নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never Say Never Again

...

মধুমিতা

আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...

মধুমিতা › বিস্তারিত পোস্টঃ

আরব কার্টুন-২ (আরব ডায়েরি-৮২)

১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৪

১ম পর্ব



আগের একটি পর্বে বেশ কিছু আরব কার্টুন দিয়েছিলাম। অনেকেই পছন্দ করেছিলেন। এবার আরো কিছু নিয়ে হাজির হলাম। এবারের পর্বটি এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে।



এরা পড়ালেখায় একেবারেই মনযোগি নয়। অনেকটা বাধ্য হয়েই লেখাপড়া করে। প্রায়ই নিউজ আসে ছাত্রের হাতে শিক্ষক প্রহৃত।



















পরীক্ষা এদের কাছে চরম আতংক। কোনমতে পাশ করে। নকলে এরা সিদ্ধহস্ত।













পরীক্ষা শেষ মানেই মুক্তির আনন্দ।































কিন্তু কোনমতে পাশ করে বের হলেও কাংখিত চাকুরি পাওয়াটা এত সহজ নয়। সব জায়গায় আছে লবিং।



















এদের একটাই লক্ষ্য কোনমতে পড়ালেখার পাট চুকিয়ে বড় সরকারি চাকুরি নিয়ে ম্যানেজার হওয়া। কাজ করবে কে? বিদেশীরা আছে না?



কার্টুন সূত্রঃ সৌদি গ্যাজেট, আরব নিউজ

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

B-)
মজা লাগলো।

১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৯

মধুমিতা বলেছেন: :) :)

২| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হাহা। বেশ লাগল।

১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৫০

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

৩| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভাই মজা পেলুম। আপনাকে ধন্যবাদ।

১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৫০

মধুমিতা বলেছেন: ;) আপনাকেও ।

৪| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৭

আমি স্বর্নলতা বলেছেন: মজা পেয়েছি। :D

১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৫১

মধুমিতা বলেছেন: ধন্যবাদ। =p~ =p~

৫| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৬

মোঃমোজাম হক বলেছেন: কাটুন যে সমাজের কথা বলে,এটা তারই নিদর্শন :)

মজা পেলাম

১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৮

মধুমিতা বলেছেন: তা তো বটেই। মাঝে মাঝে অবাক হই কিভাবে পত্রিকাগুলো এসব কার্টুন অকপটে ছাপায়?- সেন্সরশিপ মনে হয় এখন একটু ফ্লেক্সিবল।

৬| ১৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪১

আদম_ বলেছেন: ওরা কি কিছুটা নির্বোধ। বড়লোকের অপদার্থ কুপুত্রের মতো।

১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:০২

মধুমিতা বলেছেন: এক বাক্যে নির্বোধ বলা যাবে না। বুদ্ধিমান বলেই প্রায় কোটি খানেক বিদেশী দিয়ে নিজেদের কাজ করিয়ে নেয়।

তবে টাকার অহমিকা এদেরকে পরনির্ভরশীল করে তুলছে - সন্দেহ নেই। এমনিতেই টাকা আছে, পড়ালেখা, জ্ঞানের দরকার কি?

৭| ১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

সুমন কর বলেছেন: সুন্দর !!

১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:০২

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

৮| ১৯ শে জুন, ২০১৪ রাত ১০:২৫

বোকামানুষ বলেছেন: মজা লাগলো কার্টুনগুলো দেখে :D

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৪

মধুমিতা বলেছেন: ধন্যবাদ। =p~

৯| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১:৩৪

ছবিঘর বলেছেন: মজা পাইলাম =p~ =p~ =p~ =p~

২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৬

মধুমিতা বলেছেন: :D :D

১০| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১:১৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এদের পোশাকটাও ডিজাইন করা হইছে এমন ভাবে যে এইটা পইরা কাজকর্ম নড়াচড়া সবই ঝামেলার মনে হইতে পারে। তাই একখানে হাত পা ছড়াইয়া বা কোথাও হেলান দিয়া পইড়া থাকাই সুবিধা। এই কারিণেই এরা আইলসা। যেমন মানুষ এমন পোশাক।

১১| ৩০ শে জুন, ২০১৪ রাত ২:০২

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও এইসব দেশের শিক্ষাব্যাবস্থা আর শিক্ষার্থীদের ব্যাপারটা দারুন ভাবে ফুটে উঠেছে কার্টুনগুলিতে। আমার অভিজ্ঞতাও এটাই বলে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.