নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never Say Never Again

...

মধুমিতা

আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...

মধুমিতা › বিস্তারিত পোস্টঃ

প্যারিসে কেউ আছেন ?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০১

ঈদের ছুটিতে প্যারিসে টুরিস্ট হিসাবে যেতে চাচ্ছি ১ সপ্তাহের জন্য। কে আমাকে এ্যাকোমোডেশন এর ব্যাপারে সাহায্য করতে পারবেন। হোটেল/বাসা। প্লিজ নক করুন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি যাবেন কবে? আমাকে যদি জানান, আমি যোগাযোগ করে দেখতে পারি মধুমিতা ভাই। আমার এক পরিচিত থাকে। তার সাথে কথা বলে দেখব।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

মধুমিতা বলেছেন: অক্টোবারের ১০-২০ এর মাঝে হবে। একটা গাইডলাইন পেলে ভালো হয়।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৭

আব্দুলকুদ্দুসমদন বলেছেন: HOTEL ar bebosta abong GUIDEline deya jabe BUT somoy deyata moskil, GURAGHURI nij dayitte korte hobe!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

মধুমিতা বলেছেন: সময় দিতে হবে না। সেটা আমরাই ব্যবস্থা করে নিব। সস্তায় থাকার ব্যবস্থা আর কিছু ভ্রমণ টিপস দিলেই চলবে। আমরা ২/৩ টি ফ্যামিলি আসতে পারি।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

ঝটিকা বলেছেন: আমাদের কাছের স্টেশন ছিল লেস-স্যাবলোন। হোটেল ভুলে গেসি। ১।যে কয়দিন থাকবেন এবং যে জোন ঘুরে দেখবেন নেট থেকে দেখে পাস কিনে নেবেন। ১/৩/৫দিনের জোন ১/২/৩ পাস পাওয়া যায় বাস/ট্রেন কাভার করে, চিপ হয় অনেক।
২। যেটা দেখতে যাবেন নেটে অবশ্যই দেখতে ভুলবেন না বন্ধ কিনা। ৩। কাছাকাছি স্পট একদিনে প্লান করবেন।
৪। অবশ্যই অনলাইনে টিকিট কেটে হোটেল রিসিপশন থেকে প্রিন্ট করে নেবেন, সময় অনেক বাচবে।
৫। হালাল খাবারের খুব ক্রায়সিস। নেটে কিছু ইন্ডিয়ান/মরোক্কো রেস্টুরেন্ট পাবেন, কিন্তু অনেক দাম। চিপস/বিস্কিট হাল্কা খাবার সাথে রাখবেন।

আমরা মাঝে মাঝে বাসে করে অনেক দুরে ইন্ডিয়ান/মরোক্কো রেস্টুরেন্টে খেতে যেতাম। একসাথে শহরটাও দেখা হয়ে যেত।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

মধুমিতা বলেছেন: ধন্যবাদ। টিপসগুলো কাজে লাগবে, যদি যেতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.