নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never Say Never Again

...

মধুমিতা

আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...

মধুমিতা › বিস্তারিত পোস্টঃ

মজার কিছু টুকরো গল্প-২ (আরব ডায়েরি-৬৫)

১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮





বিভিন্ন সময় আমরা যখন একসাথে হই তখন অনেক মজার গল্প শেয়ার করি। ভাষা বিভ্রাটেই মূলতঃ মজার কান্ডগুলো ঘটে থাকে। এর আগে একটি পর্ব লিখেছিলাম। আজ আরো কিছু নিয়ে হাজির হলাম।



১/ আমি যখন এখানে চাকরিতে নতুন জয়েন করি, তখন আমার ত্রাহি ত্রাহি অবস্থা। কোন কিছুই ঠিকমতো হয় না। সৌদিরা সবাই আরবি বলে। কিছু বুঝি না, বোঝাতেও পারি না। যাই হোক কাজের প্রয়োজনে কিছু কিছু আরবি শব্দ শিখলাম। স্ট্যাপলার মেশিনকে ওরা বলে “ডাব্বাসা”। একদিন আমার স্ট্যাপলার মেশিনটা খুঁজে পাচ্ছিলাম না তাই নতুন আরেকটা আনতে গেলাম। বললাম, “একটা ‘বাম্বুসা’ দাওতো”। অফিস সহকারি অবাক চোখে তাকিয়ে থাকল, কিছুতেই বোঝাতে পারিনা। তারপর তার টেবিলে রাখা মেশিনটা দেখিয়ে নতুন একটা নিয়ে আসলাম। আমার বাংলাদেশি কলিগদের যখন এ ঘটনা বললাম- তারা হাসতে হাসতে শেষ।



২/ এরা রেস্টুরেন্টে সমুচা বিক্রি করে। ভেতরে পুদিনা পাতা আর বিফ অথবা মাটন কিমা দেয়। খেতে বেশ লাগে। আরবিতে কি বলে জানেন? “সাম্বুসা”।



৩/ সাউথ আফ্রিকান টিচারের এক ছাত্র প্রায়ই ক্লাসে ফাঁকি দেয়। জিজ্ঞাসা করলেই বলে – মাথা ব্যাথা ছিল। সাউথ আফ্রিকান সাহেব এই ছেলের উপর মোটামুটি বিরক্ত। আরেকদিন ছেলেটি একই কারন দেখালে উনি রাগে ফেটে পড়েন, “আজ Headache, কাল Legache, পরশু Assache, সমস্যা কি তোমার?”



৪/ আদিল ভাই এক ছেলেকে ক্লাসে জিজ্ঞাসা করলেন, “ What’s your hobby?”

- “Eating Khebsa” ছেলেটির তড়িৎ উত্তর।



(খেবসা এখানে বিরিয়ানি বিশেষ একটি খাবার এবং অনেক জনপ্রিয়। এ ধরনের খাবারের করনে এখানে শাররীক স্থুলতা একটি সাধারণ ব্যাপার।)



৫/ তখন আদিল ভাই ও আমি ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছি। ড্রাইভিং স্কুলে যাওয়াটা ছিল বিরাট এক বিরক্তিকর কাজ। বিকাল হওয়া মানেই আতংক। ১৫ কি.মি দূরের ড্রাইভিং স্কুলে যাবার জন্য এক বাংলাদেশি ভাড়া করলাম। কিন্তু সে ৫ দিন পর থেকে আর আসল না। তারপর আমরা সৌদি গাড়িতে যেতাম। রাস্তায় দাঁড়ালেই সৌদি গাড়ি থামত, তাকে ভুলভাল আরবিতে বোঝাতে হত, দর কষাকষি করতে হত। এতো হ্যাপা কার ভালো লাগে? একদিন আদিল ভাই দুঃখে, কষ্টে, বিরস বদনে বলেই ফেললেন, “আহ! যদি আমার গাড়ী থাকত, তাহলে সেটা চালিয়ে ড্রাইভিং স্কুলে যেতাম।”



কত বড় রিয়েল টাইম Paradox !



৬/ এখানকার ইংলিশ ডিপার্টমেন্ট থেকে একটি টিম বাংলাদেশে রিক্রুটমেন্ট ইন্টারভিউয়ের জন্য গেছে। ওসামা খালিদ গেল ইন্টারভিউ দিতে। ভাইস ডিন বললেন, “তোমার নাম খালিদ, আমার নাম খালিদ, আর যাচ্ছ কিং খালিদ ইউনিভার্সিটিতে। তোমার তো চাকরি হবেই।” ওসামা খালিদের চাকরি হয়েছে এবং ভালোই আছে।



৭/ ওসামা। দ্য বিগ ম্যান। যেন ইনজামামুল হক। ওর পাশে দাঁড়ালে আমাকেও লিলিপুটিয়ান লাগে। সম্প্রতি সে বাবা হয়েছে। আমি প্রায়ই ইমাজিন করতাম, বাচ্চা কোলে তাকে কেমন দেখাবে। একরাতে বাচ্চাকে কোলে নিয়ে সে আদিল ভাইয়ের বাসায় আসল। আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম। সে এক দেখার মতো দৃশ্য, এই ছবি বাধাঁই করে রাখার মতো।



৮/ ওসামা চাকরিতে জয়েন করার পরপরই বিপুল বিক্রমে আরবি শিখতে লাগল। একদিন তার গাড়ীতে দেখলাম আরবি শেখার বই, জ্যামে পড়লে মাঝে মাঝে দেখে। ওকে ফোন করলেও বিপদ। ফোন ধরেই কি সব আরবি গড়গড় করে বলে। সে তার এই আরবি সৌদিদের উপর প্র্যাক্টিস করত। অবাক হয়ে লক্ষ্য করলাম সে সাবলিল ভাবে আরবি বলেই যাচ্ছে। পরে আসল কাহিনী ধরা পড়ল। সে আসলে আরবি, বাংলা, হিন্দি, উর্দু’র মিশ্রনে কথা বলছে। তার কথা হচ্ছে - আমি থামব না, বলেই যাব। সৌদিরাও যারা তার কথা শোনে, এমন ভাব ধরে যেন সব কথাই বুঝতেছে।



৯/ হাবিব স্যার ও শাহরিয়ার ভাই আবহা’র প্রাণ কেন্দ্রে থাকেন। যাকে আরবিতে “বালাদ” বা সিটি সেন্টার বলা হয়। ওনাদেরকে প্রায়ই সৌদি গাড়িতে ভার্সিটিতে আসা যাওয়া করতে হত। হাবিব স্যার হাসি তামাশা ভালোই করেন। একদিন ড্রাইভার জিজ্ঞাসা করল, “কোথায় যাবেন?” হাবিব স্যার হেসে বললেন, “আনা বলদ” (আমি বলদ)। ড্রাইভার সেটাকে “বালাদ” বা সিটি সেন্টার ধরে নিল। শাহরিয়ার ভাই সাথেই ছিলেন। ড্রাইভার একই কথা তাকে জিজ্ঞাসা করল। শাহরিয়ার ভাই কম কিসে? স্যার যদি বলদ হতে পারে, উনি তাহলে গাভী। শাহরিয়ার ভাই মজা করে বললেন, “আনা গাভী”।

ড্রাইভার অবাক হয়ে তাকিয়ে রইল- এমন জায়গার নামতো সে শোনেনি।



১০/ ওসামা যেমন বিগম্যান, তেমনি কয়েকজন মেয়ে নতুন জয়েন করেছে যারা খুবই ক্ষীনাকৃতি। সূধা ও শিমু তেমনই। মনে হয় যেন ক্লাস এইট এ পড়ছে। তারা যখন ডিপার্টমেন্টে রিপোর্ট করতে গেল, কোর্ডিনেটরের চোখ কপালে। বারবার জিজ্ঞাসা করল, “তোমরা মাস্টার্স কমপ্লিট করেছ তো?” যদিও এমন ভাবার কোন কারন ছিল না, কিন্তু কোর্ডিনেটর বিশ্বাস করতে পারছিল না।

স্টুডেন্টরা পর্যন্ত তাদের Tiny Tiny Teachers বলত।



(চলবে)

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

আহমেদ আলিফ বলেছেন:
ভালো লাগলো !
চলুক....

১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

আহমেদ আলিফ বলেছেন:
১০২ বার পঠিত, কিন্তু কমেন্ট নাই !
সবারই কি হাত ব্যাথা ?

১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

মধুমিতা বলেছেন: সবাই ব্যস্ত আছে।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা! সব গুলোই মজা!!
আমার এক কাজিন ছিল, সে দুবাইতে থাকত। আমাকে বলল, জানিস, আরবি নাকি খালাকে ইয়া খালতু বলে। আমি জিজ্ঞেস করলাম, তাইলে ফুফুরে কি ডাকে? ইয়া ফালতু??

আপনি ইদানিং বেশি ব্যস্ত হয়ে গেসেন। পোষ্ট পাইতে বহুত দেরী হয়।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭

মধুমিতা বলেছেন: হা হা হা .... আপনার হিউমারও কম না।

ব্যস্ততাতো আছেই। এদিকে লেখার গল্পও কমে গেছে। কি করি বলেন?

৪| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

জনাব মাহাবুব বলেছেন: হা---হা--- হা--------- =p~ =p~ =p~ =p~ =p~ =p~

হাসতেই আছি।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩

মধুমিতা বলেছেন: হাসতে থাকুন। হাসি স্বাস্থ্যের জন্য ভালো।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯

রায়হান০০৭ বলেছেন: ল্যাপটপ হারিয়ে যাওয়ার পর আপনার পোস্ট গুলো খুব মিস করতাম... :( :( :( আজ বহুদিন পর আপনার পোস্ট পরলাম। বরাবরের মতই অসাধারন :) :) :)

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

মধুমিতা বলেছেন: স্বাগতম। আশা করি পুরনো লেখাগুলি পড়ে ফেলফেন।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২০

বিসাজ বলেছেন: রিয়েল লাইফ জোকস, অনেক মজা পাইসি।

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

মধুমিতা বলেছেন: রিয়েল লাইফ জোকসেই আসল আনন্দ পাওয়া যায়।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:২৮

প্রিন্স মাহমু দ বলেছেন: হাহাহাহাহাহা হাসতেই আছি

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

মধুমিতা বলেছেন: বেশি বেশি হাসুন ও ভালো থাকুন।

৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৯

আমিই মিসিরআলি বলেছেন: অনেকদিন আগে আপনার এই আরব ডায়েরির কয়েকটা পড়েছিলাম,আবার চালু হল দেখে ভালো লাগলো :)

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০০

মধুমিতা বলেছেন: আমি কিন্তু নিয়মিত বিরতিতে লিখে যাচ্ছি।

ভালো থাকবেন।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: একদিন আদিল ভাই দুঃখে, কষ্টে, বিরস বদনে বলেই ফেললেন, “আহ! যদি আমার গাড়ী থাকত, তাহলে সেটা চালিয়ে ড্রাইভিং স্কুলে যেতাম।”

কত বড় রিয়েল টাইম Paradox !

:D

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০১

মধুমিতা বলেছেন: কম দুঃখে কথাটি বলেননি।

১০| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

এহসান সাবির বলেছেন: চলুক.........!!

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০২

মধুমিতা বলেছেন: নিয়মিত বিরতিতে চলতে থাকবে। পড়তে থাকুন।

১১| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: যে সব এ্যারাবিয়ানরা কিঞ্চিত ইংলিশ যানে এবং ভাব মারতে চায় তাদের ঘায়েল করার দারুণ একটা উপায় আছে। সিক্সটি বা ক্স যুক্ত কোন শব্দ ওদের জিজ্ঞেস করে দেখবেন একদম কাহিল।

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

মধুমিতা বলেছেন: হুম .... তবে কেউ কেউ আছে যারা খুবই ভালো। ভালো বলতে পারে।

১২| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৪

শোভন শামস বলেছেন: সুন্দর লিখা। চালিয়ে যান, সাথে আছি। ধন্যবাদ

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

মধুমিতা বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ।

লেখা চলবে।

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

মোঃমোজাম হক বলেছেন: চারমাস ছুটি কাটিয়ে বাসায় ঢুকার আগেই কেফছা খেয়ে নিলাম।দেশে গিয়ে শুধু এই খাবারটার কথাই মনে হতো :P

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

মধুমিতা বলেছেন: মাঝে মাঝে খেবসা খেতে ভালোই লাগে। কিন্তু ওরা পারলে প্রতি বেলাতেই খায়।

ঢাকায় কেমন কাটল?

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

শেরজা তপন বলেছেন: ভাল লাগল...

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

আদম_ বলেছেন: হুহুহুহুহুহুহাহাহাহাহা
সত্যি কথা বলতে কি ব্লগে আমি এসব পড়তেই আসি। পোস্ট প্রিয়তে। ইশ এত দিন আপনার সাথে দেখা হয়নি কেন? দক্তর মানে কি ডাক্তার? আপনি ডাক্তার নাকি টিচার?

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

মধুমিতা বলেছেন: এই তো দেখা হয়ে গেল। পুরনো লেখাগুলো পড়ে ফেলুন।

দক্তর মানে হচ্ছে ড. (শিক্ষক)

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

লিখেছেন বলেছেন: আপনার uni তে বাংলাদেশি teacher কয় জন ?

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

মধুমিতা বলেছেন: 30 এর অধিক।

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

লিখেছেন বলেছেন: মাশাল্লাহ :)

আশা করি BNP , Awami League দলাদলি নেই B-) B-)

২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

মধুমিতা বলেছেন: নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.