নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never Say Never Again

...

মধুমিতা

আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...

মধুমিতা › বিস্তারিত পোস্টঃ

প্রাচীন মিশরের পিরামিড তৈরির ভিন্নধর্মী কেচ্ছা কাহিনী-৫

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯





১ম পর্ব

২য় পর্ব

৩য় পর্ব

৪র্থ পর্ব



(পুরো সিরিজটিতে অনেক ছবি ব্যবহার করা হয়েছে। স্লো নেট স্পিড এর কারনে ছবি দেখতে না পারলে- অপেক্ষা করুন। ছবি ছাড়া টেক্সট পড়ে মূল বিষয়টি সহজে বুঝতে পারবেন না)



পিরামিডের ভেতর মমি পাওয়া যায়নিঃ

গিজা’র গ্রেট পিরামিডের ভেতর কোন ধরনের মমি পাওয়া যায়নি। মমি পাওয়া গেছে পিরামিডের পাশের কিং’স ভ্যালিতে। বর্তমান গবেষকরা এর একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছেন। প্রাচীনকালে ধন সম্পদের লোভে পিরামিডের ভেতর চুরি হবার ভয় ছিল। তাই মমিগুলো সরিয়ে কিং’স ভ্যালিতে আনা হয়েছে। তার মানে চুরির ভয়ে সুরক্ষিত জায়গা থেকে মমিগুলো সাধারণ গোরোস্থানে আনা হয়েছে? টনকে টন পাথর ভেঙ্গে পিরামিডের ভেতরে সাধারন চোরদের কি প্রবেশ করা সম্ভব ছিল? নাকি সত্যকে অস্বীকার করার অপপ্রয়াস মাত্র?

Click This Link



কিন্তু হঠাৎ করেই একটি পিরামিডে মমি পাওয়া যায়।

Click This Link



পিরামিডটি মাত্র ১৬ ফিট উচ্চতার। আগেই লেখায় উল্ল্যেখ করেছি- ছোট পিরামিডগুলো অন্য কোন জাতির তৈরি হতেও পারে। তারা হয়তো পিরামিডকে শবাধার হিসাবে ব্যবহার করেছিল।



কিন্তু গ্রেট পিরামিডের গল্প অন্যরকম।





আ’দ জাতির অত্যাচারঃ

আ’দ জাতি ছিল অত্যাচারী যার প্রমান বিভিন্ন দেয়াল চিত্রে পাওয়া যায়।















কোরআনে পাই;

এবং যখন তোমরা (অন্য কারো উপর) আঘাত হান তখন আঘাত হেনে থাক কঠোরভাবে। তোমরা আল্লহকে ভয় কর, আমার আনুগত্য কর। (সূরা শু’আরা ১৩০-১৩১)



ধ্বংসপ্রাপ্তঃ

কোরআনে দেখতে পাই আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, যারা শক্তিশালী ও অত্যাচারী ছিল তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছিল।



আমি তাদের পূর্বে আরো বহু জাতি ধ্বংস করেছি যারা ছিল তাদের অপেক্ষা শক্তিতে প্রবল, তারা দেশে –বিদেশে ভ্রমণ করে ফিরতো; পরে তাদের জন্য কোন আশ্রয়স্থল রইলো না। (সূরা ক্বাফ ৩৬)



আ’দ জাতি তাদের শক্তিমত্তা নিয়ে দম্ভ করত। আল্লাহ তাদেরকে মিথ্যা প্রমাণিত করলেন। তাদেরকে ও তাদের শহরকে ধ্বংস করে দিলেন। সাত রাত ও আট দিন বিরামহীনভাবে বয়ে চলা ঘুর্ণিঝড় পুরো শহরকে বালির নীচে চাপা দেয়।



আর আ’দ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঘুর্ণিঝড়ের দ্বারা। যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিন বিরামহীনভাবে, তুমি (সেখানে থাকলে) সেই সম্প্রদায়কে দেখতে খেজুর কান্ডের ন্যায় সেখানে পড়ে আছে। (সুরা হাককাহঃ ৬-৭)



আর যখন আমার (শাস্তির) হুকুম এসে পৌছল তখন আমি হূদকে (আঃ) এবং যারা তার সাথে ঈমানদার ছিল তাদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম, আর তদেরকে বাঁচিয়ে নিলাম অতি কঠিন শাস্তি হতে। (সূরা হূদঃ ৫৮)





মনে হয় হঠাৎ করেই কাজ বন্ধ করে দেয়া হয়েছিল





একেবারে শেষ পর্যায়ে এসে কাজ বন্ধ করে দেয়া হয়? শ্রমিকদের কোথাও চলে যেতে হয়েছিল? তারা কি হঠাৎ করেই ধ্বংস হয়ে গিয়েছিল?



চিরস্থায়ীত্বঃ

প্রায় ৪৫০০ (বা তারো বেশী?) বছর ধরে গ্রেট পিরামিড ছিল পৃথিবীর সর্বোচ্চ চূড়া। এখনো পিরামিড, বিভিন্ন প্রাসাদ, ওবিলিস্ক, মূর্তি প্রাচীন নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে।



Recent geological studies indicate that the Great Pyramid and the Sphinx may be at least 10,000 years older than traditional scholars have thought.



আর তোমরা প্রাসাদ নির্মান করেছ এই মনে করে যে, তোমরা চিরস্থায়ী হবে।” (সূরা শুআ’রা ১২৯)



H.E. Licks, mathematician states: "So mighty is the Great Pyramid at Gizeh and so solidly is it constructed that it will undoubtedly remain standing long after all other buildings now on Earth have disappeared."



কোরআন মতে ফেরাউন নির্মিত কীর্তিকলাপ ও স্থাপনা সম্পূর্ণরুপে ধ্বংস করা হয়েছে। তাই বর্তমান পিরামিড তাদের তৈরি তা ভাবা যায় না।



আর ফেরাউন ও তার সম্প্রদায়ের নির্মিত কীর্তিকলাপ ও উচ্চ প্রাসাদ সমূহকে আমি ধ্বংস করেছি। (সূরা আ’রাফ ১৩৭)

“And we destroyed completely all the great works and buildings which Fir‘aun (Pharaoh) and his people erected.” (Al Aaraf: 137)



বর্তমান বিজ্ঞান ও গবেষকগনঃ

এই যে প্রাচীন মিশরে জায়ান্টদের পক্ষে এত তথ্য, উপাত্ত আর তাদের অস্তিত্ব বিশ্বাস করার মতো যুক্তি- তারপরও কি গবেষক, ইতিহাসবিদ ও বর্তমান বিজ্ঞান এতে অবগত নয়?



আমরা খুব সহজেই হিমালয়ের মানুষসদৃশ বিগফুটের কথা বিশ্বাস করি, কিন্তু জায়ান্ট মানুষের কথা ভাবতেও পারি না।



আমার মতে বর্তমান গবেষকরা সচেতনভাবে এটা এড়িয়ে চলছেন। জায়ান্ট কাহিনী বিশ্বাস করলে তাদেরকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। যার গোছানো উত্তর এখন পর্যন্ত গবেষকদের কাছে নাই।

ডারউইনবাদ মুখ থুবরে পড়বে, ইসলাম ধর্ম প্রাধান্য পাবে, নাস্তিক্য হুমকীর সম্মুখিন হবে। বর্তমান কালের ইহূদীতন্ত্র কি তা চাবে?







নোটঃ এর বাহিরে আপনাদের কোন প্রশ্ন থাকলে, তার উত্তর আপনাদেরকেই খুঁজে নিতে হবে। আমার দৌড় এই পর্যন্তই।

সূত্রঃ ইন্টারনেটের বিভিন্ন জার্নাল, ইউটিউব, পবিত্র আলকোরআন।



(আপাতত শেষ)

মন্তব্য ৭২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭

নতুন বলেছেন: খবই চমতকার ভাবে গুছিয়ে লিখেছেন... +++

তবে এই তত্বটা আমার তেমন বিশ্বাস যোগ্য মনে হয়না... কারন মানুষের ঐ রকমের দানবীয় আকার বড় হওয়া বাস্তব সম্মত মনে হয়না..

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৩

মধুমিতা বলেছেন: বিশ্বাস না হবারই কথা। এটা একটা তত্ত্ব মাত্র যার সাথে কিছু ফ্যাক্টস, কোরআনের অনেক কিছুই মিলে যাচ্ছে।

এ্যাডাম'স পিকে বিশাল পায়ের ছাপ আছে কিন্তু...
Click This Link

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪

পৃথিবীর আলো বলেছেন: "আ’দ জাতি তাদের শক্তিমত্তা নিয়ে দম্ভ করত। আল্লাহ তাদেরকে মিথ্যা প্রমাণিত করলেন। তাদেরকে ও তাদের শহরকে ধ্বংস করে দিলেন। "

এবং

"আর ফেরাউন ও তার সম্প্রদায়ের নির্মিত কীর্তিকলাপ ও উচ্চ প্রাসাদ সমূহকে আমি ধ্বংস করেছি। "

থেকে বুঝা যায় যে, দুটো সম্প্রদায় এবং তাদের স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। তাহলে তো পিরামিডেরও মাথা তুলে দাড়িয়ে থাকার কথা না।

আপনার ৫টি পর্ব ই পড়লাম। ভালো লিখেছেন। কিন্তু কোথায় এসে যেন সব এলোমেলো হয়ে যায়। ভবিষ্যতে আরও কিছু জানাবেন নিশ্চয়ই।

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯

মধুমিতা বলেছেন: হুম, ঠিক ধরেছেন।

আ'দ জাতির বৃহদাংশ ও ইরাম নগরি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল।

অপরদিকে ফেরাউন ও তার সম্প্রদায়ের নির্মিত কীর্তিকলাপ ও উচ্চ প্রাসাদ সমূহকে ধ্বংস করা হয়েছে।

দু'টোর মাঝে সুক্ষ্ণ পার্থক্য আছে।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫

ইমরান-উল-ইসলাম বলেছেন: ভাল লাগলো । কিন্তু জায়ান্টদের অস্তিত্বে প্রতিষ্ঠিত কোন যুক্তি পেলাম না ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

মধুমিতা বলেছেন: :(

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক কিছু জানালেন । ++++++++++++

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০

তূর্য হাসান বলেছেন: অসাধারণ আপনার এই সিরিজটা।ধন্যবাদ। অনেক ভালো থাকুন।

০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪১

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮

আছিমভ বলেছেন: ধন্যবাদ সুন্দর একটা সিরিজ শেয়ার করার জ্ন্য।
২য় পর্বে আমি রেফারেন্সগুলির কথা বলেছিলাম কারন এই বিষয়ে পাঠকের জানার আগ্রহ আনেক।
তারপরেও দারুণ একটা সিরিজ শেয়ার করার জন্য আবারও ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৬

মধুমিতা বলেছেন: সেখানে বলেছি- রেফারেন্স বলতে ছবিগুলি, কিছু জার্নাল, ইউটিউব আর আল কোরান।

আপনাকেও ধন্যবাদ।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

ভারসাম্য বলেছেন: শেষ! :(

ভালই হল অবশ্য। বৈজ্ঞানিক দিক দিয়ে যদিও কুর'আন ও অন্যান্য ধর্মগ্রন্থের বাণীকে ভিত্তি হিসেবে ধরা হয় না, তবে আপনার দেয়া বিভিন্ন চিত্র ও তথ্য-উপাত্তর মাধ্যমেও পিরামিড তৈরীর ক্ষেত্রে 'জায়ান্ট' হাইপোথীসিসটি একটি যৌক্তিক ভিত্তির উপর দাঁড়িয়েছে। জায়ান্ট পার্সপেক্টিভে আরো গবেষণার সুযোগ আছে। তবে একদম শেষে বলা কথাগুলোয় সেটার সীমাবদ্ধতাও তুলে ধরেছেন। শেষটা পড়েই হয়তো ধর্মের প্রতি অ্যালার্জিক কিছু মানুষ পুরো সিরিজটিতে উপস্থাপিত বলিষ্ঠ ও যৌক্তিক তথ্যগুলোকে এক কথায় উড়িয়ে দিতে চাইবে।

আমার অবশ্য প্রিয়তে রইল লেখা খানি। :) +++++

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

মধুমিতা বলেছেন: সঠিক বিশ্লেষণ করেছেন। ভালো লাগার জন্য ধন্যবাদ।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

ফারজানা আখি বলেছেন: "আমার মতে বর্তমান গবেষকরা সচেতনভাবে এটা এড়িয়ে চলছেন। জায়ান্ট কাহিনী বিশ্বাস করলে তাদেরকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। যার গোছানো উত্তর এখন পর্যন্ত গবেষকদের কাছে নাই।
ডারউইনবাদ মুখ থুবরে পড়বে, ইসলাম ধর্ম প্রাধান্য পাবে, নাস্তিক্য হুমকীর সম্মুখিন হবে। বর্তমান কালের ইহূদীতন্ত্র কি তা চাবে? "

This statement is absolutely truth !!! And truth hurts ...:-(
++++++++++++++++++++++++++ , প্রিয় তে ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

মধুমিতা বলেছেন: আমার এমনটিই মনে হয়েছে ....

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

ফারজানা আখি বলেছেন: *true

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

কালোপরী বলেছেন: :) :)

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

মধুমিতা বলেছেন: শেষ করে দিলাম।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭

মি. ফেসবুকিস্ট বলেছেন: হাঁপাইয়া গেলুম........

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২

মধুমিতা বলেছেন: শেষ করতে পেরেছেন তো?

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

এ,রহিম বলেছেন: আস্‌সালামু আলাইকুম
কেমন আছেন জনাব ? আমি সোদি আরব, আল হাছা - হুফুফ থাকি।
অনেক দিনের পুরানো পিপাসা ছিল পিরামিড সর্ম্পকে জানার । আপনার ক্রমাগত পোষ্টগুলি পড়ে অনেক টা জানলাম। তবে কতুহল আরো বেড়ে গেছে...... আসলে কি পিরামিড গুলো মানুষের নির্মিত কিনা আমার সন্দেহ হয়। কারন ২ - ৭ টন ওজন এক একটা পাথর খন্ডের, আর হাজার হাজার পাথর খন্ডের সমন্বয়ে গঠিত এক একটা পিরামিড।
যাই হোক... বিজ্ঞান অনেক কিছুর সমাধান এখনো দিতে পারেনি। কিন্তু আল কোরআনের আয়াত গুলো সত্য এতে কোন সন্দেহ নাই। তবে আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকুন।
বিঃ দ্রঃ জায়ান্টদের সর্ম্পকে আরো বিস্তারিত জানতে চাই।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬

মধুমিতা বলেছেন: আপনিও ভালো থাকুন।

এখনো আমরা নিশ্চিত নই ঠিক কিভাবে পিরামিডগুলো তৈরি হয়েছিল। তবে জায়ান্টদের সাথে কিছু অনুমান মিলে যায় আর কোরআনও তাকে সমর্থন করে।

ভালো লাগার জন্য ধন্যবাদ।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৪

হাতীর ডিম বলেছেন: এক নিঃশ্বাসে সব গুলো পড়ে ফেললাম। ধন্যবাদ অসাধারণ একটা সিরিজের জন্য।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬

মধুমিতা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:



অনবদ্য ও দুর্দান্ত একটি সিরিজ , সোজা প্রিয়তে নিয়ে রাখলাম।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭

মধুমিতা বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

ইভেন বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই.... বেসম্ভব ভাল লেগেছে।

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭

এম এম ইসলাম বলেছেন: সবগুলো পর্ব পড়লাম। আমার জন্য নতুন কনসেপ্ট। বিশ্বাস-অবিশ্বাস কিছুই করলাম না।
ভাল একটা সিরিজ।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

মধুমিতা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯

সোহানী বলেছেন: রাজনীতির ক্যাচালের বাইরে লিখা খুঁজেই পাওয়া দায় তার উপর এতো চমৎকার বিষয় নিয়ে লিখার জন্য ধন্যবাদ... এছাড়াও নুতন একটা তত্ত্ব এনেছেন যার উত্তর হয়তো ভবিষ্যতই দেবে।... আমি প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করি না কিন্তু বিষয়গুলো ভালো লাগে...... অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে নুতন কোন বিষয় নিয়ে আসা পর্যন্ত।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

মধুমিতা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

ঠিক বলেছেন ভবিষ্যতই উত্তর দেবে। নতুন বিষয় নিয়ে হাজির হবো শীঘ্রই।

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

ভুং ভাং বলেছেন: আপনার সবকয়টি পর্ব ই পড়লাম। খুবই ভালো লেগেছে ।পিরামিড বিষয়ে 'জায়ান্ট' হাইপোথীসিসটি কেমন যেন মিলে যায়।ভাললাগার মত একটা সিরিজ ।এমন বিষয়গুলোতে বরাবরই আমার কৌতুহল অনেক বেশি।ভবিষ্যতে এমন আরও ভাল একটা সিরিজ পড়ার আশা করি।অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬

মধুমিতা বলেছেন: কিছু কিছু প্রশ্নের উত্তর বর্তমান গবেষকরা দিতে পারেননি। 'জায়ান্ট' হাইপোথীসিসটি সেখানে মিলে যায়।

আপনাকেও ধন্যবাদ।

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

এহসান সাবির বলেছেন: দারুন একটা সিরিজ ছিল।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

২০| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

কবীর হোসাইন। বলেছেন: পড়া শুরো করলাম :-B :-B

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

২১| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭

সামাইশি বলেছেন: বেশ খাটাখাটি করে পোস্ট দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ সবার সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

মধুমিতা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

২২| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

রন৬৬৬ বলেছেন: Very interesting article. It is true that there were giants on this earth.
Watch these two videos given below:

http://www.youtube.com/watch?v=ccbdjiOl0hs
http://www.youtube.com/watch?v=-LxRtfQnzG4

২৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

রন৬৬৬ বলেছেন: There were Niphillims e.g., King Gilgimesh or Uruk 16 feet tall..

Click This Link

২৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫

রন৬৬৬ বলেছেন: Prophet Adam was 90 feet tall as narrated by Prophet Mohammad (PBUOH)

Click This Link

২৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

রন৬৬৬ বলেছেন: Real Annunaki, Nephilim or Sumerian giants skeleton found on earth:

http://www.youtube.com/watch?v=qRmbYWHnuzI

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১১

মধুমিতা বলেছেন: আপনার লিংকগুলির জন্য ধন্যবাদ। পড়ব এবং দেখব।

২৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩

এ,রহিম বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/166841/small/?token_id=8d90449cb046429d0e737974cd92f5e1

সৌদি আরবে ৩২ ফুট লম্বা কঙ্কাল পাওয়াগেল।যেটি কুরআনে বর্ণিত আদ জাতির অস্তিত্বের প্রমান
সৌদি আরবে রব-উল-খালিতে প্রপ্ত ১0মিটার বা ৩১.৮০ ফুট লম্বা কঙ্কালটি পবিত্র কুরআনে বর্ণিত আদ জাতির কোনো ব্যক্তির বলে মনে করছে সে দেশের আলেম সমাজ।২০০৪ সালে বহু জাতিক জ্বালানি কোম্পানি "আরামকো" গ্যাস অনুসন্ধানের সময় কঙ্কালটি ওই এলাকার প্রত্নতাত্ত্বিক প্রমানগুলো খোজ পায়।
জায়গাটি আবিস্কারের পরপরই সেখানে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও সম্পতি সৌদি সামরিক বাহিনী বেশ কিছু ছবি প্রকাশ করেছে।
সেই দুলর্ভ ছবিগুলো একটু দেখুন।
সৌদি আরবের আলেমদের মতে ওই প্রান্তরে পাওয়া নমুনাগুলো আদ জাতির ধ্বংসাবশেষ।
পবিত্র কুরআনে এবং অন্যান সূত্রে বলা হয়েছে আদ জাতির লোকেরা ছিল খুবই লম্বা বিশাল ও অত্যান্ত শক্তিশালী ।
তারা এক হাতে বড় বড় বৃক্ষ উপড়ে ফেলতে পারতেন।
আধুনিক ইতিহাসে যেখানে দীঘতম মানুষটির দৈঘ্য পাওয়া যাচ্ছে ৯ ফুট(২.৭৪ মিটার)।
সেখানে প্রায় ৩২ ফুট লম্বা মানুষের কঙ্কাল পাওয়া নাশ্চিত ভাবে পবিত্র কুরআনের সত্যতার প্রমাধবাহী।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

মধুমিতা বলেছেন: এ ব্যাপারে আমার এখনো জানা নেই। আপনার লিংক কাজ করছে না।

২৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫

এ,রহিম বলেছেন:

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭

মধুমিতা বলেছেন: ছবিগুলি ফটোশপড মনে হচ্ছে।

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

সত্য সন্ধানী ১৩ বলেছেন: শেষটা পড়েই হয়তো ধর্মের প্রতি অ্যালার্জিক কিছু মানুষ পুরো সিরিজটিতে উপস্থাপিত বলিষ্ঠ ও যৌক্তিক তথ্যগুলোকে এক কথায় উড়িয়ে দিতে চাইবে।

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

মধুমিতা বলেছেন: আমরা মিথ্যাকে খুব সহজে বিশ্বাস করি। সত্য সবসময়ই সন্দেহজনক মনে হয়।

২৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

সত্য সন্ধানী ১৩ বলেছেন: http://al-ihsan.net/

৩০| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

গোলক ধাঁধা বলেছেন: আপনার এত চমতকার বিশ্লেষনগুলো দ্বারা সহজেই খুব সুন্দর একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরী করা যায়। এবং হতে পারে সেটা পিরামিড বানানোর উপর অন্যতম সেরা কোন ডকুমেন্টারি ।
অসংখ্য ধন্যবাদ আপনার পরিশ্রমের জন্য

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

মধুমিতা বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এভাবে ভেবে দেখিনি। পরিশ্রম করেছি নিজের তাড়না থেকে।

৩১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৩

রন৬৬৬ বলেছেন: This giant human head is the real one. Please type in the Google as:
"Giant human head found in Saudi Arabia." At that time (2004) I was in Abu Dhabi (UAE) and followed all the news related this extra ordinary discovery of the 21st century. Some Staff of the Saudi Aramco leaked into the world media. In the book of Enoch (Prophet Idris) mentioned clearly about giant human.

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১

মধুমিতা বলেছেন: এ ব্যাপারে আমি এখনও জানিনা। গুগুল করে যে সংবাদ ও ছবি পেলাম তা সবই ফেক মনে হল।

যদি পাওয়া যায় সৌদি সরকার কেন লুকোতে যাবে?

যদি সত্যিই কোন প্রিন্ট মিডিয়ায় এ তথ্য এসে থাকে তবে তার স্ক্যান কপি পেলে ভালো হবে।

ইলেকট্রনিক মিডিয়াকে বিশ্বাস করা যায় না।

৩২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

শাহ্‌রীয়ার বলেছেন: সত্যিই বহুত অস্থির রকমের ভালো লাগছে.....সামুতে এই ধরনের পোষ্টের চল এখন নেই বললেই চলে....

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

মধুমিতা বলেছেন: ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: অনেক ভাল লাগল। একসাথে পাচটি পর্বই পড়লাম। ধন্যবাদ আপনাকে।

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

মধুমিতা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৩৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০

ড. জেকিল বলেছেন: সাংঘাতিক পোস্ট। :)

২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০

মধুমিতা বলেছেন: অনেক ধন্যবাদ।

৩৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯

মোঃমোজাম হক বলেছেন: বুঝতে পারছি,রীতিমতো গভেষনা করেই লিখেছেন।

খুব ভাল লিখেছেন যদিও কোথাও কোথাও খটকা লেগেছে।
তবে আশাকরছি আগামি ছুটিটা দেশে না কাটিয়ে মিশরে কাটাবেন।আরো অনেক কিছু জানা যাবে
ধন্যবাদ

২২ শে মে, ২০১৪ দুপুর ১২:২৬

মধুমিতা বলেছেন: খাটুনি একটু হয়েছে সন্দেহ নাই। এটা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত তত্ব নয়। তবে অনেকেই এটার উপর লিখছেন।

২ বার মিশর যাবার এটেম্পট নিয়েছি, কিন্তু সফল হতে পারিনি। যোগ্য সঙ্গীর অভাব।

৩৬| ৩১ শে মে, ২০১৪ সকাল ৭:৫৪

সকাল হাসান বলেছেন: কঠিন গবেষনা করেছেন বুঝা গেল।

চমৎকার লিখেছেন। :)

+++++

০১ লা জুন, ২০১৪ দুপুর ১২:১৮

মধুমিতা বলেছেন: অনেক ধন্যবাদ। গবেষণা ঠিক আমার না। অনেকেই করেছেন। আমি বিভিন্ন জায়গা থেকে জোড়া দিয়ে একটা পরিপূর্ণ রূপ দিয়েছি।

ধন্যবাদ আপনাকে।

৩৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫২

মুদ্রা সংগ্রাহক বলেছেন: আদ জাতি যে ছিল সেটা আমি অস্বীকার করছিনা, কিন্তু তার সাথে মিশরীয় ফারাওদের কি গুলিয়ে ফেলা পুরোপুরি ভুল। পুরো পোস্টটিতে প্রচুর তথ্যগত ভুল আছে। সবগুলি নিয়ে আলোচনা করতে গেলে প্রচুর সময় প্রয়োজন।

কয়েকটা ব্যাপার নিয়ে বলে নেই, তাহলে হয়তো বেশীরভাগ ভুলগুলো সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

আপনি যে ছবিগুলি পোস্ট এ ব্যবহার করেছেন তা মূলত পিরামিড, ভ্যালি অব দ্য কিংস/কুইনস/নোবলস, কার্নাক মন্দির, এডফু মন্দির আর ফিলে মন্দির এর। গিজার পিরামিড তৈরী হয়েছিল ৪র্থ ডাইনাস্টির সময় যেখানে ভ্যালি অব দ্য কিংস/কুইনস/নোবলস হচ্ছে নিউ কিংডম এর সময়কার। দুই ডাইনাস্টির মধ্যে অনেক বছরের ব্যবধান। ভ্যালি অব দ্য কিংস কিন্তু পিরামিড এর পাশে না। পিরামিড হচ্ছে কায়রোতে আর ভ্যালি অব দ্য কিংস হচ্ছে লাক্সার এ। দুই শহরের মধ্যে দূরত্ব ৬০০ কিলোমিটার এর বেশী। বিভিন্ন ডাইনেস্টি তে মিশনেরর রাজধানী বিভিন্ন জায়গায় ছিল এবং রাজধানীর আশেপাশে গড়ে উঠেছে মন্দির আর কবরগুলো। নীলনদের পূর্বতীরে মন্দিরগুলি আর পশ্চিম তীরে কবরগুলো।

একই ছবিতে বিভিন্ন আকৃতির মানুষ দিয়ে বোঝানো হয়নি যে কেউ অতিরিক্ত লম্বা ছিল কিংবা কেউ অতিরিক্ত খাটো। বরং ক্ষমতাশালী বা দেবতাদের ছবি আঁকা হয়েছে বড় করে আর দাসদাসীদের ছোট করে। যদিও এরও ব্যতিক্রম আছে।

এছাড়াও আপনি ছবি দিয়েছেন এডফু আর ফিলে মন্দিরের যে মন্দিরগুলি তৈরী ই হয়েছে গ্রীক রোমান পিরিয়ডে এবং এগুলোতেও দেখা যায় বড় করে ফারাও দের আাঁকা হয়েছে কিংবা বড় করে মূর্তি বানানো হয়েছে। গ্রীক রোমান পিরিয়ডে মন্দিরগুলি বানানোর সময় নিশ্চয় আদ জাতির অস্তিত্ব ছিলনা।

আপনি যে ওবেলিস্ক এর ছবি দিয়েছেন তা বন্ধ করে দেওয়ার পিছনে কারণ হলো ওবেলিস্ক এর পাথরের মধ্যে ফাঠল ধরে যাওয়া অন্য কোন কারণ নেই।

অন্যান্য তথ্যগত ভুলগুলি নিয়ে এখন আলোচনা করলাম না। আগ্রহী হলে ভবিষ্যতে আলোচনা করা যাবে।

১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০০

মধুমিতা বলেছেন: আমি স্বীকার করছি আমার জানার সীমাবদ্ধতা আছে। গবেষকরা এখন মনে করেন পিরামিড অনেক পুরানো।
আমি লেখাতেই বলেছি -Recent geological studies indicate that the Great Pyramid and the Sphinx may be at least 10,000 years older than traditional scholars have thought.

সুতরাং আদ জাতির সাথে ফারাওদেরকে গুলিয়ে ফেলা হচ্ছে না। আদ জাতির সাথে গিজা'র পিরামিডকে সম্পর্কিত করা হচ্ছে।

ফারাওরা উচ্চ মিশর/নিম্ন মিশরে রাজধানী করেছিলেন। তার আশে পাশেই তাদের মন্দির ও গোরস্থান ছিল।
আমার পোস্টে তথ্যগত ভুল এটা যে- পিরামিডের পাশের কিংস ভ্যালিতে নয় (ভ্যালি অব কিংস- লুক্সরে), বরং সেখানের মন্দির ও সংলগ্ন গোরস্থানে মমিগুলো পাওয়া যায়। আমি Khufu, Khafre, Menkaure'র ভ্যালিগুলোকে কিংস ভ্যালি বলে চিহ্নিত করেছিলাম। এটা আসলে আমার ভাষাগত ভুল।

আমি আমার পোস্টে স্পষ্টতঃই বলেছি গিজা'র গ্রেট পিরামিড তৈরির জ্ঞান পরবর্তী জাতিগোষ্ঠীদের মাঝে প্রবাহিত হতে পারে। তাই বিভিন্ন জায়গায় ছোট ছোট পিরামিড পাওয়া গেছে, সুদানেও পিরামিড পাওয়া গেছে। মাঝে মাঝে তার ভেতরে মমিও পাওয়া গেছে। কিন্তু গ্রেট পিরামিডের গল্পতো একটু অন্য রকমই।

বিভিন্ন মন্দিরে বিভিন্ন রাজা/রানী ও দাসদের ছোট বড় ছবির ব্যখ্যা আমি পোস্টেই দিয়েছি। আরেকবার পড়লে বুঝতে পারবেন। দাসদের বৃহৎ ছবিও পাওয়া গেছে।

জ্ঞান প্রবাহিত হয়। আমরা কিভাবে জানি গ্রীক বা রোমানরা আ'দ জাতি সম্পর্কে জানত না?

ওবেলিস্ক এর পাথরে ফাঁটল ধরা- এটা কিন্তু একটা অনুমানই মাত্র। ঠিক তেমনি আমার পোস্টেও কিছু অনুমান করা হয়েছে।

১টা মাত্র সুতা দিয়ে কখনো জামা বানানো যাবে না। কিন্তু অনেক সুতা দিয়ে ১টা জামার আকার দাঁড় করানো নিশ্চয়ই যাবে।

প্রসঙ্গঃত আমার পোস্টে তেমনি একটা ধারণা দেয়া হয়েছে মাত্র। আপনার কাছে নতুন কোন তথ্য থাকলে অবশ্যই স্বাগতম জানাব। ভালো থাকবেন।


৩৮| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:০৯

প্রফেসর এরোনেক্স বলেছেন: ভাল লাগল।

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

৩৯| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২৫

আরোগ্য বলেছেন: কিছুদিন ধরে পিরামিড রহস্য উদঘাটন করার চেষ্টা করছি। কতগুলো রিসার্চ ভিডিও দেখলাম এবং কতগুলো লেখাও পড়লাম। মাশা-আল্লাহ আপনার সিরিজ অসাধারণ হয়েছে। Well I can say, I am fully convinced till now, Alhamdulillah.

এজন্যই সামু আমার এতো প্রিয়। সামুতে তথ্যের বিশাল ভাণ্ডার আছে। আল্লাহ আপনার পরিশ্রম এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.