নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

দেশি ফুল

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

আলোকের সহবাসে সবুজের আড়ালে;
মনের দুয়ারে তুমি সূর্যটা নামালে..
তোমার পূর্ণিমা রাতে জোছনার গান
দূরের আলোতে ভরা ভাঙন আহব্বান...

ওর নাম জেসমিন,ও ডানাভাঙা পরী....




বুকের ফালিতে বানিয়ে বাসরের সজ্জায়
মিশে থাক হররোজ পুষ্পমজ্জায়...
মেঘে মেঘে ছেয়ে তোর সফেদি পুচ্ছ
আহা কি রূপ ওরে কাঠগোলাপ গুচ্ছ....





আমার পূজার ফুল
ভালোবাসা হয়ে গেছে
তুমি যেন ভুল বুঝোনা ।।

মালা গেঁথে রেখেছি
পরাবো তোমায়
তুমি যেন ছিঁড়ে ফেলোনা

যে কথা যায়না বলা
শুধু বোঝা যায়
মনের গভীরে
শুধু আলো হয়ে রয়ে যায় ।।

সে রঙিন আলোর দ্বীপ কোনদিনও
নিভে যাবেনা।

জানিনা কেমন করে কি দেবো তোমায়
মন ছাড়া আর কিছু নেইতো আমার
সুখের শ্রাবণ যদি মেঘ নিয়ে আসে
ভিজে যাবো অঙ্গনে তোমার বরষায় বসে
বিজলীর আগুনেতে লেখা নাম
কোনদিনও মুছে যাবেনা


ও শিউলি...




মাধবী ফুটেছে ঐ.....
কি
আমি বলছি – মাধবী ফুটেছে ঐ
তাঁরা সবে উঠেছে ঐ – হা
তো, আমি কী বলো তোমার নই

না না না, না না না


তুমি যে জানি মোর চির আনন্দ
তুমি তো ফুলে ওগো মধুপের ছন্দ।

পারি সব জানতে চাও
আরো কাছে টানতে আমি
তাই দূরে সরে রই
(আচ্ছা) ও… মানবে যে কথা কই
(কি) ও… আমি কী তোমার নই।।







ও … মাধবী ফুটেছে ঐ হে…
তাঁরা সব উঠেছে ঐ – হে…
ও… আমি কী তোমার নই।।

শোন সর ছাড় মান না যা বলি
লাজে আমি হায়, মরমে যে জ্বলি।

তুমি না থাকলে পাশে
বেধে যেন কাঁটা বুকে
আমি কি যে জ্বালা সই
(আচ্ছা) তবু কাছে আস কই (কেন)
ও… আমি কী তোমার নই।।




আচ্ছা ছাড় তো না যেতে দাও না
শুধু এই খুলে বলো ভাল কী চাও না।

বাহায়া হয়েছি আমি
প্রেম করে প্রিয় ওগো
তাই তো আকুল হই
(কি) বলবে কি গো আর (হে)
রাত দুজনার আর (হে হে)
জানি সোমবার আজ (আরে বাবা হে)
তুমি তো আমার আজ (হে না না না …)





আমি কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না
আমি কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না


নীল অপরাজিতাকে ভালবেসেছিলাম....



আসলেই করেছে রাজ, গন্ধরাজ...




রক্তজবা....


আমি কোন ফুলে তোমায় দেবো পুজো

জবা ফুলের দেহ রাঙ্গা লাল
তোমার অধর অধিক লাল
তোমার পায়ের আলতার পাশে
জবা শোভা পায় না না
আমি কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না
আমি কোন ফুলে দেবো পুজো তোমায়


.

সোনালু.....

গাঁদা ফুলের রঙ হলুদ বরণ
তোমার দেহ করলো হরণ
কাঁচা হলুদ রঙ গায়ের পাশে
গাঁদা মনে ধরে না না
আমি কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না
আমি কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা



কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না
আমি কোন ফুলে দেবো পুজো তোমায়
ভেবে পাইনা
কোন ফুল যে তোমার পাশে শোভা লাগে না না
আমি কোন ফুলে দেবো পুজো তোমায়

বর্ষার কদম....








ছবিঃগুগল

মন্তব্য ৪৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু ডানা ভাই.....


ছবিগুলো দেখে মন ভরে গেল এক্কেবারে।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

ভ্রমরের ডানা বলেছেন:


প্রথম অনুভবে শুভেচ্ছা ও শুভকামনা রইল! ফুলের মত হোক জীবন!

২| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

ঢাকার লোক বলেছেন: দারুন সব ছবি !

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

ভ্রমরের ডানা বলেছেন:


জীবন সুরভি বিলাক ফুলের মতন! শুভেচ্ছা!

৩| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


সোনালু ফুল ছিল পুরো গ্রামে, প্রায় প্রতি বাড়ীতে

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৮

ভ্রমরের ডানা বলেছেন:



এখনো আছে তবে কিছুটা কম! ফুলের শুভেচ্ছা রইল কবি!

৪| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: উড়ু উড়ু মনটা দড়ি ছিড়ে পালাতে চায় এমন পোষ্ট দেখলে।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৮

ভ্রমরের ডানা বলেছেন:


মনের কথা কইছেন! ফুল দেখলেই দিল ঠান্ডা সাদা ভাই! শুভেচ্ছা লইবেন!

৫| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

ইব্‌রাহীম আই কে বলেছেন: অনেক সুন্দর ক্লিক করেছেন।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

ভ্রমরের ডানা বলেছেন:
জ্বি সুন্দর কপি পেষ্ট! শুভেচ্ছা রইল!

৬| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

এ.এস বাশার বলেছেন: মনটা অনেক খারাপ ছিল ফুর গুলো দেখে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম.....
শুভকামনা....রইলো..

আত্ম কথন পড়ার নিমন্ত্রণ রইলো

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১০

ভ্রমরের ডানা বলেছেন:



যাক, তবে ভাল কিছু শেয়ার করেছি! শুভেচ্ছা জানবেন!

৭| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০

অপ্‌সরা বলেছেন: ঐ মালতী লতা দোলে ....

দোলে পিয়াল তরুরও কোলে ...

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১১

ভ্রমরের ডানা বলেছেন:




মাধবীকুঞ্জ বনে.....
কথা কহ কাহার সনে...
বালিকা আনমনে.....

৮| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! অপূর্ব । গতকয়েকদিন পরে আজ কবিকে বেশ ফ্রেস লাগছে ।

শুভকামনা অফুরান।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১২

ভ্রমরের ডানা বলেছেন:


ফ্রেশ ফুল, ফ্রেশ জীবন, ফ্রেশ ব্লগ!






শুভেচ্ছাও ফ্রেশ পদাতিক ভাই! :D

৯| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৩

ভ্রমরের ডানা বলেছেন:


ধন্যবাদ দাদা! ফুলের শুভেচ্ছা রইল!

১০| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৪

ভ্রমরের ডানা বলেছেন:

ফুলের শুভেচ্ছা ভাইয়ু!

১১| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

কাওসার চৌধুরী বলেছেন:



.....................ছবিগুলো তো দুর্দান্ত; ভাল লাগলো........+++
[ছবিগুলো এডিট করে এক সাইজ করে পোস্ট করলে আরো ভাল হতো]

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৪

ভ্রমরের ডানা বলেছেন:





যা দিছি তাই লন! পড়ে বাইচ্ছা দিমু! হে হে হে.....




ফুলের শুভেচ্ছা ভায়া...

১২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৯

রাকু হাসান বলেছেন:




ক্যাপশন ছবি দুটি ই ভাল লাগলো +++

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:


থ্যাংকস ভায়া! অনন্ত শুভেচ্ছা!

১৩| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৫

বলেছেন: শুভেচ্ছা বিনিময়ের ফুল---ভালোলাগা

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:


শুভেচ্ছা ল ভাই! ফুলের ভালবাসা রইল!

১৪| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

নীলপরি বলেছেন: ছবি ও কথা খুব সুন্দর লাগলো ++
শুভকামনা কবি

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:



অনন্ত ভালবাসা নীলপরি!! ফুলের শুভেচ্ছান্তে......

১৫| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৭

এমজেডএফ বলেছেন: মনোরম দেশি ফুলের কাব্যিক বর্ণনা চমৎকার হয়েছে। সোনালু ফুলটা আমার কাছে খুবই চমৎকার লাগে। কারণ এই ফুলটি 'গ্রাম ছাড়া এই রাঙ্গা মাটির পথে'র ধারে ধারে কোনো যত্ন-পরিচর্যা ছাড়াই থোকায় থোকায় ফুটে রয়েছে।

১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০০

ভ্রমরের ডানা বলেছেন:


সোনালু বিখ্যাত তার আগুনবরণ রঙের বাহারে! সোনালু ভাদ্রমাসের ফুল! সূর্যের ঝাঝা রোদে তার পেলব কোমল পাপড়ি মনে দোলা দেয় বহুদূর থেকে! আপনি বেশ ভক্ত ওর! মন্তব্যে বুঝে গেলাম! আমিও ওর ভক্ত!




লেখাটি অনুভবে শুভেচ্ছা! ধন্যবাদ রইল! ✌

১৬| ১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:২৫

আরণ্যক রাখাল বলেছেন: কবিতাগুলো সুন্দর৷
অপরাজিতা আমার প্রিয় ফুল৷

১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২

ভ্রমরের ডানা বলেছেন:



দুটো লেখেছি আমি বাকিটা একটা গান! শুভেচ্ছা আরণ্যক রাখাল।



☺☺☺☺☺☺

১৭| ১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৮

বিজন রয় বলেছেন: শিউলি কই, শিউলি??

১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

ভ্রমরের ডানা বলেছেন:







এই নেন বিজন ভাইয়ু..... .

১৮| ১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৬

জাহিদ অনিক বলেছেন:





নজরুলের থেকে দুইটা দিলেম কবি----------


ঝিঙে ফুল! সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে-কুল- ঝিঙে ফুল।





ওরে শুভ্রবসনা রজনীগন্ধা বনের বিধবা মেয়ে


১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:



অসাধারণ ঝিঙে ফুল আর বিধবা রজনী...


ফুল এতো,সুন্দর কেন ভাইয়ু....

১৯| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

তারেক ফাহিম বলেছেন: মন ভালো করার মত ছবি ব্লগ।

১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

ভ্রমরের ডানা বলেছেন:




আপনে তো ভাই হরিহর আত্মা! সুন্দর মন্তব্য করে মনটা ভাল করে দিলেন! অনন্ত শুভেচ্ছা!!

২০| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

বাকপ্রবাস বলেছেন: আহা, যেন ছবি থেকেই সুবাস ছড়ায়.....

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

ভ্রমরের ডানা বলেছেন:




অনুভবে শুভেচ্ছা বাকপ্রবাস! ফুলের আকর্ষন এমনি মোহনিয়া! যুগে যুগে........

২১| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৯

সাদাফ কামরুল হাসান বলেছেন: ভালবাসি মানুষকে এবং মানুষ ভালবাসে ফুলকে তাই আমিও ভালবাসি ফুলের সুবাসকে। 8-| 8-| 8-|

১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:



ফুলকে ভালবাসি বলেই পৃথিবী এখনো এতো সুন্দর! শুভেচ্ছা অফুরান ভাই!

২২| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২০

নাবিলা নিতু বলেছেন: অসাধারণ। অনেক ভালো লেগেছে

১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৪

ভ্রমরের ডানা বলেছেন:





অনুভবে শুভেচ্ছা! শুভকামনা নিরন্তর!!

২৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ডানা ভায়া!
আমার পছন্দের ফুল কদম্ব। :P

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:




কদম মেয়েদের ফুল বেশি, ছেলেদের প্রিয় গোলাপ! আপনি প্রথম দেখছি কদমে ক্রাশ খেয়েছেন।

২৪| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫

রেজওয়ান তানিম বলেছেন: ফুলের ছবির সাথে কবিতা, ভাল লাগল। সেই ১২/১৩ এর দিকে একবার জীবনের নানা রং নামে একটা সিরিজ করেছিলাম এরকম ছবি ও কবিতা দিয়ে। সেটার কথা মনে পড়ে গেল। শুভকামনা রইল

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩২

ভ্রমরের ডানা বলেছেন:




এই ফুল ব্লগে আপনার স্মৃতিচারন খুবই ভাল লাগল! অজস্র শুভেচ্ছা ও শুভকামনা রইল!

২৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

খায়রুল আহসান বলেছেন: নয়ন জুড়ানো সব দেশী ফুলের সমাহার দেখে নয়ন জোড়া তৃপ্ত হলো, স্নিগ্ধ হলো, সতেজ হলো। সেই সাথে কিছু গানের কলি এবং আপনার কবিতার কথা মনকে উতলা করে দিল।
৭ নং প্রতিমন্তব্যটি ভাল লেগেছে। ১৮ নং মন্তব্যে জাহিদ অনিক এর ফুল দুটোও ভাল লেগেছে।
আজকাল ব্লগে আপনি বেশ অনিয়মিত বলে মনে হচ্ছে। হয়তো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন!
কবিতায় ৮ম ভাল লাগা + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.