নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য থেকে শান্তি!

সত্যবাদী।

ওয়াসিম সাজ্জাদ

সৎ এবং প্রতিবাদী।

ওয়াসিম সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

আপেক্ষিকতা!

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪৮

একটা ফর্মুলা মুখস্ত করতে কম করে হলেও ১৫-২০ মিনিট সময় লাগে, আর সেটা যদি হাইগেন বা এম্পিয়ারের ফর্মুলা হয় তাইলে তো কথাই নাই,
কিন্তু একটা হিন্দি গান মুখস্ত করতে হলে ৫ মিনিটও লাগে না!
এইটাই থিয়োরি অব রিলেটিভিটি!
থিয়োরি অব রিলেটিভিটি এতোটাই জটিল ছিল যে তখনকার যুগের সাধারন মানুষ তো দুরের কথা বেশীরভাগ বিজ্ঞানীরাও তত্বটা বুঝত না। না বুঝেই তারা বলতে শুরু করল যে এটা একটা ভুল তত্ব।
আপেক্ষিকতার আবিস্কারক বিজ্ঞানী আইন্সটাইনকে প্রশ্ন করা হয়েছিল যে এই আপেক্ষিকতাবাদ সহজে বুঝিয়ে দেন।
তখন বিজ্ঞানী আইন্সটাইন বলেন-
মনে করুন আপনি পার্কে এক মধ্যবয়সী মহিলার সাথে বসে কথা আলাপ করতেছেন। দেখবেন মাত্র ৫মিনিট সময়কে মনে হবে ১ ঘন্টা কেটে গেছে! অপরদিকে আপনি যদি কোন সুন্দরী তরুনীর সাথে বসে থাকেন তাহলে ১ ঘন্টা সময়কে ৫ মিনিট বলে মনে হবে।এটাই আপেক্ষিকতা।
অনেকটা বোরিং ক্লাশের মত!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১০

সরদার হারুন বলেছেন: পুরানো কাসুন্দি আর কত শোনাবেন আপনারা ।

যা হোক বিষযটি ভাল তাই++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.