নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never Say Never Again

...

মধুমিতা

আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...

মধুমিতা › বিস্তারিত পোস্টঃ

মজার কিছু টুকরো গল্প-৩ (আরব ডায়েরি-৬৬)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬





১ম পর্ব



২য় পর্ব



আরো কিছু নিয়ে হাজির হলাম....



১/ মাঝখানে এ্যামাজন.কম থেকে কেনাকাটার খুব হিড়িক পড়ে গিয়েছিল। আমি ও হাবিব স্যার সাধারণ কিছু কিনতে গেলেও এ্যামাজনে খোঁজ করতাম। একবার কিছু ইলেকট্রনিক জিনিষপত্র আনলাম। হাবিব স্যার এনেছেন ডিজিটাল গ্রামোফোন (Turntable) আর কয়েকটি রেকর্ড। আমরা সবাই তা শুনতে গেলাম। মনের আনন্দে বব মার্লের গান শুনছি। যেই না আমি সোফায় বসতে গেলাম, বিকট আওয়াজ-যেন বোমা ফাটল। আমি হতভম্ব। পরে দেখা গেল এ্যামাজনের প্যাকেটে কিছু এয়ার ব্যাগ ছিল যাতে পরিবহনের সময় ঝাকুনিতে জিনিষের কোন ক্ষতি না হয়। আমি সেগুলোই ফাটিয়ে ফেলেছি।



২/ হাবিব স্যারকে বললাম, ‘এ্যামাজন থেকে এত কিছু এনে দেই। কফি পাওনা থাকল’। এক বিকালে স্যারের বাসায় হাজির হলাম কফি খাবার জন্য। স্যার একা থাকেন। ওনার একটা আভেন (oven) আছে। দেখলাম পানি সহ মগটি ওটার ভেতরে ঢুকিয়ে দিলেন। আভেনে পানি গরম হলে কফি বানিয়ে খাওয়ালেন। উনি নাকি ভাত রান্না, ডিম ভাজি এভাবেই সারেন।



৩/ এক বিকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে এক রেস্টুরেন্টে গেলাম। পার্কের পাশে এক অভিজাত রেস্টুরেন্ট। একটু শীত শীত করছিল, তবে ততটা মারাত্নক নয়। আমরা সবাই মোটামুটি ধরনের গরম কাপড় পড়ে এসেছি। হাবিব স্যারকে দেখলাম কালো রং এর মোটা লং কোট পড়ে এসেছেন, সাথে মাথার হুড ও আছে। ওজন কমসে কম ১০ কেজি হবেই। আমরা হাসলাম- মশা মারতে কামান দাগা হচ্ছে না তো? শাকিলা টিপ্পনি কাটল, ‘জিনিষটা কি এ্যামাজন থেকে এসেছে?’ স্যার কিছু না বলে শুনেই গেলেন। খাওয়া দাওয়া শেষে সন্ধ্যায় যখন রেস্টুরেন্ট থেকে বের হলাম- আমরা তখন ঠক ঠক করে কাপছি। চারদিক মেঘে ঢেকে গেছে এবং প্রচন্ড শীত। এবার হাবিব স্যারের হাসার পালা।



৪/ এক ছাত্র আদিল ভাইয়ের ক্লাশে বেশ কিছুদিন অনুপস্থিত ছিল।

- কি সমস্যা? তুমি ক্লাশে আস নি কেন?

- দক্তর, Your mother sick.

এটা এখানে একটা কমন সমস্যা। ওরা Iও You নিয়ে ঝামেলায় পড়ে।



৫/ বাংলাদেশ থেকে নতুন জয়েন করা মন্নুজান পড়েছে বিপদে। কেউই ওর নাম ঠিকমত বলতে পারেনা। কেউ বলে মিস মোঙ্গা, কেউবা মন্নুজ্ঞান। ওদিকে শরীফুন্নেসাও স্বস্তিতে নেই। অনেকেই তাকে মি. শরিফ বলে ডাকত।



৬/ আগের পর্বটি লেখার পর ওসামা ফেসবুকে মেসেজ পাঠাল।

'ভাই, লেখাটা ভালো হয়েছে। কিন্তু আমার নাম ওসামা নয়, উসামা। ওসামা বললে লাদেন, লাদেন লাগে'।



৭/ শাকিলার এক ছাত্রী অনেকদিন অনুপস্থিত। মিড ১, ২ ও কুইজ পরীক্ষাও মিস করেছে।

একদিন সে ক্লাসে আসলে শাকিলা তাকে জিজ্ঞাসা করল, "Why have you been absent for a long time?"

ছাত্রী কাচুমাচু ভাবে বলল -"Teacher your eyes in the hospital"

এমন কথাবার্তায় অভ্যস্ত শাকিলা অবাক হলোনা। মেয়েটি যে তার চোখের চিকিৎসার জন্য হাসপাতালে ছিল তা সহজেই অনুমেয়।



৮/ সালেহ নাজরানি আমাদের ভার্সিটির রেজিস্ট্রার। আগে একবর্ণ ইংরেজিও বুঝত না। এখন আমার সাথে দেখা হলে "How are you?", "Thank You" বেশ ভালোভাবেই বলতে পারে।



৯/ শাহরিয়ার ভাই একদিন সালেহ নাজরানির কাছে গেল তার ওয়াইফের জন্য ভিসা ডকুমেন্ট প্রসেস করার জন্য।

শাহরিয়ার ভাই- "আমার ওয়াইফকে আমার কাছে আনতে হবে"

সালেহ নাজরানি ইংরেজি বলার লোভ সামলাতে পারল না, "My wife?"

শাহরিয়ার ভাই-"Not your wife, MY WIFE"



১০/ মামুন একজন পারফেক্ট ব্যাচেলর। মাস্টার্স পাশ করেই এখানে জয়েন করেছে। বিয়ে করার সময় পায় নাই। আরব নিউজ পত্রিকায় একদিন দেখলাম সৌদির ২০ লাখ মেয়ে বিভিন্ন কারনে বিয়ে করতে পারছে না।

মামুনকে একথা বলতেই তার চোখ চকচক করে উঠে,"ভাই আমাদের সাথে সৌদি মেয়েদের বিয়ে দিবে না?"

বললাম, "বিয়েতো দিবেই, সাথে উপহার হিসাবে আবহায় একটা পাহাড়ও লিখে দিবে। তুমি সেখানে কটেজ বানিয়ে থাকবা।"

সেই আশায় মামুন দিন গুনছে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩

আহমেদ আলিফ বলেছেন:
ছোট ছোট গল্প পড়ে আনন্দ পেলাম!
ধন্যবাদ!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

মধুমিতা বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

আদম_ বলেছেন: অসাধারন মজাদার। আরও লিখবেন আপনি প্লিজ। লেখার হাত আছে আপনার। আপনার গল্গগুলো অনেকটা রুশ ভাষার গল্পের আদলে তৈরি। ওখানকার লোকদের মনমানসিকতার সাথে আমাদের পার্থ্যক, তাদের ধ্যানধারণা ইত্যাদি সর্ম্পকে একটা বিশ্লেষণমূলক লেখা চাই।

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

মধুমিতা বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ।

সামনে লিখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.