নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য থেকে শান্তি!

সত্যবাদী।

ওয়াসিম সাজ্জাদ

সৎ এবং প্রতিবাদী।

ওয়াসিম সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

অাজব যত নিয়ম!

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৬

বিশ্বের অদ্ভুত যত আইনঃ-
১. হংকং- স্ত্রী পরকীয়া করলে স্বামী তাকে খুন করতে পারবে, তবে শর্ত একটা, খুন করতে হবে খালি হাতে।
২. কলম্বিয়া- মেয়ের বাসর রাতে তাঁর মায়ের উপস্থিতি বাধ্যতামুলক।
৩. গুয়াম(আমেরিকা)- কোন মেয়ের বিয়ে হবে না যে পর্যন্ত সে কুমারী থাকবে। অঙ্গরাজ্যটিতে কিছু পেশাদার পুরুষ আছে যারা অর্থের বিনিময়ে সেখানকার মেয়েদের কুমারীত্বের অভিশাপ থেকে মুক্ত করে, তাদের দেয়া সনদপত্র মোতাবেকই বিবাহ সম্পন্ন হয়।
৪. ইংল্যান্ড- পার্লামেন্টে বসে মৃত্যু বরন করা বেআইনি।
৫. জাপান- কোন মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে আইন অনুসারে মেয়েটি না বলতে পারবে না।
৬. আরকানসাস- মাসে একবার বউ পিটানো যাবে, দুবার পিটালেই দণ্ড।
৭. থাইল্যান্ড- ত্রিশ বছরের বেশি বয়সী মেয়েরা দেশের সম্পত্তি বলে গন্য হবে!
৮. সামাও- নিজের বউ/প্রেমিকার জন্মদিন ভুলে যাওয়া বেআইনি।
৯. অ্যারিজোনা- শাবান চুরি করার সময় ধরা পড়লে শাস্তি হল ওই সাবান দিয়ে চোর নিজেকে ধুতে থাকবে যতক্ষন না সাবান শেষ হবে।
১০. ইন্ডিয়ানা- রবিবারে গাড়ি বিক্রি করা যাবে না!
-Internet.
এরকম হাজারো অদ্ভুত আইন রয়েছে সারাবিশ্বে। বাংলাদেশেও অনেক অদ্ভুত অদ্ভুত রীতি আছে। আমরা অনেকেই হয়ত জানি না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

সুপ্ত আহমেদ বলেছেন: ৫. জাপান- কোন মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে আইন অনুসারে মেয়েটি না বলতে পারবে না। মজা পেলাম এটাতে। ভাবছি আমিও জাপানে গিয়ে একটা প্রস্তব দিবো :P :P :D

১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫

ওয়াসিম সাজ্জাদ বলেছেন: আইনটি শুধু জাপানিদের জন্য নাকি সবার জন্য টা কিন্তু নিশ্চিত না। না জেনে গিয়ে আবার ধরা খাইয়েন না!!

২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

এহসান সাবির বলেছেন: বেশ মজার তো.....

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০

যোগী বলেছেন: জাপান- কোন মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে আইন অনুসারে মেয়েটি না বলতে পারবে না।

খোজ-খবর নিয়ে দেখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.