নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য থেকে শান্তি!

সত্যবাদী।

ওয়াসিম সাজ্জাদ

সৎ এবং প্রতিবাদী।

ওয়াসিম সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

Im awesome!

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

একজন বালিকা আছে। নাম মায়াবতি। আমার দেয়া নাম। আসল নাম জানি না।
জিজ্ঞেশ করলে হয়ত বলত নাম। হয়ত তার নাম হালিমা অথবা নার্গিস!
যাইহোক, মেয়েমানুষ হয় মায়ার আধার,মায়াবতি এইদিক দিয়ে আরো কয়েকধাপ এগিয়ে। প্রথমবারেই সে মায়ায় ফেলে দিছে ।
একটা গান আছে-
" তোমার বাড়ির বারান্দার মায়ায় পড়েছি,
তোমার বাড়ির ফুলগাছটার মায়ায় পরেছি"

এতো মায়ায় না পড়লেও একদিন তার বাড়ির সামনে নিজেকে ঠিকই আবিস্কার করলাম। প্রথম দেখায়ই জিজ্ঞেশ করলাম- এইটা কি তোমার বাড়ি, সুন্দরীকন্যা?
কন্যা আমারে কোন উত্তর না দিয়া শুধুমাত্র একফালি হাসি দিয়া বাড়ির অন্দর চলে গেল! সেইহাসি আমার মনের অন্দরমহলে বীণার সুর হইয়া বাজিতে লাগিত।
দিন গেল,রাত গেল। সকালে আবার নিজেরে সেই কন্যার বাড়ির সামনে আবিস্কার করলাম। কেমনে আসলাম সেইটা নিজেও জানি না। আমাকে দেখিয়া বালিকা যে কত অবাক হইল তা বলে বুঝানো যাবে না।
এইবার আমি সাহস সঞ্চয় করিয়া বালিকার সামনে দাঁড়িয়ে তার নাম জিজ্ঞেশ করলাম।
বালিকা তার নাম বলিল না শুধু একরাশ বিরক্ত দেখাইল।
বালিকার এই বিরক্তি আমার হৃদয়ে তীরের মত লাগিল।
তুমি সুন্দর তাই, তোমার কাছে আসি। দোষ তো আমার না, তোমার!
আমি প্রেমিক হইতে পারি তাই বলে বালিকা তুমি আমারে অপমান করবা!
সেদিনই ঠিক করে ফেললাম, তোমার বাড়ির সামনে আর যাব না।
শুধু একদিন যাব। সেদিন তোমারে দেখেও না দেখার ভান করে সিগারেটটা পায়ের তলে পিষে চলে আসব!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: মায়ায় পড়িয়াছে যেই জন প্রাণে মরিয়াছে সেই জন

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫০

ওয়াসিম সাজ্জাদ বলেছেন: মায়া বহুত খারাপ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.