নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি কালো ফুলের কথা...

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৩



ভিক্টোরিয়ান লেস সিলভার ব্ল্যাক




কালো বাদামি রঙা এই ফুলটি সুগন্ধযুক্ত। আমেরিকায় গরম আবহাওয়ায় দেদারসে জন্মায়। আর্দ্র জায়গায় লাগানো যায়। বিশ্বের বহু দেশে উঠানের কালো রানী নামে এর বেশ নামডাক।

ডালিয়া (অ্যারাবিয়ান নাইট)



বেশি লাল তাই কালো দেখায়। এই ফুলের জন্যে সুর্যের আলো বেশি লাগে।


ব্যাট ফ্লাওয়ার



একে বাদুড় ভাববেন না। বিশ্বের বিরল প্রজাতির কালো ফুল এটি! খুবই দামী আর আকর্ষণীয়!


অ্যাওনিয়াম আরবোরিয়াম


এর জন্যে চাই ঠান্ডা আবহাওয়া। এটি ঝোপের মত বেড়ে ওঠে!

আলেকজান্দ্রিয়া



গ্রীষ্মের ফুল। ঝাঁকে ঝাঁকে ফোটে। অনাবিল সৌন্দর্য!

হলিহক



সব আবহাওয়াতে বেশ দ্রুত বেড়ে ওঠে। মেরুন রঙা এই ফুল সব মাটিতেই ভাল হয়।

মনলো


মন কেড়ে নেবার মতই!


ব্ল্যাক রোজ




Dark rose blooms
There sits the groom... ha ha ha..


মলি স্যান্ডারসন



মলি বসন্তের ফুল

নিক্স ওডেসি



বসন্তদূত...

কৃষ্ণকলি আমি তারেই বলি
কালো তারে বলে গায়ের লোক
মেঘলা দিনে দেখেছিলেম তারে
কালো মেয়ের কালো হরিণচোখ



তথ্যসূত্র ও ছবি- ব্যালকনি গার্ডেন

মন্তব্য ৬২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪০

স্রাঞ্জি সে বলেছেন:
প্রীশু ।

সব ফুলই মন কেড়ে নেওয়ার মত ফুল।


৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৬

ভ্রমরের ডানা বলেছেন:


আসলেই তাই! সে জন্যেই ব্লগে শেয়ার করেছি! কালোফুল অন্য বাহারিয়া ফুলের চেয়ে কম কিসে। প্রথম মন্তব্যে অশেষ ধন্যবাদ!



শুভেচ্ছান্তে!!!

২| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৯

কাওসার চৌধুরী বলেছেন:



কালো ফুলের কালো ভ্রমর কইও গিয়া...............

ভ্রমর কইও গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়ারে
ভ্রমর কইও গিয়া

ভ্রুমর রে …
কইও কইও কইওরে ভ্রমর
কৃষ্ণরে বুঝাইয়া
মুই রাধা মইরা যাইমু
কৃষ্ণহারা হইয়া রে
ভ্রমর কইও গিয়া

ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া

ভ্রুমর রে …
আগে যদি জানতাম রে ভ্রমর যাইবা রে ছাড়িয়া
মাথার কেশ দুই ভাগ করে রাখিতাম বান্ধিয়া রেয়
ভ্রমর কইও গিয়া
ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া

ভ্রুমর রে …
ভাইবে রাধা রমন বলে শোন রে কালিয়া
নিভা ছিল মনের আগুন
কে দিলা জ্বালাইয়া
ভ্রমর কইও গিয়া
ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া!!

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:২০

ভ্রমরের ডানা বলেছেন:



কিচ্ছু বলার নাই...

শোনে দেখেন...
view this link

৩| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৩

রাকু হাসান বলেছেন: ভাল লাগলো ,এদেশে এগুলো লাগানো ব্যয় বহুল হয়ে যাবে । :-< ..তা না হলে চেষ্টা করে দেখতাম ,

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৫

ভ্রমরের ডানা বলেছেন:



দেশের গুলো কম নয়! আমি শুধু কালো ফুলের কালেকশন রাখলাম আরকি! আমার ফুল খুবই প্রিয়! ব্যয় নিয়ে চিন্তা করবেন না! কারণ কবি বলেছেন যদি একটি পয়সা থাকে........


বাকিটা নিশ্চয় জানেন! শুভেচ্ছান্তে!!

৪| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৬

অচেনা হৃদি বলেছেন: আপনার ব্যালকনি গার্ডেনের ছবি? :||

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:


হুম! ব্লগ ব্যলকনির! পছন্দ হয়েছে?

৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলেকজন্দ্রিয়া ও হলিহক দুটি ফুল বেশি ভালো লাগলো আমার কাছে, সুন্দর ছবি তুলেছেন, ভালো লাগলো পোষ্ট

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:


ফুলগুলো কালো কিন্তু দেখতে বেশ! আলেকজান্দ্রিয়া আমারো পছন্দ। তবে ব্ল্যাক রোজ কিন্তু সবচেয়ে গর্জিয়াস...




শুভেচ্ছা গীতিকবি!

৬| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৯

কাওসার চৌধুরী বলেছেন:



তাজিকিস্তানি ভাষায় এই গান!! ধন্যবাদ আপনাকে লিংকটি দেওয়ার জন্য B-)

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:



জ্বী! গানের কলির জন্যে আপনাকেও ধন্যবাদ! শুভেচ্ছা কাওসার ভাই!

৭| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল সুন্দর সুন্দর অপরুপ কাল সব ফুলের ছবি দেখে । মনে হল আধুনিক কবিতার অন্যতম শক্তিশালী উপাদান চিত্রকল্প ব্যবহৃত হয়েছে ছবি ব্লগের রীতিতে। ছবি পোষ্টের নীচে তাই কবিতার চরণ চলেছে সমান তালে । কবির হাতে পরে ছবি ব্লগ পেয়েছে এক নবরূপ । কালো ফুলকে কত ভাবেই তুলে ধরা হলো আমাদের কাছে । কালোই সকলের ভালো, কালো ভ্রমর কতই না প্রিয় প্রমিকার কাছে , কৃঞ্চ কালো হয়ে গেছে জগতের আলো । কালিদাসের 'মেঘদূত'কাব্যে বিরহী যক্ষের বার্তা নিয়ে যাবার সময় মেঘ যে সব কাল ফুলের বর্ণনা দিয়েছে সেটা নিঃসন্দেহ বাঙালি পাঠকের কাছে এখনো আকর্ষণীয় । জাতীয় কবি নজরুল বন-গীতি সংকলনের একটি গানে কালো আঁখির ছবি এঁকেছেন নিঁখুতভাবে।
নদীর নাম সই অঞ্জনা
নাচে তীরে খঞ্জনা,
পাখি সে নয় নাচে কালো আঁখি
আমি যবো না আর অঞ্জনাতে
জল আনিতে সখি লো,
ঐ আঁখি কিছু রাখিবে না বাকি ॥
তাই দেখা যায় কাল শুধু ফুল, ছবি, মানুষ, আর আখিঁই নয় এর রয়েছে মোহময় আরো অনেকগুন । কামনা করি কবির হাতে পরে দুনিয়ার অন্ধকারময় সকল প্রকারের কালো যেন পরিনত হয় মহিমাময় সুদর্শন স্নিগ্ধ আলোয় ।

পোষ্টটি প্রিয়তে গেল ।

শুভেচ্ছা রইল

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:




কালো একটি এমন রঙ যা সব রঙ শোষণ করতে পারে। এখানেই কালোর মহিমা। কালো ফুলে সুগন্ধ থাকে, ওতে ভ্রমর বসে অন্যসব ফুলের মতন। কালো আভিজাত্য। কালো দেশে দেশেবিদেশে সমাদৃত। ফুলের মাঝেও কালো ছড়িয়েছে বিচিত্র বৈচিত্র্য। সৃষ্টির প্রতিটি দিগন্তে কালো সাজিয়েছে এক মহান আবহ! কালো কোথায় নেই কার নেই? চামড়ায় কালো রঙ ক্যান্সার থেকে রক্ষা করে। এই জন্যেই শ্বেতাঙ্গদের চর্ম ক্যান্সার বেশি! কালো একটি আশীর্বাদ! ফুল থেকে তাবৎ প্রাণীকুলে কালোরঙ সৃষ্টির এক অনাবিল সৌন্দর্য। কিন্তু দুর্ভাগ্য এই যে অনেকেই কালোর মর্ম বোঝে না। অবহেলা করে। কালোধলো নিয়ে উন্নত বিশ্বেও চলছে বিপ্লব! উন্নতি সাধন হয়েছেও ব্যাপক। তবে উপমহাদেশে কেনজানি না গৌড় বর্ণকে আজো বেছে নেওয়া হয়েছে আধুনিকতার মূলমন্ত্র হিসেবে। এটা দুঃখজনক। প্রসাধনী কোম্পানিগুলো এতে ভালই ব্যবসা করেই চলেছে।তারা কালো মুখ ফর্সা করছে। অথচ কালোর মাঝেই জগতের আলো! আমরা সবাই কি এটা ভুলে গেলাম। নজরুল রবীর কোন কথাই কেউ মনে রাখেনি। বসন্তেরকোকিল কালো, রাধার কৃষ্ণ কালো, ফুলের ভ্রমর কালো, আসমানির চোখ কালো, বনলতার চুল কালো, রুপাই এর বদন কালো, নীলাঞ্জনার তিল কালো....

তবুও কালোর প্রতি আমাদের ভালবাসা নেই....



কালোফুলের প্রতি আপনার ভালবাসায় আমি অভিভূত শ্রদ্ধেয়! আপনার মনে কবি কালিদাস বসত করেছেন। ফুলগুলোকে ভালবেসে প্রিয়তে নেবার জন্যে কৃতজ্ঞতা! অসংখ্য কালো গোলাপের শুভেচ্ছা রইল সুপ্রিয় লেখক!!! ভাল থাকুন!!!!

৮| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ৩:০০

ওমেরা বলেছেন: এইযে দেখেন আমার কালো মরিচ গাছে কালো মরিচ ধরেছে।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৩:২৫

ভ্রমরের ডানা বলেছেন:
ঝাল ক্যামন! ওরে বাপরে! এই মরিচ ভয়ংকর ঝাল.....

৯| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রভাত কবিভাইন,

অনবদ্য।! মন ভরে গেল। কালো ফুলের এমন বাহার আগে কখনও দেখিনি। সঙ্গে কথা কমেন্টের রঙ বাহারি পোষ্টটিকে আরও সুগন্ধে ভরিয়ে দিল। কাওসারভাইকে লিংক দেওয়া তাজিক ভাষায় গানটি অসম্ভব ভালো লাগলো। +++++


প্রিয়আপু স্রাঞ্জি সের ভাষায় হৃপ্রীশু আপনাকো।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

ভ্রমরের ডানা বলেছেন:


ফুল প্রিয়। লাল ফুল ভাল কিন্তু কালো ফুল আরো ভ্যল। কালোরঙ জগতের সবচেয়ে পরিষ্কার রঙ! কোন অহংকার নেই। কালোই গর্ব! ফুল ব্লগে আপনার প্রাণবন্ত উপস্থিতিতে মুগ্ধ হয়েছি! গানের লিরিক্স আমাদের বাংলা ভাষার গানের। এটা গর্বের। আপনার স্রাঞ্জি আপুর শুভেচ্ছা স্টাইল টা বেশ! আমিও একটা বের করেছি!


শুশু লইবেন!




*শুশু= শুভেচ্ছা ও শুভকামনা :P। আপনি কি ভাবছেন? হা হা হা.... ;)

১০| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

ভ্রমরের ডানা বলেছেন:


কালো ফুলের শুভেচ্ছা রাজীব ভাই!

১১| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: ফুল একটা সময় প্রিয় না হলেও এখন খুব ভালো লাগে।
আচ্ছা এর মধ্যে কি কোন ফুল বাংলাদেশে চাষ করা যাবে? বিশেষ করে ব্ল্যাক রোজ?

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:


সবগুলোই চাষ করা যাবে। আমাজনে গিয়ে বীজের জন্যে অর্ডার করতে পারেন! শুভেচ্ছা রইল!

১২| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কালো সেতো কাল নয়
যেন অপরুপ রূপ।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:




সেটাই! কালোর রূপও কম নয়.... রূপবতী কালো ফুল যেন কোন ডাগরআঁখির টান........



নান্দনিক অনুভবে শুভেচ্ছা......

১৩| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৬

বিবেকহীন জ্ঞানি বলেছেন: কালো তো গলার মালাই বটে

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:



মাইনষে বলে তারে কালা রে কালা
আমার কাছে লাগে কত যে ভালা
কালা গলার মালা
ও লাল কুর্তাওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা
দিলি বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা

১৪| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৬

টারজান০০০০৭ বলেছেন: কালো গোলাপ তাহা হইলে কালো নহে , অতিরিক্ত লালের কারণে কালো দেখায় ? পোস্ট সুন্দর হইয়াছে !

ফুল কালো হইলে দাম যতই হউক, কালো মানুষের দাম দুনিয়াতে কমই আছে ! (আমিও পাতিলের তলার মতন কালো কিনা ! :( )

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:




মানুষের গায়ের রঙ নয় মনের রঙ দেখতে হয়.......

যে দেখতে পায় না সে অন্ধ! আপনার গায়ের রঙ কোন বিষয় নয়! শুভেচ্ছা!

১৫| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮

তারেক_মাহমুদ বলেছেন: বাহ চমৎকার, মুগ্ধ হলাম। ব্যাট ফ্লাওয়ারটা বেশি ভাল লাগলো।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:

ব্যাট ফুল অদ্ভুত। আমিও অবাক হয়েছি ওকে দেখে। এরপর জাপানিজ বক ফুল দেব! জাপানিজ ফুল আরো সুন্দর! ফুলের ব্লগে আগমনে শুভেচ্ছা ও শুভকামনা!

১৬| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৭

সনেট কবি বলেছেন: নামে-গুণে মিলে গেল! এক কথায় চমৎকার।

৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:




ফুলের নামেই ফুলের গুন। আর নামেগুনে মিলে গেছে দেখে খুব ভাল লাগছে! আপনি ভালই হিসেব করেছেন। শুভেচ্ছা সনেট কবি!

১৭| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৬

চঞ্চল হরিণী বলেছেন: ওয়াও ! কি দারুণ সব ফুল ! সিলভার ব্ল্যাক আর ব্যাট ফ্লাওয়ার দেখে খুবই অবাক হয়েছি। খুব ভালো লাগলো বন্ধু। চোখ জুড়ালো।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:



এই ব্ল্যাক ফ্লাওয়ারগুলো হুট করেই আমার নজরে পড়ল। তখনি তুলে এনে ব্লগে দিলাম। আপনারো যে পছন্দ হয়ে গেল তাতে আমি সত্যি অনেক খুশি! মিল পাওয়া গেল বন্ধু!



কালো রোজের শুভেচ্ছা রইল!

১৮| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনি গাঢ় ডার্ক রং পছন্দ করেন?

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:


জী জনাব। কাল ডার্ক হলেই ভাল লাগে। অন্য কোন রঙ ডার্ক হলে ভাল লাগে না!

১৯| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫১

সামিয়া বলেছেন: ফুলগুলো তো সব খেয়ে ফেলতে ইচ্ছে করছে, এত্ত সুন্দর।।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৯

ভ্রমরের ডানা বলেছেন:


আরে নাহ! এই কাজ খবরদার করবেন না! এইগুলো শাকবীর ভাইয়ের জন্যে তুলে রাখা হয়েছে! উনি ফিরলে তখন উনার থেকে নিয়ে নিয়েন! :P




শুভেচ্ছা রইল সামিয়া! ভাল থাকবেন!

২০| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১২

এমজেডএফ বলেছেন: কালো রংয়ের মধ্যেও এত ফুল! আনকমন কালেকশন! আসলে সব সময় রঙ্গিন ফুলের বাহারি আকর্ষণ দেখতে গিয়ে কালো ফুলের দিকে ভালো করে তাকাই নি। কালো ফুলও যে এত সুন্দর হতে পারে তা আপনার এই পোস্টে উপলদ্ধি করলাম।

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

অনুভবে শুভেচ্ছা রইল! শুভকামনা সতত!

২১| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৭

মনিরা সুলতানা বলেছেন: অপূর্ব !

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৫

ভ্রমরের ডানা বলেছেন:




অনুপ্রাণিত করেছেন সুপ্রিয় কবি! অনুভবে অশেষ ধন্যবাদ! কালোই জগতের আলো...

২২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:০০

সুমন কর বলেছেন: আহা.....সুন্দর !!

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২৯

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ দাদা! শুভেচ্ছা রইল!

২৩| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৭

সামিয়া আক্তার শেহা বলেছেন: সত্যিই খুব সুন্দর । মন ভরে গেল। কালো ফুলের এমন বাহার আগে কখনও দেখিনি।

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩

ভ্রমরের ডানা বলেছেন:


কালোই জগতের আলো! শুভেচ্ছা রইল! ভাল থাকুন!

২৪| ০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:১৪

উদাসী স্বপ্ন বলেছেন: এই ব্যালকনি গার্ডেনটা কোথায়?

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:
নেটে আছে! খুঁজলেইই পাবেন!

২৫| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৯

জাহিদ অনিক বলেছেন:

ফুলের কানে ভ্রমর (ভ্রমরের ডানা) এসে চুপি চুপি বলে যায় তোমায় আমায় সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:
শুভেচ্ছা কবি!

২৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬

লায়নহার্ট বলেছেন: {বুঝলাম, আপনার বাসচাপা পড়ার কোন চান্স নেই}

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪২

ভ্রমরের ডানা বলেছেন:
চায়ের সাথে সিগ্রেট খাবেন না। এতে মেমোরি ডিলা হয়। সেই সাথে মগজের কিছু বল্টু অকেজো হয়ে পড়ে। শুভেচ্ছা রইল!

২৭| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯

পবিত্র হোসাইন বলেছেন: ফুল না থাকলে হয়তো এই পৃথিবী অর্থহীন হয়ে যেত

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪২

ভ্রমরের ডানা বলেছেন:


ঠিক বলেছেন! ফুল হল অমূল্য সম্পদ! শুভেচ্ছা রইল!

২৮| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৪

নীলপরি বলেছেন: দারুণ লাগলো । :)

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৫

ভ্রমরের ডানা বলেছেন:

শুভেচ্ছা ও স্বাগতম! ভাল থাকবেন কবি!

২৯| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬

লায়নহার্ট বলেছেন: {হাহা...আপনি কি মগজ এভাবেই ঢিলা করেছেন! ভালো থাকবেন, শুভেচ্ছা}

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৭

ভ্রমরের ডানা বলেছেন:

মগজেরচাষ বেশ হচ্ছে! আপনিও চাষুন! দেশে কিছু মগজওয়ালা চাই! মগজধোলাই খাওয়া পাব্লিক না!


ভাল থাকেন! শুভেচ্ছা!

৩০| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০০

বিজন রয় বলেছেন: কালোরও একটি নিজস্ব সৌন্দর্য আছে।

দেখে গেলাম।
+++++

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৮

ভ্রমরের ডানা বলেছেন:

কালো স্বতন্ত্র ! কালো মৌলিক!


শুভেচ্ছা কবি!

৩১| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৫

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: দেশী হোক আর বিদেশী ফুল তো ফুল ইসলাম। এক অপরূপ সৃষ্টি।

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

ভ্রমরের ডানা বলেছেন:



সেটাই ফুল হল শান্তিরক্ষক! ফুলের জন্যে পৃথিবী এত সুন্দর! ফুল এক রূপপসারিণী! শুভেচ্ছা রইল ভায়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.