নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

কবি শাহরিয়ার কবির ফিরে আসুন.......

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩১



এক যে আছে মজার কবি, সব কবিতায় হিট,
রাতদুপুরে কোবতে লেখে, দিনে ঘুমে ফিট !
পদ্য তো তার গদ্যবরণ, ব্লগের পাতায় নীল;
রম্য মাঝে বিবাস বিরাগ, বিরহ কাব্যে(chill) চিল!

শাকবির ভায়া লুকিয়ে পালায়, কাব্যচোরা দেখে;
ব্লগাররা খায় ‘প্যারোডি-কাব্য’ -রসগোল্লা রেখে !
ছন্দ-পয়ার তেতো সেথা, প্যারোডি লাগে ভালো;
কাল পরী সাদা দেখায়, সাদা পরী কালো !

অচেনা কবি প্যারোডি ফেলে, ভ্রমরের ব্লগ পড়ে;
মুখে লাগাম দিয়ে গিন্নির, কর্তা পিঠে চড়ে !
কোবতে হাতে ফাউন্টেনপেন, আঁকতে থাকে কবি;
ক্যামেরা তোলে মানুষ দিয়ে, নানান রঙের ছবি !


খাবার ব্লগ তেড়ে এসে, কামড় দিতে চায়;
মুরগীর ঠ্যাঙ থালা ফেলে খাদক খুঁজে খায় !
পায়ে কলম দিয়ে কবি হাতে হেঁটে চলে !
ব্লগে ভাসে নৌকা-জাহাজ, কাব্য ছোটে জলে !
মজার ব্লগের মজার কবি, বলবো কত আর;
ব্লগ খুললে যায় না দেখা লগ-আউটে পরিষ্কার !


[বিগত কদিন ধরে কবি শাহরিয়ার কবিরকে খুঁজে পাচ্ছিনে,তাই প্যারোডি এল! যদি উনার চোখে পড়ে,উনি ফিরে আসেন সে আশাকরি! ]

মন্তব্য ৭৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৮

ভীতু সিংহ বলেছেন: কবি শাহরিয়ার কবির দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক। এই প্রত্যাশাই করি।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:









উনাকে মিস করি

২| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কবি অভিমান করিয়াছে।

আশাকরি মান অভিমান ভুলে সে শীঘ্রই প্রত্যাবর্তন করিবে.....:)

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

ভ্রমরের ডানা বলেছেন:




কবি ভাইটি মোর অভিমানী হল
কিসের বেদনাঘাতে...
বুকের মায়ার জড়িয়ে ছিলুম
কাব্যে কথার হাটে...

বাল্যসখা কবি ভাই মোর
হারিয়ে গেলি কোথা...
দুঃখের সাগরে বাধ ভেঙে
হায় উথলে উঠে যথাতথা...



কবি ভাই ফিরে আসুন!! পাঠকের দাবী মানুন!

৩| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭

রাকু হাসান বলেছেন:



ভ্রমরের ডানা ভাই! কবি শাহরিয়ার কবির সাহেব কে নিয়ে দারুণ কবিতা লিখেছেন । ছন্দে ছন্দে উনাকে জানতে পারলাম ।
ভাল থাকুন ।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৭

ভ্রমরের ডানা বলেছেন:


দাদা প্রেম করব রে
ব্লগ থেকে কবি এনে দে
দাদা প্রেম করব রে
ব্লগ থেকে কবি এনে দে
নয়ত কলসি দড়ি দে দাদা
ডুবে মরি রে
দাদা প্রেম করব রে
মেলা থেকে বউ এনে দে
দাদা পায়ে পড়ি রে
ব্লগ থেকে কবি এনে দে
তুই দাদা বউকে লিয়ে সুখে করিস ঘর
আর আমি বউ চাইলে কেন গালে মারিস চড়
তুই দাদা বউকে লিয়ে সুখে করিস ঘর.....





শাকবির ভাই ফিরে এসো.........






রাকু ভাই, লেখাটি পড়ার জন্যে ধইন্যবাদ! ✌✌✌✌✌✌✌✌

৪| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮

তারেক ফাহিম বলেছেন: শাহরিয়ার কবির ভাই।
ফিরে আসুন।

শাহরিয়া কবির ভাইর বিরহ কবিতাগুলো অনেক মিস করি।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২১

ভ্রমরের ডানা বলেছেন:



উনার বিরহ কবিতায় আলাদা মজা আছে! উদাসী বাউলা বাতাস আছে। উনি নতুন এক ধারা রচনা করেছেন! উনার কাব্যের প্রেমেজর্জর আমি! উনাকে ফিরিয়ে দিন!



প্যারোডি পাঠে ধন্যবাদ ফাহিম ভাই! শুভেচ্ছা রইল!!

৫| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:





উনি কোথায় গেছেন? তবে দেখছি না ইদানিং। আপনার মত বলি ফিরে আসুন।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৪

ভ্রমরের ডানা বলেছেন:




উনি হয়ত অভিমান করেছেন! উনাকে ব্লগবাসী মিস করছেন! উনার উচিৎ তাড়াতাড়ি ব্লগে ফেরা! আপনাকেও আমি মিস করেছে। আর ক দিন গেলে আমি আপনাকে নিয়েও কাব্য রচনা করতাম!



ফিরেছেন দেখে খুব শান্তি পেলুম ভায়া! শাহরিয়ার ভাই ফিরুক সে কামনা করি! শুভেচ্ছা রইল কবি!!

৬| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


কবিরা না লিখলে কদর বাড়ে, লিখলে পড়ার লোক নেই; ব্লগে, মেয়ে ব্লগার কমে যাচ্ছে নাকি?

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩২

ভ্রমরের ডানা বলেছেন:



কবিদের কদর এ যুগে নেই, এ যুগে সবাই পণ্ডিত, অনেকে দাতাল শুয়োর, তাই কবিরা নির্যাতিত বারবার! আর মেয়েরা আজকাল আর কবিতার শাক লতা পাতা গিলে না। উহারা বিট কয়েন ডলার পাউন্ড চিনে, সাথে ক্রেডিট ডেবিট হলে সভ্যতার চাদর খুলে ফুলশয্যা সাজায়....



ইহার নাম আধুনিকতা....

৭| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! গুনিজনের গুনিজনের কদর। সুন্দর কাব্য কথার আহ্বান । সত্যিইতো অনেকদিন কবিরভাইকে দেখছি। আপনি ফিরে আসুন। ব্লগকে সরগরম করে তুলুন।


দুই কবিভাইকে আমার অন্তরের বিমুগ্ধ ভালোবাসা।
শুভকামনা জানবেন।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



উনার কবিতার ভিন্ন স্বাদ ছিল। অনেকেই তা মিস করছি! উনি ফিরে এলে ব্লগ প্রাণবন্ত হয়ে ওঠে! উনার দ্রুত প্রত্যাবর্তন চাই, উনার দীর্ঘ কাব্য বচন আবারো আমাদের মাঝে ফিরে আসুক! আপনার প্রতি অশেষ শুভকামনা পদাতিক ভাই! শুভেচ্ছা ও শুভকামনা সবসময়! নিরন্তর ভালবাসায় ভরে উঠুক সকলের ব্লগ বিচরণ!!

৮| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০১

পদাতিক চৌধুরি বলেছেন: টাইপো, অনেকদিন কবিরভাইকে দেখছিনা।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:

ঠিক আছে ব্যাপার না, মন্তব্যে টাইপো হতেই পারে!

৯| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

নীলপরি বলেছেন: কবিতা তো খুব ভালো লেগেছে । আর সেই সাথে আমারও একই আবেদন । কবি শাহরিয়া কবির ফিরে আসুন । কারণ উনি সামু ব্লগের একজন সক্রিয় সদস্য । আমরা সবাই ওনার অনুপস্থিতি অনুভব করছি । এটা উনি অর্জন করেছেন ।

শুভকামনা

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:




উনি আস্তে আস্তে কবি থেকে ভাই হয়ে গেছেন। এটাই একজন ব্লগারের বিশালত্ব! আপনার কথাগুলো আমি অনুভব করছি!


আপনাকে অসংখ্য ধন্যবাদ নীলপরি! শুভেচ্ছা ও শুভকামনা রইল! শুভ সকাল!

১০| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২০

কাওসার চৌধুরী বলেছেন:



আমরাও চাই প্রিয় কবি আবার ব্লগে ফিরে আসুন; মৌমাছির ডানায় ভর করে সরিষার বাগানে উড়ে বেড়ান; এ বাড়ি সে বাড়িতে দাওয়াত খেয়ে, দাওয়াত পেয়ে ব্লগিং করুন B-); শুভ কামনা প্রিয় কবি..............

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৯

ভ্রমরের ডানা বলেছেন:



কাওসার ভাই, শাকবির বিনে ব্লগে বিরান লাগে! পোলা ডা অনেক ভাল ছিল! কবিতার গানে মন্তব্যে মাতিয়ে রাখত! আপনার আহব্বানে তার উচিত ছুটে আসা! উনি এত পাষাণ হল কেন?

১১| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪১

রাকু হাসান বলেছেন: দাদা প্রেম করব রে
ব্লগ থেকে কবি এনে দে
দাদা প্রেম করব রে
ব্লগ থেকে কবি এনে দে
নয়ত কলসি দড়ি দে দাদা
ডুবে মরি রে
দাদা প্রেম করব রে
মেলা থেকে বউ এনে দে
দাদা পায়ে পড়ি রে
ব্লগ থেকে কবি এনে দে
তুই দাদা বউকে লিয়ে সুখে করিস ঘর
আর আমি বউ চাইলে কেন গালে মারিস চড়
তুই দাদা বউকে লিয়ে সুখে করিস ঘর.....

হাহহাাহাহা হাসতে হাসতে শেষ =p~ B-) B-) ,আজ দাদা নেই বলে ,এই কবিতা শুনলে দৌড়ে এখন ই চলে আসতো =p~

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৭

ভ্রমরের ডানা বলেছেন:



দাদাভাই, বঊ চাই, বউ বউ বউ!!!

১২| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবি শাহরিয়ার কবির ফিরে আসবেন এটাই প্রত্যাশা।

প্যারোডি বেশ ভালো হয়েছে।

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩০

ভ্রমরের ডানা বলেছেন:
শাকবির ভাই ফিরে আসুন! প্লিজ লাগে! কোথায় আপ্নে.....


প্যারোডি ভাল লেগেছে জেনে ভাল লাগছে :) অশেষ শুভকামনা জুনায়েদ ভাই!

১৩| ১৪ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:২০

জাহিদ অনিক বলেছেন:



উচ্ছৃঙ্খল রাত্রির আজো মেটেনি কি সব দেনা?
সকাল হয়েছে। তবু জাগলে না?
তবু তুমি জাগলে না?


তুমি উঠে এসো, তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে
দেখবে তোমার কিশতি আবার ভেসেছে সাগর জলে,
নীল দরিয়ায় যেন সে পূর্ণ চাঁদ
মেঘ তরঙ্গ কেটে কেটে চলে ভেঙে চলে সব বাঁধ ।

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:



আলোর পথে আমি শুধিব সব ঋণ....
ড্যান্স বেইবি ড্যান্স আমি বাজাই বীণ...
বাবুরাম সাপুড়ে তেড়ে মেরে যাস..
এই ব্লগে হররোজ কেটে গেছি ঘাস...

নাচুক বেহুলা বুড়ি মনসার পীর
চাঁদ সওদাগর আমি, ব্লগার শাকবীর...

১৪| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৩

বর্ণিল হিমু বলেছেন: এক যে ছিলো মজার দেশ সব রকমে ভালো, রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো.....
গুড গুড..... ছোটবেলার ছড়াটা মনে করিয়ে দিলেন।

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০১

ভ্রমরের ডানা বলেছেন:



কবি যোগেন্দ্রনাথ এই কবিতা লিখেছিলেন! উনারা আমাদের কাব্যে জান দিয়েছিলেন আর আমরা আমাদের কাব্যে বিরহবেদনা ঢুকিয়ে দিচ্ছি!




আল্লাহ্‌ মাফ করে দিও!

১৫| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিষয়টা আমিও লক্ষ্য করেছি। ওনার ব্লগে গিয়ে এর কারণ জানতে চেয়েছি। কিন্তু কোন উত্তর পাইনি।

নিশ্চয় ফিরবেন। ফিরতে তো হবেই।

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৮

ভ্রমরের ডানা বলেছেন:





উনি যথেষ্ট ক্ষোভে হয়ত হারিয়ে গেছেন! ব্লগে কেউ উনার সন্ধান পেলে প্লিজ খুঁজে আনবেন! শুভেচ্ছা অফুরান!

১৬| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৩

কথার ফুলঝুরি! বলেছেন: নাতী তাঁর নানী কে নিয়ে একটি কবিতা লেখার অনুমতি চেয়েছিল, অনুমতি দিয়েছিলামও, কিন্তু নাতীই তো ভূত হয়ে গেল B:-) তবে চার পাঁচদিন আগে একবার তাকে অনলাইন এ দেখেছিলামতো। প্রিয় নাতী, নানীর কবিতা লাগবেনা, নাতী ফিরে আসুক তাতেই খুশী :(

ভাবছি আমিও একদিন এমন ভূত হয়ে যাব তারপর অফলাইন হয়ে ঘুরে ঘুরে দেখব কে কে আমাকে মিস করে :P আর কোথাও না হলেও ব্লগে ভূত হয়ে যাওয়ার সুযোগ তো আছেই

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:



বুঝলাম না কিছুই! নাতির নানী কে? নানীর নাতিটাই বা কে কথার ফুলঝুরি... .
আপনি কি নানা নাতি নাতবৌ এসব কোথায় জানেন নাকি? আমি তো দাদা ভাই খুজছি বঊদিদি খুজছি! চারপাচ দিন আগে অনলাইনে ঘুরতে কই দেখলেন? উনি কি ব্লগে আসছিল নাকি? মেয়াবাই এম্নে আইসসা ফাইজ্ঞা গেল.....




আপনের প্ল্যানডা মন্দ না.... :P

১৭| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবি শাহারিয়ার আপনি যেখানেই থাকুন অতি শিগ্রই ব্লগে ফিরে আসুন । আপনার জন্য আপনার নানী খুবই চিন্তিত সাথে আমরাও। :)

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:




উনার নানী কেডা? আমি তো কিছুই পাশবার পারতাছিনা.... মান্না ডে কি গানঞ্জা খাইল নি....

১৮| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উনার কি হয়েছে আমি সঠিক জানিনা। তবে ওমেরা সংক্রান্ত কোন পোষ্টে সনেট কবির মন্তব্যে বুঝতে পেরেছিলাম কোন একটা ঝামেলা হয়েছে। ফিরে আসার অনুরোধ রইল।

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:




ওমেরা তো দিব্যি ব্লগিং করছেন, পোষ্ট দিচ্ছেন, মন্তব্য করছেন। উনি পড়ে আছেন কেন? উনারও স্বাভাবিক ব্লগিং করা উচিত! শাকবির ভাই এতো গায়ে নিলে হয় নাকি! ভুল বোঝাবোঝি হতেই পারে! সমাধান করে নিলেই হল। মিডিয়েশন, আরবিট্রেশন, রিকনশিলিয়েশন আছে! উহারা বিচারবিভাগ বহিভূত প্রক্রিয়ায়য় তা সমাধান করিলেই হল!




ফিরে আসুক দ্রুত, অতিদ্রুত!!

১৯| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০১

ভ্রমরের ডানা বলেছেন: প্যারোডি অনুভবে শুভেচ্ছা ভাই!

২০| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্যে শাহরিয়ার ভাইকে ফিরে আসার আহবান।

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৩

ভ্রমরের ডানা বলেছেন:



ধন্যবাদ গিউলি ভাই! কাছের ব্লগারদের দূরে দেখলে খুব খারাপ লাগে!

২১| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৫

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




"ফিরে আয় ... ফিরে আয়
ঘরে ফিরে আয় বাছা আমার
সহব্লগার আমার .............."

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:




"ফিরে আয় ... ফিরে আয়
ঘরে ফিরে আয় বাছা আমার
সহব্লগার আমার .............."
মন্দ বলেন নি! ফিরে আসুক যে আবার, প্রিয় সহব্লগার সবার......

২২| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: কবি ভাইকে দেখছি না কিছু দিন ধরে!

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:




উনি টেক্কা তুরুপের খেলা নামক এক কাব্য রচিয়ে আরামসে টেক্কা তুরুপ খেলতে বসে গেছেন........ এই জন্যে উনারে দেখা যাচ্ছে না মোস্তফা ভাই! শুভেচ্ছা রইল!!!

২৩| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫১

ভাইয়ু বলেছেন: আমি কবিতার মারপ্যাচ খুব বেশি বুঝিনা, তবে আপনার কবিতাটা বুঝতে সমস্যা হয়নি ৷রম্যে রম্যে দারুন ছন্দ এঁকেছেন আপনি ৷
শুভকামনা নিরন্তন....

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫১

ভ্রমরের ডানা বলেছেন:







আপনার সুন্দর মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ ভাইয়ু!! কঠিন কাব্য আপনাকে আকর্ষিত না করলেও রম্য যেহেতু করেছে তাই আবারো রম্য লেখিব কোন একদিন! অনুভবে নিরন্তর শুভেচ্ছা!!

২৪| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আমিও চাই শাহরিয়ার কবির ফিরে আসুন।

আপনার কবিতা সবাই মিস করছে । আর আপনাকেও ।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:


উনাকে ভীষণ মিস করছি! জাঁদরেল লেখক উনি!

২৫| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৯

বিজন রয় বলেছেন: আশাকরি অচিরেই আমাদের মাঝে উনি অাসবেন।

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

ভ্রমরের ডানা বলেছেন:


উনি ফিরে আসুন! সে কামনা সর্বদা!

২৬| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩

বাকপ্রবাস বলেছেন: ফিরে আসুন ফিরে আসুন
চাইছি সবে মোরা
কাব্য রসে ভরিয়ে তুলূন
ব্লগ আগা গোড়া।

১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

ভ্রমরের ডানা বলেছেন:



এত আকুতি কি কবির কানে আসে না! কোথায় হারিয়ে গেল সে.....



আশ্চর্য....

২৭| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২০

কথার ফুলঝুরি! বলেছেন: @লেখক বলেছেন:



বুঝলাম না কিছুই! নাতির নানী কে? নানীর নাতিটাই বা কে কথার ফুলঝুরি... .
-- হাহা =p~ ব্লগে যে আমার একটা নাতী আছে সে কি জানা নাই ভাই :P যাকে নিয়ে লিখেছেন পোস্ট তিনি ঠিকই বুঝেছেন ;)

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:



আমাকেও বুঝিয়ে বলুন প্লিজ! আমি তো অন্ধকারেই রয়ে গেলুম! তলে তলে এত কিছু.....

২৮| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬

সামিয়া বলেছেন: ভালো লিখেছেন।

কবি ফিরে আসুক, আড্ডায় মুখরিত হোক, নতুন নতুন কবিতা উপহার দিক।

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:





আপনি একটু বলুন না......

২৯| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২১

নাবিলা নিতু বলেছেন: শাহরিয়ার কবির ফিরে আসুক মন থেকে চাই

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:







আহারে, শাকবির ভাই এবারতো ফিরুন! দেখুন কত ফ্যান আপনার....

৩০| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০

শাহারিয়ার ইমন বলেছেন: উনি মনেহয় ঘুমে আছেন

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন: উনি জেগেই আছেন। ঘুমে আমরা আছি!

৩১| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

এ.এস বাশার বলেছেন: দিন যায় রাত যায়
কবি শাহরিয়ার কবির কোথায়?
হেথায় খুজি হোথায় খুজি,
কোথাও তো নাই,,,,,,,!!

ফিরে আসুন আমাদের প্রিয় কবি......

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:০১

ভ্রমরের ডানা বলেছেন:



ফিরে আসুক কবি!

৩২| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সনেট কবি বলেছেন: সম্ভবত কবি এখন মহা বিরক্ত!

১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:



কবি বহুত বিরক্ত! কবি ফিরে আসুক সে কামনাই করি!

৩৩| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা
মজার লিখেছেন! আমি নিজেই অনেকদিন ব্লগছাড়া সেভাবে খেয়াল করা হয় নি, এখন দেখছি সত্যি'ই "শাহারিয়ার কবির" অনেকদিন লেখা পোস্ট করছে না।
আশা করছি জলদী ই ফিরবে।

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৬

ভ্রমরের ডানা বলেছেন:




মনিরা আপু আপনার নজরে কবিতাটি পড়েছে দেখে ভাল লাগল! আপনি ব্যস্ত মানুষ! তবুও যে আমাদের লেখাগুলো সময় নিয়ে পড়েন এতেই আনন্দ অপার! আর মন্তব্য করলে তো কথাই নেই! :D




আপনার মত আমিও বলি শাকবীর ভাই ফিরে আসুক জলদি! শুভেচ্ছা জানবেন আপুনি! শুভকামনা সবসময়!

৩৪| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

সুমন কর বলেছেন: প‌্যারোডি তো ভালো হলো কিন্তু উনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না !!! শাহরিয়া কবির ফিরে আসুক..............

এভাবে অনেক ব্লগার হারিয়ে যায়........কিন্তু কর্তৃপক্ষ কি কখনো খুঁজে দেখেছে !!

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫২

ভ্রমরের ডানা বলেছেন:



উনি হারিয়ে যাবেন এমনটা আমি বিশ্বাস করি না। উনি ফিরে আসুক। সকল অভিমান ভুলে আবার লেখা শুরু করুক! এই কামনাই করি। অনেকেই হারিয়্ব গেছে.... বিলিয়ার, দিশেহারা রাজপুত্র, শতদ্রু একটি নদী সহ আরো অনেকেই! ফিরে আসুক সকলেই সে কামনা করি!


আপনার মন্তব্যে প্রীত হয়েছি কবি ভাই! নিরন্তর শুভকামনা রইল!

৩৫| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

ঠ্যঠা মফিজ বলেছেন: সকলে মিলে ব্লগিং হোক শুভক্ষণ। কবির অপেক্ষা আমরা রহিলাম পথ চাহিয়া।

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

ভ্রমরের ডানা বলেছেন:



চাহিয়াই রয়েছি গতদুদিন হল! কোন খবর নাই.....



ধুর, কিসের জন্যে কোবতে লেখলাম! ঠ্যা ঠ্যা ভাই কমেন্ট করার জন্যে ধন্যবাদ!!

৩৬| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক সুন্দর লিখেছেন ভাই, খুব ভালো হয়েছে।

শাকবির ভাই ফিরে আসুন,
ফিরে আসুন আবারও কাঁপাতে পাষাণীর হৃদয়।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:



কবি ফিরে এসেছেন নাঈম ভাই! ভাল লাগছে উনাকে ফিরতে দেখে! উনার কবিতায় এক মাদকতা রয়েছে! সম্পূর্ণ ভিন্ন অনুভব!


আমাদের ভালবাসা সার্থক হউক! শুভেচ্ছা নিরন্তর!

৩৭| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ডানা!

২৭নং মন্তব্য মুছে ফেলুন। মাঝেমধ্যে মাথার নাট বল্টু ঢিলে হয়ে যায় তো......:P

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০০

ভ্রমরের ডানা বলেছেন:

ওকে বদ্দা! তাই করছি!

৩৮| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
সবাই এতো ভালোবেসে ডাকলে কী আর আমি ঘরে শুয়ে শুয়ে ঘুমাতে পারি !!! এই তো এসে পড়েছি !! ;)


২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০১

ভ্রমরের ডানা বলেছেন:




আবার আসুন। আবার জাগুন! আবার জেগে ওঠার সময় হয়ে এসেছে!

৩৯| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৫

খায়রুল আহসান বলেছেন: আপনাদের সবার ভালবাসার ডাকে সাড়া দিয়ে শাহরিয়ার কবির অবশেষে এসেছিলেন, কিন্তু সম্প্রতি বোধকরি তিনি আবার ডুব দিয়েছেন। মনে হয় আরেকটা কবিতা লেখার সময় হয়ে গেছে। :)
এ রম্য কবিতাটি সহব্লগারদের প্রতি ভালবাসার একটি উজ্জ্বল নিদর্শন। ধন্যবাদ আপনার এ সহমর্মিতার জন্য।
এটা উনি অর্জন করেছেন - নীলপরি এর এ কথার সাথে আমি একমত। তার মন্তব্যটি (৯ নং) ভাল লেগেছে। আপনার ১৮ নং প্রতিমন্তব্যটিও ভাল লেগেছে। উভয়টিতে 'লাইক' +।

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৬

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি বরাবরের মতন একটি অনুকরণীয় ও উজ্জীবিত মন্তব্য করেছেন স্যার! রম্য কবিতায় উনাকে পেয়েছিলাম ক্ষনিকের জন্যে। এরপর আমিও ব্যস্ততায় হারিয়ে যাই। তবে আবারো নিয়মিত হব ভাবছি। শাহরিয়ার কবির ভালবাসা পাবার মতন উপযুক্ত এক ব্লগার। উনি সকলের লেখা পড়তে এবং মন্তব্য করতে ভালবাসতেন। তাই নীলপরি যা বলেছেন তাহা যথার্থ বটে!



পুরনো লেখাটি পাঠে ও মন্তব্যে অশেষ ধন্যবাদ সুপ্রিয় লেখক! আপনার জন্যে নিরন্তর শুভকামনা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.