লগ পিরিতি
জোরছে চলে পোষ্ট
গ্রীন সিগন্যাল পাইলেরে বন্ধু
বানামু তোরে রোষ্ট...


মন দিলাম প্রাণ দিলাম
আরকি দেব রে
তুই আমার দিল জালাইসনা রে
ও আমার মন পুরাইসনা রে...

আহারে আহারে গুনমান
করনা করনা বদনাম
আহারে আহারে জানেমান
করনা করনা বদনাম

ব্লগে ব্লগে ব্লগ ভোমরা নাচে রে
আজ তোরে চাই যে আরো কাছে রে
মানেনা মানেনা মন কিছু
কতযে কথা বাকি আছেরে

ধীরে ধীরে সব কথা হবে
আজ মন পোষ্টে ডুবে রবে
বুকেরি মাজারে শুনে দেখনা
তুইযে আমার অনুভবে
হায়রে করলি আমারেকি
তুরে চোখ বুজিলে দেখি
দিওনা করলি আমারে...
আসতে আসতে ব্লগ পরিতি....
হ আসতে আসতে ব্লগ পীরিতি
জোরছে চলে পোষ্ট
গ্রীন সিগন্যাল পাইলেরে বন্ধু
বানাই দিমু রোষ্ট


লাইক দিলাম কমেন্ট দিলাম আর কি দেব রে
তুই আমার দিল জালাইসনা রে....

১৮| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভ্রমর গীতি হইয়াছে দারুণ
মন্তব্যগুলোও বেশ সরশ, নয়তো করুণ
লালগীতি ভুইলা ভ্রমর গীতি ধরুণ।

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



মন্তব্য করেছেন খাস
যেন এক আইক্কা বাশ!
ভ্রমর গীতি কিডা
খাইব নাকি পিডা!

১৯| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: গুরু :) শুভসকাল প‌্যারোডি লন :)

এই লাইক তোমার আমার
এই ক্লিক তোমার আমার
ব্লগে দুজনে
এ লাইক শুধু এ পোষ্টের

তুমি ক্লিক দিলে লাইক পাই
আহা কি খুশি কেমতে বুঝাই
ব্লগে দুজনে
লাইক প‌্যরোডি গেয়ে যাই! ;)

@শায়মাপু

এ শুধু প‌্যারোডি গান
লাইক নিয়ে রম্য করিবার
নহেগো এ লালন হাছন
ভ্রমর গীতে নাই আপত্তি আর ;)

@ সাস ভায়া

কিলিক যদি দেয়া যেত
ফেক আইডির মত
দেখাইতে পারিতাম তোমায়
লাইক পাইতা কত
পাগল করিলা বন্ধু
প‌্যরোডি পোষ্ট দিয়া রে

ও ব্লগার বন্ধু রে
ও সোনা বন্ধু রে :P

=p~ =p~ =p~ =p~





১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

ভ্রমরের ডানা বলেছেন:

কিলিক যদি দেয়া যেত
ফেক আইডির মত
দেখাইতে পারিতাম তোমায়
লাইক পাইতা কত
পাগল করিলা বন্ধু
প‌্যরোডি পোষ্ট দিয়া রে
:P

পুরোই মাথা নষ্ট প্যারোডি ভিগু ভাই। এই নেন আরেক খানা...


আমার হাড় কালা করলাম রে
ওরে আমার পুষ্টের লাইকের লাইগা রে
ওরে আমার অন্তর কালা করলাম রে
দুরন্ত ব্লগবাসী

মন রে…

ওরে হাইলা ব্লগারের লাঙ্গল বাঁকা,
জনম দাসীর চাঁদ রে জনম দাসীর গাজী,
তার চাইতে অধিক বাঁকা হায় হায়
যারে দিসি লাইক রে
দুরন্ত ব্লগবাসী

মন রে…
ওরে পোষ্ট বাঁকা কমেন্ট বাঁকা
বাঁকা ব্লগের পাগলী রে
বাঁকা ব্লগের নানি,
সকল বাঁকায় বাইলাম লাইক হায় হায়
তবু বাঁকা রে না জানি রে
দুরন্ত ব্লগবাসী..

মন রে…
ওরে মাউস হইল জর জর
কিবোর্ড হইল গুড়া রে
আমার প্রসেসর হইল গুড়া
লাইকের হাট ভাঙ্গিয়া গেলে
নাহি লাগে জোড়া রে
দুরন্ত ব্লগবাসী..

২০| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল রম্য প্যারডি =p~

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

ভ্রমরের ডানা বলেছেন:


কমেন্টে আরো আছে! হা হা হা...


ধন্যবাদ!

২১| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: @সুমন দা

লাইকের লাগিয়া রে
সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে
ব্লগ বন্ধু লাইক চিহ্ন রে।।

নিদয় নিঠুর রে বন্ধু
তুই তো কূল নাসা।

প্লাস চিহ্ন দিয়ে গেলি রে বন্ধু।
লাইকে ক্লিক না করিয়ারে
প্রাণ বন্ধু ব্লগার বন্ধুরে।।
:-B :-B

@চাঁদগাজী ভায়া

ওরে ও চাঁদগাজী ভায়া
লাইকপ‌্যারোডি পোষ্টে আইয়া
তব্দা খাইয়া ভুইলা যায়
কমেন্টে কি লিখবে মনে নাই
কমেন্টে কি লিখবে মনে নাই ;)
B:-) B:-)

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:



বাহ!!
কি দারুণ সব প্যারোডি বেরিয়ে আসছে! থ্যাংকস ভিগু ভাই!

২২| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ চঞ্চল হরিণী

আমি ধন্য হয়েছি ওগো ধন্য
তোমারি লাইকের জন্য
তোমারি কমেন্টে দিও প্লাস চিহ্ণটাই
যদি ও আমি যে নগন্য

তোমারি কমেন্টে দিলে দারুন খূশি
হলো প‌্যারোডিপোষ্ট অনন্য
আমি ধন্য হয়েছি ওগো ধন্য
তোমারি লাইকেরই জন্য B-)


@ কল্পদ্রুম
১. :) B-) =p~

২. পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই প্লাস মাইনাস বাটনের কথা,
সে কি ভোলা যায়।।

আয় আরেকবার প্লাস মাইনাস
ব্লগের মাঝে আয়।
মোরা মনের সূখে টিপব বাটন
প্রাণ জুড়াবে তায়। :P

=p~ =p~ =p~

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

বেশ বেশ বেশ! মজাদার হয়েছে প্রতিটা প্যারোডি! হা হা হা! নির্মল বিনোদন!

২৩| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫১

নতুন নকিব বলেছেন:



দারুন রম্য! উৎসর্গও যথার্থ। সকলের জন্য শুভকামনা নিরন্তর।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:



অনেক ধন্যবাদ নতুন নকিব! শুভকামনা রইল!

২৪| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯

মনিরা সুলতানা বলেছেন: লাইক কমেন্ট করে পাশে থাকলাম =p~

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:





ধন্যবাদ সুপ্রিয় কবি! আশাকরি নির্মল বিনোদন দিতে পেরেছি! পাশে থাকায় অনুপ্রাণিত ও উদ্দ্বেলিত হলাম। আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা!

২৫| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৬

ঋতো আহমেদ বলেছেন: বাহ, বেশ মজার সব কমেডি। ভালো লাগলো।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:


প্যারোডি অনুভবে শুভেচ্ছা কবি! আন্তরিক শুভেচ্ছা রইল!

২৬| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৮

শরতের ছবি বলেছেন: আমি টাস্কি খাইলাম
কিছু লেখার ভাষা না পাইলাম.....

টোবে মোজা যে খুব পাইলাম
ব্যা কইরা হাসিয়া দিলাম
তাই শোনাইয়া গেলাম ....।

খুব ব্যস্ত আছি কাজের মানুষ
ছইলা গ্যাছে
তাই নিজেই ভাত ছরাইলাম ...।

২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০২

ভ্রমরের ডানা বলেছেন:



হা হা হা...


আমিও আপনার মন্তব্যে তব্দা খেলুম! শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার!

২৭| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০২

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় কবিভাই,

দুর্দান্ত প্যারোডি হয়েছে। দারুণ উপভোগ্য বটে। ব্যক্তিগত কাজে গতকাল থেকে সময় না পাওয়াই প্যারোডিটি সময়ে পড়তে পারিনি। তবে শেষমুহূর্তে পড়তে পেরে ভালো লাগছে। অভিনন্দন প্রিয় ভৃগুভাইকে। অনেক অনেক ভালোলাগা আপনাকে। লাইকও দিয়েছি ।


অনেক শুভেচ্ছা প্রিয় দুই কবিভাইকে।

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

ভ্রমরের ডানা বলেছেন:





প্রিয় পদাতিক ভাই, কমেন্টে আরো কিছু প্যারোডি আছে। হা হা হা! এটা নির্মল বিনোদনের উদ্দেশ্যে লেখা। উপভোগ্য হয়েছে জেনে স্বস্তি লাগছে! আপনি আমার লেখা পড়েন এতেই আমি ধন্য! আপনার জন্যে অশেষ শুভেচ্ছা ও শুভকামনা!

২৮| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

মোস্তফা সোহেল বলেছেন: আমি কিতা কতাম ডানা ভাই?
লন একখান লইকই লন!

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

ভ্রমরের ডানা বলেছেন:



উদ্ধার করিলেন ভাই! কমেন্টে ল্যাইকাল ভাই লইয়া কাব্য রচনা করেছি। দেখতে পারেন! শুভেচ্ছা সবসময়!

২৯| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭

নীলপরি বলেছেন: ব্যাপক পোষ্ট :)

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২১

ভ্রমরের ডানা বলেছেন:



থ্যাংকস নীলপরি! শুভেচ্ছা অফুরান! :D

৩০| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

কুঁড়ের_বাদশা বলেছেন:


প্যারোডি কাব্য পড়ে পরাণডা জ্বলে পুড়ে-ছার খার হয়ে গেলে। =p~ ;)

২১ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৫

ভ্রমরের ডানা বলেছেন:



তাই নাকি! ওরে বাপরে! এক্ষুনি সমুদ্রে ডুব লাগান! =p~

৩১| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৩:০১

ঠাকুরমাহমুদ বলেছেন: কবিতার চেয়ে আপনার ধৈর্যের প্রশংসা করছি বেশী - আপনার ভাই ধৈর্য আছে, একটা সমস্যা বলে যাই “যার জীবনে যেই ব্যাপারটি বেশী তার জীবনে তারই সম্মুখিন হতে হয়” - আপনি জীবনে ধৈর্যের পরিক্ষা অনেক দিতে হবে (হয়তো ইতিমধ্য দিয়েছেন অনেক) !!!

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৫

ভ্রমরের ডানা বলেছেন:





সেটা আমিও জানি! আপনি দেখছি মানুষ ভাল চিনেন! আপনার গুণ আছে বটে! শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার!

৩২| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৭

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কাব্য!

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৭

ভ্রমরের ডানা বলেছেন:



পাঠে ও মন্তব্যে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর!

৩৩| ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪০

ফেনা বলেছেন: কঠিন মজা পাইলাম।

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:



মজা দেবার জন্যেই লেখা। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম! শুভেচ্ছা রইল সুপ্রিয় ব্লগার!

৩৪| ২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

কথাকথিকেথিকথন বলেছেন:



লাইক অর্থ কী ! আমি তো শুধু একটা ক্লিক দেয়াকে লাইক বুঝি !!

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:



আমিও তাই জানি। এ নিয়ে ব্যাপক গবেষণা হওয়া দরকার! অনেকে আছেন যারা মনে করেন লাইক মানেই বিশাল কিছু। আদতে এটা নয়। অন্তত আমার কাছে!




শুভেচ্ছা সুপ্রিয় কবি! মন্তব্যে ধন্যবাদ জানবেন!

৩৫| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৩

অচেনা হৃদি বলেছেন: হিহিহি...
এই লেখার কিছু অংশ তো প্রথম পাতায় যাবার আগে আমার ব্লগের মন্তব্যের ঘরে পেয়েছিলাম তখন একচোট হেসেছিলামও !

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১০

ভ্রমরের ডানা বলেছেন:



আমি আগে কমেন্টে দিয়েছিলাম। হা হা হা! আপনি মনে রেখেছেন দেখছি! এতে কিন্তু নতুন কিছু আছে কমেন্টে। সময় পেলে দেখতে পারেন!


থ্যাংকস এটা পড়ার জন্যে!

৩৬| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৩

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




দারূন.... দারূন ! সব মন্তব্য ও প্রতিমন্তব্য পড়ে লা-জওয়াব ।


ভৃগুর টা মনে হয় জোশ এবং সব ব্লগারদের মনের গোপন কথা --- :|
"সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি তোমার লাইক খানা
সখি গো আমি সামু ব্লগের ব্লগার
লাইক ছাড়া কিছু নেব না ...."

চঞ্চল হরিণী র মতো এখন আমাদের অবস্থা হবে --- ওকি লাইক্যাল ভাই কত রব আমি পুষ্টের দিকে চাইয়া
...... #:-S

ভারী লেখার পর হালকা প্যারোডি দিমাগের ঢিলা বল্টু টাইট করে! ২০০০০০০০০০০০% সহমত ।

এটাতেও কি লাইক দিতে হবে ? :(

২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

ভ্রমরের ডানা বলেছেন:




আসলে কমেন্টে মজার ছলে কিছু বেড়িয়ে এল আরকি! হা হা... :) ভিগু ভাই খুব মজা করে প্যারোডি বানায়! উনি আসলেই জোশ লিখেছেন! আর লাইক লাইক নিয়ে একটু মজা করা এই আর কি! হালকা করে প্যারোডি লেখা, এতে আসলেই দিমাগের ঢিলা বল্টু টাইট হয়।


এটাতে লাইক দিয়ে দিয়েছেন। আমি আর কি চাইব! হা হা হা! =p~




আপনার রসিকতাপূর্ণ মন্তব্যে আমি মুগ্ধ হলাম জী এস ভাই! থ্যাংকস ফর পাঠ এন্ড কমেন্ট!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.