নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ধ্রুবতারা তুমি বুকেই জ্বলো -৩- তারপর জ্বালিয়ে দিও...

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩




মিথ্যে বলোনা..
ধ্রুবতারা জানে তুমি আমার হতে চাওনি..
দিনের সকল ক্লান্তিশেষে শামখোল পাখিদের ঝাঁক
শান্ত নীড়ের পথে পাড়ি জমায় আড়িয়াল বিল..
প্রকান্ড আর্তনাদে উদাসী পবনের কানে কানে ওরা বলে যায়..
নেই নেই নেই...
করাতের মত রাতের দাঁতে আটকে থাকে
কর্কশ ঘুমহীন সেগুনের বন..
তবুও ফানুসের মত চৈতালি আকাশের বুকে অনাকাঙ্ক্ষিত স্বপ্নের উঁকি..
আমি তোমাতেই আছি..

অচেনা যুবকের বাহুডোরে বাধা তোমার সর্বাঙ্গ..
কখনো হরতকী চিবুক শ্যামাদের ফিন তুলে নেচে গেলে
শক্তপোক্ত পেশিবহুল বন্ধনে, উষ্ণ অধরের পেয়ালায়
খুঁজে নিও অমৃত হেমলক.. আমাকে খুঁজবে না জানি...

আমি নেই কভু কোন কামনার পরাগে...

আমি কবিতার জ্বলন্ত বুকে আছি, হতাশ কবির দীর্ঘশ্বাসে..
হরতাল অবরোধ হুলিগানের মিছিলে মিছিলে
ধুলোমাখা নিশ্চল পথের চাকায় নীরবে আমি ছেয়ে আছি....


যদি পার, আমাকে ডায়েরীর পাতায় রেখো , হৃদয়ে নয়..
কোন এক অবসরে চঞ্চল মন খুলে দুচার লাইন লেখো
এলোমেলো কালবৈশাখীর মতন..
দক্ষিনের ঘন কালো মেঘে
আমাকে চূর্ণ করার একান্ত অধিকার নিয়ে..

আবার ক্যাফেটেরিয়ায় সাঁঝবেলা প্রিয়তমের সাথে একান্ত কোন ক্ষণে..
জীবনের খেরোখাতার সমস্ত হিসেব মিলে গেলে..
যদি কখনো ভেসে উঠি ভুলে..
ডায়েরীর পাতায় আলতো করে চোখ বুলিয়ে নিও...
তারপর জ্বালিয়ে দিও...



মূলকাব্য-এখনো তোমারই আছি..
কবি- বৃতি
সর্বস্বত্ত্ব সংরক্ষিত
ছবি- জেনস্টক

মন্তব্য ৫৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৬

ওমেরা বলেছেন: কবিতাটা তো ভালই লাগল ।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:

প্রথম মন্তব্যে আন্তরিক ধন্যবাদ! আপনার কবিতাটি ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে। মূল কবিতাটি আরো ভালো। আমার কাছে মনে হল আমার কবিতাটি মূল কবিতার ধারেকাছেও যেতে পারেনি! কবি বৃতি একজন গুণী লেখিকা! উনার জন্যে আমার এই সামান্য অর্ঘ!



অনুভবে শুভেচ্ছা ওমেরা! আপনার জন্যে শুভকামনা রইল! ভাল থাকুন!

২| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫০

অচেনা হৃদি বলেছেন: জী না, বললেই আমি আমার ডায়রির পাতা জ্বালিয়ে দেবো না। আমার ডায়েরির কাগজ অনেক দামি। ;)

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০২

ভ্রমরের ডানা বলেছেন:





হা হা হা....
ভাল বলেছেন। যেন না জ্বলে সেই কামনাই করি। মুক্তোদানা মুল্যবান পাতাগুলো যতনে থাকুক....


অনুভবে শুভেচ্ছা রইল!

৩| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৬

নীলপরি বলেছেন: ভালো লাগলো কবি । ++

মূল কবিতাটাও পড়লাম ।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:




কাব্য পাতায় কত অফুরন্ত কথাকলি! শেষ হবার নয়! অত্যন্ত ক্ষুদ্র এ জীবন! সময় বড় নির্দয়! কত কথা বলার ছিল! হলো না!
কবিতা ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হয়েছি! মূল কবিতা রত্নখচিত! অনুভবে কৃতজ্ঞতা কবি নীলপরি! অনন্ত শুভেচ্ছা রইল! ভাল থাকবেন সবসময়!

৪| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৮

মোস্তফা সোহেল বলেছেন: বাহ দারুন!

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে শুভেচ্ছা মোস্তফা ভাই! কবিতায় আপনাকে পেয়ে অনুপ্রাণিত হয়েছি!

৫| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৩

ফেনা বলেছেন: ভরপুর মুগ্ধতা রেখেগেলাম।
আমার কাছে খুবই ভাল লেগছে।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

ভ্রমরের ডানা বলেছেন:


পাঠে ও কমেন্টে শুভেচ্ছা ফেনা ভাই! শুভকামনা সবসময়!

৬| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪

কাওসার চৌধুরী বলেছেন:



"যদি পার, আমাকে ডায়েরির পাতায় রেখো, হৃদয়ে নয়" ....... কবিতাটি কিন্তু হৃদয়ে রাখলাম, ডায়েরিতে নয় B-)। +++++++

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২

ভ্রমরের ডানা বলেছেন:





বাহ! কি সুন্দর কমেন্ট করেছেন! আমার তো আপনার কমেন্টে প্লাস দিতে ইচ্ছে করছে! কবিতার অনুভবে যে মন্তব্য করেছেন তাতে উৎসাহিত হলাম! এভাবে অনুপ্রাণিত করার জন্যে অনেক অনেক ধন্যবাদ! প্রীতি ও শুভেচ্ছা রইল! শুভ বিকেল!

৭| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: এক কথায় অনবদ্য।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:
শুকরান মেহেরবান..

৮| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: ভালো লাগলো।

২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

ভ্রমরের ডানা বলেছেন:
শুভেচ্ছা রইল!

৯| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:১২

ভ্রমরের ডানা বলেছেন:


সুন্দর অনুভবে প্রীত হলাম! শুভেচ্ছা রইল!

১০| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতায় মুগ্ধতা !!

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:২১

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার মুগ্ধতায় কাব্য রচনা স্বার্থক হল! শুভেচ্ছা রইল সুপ্রিয় লেখক!

১১| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৭

অজ্ঞাত পথচারী বলেছেন: মূল কাব্য এবং আপনার কাব্য দুটোই অসাধারণ লাগলো। :)

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৭

ভ্রমরের ডানা বলেছেন:





অনুভবে শুভেচ্ছা! প্রেমের জয় হোক!

১২| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

সুমন কর বলেছেন: আপনি তো বরাবরই ভালো লেগেন। এর ব্যতিক্রম খুব কমই ঘটে .... ;)
+।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩১

ভ্রমরের ডানা বলেছেন:




প্রেমের কবিতার বাইরে খুব কম যাই। এটা নিয়েই বহুদিন আছি দেখে একটুআধটু লেখছি দাদা। তবে যতটুকুই তার অনেকেটাই আপনার অনুপ্রেরণা!! কেউ পড়ুক বা নাই পড়ুক আপনি ঠিকই এসে পড়েন। এটাই উৎসাহ আর ব্লগে এটাই বেশি দরকার! আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন!

১৩| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৫

ঋতো আহমেদ বলেছেন: মাঝে মধ্যে ভাবি আমার কোনো ডায়রি নেই কেন !? B:-) একজন তো সুবোধের ডায়রি পড়াবেন কথা দিয়ে বারবার পিছলে যাচ্ছেন । :(
কবিতা ভালো হয়েছে। ++

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১:০০

ভ্রমরের ডানা বলেছেন:

কে উনি? কেন পিছলে যাচ্ছেন? ডায়েরীর পাতা অক্ষুণ্ণ থাকুক চিরকাল, স্থায়ী শাশ্বত হয়ে! কবিতার অনুভবে শুভেচ্ছা কবি! শুভকামনা সতত!!!!!

১৪| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:০০

চঞ্চল হরিণী বলেছেন: অসাধারণ এই কবিতা পড়ার পর মুগ্ধ হয়ে মূল কবিতায় গেলাম। দুটো কবিতায় এতটাই আচ্ছন্ন হলাম, কোন ঘোরে যে চলে গেলাম। এখনো সেখানেই আছি। এমন কবিতাকে শুধু ভালবাসি-ই বলা যায়।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:১০

ভ্রমরের ডানা বলেছেন:



আমারটা সত্যিই কি অসাধারণ? হা হা হা..... আমি মোটেও কবি বৃতির মতন লেখতে পারিনি। উনার কবিতায় ঘোর আছে উনারটা অসাধারণ, অসামান্য, অনবদ্য! উনার কবিতাকে ভালবাসতে মন চায়, খুব আপন মনে হয়! আমারটা ঠিক জানি না...


অবশ্য আমি বড্ড বেশি খুতখুতে। শব্দের উপমা, ভাষার প্রয়োগ, ভাবের প্রবাহ, বাহুল্য, বানান, অলংকরণ, আধুনিক শব্দে মার খেয়ে আছি বলে মনে হয়! কি যে করি কবি!!


এনি ওয়ে, কবিতার অনুভবে যে মন্তব্য করে গেছেন তাতে আমি ধন্য হলুম ;) আন্তরিক শুভেচ্ছা জানবেন...

১৫| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৩১

চঞ্চল হরিণী বলেছেন: আমার বন্ধুকে আমি মনের কথাই বলবো। দু'বছর আগে প্রথম আপনার কবিতা পড়েছিলাম। তখন আপনার লেখায় উপমার বাহুল্য থাকতো খুব বেশী। অকারণ মেদবহুল মনে হত। আবার বোধ হত শব্দচয়নে আপনি অনেক সময়ই বিচক্ষণ নন। এ বিষয়ে আপনি নিজেই একজায়গায় বলেছিলেন, 'যেমন শব্দ মাথায় এসেছে লিখে দিয়েছি, অর্থ নিয়ে তত ভাবিনি' । এসব কারণে সুন্দর কবিতার ভাবও অস্পষ্ট হয়ে সৌন্দর্যটা কেমন যেন ঠিক মনে গেঁথে যাওয়ার মত হতো না। আমি অনেক বেশী পড়িনি, কিন্তু যে কয়টা পড়েছি সেগুলোর স্মরণে এসব বললাম। আর এখন ! বন্ধু আমার ভীষণ পরিণত। যেমন শব্দ চয়নে, তেমন উপমা ব্যবহারে, তেমনি বিষয় নির্বাচনে । কবিতার ভাবগুলো পুরো শৈল্পিক ছবি হয়ে মনে দোলা দেয় । নির্দ্বিধায় উৎকৃষ্ট কবিতা বলতে পারি, অন্তত শেষ তিনটির ধারাবাহিকতায় । মন খুলে সব কথা বলে দিলাম। এখন প্রিয় বন্ধুর ব্লগ ঘুরে ঘুরে কবিতাগুলো পড়বো :)

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৩:২০

ভ্রমরের ডানা বলেছেন:


হ্যা, ঠিক এমনি এক বন্ধু তো চাই। কবিতায় আপনার বিশ্লেষণ আমাকে উপকৃত করেছে। সে সময় কবি বন্ধুর সাথে হয়ত আমার মতের মিল হয়নি। সে সময় বাহুল্যতাকে ছাপিয়ে যেতে পারিনি মনে হয়। তবে এখন কিছুটা পেরেছি মনে হয়। তবে অনেক কিছুই এখনো শেখার বাকি। এই শেখাটা হোক একসাথে, বন্ধুর হাতে! কবিতায় ভুলভ্রান্তি শুধরে নিতে একজন ঝানু কবিকে পেয়ে ধন্য হয়েছি। মনে খুলে বলেছেন দেখেই উপকৃত হলাম। ঘুরে যেহেতু পড়বেন দয়া করে ভুলগুলো একটু ধরিয়ে দিয়েন। এগুলো নিয়ে কাজ করলে দুজনের অনেক কিছুই জানা হবে। সমালোচনা নিতে অবশ্যই আগ্রহী!


শুভেচ্ছান্তে!!

১৬| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৮

চঞ্চল হরিণী বলেছেন: দুজনের কবিতা দুই রকম সুন্দর। তবে হ্যাঁ, বৃতিরটা পড়ার পরেই আমি ঘোরে চলে যাই ;)

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৩:২২

ভ্রমরের ডানা বলেছেন:



উনার শব্দচয়ন অসাধারণ, ভাবের গতি আর উপমার প্রয়োগ কবিতাকে অনন্য করে তুলেছে। উনি এত সুন্দর করে শব্দ বিন্যাস্ত করেন যে ঘোর কাজ করে! এক দুর্নিবার আকর্ষণ আরকি!

১৭| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: কবির শৈল্পীক মনের অসাধারণ সৃষ্টি। গতকাল যখন প্রথম পড়েছিলাম, কী বলে কমেন্ট লিখবো ভাবতে পারিনি । লাইকটা দিয়ে চলে যায়। যেকারনে আজ আবার আসা। আপনাদের মত সুন্দর কাব্য কথায় কমেন্ট লিখতে পারিনা, তবে হৃদয়ের মুগ্ধতা জানিয়ে গেলাম। ++++

অপ্রীশু আপনাকে।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১১

ভ্রমরের ডানা বলেছেন:





আপনার হৃদয়ের যে ভাষা তা লিখতে হয় না। আমি বুঝে নিয়েছি! প্রিয় ব্লগারের মুল্যবান অনুভবে কবিতাটি স্বার্থক হল! মুগ্ধতাটুকুর জন্যে অনেক ধন্যবাদ! তবে আসল ধন্যবাদ রইল মূল কবির প্রতি যার কবিতার অনুভবে এই কবিটি লেখা!



অনেক অনেক ভালবাসা রইল! শুভেচ্ছা নিরন্তর!

১৮| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
শুকরান মেহেরবান..

ভালো থাকুন।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ রাজীব ভাই! আমি জ্যনি আপনি কবিতা খুবই ভালবাসেন যেমন আমি ভালবাসি আপনার গল্প! অনন্ত শুভেচ্ছা! ভাবীকে স্যালাম জানাবেন!

১৯| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৮

সিগন্যাস বলেছেন: মন করার কবিতা । উদাস নয়নে চেয়ে থাকলে কি আর কারো মন মিলে?

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৭

ভ্রমরের ডানা বলেছেন:



ভালবাসায় জয় শুধু তাকে পাবার উল্লাসে নয়! উদাস নয়নে থেকে তার চোখে ভালবাসা জ্যোতি জাগিয়ে রাখাই জয়! যে ভেসে উঠতে জানে তাকে ডোবাবে কে?




শুভেচ্ছা রইল! ভালবাসার জয় হোক!

২০| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

লাবণ্য ২ বলেছেন: অসাধারণ!

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

থ্যাংকস!! শুভেচ্ছা সতত!

২১| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০০

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




দুটো কবিতাই রূপকল্পে নান্দনিক ।

আপনার লেখা কবিতা সম্পর্কে আমিও ১৫নং মন্তব্যে চঞ্চল হরিণী র করা কথার সাথে অনেকখানি সহমত । খুব তীক্ষ্ণ তার পর্যবেক্ষন । বিশেষ করে -- উৎকৃষ্ট কবিতা বলতে পারি, অন্তত শেষ তিনটির ধারাবাহিকতায় । তার এই কথায় আমিও বলতে আসলেই এগুলোতে আপনার উত্তরণ ঘটেছে ।
এভাবেই শ্রীবুদ্ধি ঘটুক আপনার ।
শুভেচ্ছান্তে ।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৫

ভ্রমরের ডানা বলেছেন:




আমি কবিতা লেখেছি অনেক! উৎকৃষ্ট কিনা সে পাঠক বলবে! আপনি ও আপনারা যেহেতু বলছেন উত্তরঙ্গ প্রয়াস চলবে। এই জার্নি অনেক বড়। আমি কেবল শুরু করেছি। দেখি কতদূর কি হয়। এখনো মনে হয় কিছুই লেখা হয়নি!!


কবি চঞ্চলা হরিণী ভালই বলেছেন! এখন হয়ত গিট্টু খুলছে! :D

আপনার স্নেহাশিস মাথায় তুলে রাখলাম শ্রদ্ধেয়! কবিতার অনুভবে শুভেচ্ছা রইল! ভাল থাকুন সে কামনা নিরন্তর!

২২| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধকরা ভাবনা কবি :)

ভাললাগা একরাশ :)

+++

০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:৩২

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে শুভেচ্ছা! ভাল থাকবেন!

২৩| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন কবি, কাব্যে অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।

শুভ সন্ধ্যা

০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:৩২

ভ্রমরের ডানা বলেছেন:



শুভেচ্ছা গীতিকবি! ভালবাসা রইল!

২৪| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:


তাই বুঝি! সৌভাগ্য বটে!

২৫| ০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:২৪

উদাসী স্বপ্ন বলেছেন: আপনে তো মিয়া দারুন লেখেন....

হরতাল হুলিগান কামনার পরাগ....শব্দগুলো মনে দ্যোতনার সৃষ্টি করলো।

২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:২৮

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা পাঠে শুভেচ্ছা রইল। মন্তব্যে প্রীত হলাম।

২৬| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২১

শাহারিয়ার ইমন বলেছেন: কবিতার আবৃত্তিটা কেমন হয় শোনার ইচ্ছা ছিল

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২

ভ্রমরের ডানা বলেছেন:
সিন্ডিকেটে স্বাগতম!



আমি আবৃতি পারিনা। আপনি পারলে করে ইউটিউবে দিয়েন। শুনব!

২৭| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

শাহারিয়ার ইমন বলেছেন: আমিও ত ভাই আবৃত্তিকারক নই

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

আমিও না। আমি শুধুই এক ভ্রমরের ডানা। গুনগুন করি..

২৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৯

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন একটি কবিতা।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

সময় করে পড়ার জন্যে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন নিরন্তর! শুভকামনা সতত!

২৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯

একজন সৈকত বলেছেন: খুব ভালো লাগলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভবে আন্তরিক শুভেচ্ছা রইল!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.