নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য থেকে শান্তি!

সত্যবাদী।

ওয়াসিম সাজ্জাদ

সৎ এবং প্রতিবাদী।

ওয়াসিম সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার মানুষ

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

কিছুক্ষন চুপ করে থাকার পড়ে রুপা বলল-তুমি কি জান আমি তোমার কথা খুব ভাবি!
-আমি জানি।
-সত্যি জানো?
-হ্যা, জানি।
-কিভাবে জানো?
-ভালবাসা টের পাওয়া যায়।
অনেকসময় চুপ করে থাকার পরে রুপা বলল-কেন যেন সবসময় তোমার কথা মনে হয়, এর নাম কি ভালবাসা?
-আমার জানা নেই,রুপা।
-তুমি কি আসবে আমাদের বাসায়?
-আসব।
-কখন আসবে?
-এক্ষুনি আসছি!
-এত রাতে এলে বাবা হইচই শুরু করবে।তুমি সকালে আসতে পারো না?
-না রুপা, আমাকে এক্ষুনি আসতে হবে
-আচ্ছা, বেশ, আসো,
-তোমার কি কোন নীল রঙের শাড়ি আছে?
-কেন বলতো?
-যদি থাকে তাহলে তুমি ওই নীল রঙের শাড়ি পড়ে গেটের কাছে দাঁড়িয়ে থাকবে, আমি আসা মাত্রই গেট খুলে দিবে।
-আচ্ছা, ঠিক আছে।

আমি গেলাম না।মাসখানিকের জন্য হারিয়ে গেলাম। কারণ ভালবাসার মানুষদের খুব কাছে কখনো যেতে নেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫১

সকাল হাসান বলেছেন: কখনো যেতে হয় না - কথাটার সাথে একমত হতে পারলাম না!

আপনি হয়তো কখনো যাবেন না - কিন্তু একটা সময় অপেক্ষা করতে করতে সে ই চলে যাবে!

কারন, কিছু থেকেও না পাওয়ার কষ্ট মানুষ কয়দিন পেতে চাইবে? কিছু না থাকলে কষ্ট নিয়ে চলতে পারবে। আছে কিন্তু পাচ্ছে না - এই কষ্টটা বেশিদিন নিতে পারবে না!

১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

ওয়াসিম সাজ্জাদ বলেছেন: আমি খুব কাছে কখনো যাওয়ার কথা বলেছি, খুব কাছে গেলে যদি সে কস্ট দেয় তাহলে সেই কস্ট মানিয়ে নেবার সামর্থ্য আমার নেই, কাছে তো যেতেই হবে কিন্তু কাছে গিয়ে যদি ব্যাথা পেতে হয়! এই ভয়ে আমি ওই কথা বলেছি!
আশা করি বুঝতে পেরেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.