নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

বাহ!! দেবদূত??

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৪




আদিম যুগেও আমি বাকল পরেছিলাম...
যখন পরেছিলাম তখন আমি সভ্য হয়েছি
সভ্যতা বোনার আগে..
এরপর আমার আর পশুর মাঝে ফারাক ছিল
ওই একটাই ...
লিয়ান্ডাথিয়াল যুগে আমার পশম খুলে যায়নি,
বাকলও নয়..
এরপর আমি আগুন জ্বালিয়েছি,
সভ্যতার বীজ বুনেছি
মেসোপটেমিয়া থেকে ইনকার বুকে..
আমি বাকল খুলিনি বলে তখন মানুষ ছিলাম..

এরপর যখন মুখে বলতে শিখেছি
তখন আমি এগিয়ে গেছি
আমার কন্ঠে মায়ের বুলি এল, বর্ণমালা এলো..
আমি নতুন জীবন পেলাম...
অনুভব প্রকাশের..
আমি একসময় দেখলাম
ভাষার জন্যে রক্ত দিচ্ছে তরুণের দল..
ওদের জন্যে
রমনার বটমূলে দীপ্ত কন্ঠে উচ্চারিত হতে দেখেছি-
কাঁদতে আসিনি, ফাসির দাবী নিয়ে এসেছি..
আমি দীপ্তিময় ইতিহাসের স্বাক্ষ্য হয়েছিলাম...
এরপর কেটেছে বহুদিন...

এখন দুহাজার আঠারো
রাস্তার ধারে পিজ্জা, সেন্ডউইচ..
আমি আরো আধুনিক হলাম..
রাজপথে রাজপথে, ঘরে ঘরে
মানুষের হৃদয় হতে..
আমি শুনলাম পশুদের বুলি..
মানুষ থেকে পশুতে রুপান্তর
এবার দেখছি ঝাঁকে ঝাঁকে...
আমি জানি এরা একদিন নামবে সব বাকল খুলে ...
রাস্তায়, পার্কে, স্কুলে, শপিংমলে..
জানি না, কাল না পরশু, কবে...
সেদিনও কি আমাকে ওদের বলতে হবে....
বাহ!! দেবদূত??

মন্তব্য ৬০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।

সুন্দর কাব্য।।

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

ভ্রমরের ডানা বলেছেন:


প্রথম অনুভবে শুভেচ্ছা! কবিতা পাঠে ধন্যবাদ! শুশু জানবেন!

২| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

সনেট কবি বলেছেন: দশ চক্রে ভগবান ভুত। তো লোকে যখন দেবদূত বলে তখন আর কি করা!

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

ভ্রমরের ডানা বলেছেন:




দশ চক্রে ভগবান ভূত একেবারে মনের কথা বলে দিয়েছেন সনেট কবি! কিন্তু আমি কোন চক্রে নেই! যাহা দেখি তাহাই বলি! অনন্ত শুভেচ্ছা রইল! ভাল থাকুন নিরন্তর!

৩| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

কথার ফুলঝুরি! বলেছেন: হুম, কঠিন কাব্য আই মিন বিষয়টা কঠিন :P

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

ভ্রমরের ডানা বলেছেন:





জ্বী খুব কঠিন! রোগটাও কম কঠিন নয় 8-|



শুভেচ্ছা রইল!

৪| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের সমস্যা, শাহজাহান, টুকু, ফালু, বেক্সিমকো, কর্ণেল ফারুক, বসুন্ধরা, মেনন, তারেক, কোকো, আমান উল্লাহ আমানরা যোগ্যতার চেয়ে বেশী দখল করে নিয়েছে, বাকীদের প্রয়োজন মেটার জন্য কিছু নেই, চাকুরী নেই, জমি নেই, সুযোগ নেই; যা আছে সেটাকে ম্যানেজ করতে জানেন না শেখ হাসিনা

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:



নতুনের কেতন ওড়ে ঐ..... পত পত....... রাজপথ.....


নতুন গ্যাং শীঘ্রই আসবে! রাজপথে যারা যায় তারা ফিরে আসেনা! শুভেচ্ছা আধুনিক কবি!

৫| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

বিজন রয় বলেছেন: সভ্যতার দূত।

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:




সভ্যতা বলে কিছু থাকলে না দূতিয়ালি হবে! আপনি বলতে পারেন আওয়ামী দূত, দালাল, ছাত্রলীগ কিংবা আরো কিছু! কিন্তু অন্ধ হলে প্রলয় থেমে থাকেনা কবি!!


এই সত্য কেউ বুঝলনা....



আপনার মন্তব্যে প্রীত হয়েছি! অনেক শুভেচ্ছা রইল!

৬| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয়,কবিভাই,

এই আমাদের দেবশিশু ?

কবিতা বরাবরের ন্যায় সুন্দর, তবে ভাবনাটা যেটাই হোক।

শুভকামনা জানবেন ।

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


উহাদের বিষয়ে জ্ঞান অর্জন করুন! তাহলে বুঝবেন উহারা কি জিনিস! ইউটিউব ফেসবুকে হাজার হাজার ভিডিওতে উহাদের মন্তব্য পড়েই বোঝা যায় উহাদের মাথায় কি ঘুরে! কবিতা সর্বদা সত্যের পথে থাকবে! অধমরাদের ঘা মেরে বাঁচাতেই কবিতার পদাঘাত!




শুভেচ্ছা পদাতিক ভাই! সত্য কড়া, তাই সবাই পছন্দ করবে না! আপনি সাথে আছেন দেখে লেখতে সাহস পাচ্ছি! সাথে থাকার জন্যে ধন্যবাদ!

৭| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কবিতায় আমার অ্যালার্জি আছে..:(

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



অন্য কোথাও না থাকলে এই কবিতায় থাকা বাধ্য.. কিন্তু আমি লাইক লাইক খেলা ভুলে গেছি... এখন রিয়েলপ্লেয়ার! শুভেচ্ছা পাঠক! কবিতায় আপনার এলার্জিক প্রতিক্রিয়ায় ধন্যবাদ!

৮| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পড়লুম।(আগে না পড়েই....:P). মাথার উপর দিয়ে গেল। :(

আচ্ছা, আমার মমত অঅর্বাচীনদের জন্য একটা নিয়ম করলে কেমন হয়, "কবিতার নীচে তার সারমর্ম লিখতে হবে"। :P

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৭

ভ্রমরের ডানা বলেছেন:


মন্তব্যে অনেক সারকথা থাকে। পাঠকের লেখকের! পাঠকের প্রতিক্রিয়া, লেখকের প্রতিক্রিয়া কবিতার সকল অর্থ বের করে আনে!

৯| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

সুমন কর বলেছেন: পশু, সে'তো আমরা আগেই হয়ে গেছি........!!

কবিতা ভালো লাগল।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৯

ভ্রমরের ডানা বলেছেন:





পশুকে পশু হতে দেখলে খারাপ লাগে না, মানুষকে পশু হতে দেখলে খুব কষ্ট হয়! আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবছে!


আমি হতাশ সুমন ভাই!

১০| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১২

সুমন কর বলেছেন: আমিও !!

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

ভ্রমরের ডানা বলেছেন:



দুঃখ একটাই, শোধরানো যাচ্ছে না!

১১| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২০

বলেছেন: আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে
হওয়া মামলা ও রিমান্ড প্রত্যাহার করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন ভিসিরা। তবে তাৎক্ষণিক এমন দাবি নাকচ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি ভিসিদের বলেছেন, এটা শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ার-বহির্ভূত। স্কুল শিক্ষার্থীরা যা কিছু ভুল করেছে সবই ক্ষমার যোগ্য। কারণ তারা কোমলমতি শিশু। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ম্যাচিউরড। তারা যা করেছে, বুঝেশুনেই করেছে। তাদের ক্ষমা করার সুযোগ নেই। আর ক্ষমা করার এখতিয়ারও শিক্ষা মন্ত্রণালয়ের নে


পশু হতে কত দেরী .

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



রাজনীতি আর নীতির পার্থক্য রয়েছে! আমি নীতি নিয়ে কিছু বলতে পারি। রাজনীতিজ্ঞ নই! সো বুঝতেই পারছেন!




তবে আমরা যে পশু হয়েছি তা শিশুকাধে বন্দুক দাগানো দেখেই বুঝেছি! আমরা পাপী!

১২| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫২

এখওয়ানআখী বলেছেন: আমি হতাশ হতে শিখিনি যেহেতু আমি মানুষ। যুগে যুগে সভ্যতায় অন্ধকার ঘনিভূত হলে সামনে প্রখর রোদ প্রকাশমান। সত্যকবিকে শুভেচ্ছা জানাই।

পড়েছিলাম শব্দটা কি পরেছিলাম হবে? আমি ঠিক জানি না। ভাল থাকবেন।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৫

ভ্রমরের ডানা বলেছেন:





সত্য প্রকাশ হোক সকল বুকের! হতাশ হতে চাইনা! তবে পরিস্থিতি মানুষকে বদলে দেয়, বদলে যেতে হয়! সামনে রোদ আসুক, ঘন কেটে! শুভেচ্ছা রইল! পড়েছিলাম কে পরেছিলাম করে দিয়েছি! আমিও কনফিউজড! কি হবে দেখতে হবে! শুভেচ্ছা রইল! ভাল থাকুন সে কামনা করি!

১৩| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার, ভাল লাগা রইল।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:






চমৎকৃত অনুভবে অনেক শুভেচ্ছা! শুভকামনা রইল!

১৪| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: গ্রেট।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:


রাজীব ভাই, আমার লাইক আর প্লাস কমে গেছে কি করব?



:((

১৫| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৭

শায়মা বলেছেন: দেবদূতরা কি বাকল পরে?

না পরলেও দেবদূত নেমে আসুক পৃথিবীতে।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০২

ভ্রমরের ডানা বলেছেন:





কিউপিডকে কখনো ধূতি পড়তে দেখিনি! তবে বাকল বলতে লজ্জাস্থান ঢাকা কিংবা শালীনতা বজায় রাখা বোঝায় কবিতায়! এখন আমি যে দেবদূতের কথা কইলাম তারা আবার নেমে আসলে বাকল খুলে নামতে পারে! সইতে পারবে তো....


=p~

১৬| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৮

উম্মে সায়মা বলেছেন: অতশত রাজনীতি বুঝিনা ভাই!

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:



রাজনীতিজ্ঞ নই, পিউর কবি! রাজনীতিজ্ঞ হলে কত বাণী যে কপচাইতাম কতজনরে নিয়া যে কপচাইতাম ইয়াত্তা নাই! দোয়া করেন যাতে না হই!



শুভেচ্ছা উম্মে! ভাল থাকুন নিরন্তর!

১৭| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৮

কাওসার চৌধুরী বলেছেন: কবিতায় ভাল লাগা রইলো। +++

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:



ভাই আমি ব্লগার ছেলিব্রেটি হতে চাই! কি করতে পারি বলবেন?



=p~






কবিতার অনুভবে শুভেচ্ছা রইল কাউসার ভাই!

১৮| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৯

কাওসার চৌধুরী বলেছেন: আপনি তো অলরেডি সেলিব্রেটি; আর কত লাগবে?

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫২

ভ্রমরের ডানা বলেছেন:




আমি বড় ছেলিব্রিট হইতে চাই! আরো বড় আরো বড়!




=p~



আর কি কইলেন ? আমি ছেলিব্রেটি! ইয়া খুদা, যমুনা পদ্মা গেল কই..........

১৯| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৫

কাওসার চৌধুরী বলেছেন:



তাইলে, এক গ্যালন পাম ওয়েল খরছ করে দেখুন; এতে কাজ হবে!!

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:





পাম ওয়েলের দাম বাড়ছে, আমি ভাবতাছি ফেমাস ব্লগারদের নামে পোষ্ট দিমু! তাইলে হিট হুই যাইমু শিউর...... সবাই আম্রে চিনবো...



হেরপর আম্রে ঠেয়ায় কেডা??



=p~




#পিলিং চেলিব্রিটি

২০| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:০১

কাওসার চৌধুরী বলেছেন:



আন্নের আইডিয়া কইলাম একদম সহি; পরতম চান, সুরুজ, গ্রহ, নক্ষত্র দিয়া শুরু করেন!!

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৬

ভ্রমরের ডানা বলেছেন:





ছু মন্তর ছু........

লাগুক চান্দে *উউউউউউ...




=p~

২১| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩০

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮

ভ্রমরের ডানা বলেছেন:

পাঠে ও মন্তব্যে শুভেচ্ছা প্রামাণিক ভাই!

২২| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৬

আকিব হাসান জাভেদ বলেছেন: আমরা বাকল পড়েছি। সভ্য হয়েছি । মানুষ হয়েছি । আধুনিক হয়েছি । শুধু বেঁচে থাকার সুশিক্ষা পায়নি । সুন্দর কাব্য । ভালো লাগলো ।

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার সভ্য অনুভবের প্রতি শ্রদ্ধা জানাই! সভ্য মানুষের বুকে জেগে থাকুন সভ্যতা! শুভেচ্ছা জানবেন!

২৩| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ডানা আপু, ডানা আপু! আরেকবার পড়লুম। এবার মনে হয় একটু বুঝেছি...:D

আদিকালে মানুষ বাকল পরে সভ্য হওয়া শুরু করলো, ধীরে ধীরে ভাষা শিখলো, ভাষাকে রক্ষার জন্য জান দিলো।
এখন মানুষ তথাকথিত সভ্য হয়েছে, এমন সভ্য যে প্রতিবাদের প্ল্যাকার্ডের ভাষা কত মধুর(!!!!X(), সামনে কোন দিন এরা যদি জন্মদিনে পোষাকে প্রতিবাদ করে আমি অবাক হব না।।:(

লেখকবলেছেন:আমি বড় ছেলিব্রিট হইতে চাই! আরো বড় আরো বড়!
.. আকাম কুকাম কইরা নেটে ছাইড়া দ্যান, দু-দিনেই...:P
পুনশ্চঃ এর চেয়ে সহজ উপায় নাই।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:


তাই বুঝি! বাহ! চমৎকার ব্যবচ্ছেদ করেছেন দেখেছি! বেশ বেশ! কে কহে আপনি কবিতা বুঝেন না....



আর আকাম কুকাম তো কম হইল না কাব্য রচনা ছলে.... বুঝিলাম না এখনো ফেমাচ হইলাম ণ কেলা..... তবে কি আমিও লিখিব... বৈষ্ণব লীলা....

২৪| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

তারেক ফাহিম বলেছেন: কবিতায় কবির ভাবনা বোঝা বড় দায়।


আদিম যুগেও পশু ছিলাম।
এখনও মানুষে রুপান্তরিত হয়ে পশুর মত আচরন করি।

দো পায়ে মানবের চার পায়ে স্বভাব :(

১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

ভ্রমরের ডানা বলেছেন:

আগে মানুষ ছিলাম এখন হচ্ছি আধুনিক পশু....






অনুভবে শুভেচ্ছা.....

২৫| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮

ভীতু সিংহ বলেছেন: বাহ!! দুর্দান্ত কবিতা। কিছু ব্যাক্তির কাপড় থুক্কু পশম খুলে গেলো।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:






যায় যাক, ন্যাংটার নাই বাটপারের ভয়....

২৬| ১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:২৮

উদাসী স্বপ্ন বলেছেন: দেবদূত না, এরা সব প্রমিথিউস

১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৩০

ভ্রমরের ডানা বলেছেন:


এরা সব সিফুদার শিষ্য!!

২৭| ১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৮

উদাসী স্বপ্ন বলেছেন: সিফুদা যে নীতিগত ডাইলেমা আর হতাশায় তাড়িত, বৃহত্তর অর্থে এই স্নোফ্লেক জেনারেশন সেই নীতিগত হতাশায় তাড়িত। আপনি কি মনে করেন উচ্চশিক্ষিত সমাজের মধ্যে ধর্ম ত্যাগ ও বিদ্রোহী চেতনা এত প্রবল কেন? কারন যেসব জিনিসের মধ্যে মুক্তি আছে বলে সারা জীবন শিখে আসছে, বড় হয়ে উঠে দেখে সব মিথ্যা এবং বাস্তবতায় সেই মিথ্যেরই জয় জয়কার। কি আশা করেন তখন?

১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:


সব তো মিথ্যাই! সব মরিচিকা! আমাদের দাদুরাই ঠিক ছিল! উহারা লাইফ এঞ্জয় করেছে! আর এই কালের সিফুদাদু ইউটিউবে উম্মাদগিরি ফলাচ্ছে। সিফুদার সাথে এই হাগু জেনারেশনের মিল আছে। তবে লজিকে সবকিছুতে মুক্তি নেই! আমি যদিওবা লজিকে বিশ্বাসী! কিছু ক্ষেত্রে লজিক ভুলে যেতে হয়! মধ্যপন্থা ভাল! সেইফ!

২৮| ১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৫২

উদাসী স্বপ্ন বলেছেন: মধ্যপন্থা কতদিন মেনে চলবেন? চেস্টা অনেকেই করছে। দুই নৌকায় পা দিয়ে চলা আরো বড় ডাইলেমা। নিজের কাছে অপরাধী হওয়ার মতো হীন অনুভূতি যখন উপলব্ধি করবেন বয়সকালে তখন মাথাটা আরও বেশী খারাপ হবে। আমার মধ্যে সেই প্রতিক্রিয়াই চলছে

১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:

লা হাওলা ওয়া কুতুবু....

ঘুমাই.....

২৯| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

বাকপ্রবাস বলেছেন: কবিরা বিদ্রোহ করুক কিন্তু ফাঁসির দাবি চাওয়াটা ভাল দেখায়না, কার কাছে চাইবে এই দাবী? যারা আয়োজন করবে এই মঞ্চ তাদের কোন কালেই বিশ্বাস করা যায়না
মানুষকে আমার সবচেয়ে ভন্ড আর হিংস্র মনে হয় অথচ পশুর সাথে তুলনা করা হয়, পশুরা কিছুইনা মানুষের ভন্ডামির কাছে আর হিংস্রতার কাছে

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

ভ্রমরের ডানা বলেছেন:




আপনি ঠিক বলেছেন! ভালো লাগল আপনার বিচারবোধ!

৩০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬

খায়রুল আহসান বলেছেন: সে সময়ের (আগস্ট'১৮) এই প্রাসঙ্গিক বিষয়টা নিয়ে চমৎকার লিখেছেন এ কবিতাটা। +
কবিতা সর্বদা সত্যের পথে থাকবে! - অনেক ধন্যবাদ, এ বলিষ্ঠ ঘোষণার জন্য।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:



এই কবিতায় আপনার মন্তব্য পেয়ে অভিভূত হলাম! কবিতায় সত্য ফুটে উঠলে তা মানানসই! কেননা সকল মানবতাবাদী কবিতা সত্যের প্রতিচ্ছবি!


সহস্র শুভেচ্ছা ও শুভকামনা রইল সুপ্রিয় কবি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.