নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য থেকে শান্তি!

সত্যবাদী।

ওয়াসিম সাজ্জাদ

সৎ এবং প্রতিবাদী।

ওয়াসিম সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

বিপাকে ঢাকার ব্যাচেলর সমাজ

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৪


ইদানীং দেশের কিছু অপ্রীতিকর ঘটনার পর থেকে ঢাকায় বউ ছাড়া বাসা পাওয়া দুরুহ হয়ে গেছে। ব্যাচেলর বলে কোন বাড়িওয়ালা বাসা ভাড়া তো দেয় ই না, উল্টা যারা আছে তাদের পারলে রাস্তায় নামায়!
এ অবস্থা থেকে পরিত্রাণের কিছু উপায় আছে-
উপায়-১: নিয়ম করতে হবে যে অবিবাহিত কোন ছেলে-মেয়ে ঢাকা আসতে হলে বিবাহ করে কাবিননামা এবং স্ত্রীসহ ঢাকা আসতে হবে। কাবিননামা চেক করার জন্য গাবতলী, সদরঘাট, সায়েদাবাদসহ ঢাকার সকল এন্ট্রি পয়েন্টে বিশেষ চেকপোস্ট থাকবে!
উপায়-২: যেসব ব্যচেলর ছেলে-মেয়ে বর্তমানে ঢাকায় অবস্থান করতেছে তাদের অবিলম্বে ধরে ধরে বিবাহ দিয়ে দিতে হবে। এতে ঢাকায় আর কোন ব্যাচেলর থাকবে না।
উপায়-৩: যেসব বাড়ীওয়ালা ব্যাচেলরদের বাসা ছাড়ার নোটিশ দিয়ে ফেলেছেন তারা আপনাদের অবিবাহিত মেয়েদের বিবাহ ওই মেসে থাকা ব্যাচেলরদের সাথে দিতে পারেন। তাহলে যেমন আপনার ভাড়াটিয়াও রাখা হবে আবার দেশের হাজার হাজার ব্যাচেলরের অশেষ উপকার হবে।
উপায়-৪: যেসব ব্যাচেলর ছেলে এবং মেয়েরা ঢাকায় মেস বা হোস্টেলে থাকেন, বিবাহের বয়স হয়েছে কিন্তু পরিবার থেকে বিয়ে করাচ্ছে না, তারা এই সুযোগ কাজে লাগাতে পারেন। বাসায় বলুন, বউ ছাড়া ঢাকা থাকা যাবে না, তাই ASAP বিবাহ করতে হবে। উপায় না দেখে তারা আপনার বিবাহ দিয়ে দেবে।
উপায়-৫: ঢাকার সমস্ত ব্যাচেলদের ঢাকা ছাড়ার নোটিশ দেয়া যেতে পারে। শুধু বিবাহ করলেই আবার ঢাকা উঠতে পারবে!



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৫

গেম চেঞ্জার বলেছেন: যেসব ব্যচেলর ছেলে-মেয়ে বর্তমানে ঢাকায় অবস্থান করতেছে তাদের অবিলম্বে ধরে ধরে বিবাহ দিয়ে দিতে হবে। এতে ঢাকায় আর কোন ব্যাচেলর থাকবে না।

চরম আইডিয়া!! কিন্তু যারা ব্যাচেলর এবং ফ্যামিলিতে থাকে তাদের কি হপে? ;)

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০২

ওয়াসিম সাজ্জাদ বলেছেন: রিস্ক নিয়া লাভ নাই। সব ব্যাচেলরের বিয়া ব্যাধ্যতামুলক করতে হবে

২| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমি অবিলম্বে ঢাকা যাইতে হপে।তাহলে দিল্লী কা লাড্ডু খাওয়া অনেক সহজ হয় যাবে।
;)

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৪

ওয়াসিম সাজ্জাদ বলেছেন: জ্বী, তারতারি ঢাকা চলে আসুন

৩| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৩

অরুনি মায়া অনু বলেছেন: হা হা হা ভালই বলেছেন।

৪| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪৪

রায়হানুল এফ রাজ বলেছেন: মাথা ব্যাথা হলে কি মাথা কেটে ফেলবেন?

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৪

ওয়াসিম সাজ্জাদ বলেছেন: তাও যদি আমাদের কোথায়ও থাকার ব্যাবস্থা হত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.