নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ -২৫- উপভোগ কর হে নগরপালক..

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:০৯



কী ভাবছ আজকাল তুমি সভ্য পুরুষ,
বাসার সামনে ফেনিল রেড ওয়াইনে
কর্তৃপক্ষের অযাচিত সিলগালা দেয়াল..
গালি দিচ্ছ নিশ্চয়...
ঠিক করেছ, একদম ঠিক!

এ অন্যায়,
এই শরাবময় শহর জানে...
তুমি যখন রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলে স্কুল, কলেজ, মার্কেট..
ফেলে রাখা বাদামের খোসা গুলো আঙুরলতা হয়েছিল..
এরপর সেগুলো থেকে টসটসে
আপেল কমলা আঙুর গলে হয়েছিল সিডার ওয়াইন...
এমনকি, বাজারের পলিথিন ব্যাগ বিকেলবেলা যখনি জানালা গলে
ছুড়েছিলে ধাবমান রাস্তার বুকে...
ধীরেধীরে তা হয়েছিল অস্ট্রিয়ান রাম..
সরকার তখন ঘুমিয়ে ছিল..

সুস্মিতার হাতে হাত রেখে যখন ওর ঠোঁটে গুঁজেছিলে
আলুজ চিপস কিংবা এম্ব্রোসিয়ান ফ্রেঞ্চ ফ্রাই..
আর ফিরতি পথে কুঁচকে যাওয়া
প্লাস্টিক ঠোঙ্গা, মাউন্টেইন ডিউ বোতলে
মেরেছিলে বীর্যধারী লাথ...
তখন তা ম্যানহোল দিয়ে গলে পড়েনি...
ধীরে ধীরে সেটাও হয়েছে ইউরোপিয়ান শ্যাম্পেইন..
এরপর তোমার আংকেল সাব যখন খালের উপরে
তার পাঁচতলা বাড়িটা উঠালেন
তখন তা হয়েছিল রাশিয়ান ভোদকার গুদাম..

তাই আজ ঢাকার সরাববদ্ধতার জন্যে
তোমার বাসার সামনে
যে পানীয় জলের সরোবর
তার ঠিকাদারি সরকারের নয়, এ অন্যায়!
এর ন্যায্য অধিকার শুধুই তোমার..
উপভোগ কর হে নগরপালক
উপভোগ কর যুগযুগান্তর ....




সর্বস্বত্ত্ব সংরক্ষিত..

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: একটা কঠিন বাস্তবতার কথা খুব সুন্দর করে তুলে ধরেছেন।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার প্রথম অনুভবে শুভেচ্ছা! কবিতায় আত্নউপলব্ধি জেগে উঠলেই স্বার্থকতা! ধন্যবাদ!

২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: কবিতায় আত্নউপলব্ধি জেগে উঠলেই স্বার্থকতা!

কিন্তু আমি যে কবিতাই বুঝিনা, আমার আত্নউপলব্ধি ঘটবে কিভাবে? (২/১ টা আলাদা হিসেব)

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার কি বোঝেন না, কেন বোঝেন না?

৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:


সময়ের প্রেক্ষাপটে দারুন একটি কবিতা; কবিতায় আছে চরম বাস্তবতা আর আমার ভাল লাগা ।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:০৫

ভ্রমরের ডানা বলেছেন:



ধুর্মিয়া, এটা কোন কবিতা হল! সব দোষ সরকারের! এরা খালি খায় আর ঘুমায়। জনগনের টাকা মেরে মজা লুটে! ওরা আমাদের সরাবের সরোবরে ঠিকাদারি চায়! আর আপনি কন সময়ের প্রেক্ষাপটে দারুণ কবিতা! আসতাগফিরুল্লাহ!


ব্লগে আপনার যা সন্মান ছিল এই পোষ্টে লাইক দিয়া সব খুয়াইলেন!

৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন কবিবর, অসাধারণ। কাব্য কথায় মুগ্ধতা জানবেন।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:০৮

ভ্রমরের ডানা বলেছেন:



কিছু মানুষ জলাবদ্ধতা নিয়েও রাজনীতি করে! বুঝুন অবস্থা! উহাদের পশ্চার্ধ বরাবর কবিতার ত্রিশূল! সেখানে আপনার মুগ্ধতায় আমিও মুগ্ধ হয়েছি গীতিকবি! শুভকামনা নিরন্তর!

৫| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:০০

ইব্‌রাহীম আই কে বলেছেন: কবিতার কি যে বুঝিনা সেটাই বুঝিনা :(

২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:১০

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা হইল ত্রিশুল, কখনো ব্যাম্বু, কখনো ঘাস, কখনো কাশ, কখনো নরম ছোঁয়া...


ঠিক কইছি নি ভাই...

৬| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৩:৩৮

উদাসী স্বপ্ন বলেছেন: আরে রাজিব নূরের শেষ পোস্ট টাই যেনো কবিতার আকারে লিখলেন।

ভাবতে খারাপ লাগে ঢাকার এই জলাবদ্ধতার জন্য আমরাই দায়ী। একটা তিলোত্তমা শহরকে গলা টিপে আমরা নিজেরাই হত্যা করছি

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০২

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ!

৭| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৩২

সিগন্যাস বলেছেন: উপভোগ করতে করতেই দিন গেলো । আমার খুব ইচ্ছা ঢাকায় যেন পুরো এক মাস ব্যাপি লাগাদার বৃষ্টি হয় । যেই সেই বৃষ্টি না কুকুর বেড়াল বৃষ্টি হতে হবে ।

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০২

ভ্রমরের ডানা বলেছেন:




অভিনন্দন ও শুভেচ্ছা!

৮| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! জজ্ঞালের মধ্যে যে রত্ন । নরক যন্ত্রনাকে নিয়ে সুন্দর কবিতা ।

শুভজামনা প্রিয়কবিকে।

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৪

ভ্রমরের ডানা বলেছেন:




জঞ্জালাদি আমার, সরাববদ্ধতা সবার! শুভকামনা!

৯| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১০

কথাকথিকেথিকথন বলেছেন:




সবটুকু দায় সরকারের নয়। দেশের স্বার্থে জনগণও সচেতন হতে হবে।
সুন্দর কবিতা সাম্প্রতিক ক্রাইসিস নিয়ে। ভাল লেগেছে। সবদিকে যেন মাতাল, উন্মাদ ভাব!

২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২১

ভ্রমরের ডানা বলেছেন:


সবটুকু দায় সরকারের নয়। দেশের স্বার্থে জনগণও সচেতন হতে হবে।
- ঠিক কথাই বলেছেন কবি! কবিতার অনুভবে আন্তরিক ধন্যবাদ! শুভকামনা সতত!

১০| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৪

এ.এস বাশার বলেছেন: সুন্দর কবিতা... বাস্তবতার জবাবও বটে.....
শুভ কামনা কবির জন্য....

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:



শুভেচ্ছা রইল! জলাবদ্ধতার অবসান হোক।

১১| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪০

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




নগরপালকের নরম গালের বিছানায় কবিতার সরোষ পদাঘাত ।
ভালো হয়েছে কবিতা ।

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:





কবিতা ভাল লেগেছে জেনে অশেষ ধন্যবাদ সুপ্রিয় কবি! জলাবদ্ধতা নিরসনে আমাদের উদ্যোগ প্রধান।

১২| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:



বাস্তবতা অনুধাবনে অশেষ ধন্যবাদ সুপ্রিয় রাজীব ভাই! শুভেচ্ছা সবসময়!

১৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
বাস্তবতা অনুধাবনে অশেষ ধন্যবাদ সুপ্রিয় রাজীব ভাই! শুভেচ্ছা সবসময়!

ভালোবাসা নিরন্তর।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:





ভালবাসাই শক্তি, কবিতার প্রেরণা! আবারো ধন্যবাদ!

১৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৭

সুমন কর বলেছেন: হুম, আমরা বেশ উপভোগ করে যাচ্ছি.....!!

সুন্দর হয়েছে। +।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৯

ভ্রমরের ডানা বলেছেন:



সবাই উপভোগ করছে। সবাই এর অধিকারী! সুন্দর অনুভবে শুভেচ্ছা সুমন ভাই! অনুপ্রাণিত করে গেলেন!

১৫| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৬

নতুন নকিব বলেছেন:



Good! Strong feelings!+++

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৩

ভ্রমরের ডানা বলেছেন:


It's a little approach to raise consciousness about waterlogging.. I appreciate your comment. Thanks a lot for loving the poetry..

১৬| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

পলিথিন তত্ত্ব কবির হাতে পড়লে কি হতে পারে ;) অসাধারন নমুনা কবি
হা হা হা

অসাধারন হয়েছে! হ্যাটম অফ কবি :)

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:





হয় হয়, এমনি হয়। জলাবদ্ধতা কাব্যে স্বাগতম! পুলিটিক্যাল শরাব পেলে সব পলিথিন শরাব হুই যায় ;) আর সব দুষ হয় আমার!

এ এ... খেল্মু না...

কবিতায় আপনার উপস্থিতি, কবিতায় লাইক ও অজস্র প্লাসে লেখাটি স্বার্থক হল! ভালবাসার মন্তব্যে ও অতলান্তিক শরাবনতহুরা অনুভবে অশেষ ধন্যবাদ কবি ভাই! :P.


শুভেচ্ছান্তে :D

১৭| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৮

চঞ্চল হরিণী বলেছেন: একদম দিয়েছেন বাঁশ। ভৃগু ভাইয়ের সাথে একমত- শহরের জঞ্জাল তত্ত্ব কবির হাতে পড়লে কি অবস্থা হবে তার অনুপম উদাহরণ এই কবিতা। খুবই স্ট্রং ভাষা। ত্রিশূল বিঁধেছে জায়গা মত ;) । সিনেম্যার ডায়লগ "ওহে পুলিশ, কবির সাথে কথা বলার আগে টুপিটা তোর খুলিস " একটু চেঞ্জ করে বলি, "ওহে নগরপিতা ফুলিশ, কবির সাথে কথা বলার আগে টুপিটা তোর খুলিস"। কবিতায় অনেক বেশী ভালোলাগা বন্ধু।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ২:২২

ভ্রমরের ডানা বলেছেন:





আগেই সাবধান হওয়া উচিত ছিল! কিন্তু না! কে শোনে কার কথা! যাকগে কবিতায় এসে এতো কথা পেয়ে ভাল লাগছে অনেক! আসলে কথা গুলো মাথায় ঘুরছিল অনেকদিন। কিন্তু ব্লগের কিছু পোষ্ট পড়ে তা বেরিয়ে এলো। আর যা এল তা ভালই হল। আমি কোন কবির কবিতায় মিথ্যা খুঁজে পাইনি। কবিতা মিথ্যাচার করে না। এটাই দেখে আসছি! কবিতা হোক সত্যের পক্ষে, মিথ্যের প্রতিবাদে!


পাশেপাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ বন্ধু! শুভকামনা সতত! :D

১৮| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৬

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু জানায়।

কবিতায় মুগ্ধতা।

২৮ শে জুলাই, ২০১৮ রাত ২:২৪

ভ্রমরের ডানা বলেছেন:


প্রীশু পেয়ে ভাল লাগল! আপনার মুগ্ধতায় আমিও মুগ্ধ! শুভেচ্ছা রইল।

১৯| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৫

অচেনা হৃদি বলেছেন: ভেবেছিলাম উনি খালি ভালোবাসার কবিতা লিখেন, এখন দেখছি ড্রেইন নিয়েও লেখেন মাঝে মাঝে। ;)

২৮ শে জুলাই, ২০১৮ রাত ২:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

আরে না না, শুধু ভালবাসা নয়...

মাঝেমধ্যে আধুনা লাডলিদের নিয়েও লেখি... একদিন ঠিকই হুল ফুটিয়ে দেব! প্লিজ! এতো জলদি কিসের.... ;)

২০| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:



নগর বালকেরা গ্লাস হাতে নেমে আসো রাস্তায়

২৮ শে জুলাই, ২০১৮ রাত ২:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

উহারা নেমেছিল,
তারপর শরাব খেয়েদেয়ে এখন ঘুমাচ্ছে! আপনি ঘুমাতে দিন! প্লিজ! শব্দ করবেন না!

২১| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৪

সোহানী বলেছেন: অসাধারন........

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৯

ভ্রমরের ডানা বলেছেন:



কাব্যানুভবে শুভেচ্ছা! শুভকামনা সতত সুপ্রিয় সোহানী আপু...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.