নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never Say Never Again

...

মধুমিতা

আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...

মধুমিতা › বিস্তারিত পোস্টঃ

গ্রীষ্মের ছুটিতে, আরবের আম বাগানে (আরব ডায়েরি-৫৮)

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪





এবার গ্রীষ্মের ছুটি শুরু হয়ে গেল জুনের ১ম সপ্তাহ থেকেই। প্রায় আড়াই মাসের লম্বা ছুটি। সবার মনেই কত ফুর্তি- শপিং, প্যাকিং। আমি ও শাকিলা -দেখি আর মন খারাপ করি। আমরা এবার যাচ্ছিনা। যাচ্ছিনা বললে ভুল বলা হবে, ঈদের ১ সপ্তাহ আগে মাত্র ১৫ দিনের জন্য ঢাকা যাব।



আমাদের মত আরো কয়েকটি ফ্যামিলি এবার ছুটিতে থাকছে। ওসামা, আজম ভাই আর আছেন জহির ভাই। ওসামা, আজম ভাই আমাদের বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে এবং জহির ভাই সৌদি এয়ারলাইন্সের এজেন্সি অফিসে আছেন। এই কয়েকজন মিলে ভালোই আড্ডা চলতে থাকল। রাত হলেই আমরা বেরিয়ে পড়ি, আড্ডা দেই, রেস্টুরেন্টে খাই অথবা বার্নিজ কফির স্বাদ নেই।



এক বৃহঃবার হঠাৎ জহির ভাই বললেন, ‘চলেন এক আম বাগানে ঘুরে আসি। আমার এক ক্লায়েন্ট অনেকদিন ধরে যেতে বলছে, কিন্তু সময় করে উঠতে পারিনি।’ আমি ও আজম ভাই এক কথায় রাজি হয়ে গেলাম। আম বাগানটি জিজান যাবার পথে, বড়জোড় ৪৫ মিনিটের ড্রাইভ।



পরেরদিন শুক্রবার আসরের পর রওনা দিলাম। বাগানের কাছে একটি গ্যাস স্টেশনে আমরা দঁড়ালাম। বাগানের লোকটি (খোকন ভাই) আমাদের পথ দেখিয়ে নিয়ে গেলেন। যেতে যেতে দেখছিলাম পথের পাশে লাউ গাছের সারি। সিজন শেষ, অনেক লাউ শুকিয়ে আছে। বুঝাই যাচ্ছে অনেক লাউ ধরে ছিল। আমরা একটা ঘেরা জায়গায় পৌছে গেলাম। পাহাড়ের কোলে, এই মরুর মাঝখানে যেন এক টুকরো বাংলাদেশ। চারপাশ জুড়ে সবুজের ছড়াছড়ি।



যেখানে দাঁড়িয়ে আছি, মাথার উপরে কাঠ বাদাম গাছ, আশে পাশে অনেক নিম গাছ। কাঠ বাদাম পেকে নীচে পড়ে আছে। এর ভেতরের নরম কোর নাকি খাওয়া যায়। আমি আগে জানতাম না। না হলে ঢাকায় আমাদের বাড়ীর আশে পাশের গাছের বাদাম থাকে নাকি? গাছটি আমি অনেক পছন্দ করি। এর পাতাগুলো অনেক বড় এবং সব মিলিয়ে গাছটি একটি ছাতার মত। গত ছুটিতে আমি নিজে ২ টি গাছ লাগিয়ে এসেছি।



খোকন ভাই আমাদেরকে আম বাগানের দিকে নিয়ে যাচ্ছেন। হাতে আম পাড়ার জন্য বিশাল রড। ছোটবেলায় বাঁশের লগি দিয়ে কত আম পেড়েছি। সৌদিতে এসে এভাবে আম পাড়ার সৌভাগ্য হবে তা কখনো ভাবতে পেরেছিলাম?













আম বাগানে ঢুকে চোখ মাথায় উঠল। চারিদিকে আম গাছের সারি। পায়ের কাছে হাটু সমান ঘাস। কে বলবে আমরা বাংলাদেশে নেই? আমরা সবাই ট্রাউজার গুটিয়ে নিলাম। জহির ভাই পারলে তখনই গাছে চড়েন, এক সময় গাছে উঠলেনও। প্রথমেই খোকন ভাই আমাদের তিনজনকে ৩টি পাকা আম খেতে দিলেন। কামড় দিতেই মিস্টি রসের বিচ্ছুরণ। আহ! গাছ পাকা আম কতদিন পরে খেলাম। খোকন ভাই আফসোস করলেন আমরা কেন আরো ২ মাস আগে আসলাম না। এখন সিজন শেষ, গাছে গাছে অল্প কিছু আম আছে। তিনি ঘুরে ঘুরে বিভিন্ন গাছে থেকে ২ বালতি আম পেড়ে আনলেন। আর এর মাঝে আমরা বসে থাকিনি, পেট ভরে আম খেয়েছি।















আমার ভাগের আম



আম বাগানের পাশেই কলা বাগান। কলা মাত্র ধরতে শুরু করেছে। পাশের ক্ষেতেই দেখলাম পরিচিত একটা গাছ-আরে এ যে পাট শাক! আরেকটি ক্ষেতে পুঁই শাক আছে। আমি কিছু পুঁই শাক নিয়ে নিলাম।







কলা বাগান



পাট শাক



পুঁই শাক



বেগুনও আছে



ফেরার পথে মেঠো রাস্তা ধরে আসছিলাম। এরকম মেঠো রাস্তা বাংলাদেশ ছাড়া আর কোথায় দেখা যায়? সালাম সেইসব বাংলাদেশিদেরকে যারা মরুর বুকে ছোট ছোট বাংলাদেশ গড়ে তুলছেন।



মন্তব্য ৩৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫১

নিয়ামুল ইসলাম বলেছেন: B:-) B:-) B:-) ভাই এইটা সত্যি এরাবিয়া তো ? B:-) B:-) B:-)

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫৬

মধুমিতা বলেছেন: আপনাদেরকে জানানোর জন্যই তো এই লেখা। মরু আর পাহাড়ের পাদদেশে সবুজ বাগান। ভাবা যায়?

২| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯

শ্রাবণধারা বলেছেন: বেশ অবাক করার মত ব্যাপার, সৌদির মরুভুমিতে আম বাগান, কলা বাগান, পাট শাক, পূই শাক আর বেগুনের ক্ষেত..............।

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২০

মধুমিতা বলেছেন: আমার এ লেখাটিও পড়ে দেখতে পারেনঃ Click This Link
এখানে আমরা সব সবজি ফ্রেশ পেয়ে থাকি।

৩| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার পোস্ট আর আরবের এই দিকটা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক কৃতজ্ঞতা জানবেন।

+++++++ রইল।

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২২

মধুমিতা বলেছেন: ধন্যবাদ। আমার এ লেখাটিও পড়ে দেখতে পারেনঃ Click This Link

৪| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮

সাজিদ ঢাকা বলেছেন: পোষ্টে ++++++++++

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:২০

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

৫| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:২৯

ছাসা ডোনার বলেছেন: আপনারা আম ছিড়লেন যে গাছ থেকে , সেই গাছগুলোর মালিক কারা?

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪

মধুমিতা বলেছেন: এখানে সবকিছুর মালিকতো কাগজে কলমে সৌদিরা । তবে বাংলাদেশিরা বাগান করে নিজেরাই বেঁচা কেনা করে। মাস শেষে সৌদিকে কিছু টাকা ধরিয়ে দেয়।

৬| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৫

~মাইনাচ~ বলেছেন: অবাক করার মত ব্যাপার হলেও এটাই সত্য যে, এখন প্রায় আরব দেশেই বাংলাদেখি শাক শব্জি ফল মুল সব চাষ হচ্ছে।


পোষ্টে ভাল লাগা

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬

মধুমিতা বলেছেন: হ্যা । আর প্রায় সবটাই বাংলাদেশিদের অবদান।

৭| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১

স্বপ্নতরী (রাজু) বলেছেন: জায়গাটি কোথায়? উল্ল্যেখ নেই :(


(আমি জেদ্দা থাকি)

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:০১

মধুমিতা বলেছেন: লিখেছিতো ....


আম বাগানটি জিজান যাবার পথে, বড়জোড় ৪৫ মিনিটের ড্রাইভ।

৮| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬

মুহিব বলেছেন: তবুও যদি আরবরা আরেকটু সম্মান করে বাংলাদেশীদের।

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩

মধুমিতা বলেছেন: বাংলাদেশিরা অল্প কয়েকজনের দোষে সন্মান হারিয়েছে। এটা উদ্ধার করা কঠিন হবে। আরবিয় সমাজে একবার কেউ বিশ্বাস ভংগ করলে তাকে সারাজীবন দেখতে পারে না।

৯| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৩

মোঃমোজাম হক বলেছেন: সৌদি আরব সত্যিই অবাক করার মতো দেশ।এখানে কি নেই!

ইয়ামেনি আম আমরা কিনে খাই।এটা ইয়েমেনের বর্ডার বলেই আবহাওয়া ইয়েমেনের মতোই।

এই লম্বা ছুটিতে আমাদের এলাকায় আসতে পারতেন।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫০

মধুমিতা বলেছেন: আমাদের এই এলাকাতো একসময় ইয়েমেনের অংশই ছিল। অনেক আম জন্মে এখানে।

এই লম্বা ছুটি অন্যভাবে কাটাচ্ছি। দাম্মাম আবার আসব। আপনার আতিথেয়তা অনেক লম্বা সময় ধরে গ্রহন করব।

১০| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৮

কালোপরী বলেছেন: চমৎকার :)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫১

মধুমিতা বলেছেন: ধন্যবাদ। কি চমৎকার ? গাছ পাকা আম, না আমার লেখা?

১১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫১

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা ব্যাপার! আরবে এমনটা দেখব সত্যিই ভাবতে পারি নি। আরো ভালো লাগছে এই প্রবাসী শ্রমিকরা কি সুন্দর মরুভূমির বুকে একখন্ড বাংলাদেশ সৃষ্টি করছে। +

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা ব্যাপার! আরবে এমনটা দেখব সত্যিই ভাবতে পারি নি। আরো ভালো লাগছে এই প্রবাসী শ্রমিকরা কি সুন্দর মরুভূমির বুকে একখন্ড বাংলাদেশ সৃষ্টি করছে। +

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:২১

মধুমিতা বলেছেন: এখানে আসার আগে আমিও কি তা ভাবতে পেরেছিলাম? প্রবাসী শ্রমিকদের লাখো সালাম।

১৪| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৬

মাক্স বলেছেন: ব্লগে অর্ধযুগ পূর্তির শুভেচ্ছা!

১০ ই জুলাই, ২০১৩ রাত ১:২৫

মধুমিতা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আমি খেয়াল করিনি। কিভাবে ৬ বছর চলে গেল। সেই তুলনায় আমার পোস্টের সংখ্যা অনেক কম।

আপনাকে আবারো ধন্যবাদ।

১৫| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: খুব ভালো লাগলো দেখে।

আরব মানেই আমার ধারণায় ছিল বালির দেশ , মরুর দেশ। অথচ দেখা যাচ্ছে রিতিমত আমের বাগান আর সবুজ সব্জিও ফলে ! সত্যিই খুব অবাক হলাম এসব ছবি দেখে।

ভালো থাকবেন।

১০ ই জুলাই, ২০১৩ রাত ১:২৭

মধুমিতা বলেছেন: হুম, মরুর দেশ এখন অনেক বৈচিত্রময়। এখানে যে পরিমান মিস্টি তরমুজ ফলে, খেলে অবাকই হবেন।

আপনাকে ধন্যবাদ।

১৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৭

খেয়া ঘাট বলেছেন: বাহঃ বাহঃ বাহ।
মনটা জুড়িয়ে গেলো। এতো ভালো লাগলো দেখে , সঠিক ভাবে ভালো লাগাটুকু প্রকাশ করতে পারছিনা।

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪২

মধুমিতা বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৭| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আরবে আম হয়!!! আজিব তথ্য জানলাম!! ছবি দেখে তো বাংলাদেশ বলেই মনে হচ্ছে। বাংলাদেশিরা পারেও! আমরা বিদেশ গিয়ে বিদেশটাকে বাংলাদেশ বানায় ফেলি। :)

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:৩১

মধুমিতা বলেছেন: মরুর দেশ এখন অনেক বৈচিত্রময়।
ধন্যবাদ আপনাকে ।

১৮| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫১

েবনিটগ বলেছেন: plus

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

১৯| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩২

আিম এক যাযাবর বলেছেন: সালাম সেইসব বাংলাদেশিদেরকে যারা মরুর বুকে ছোট ছোট বাংলাদেশ গড়ে তুলছেন। পোস্টে ++++++

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

২০| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩

এহসান সাবির বলেছেন: দারুন পোস্ট। ঈদের শুভেচ্ছা।

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯

মধুমিতা বলেছেন: ঈদ মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.