নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য থেকে শান্তি!

সত্যবাদী।

ওয়াসিম সাজ্জাদ

সৎ এবং প্রতিবাদী।

ওয়াসিম সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

কুত্তার লেজে ঘি মাখালেও সোজা হয় না!

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৭

“এক পাগলের অভ্যাস ছিল গুলতি দিয়ে জানালার কাচ ভাঙ্গা।তাকে ধরে একটা মানসিক হাসপাতালে ভর্তি করা হল, ১ বছরের মত তার চিকিৎসা চলল।তারপর ডাক্তারদের ধারণা হল, লোকটি হয়তো রোগমুক্ত হয়েছে। তাকে এখন ছেড়ে দেয়া যায়! শেষ বার পরীক্ষা করার জন্য তাকে একটি বিশেষ কক্ষে ডাকা হল।
ডাক্তার বলল- শুনেন, স্যার আমাদের মনে হয় আপনি এখন সম্পূর্ণ ভালো।তো ছেড়ে দেবার পর আপনি প্রথমে কি করবেন?
-আমি! সত্যি কথা বলব?
-বলুন!
-প্রথমে দামি একটা স্যুট কিনব। তারপর ভালো একটা হোটেলে যাব ডিনার করতে!
-গুড! নরমাল ব্যাপার। তারপর কি?
- তারপর সেখানের সুন্দর এক সোসাইটি গার্লকে বলব, “মে আই হ্যাভ এ ড্যান্স উইথ ইয়ু?”মেয়েটি রাজি হলে তাঁর সাথে কিছুক্ষণ নাচানাচি করব।
-তারপর?
-তাঁকে ডিনার খাওয়াবো!মদ খাওয়াবো, আমার এই বিগত এক বছরের বন্দিজীবনের কথা তাঁর সাথে শেয়ার করব!
-বেশ কথা।তাঁরপর কি করবেন?
-এরপর তাঁকে একটা কামরায় নিয়ে আসব।সাদা বাতি নিভিয়ে কোমল নীল বাতি জ্বালিয়ে দেব, ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা গান ছেড়ে দেব।
-অবশ্যই নরমাল সবকিছু, তারপর?
-তারপর ধীরে ধীরে তাঁর শাড়ি খুলব,ব্রা খুলবো,পেটিকোট টা ধীরে খুলে ফেলব পা থেকে!
-খুবই নরমাল ব্যাপার। নাথিং রং!
-তারপর তাঁর শরীর থেকে গোলাপি রঙের আন্ডারওয়্যারটা খুলে নিব।সেখান থেকে ইলাস্টিকের দড়িটা খুলে নিব। সেই ইলাস্টিক দিয়ে আমি নুতন গুলতি বানাব এবং সেই গুলতি দিয়ে আমি শহরের সব জানালার কাচ ভেঙে একাকার করে দেব! “”

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২২

ঢাকাবাসী বলেছেন: হা হা হা। গল্পটি ভাল লাগল্ ।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩১

ওয়াসিম সাজ্জাদ বলেছেন: নেক ধন্যবাদ কস্ট করে পড়ার জন্য

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৯

 বলেছেন: খুব ভাল লাগলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩২

ওয়াসিম সাজ্জাদ বলেছেন: অনেক ধন্যবাদ কস্ট করে পড়ার জন্য

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

নিলু বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে সর্ব ক্ষেত্রে নয়

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৪

ওয়াসিম সাজ্জাদ বলেছেন: কোন কিছুই সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ব্যাতিক্রম সবখানেই থাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.