নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never Say Never Again

...

মধুমিতা

আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...

মধুমিতা › বিস্তারিত পোস্টঃ

আরবের বেদুঈন, সুক তালাতা এবং হেরিটেজ মিউজিয়াম-২ (আরব ডায়েরি-৮৭)

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১১





১ম পর্ব



এক মঙ্গলবারে উসামা ফোন দিল। সে সুক তালাতা যাবে, আমি যাব কিনা? না করার প্রশ্নই আসেনা। উসামা’র গাড়ীতে ফারুক স্যারও ছিলেন। উসামা রাফসানের জন্য বাচ্চা বদু মুরগী কিনবে। রাফসানের ১ বছর হতে চলল, বদু মুরগী খাইয়ে তাকে শক্ত সামর্থ বানাতে হবে। বাজার অনেক জমজমাট। স্যার ও উসামা কয়েকটি মুরগী কিনল। আমি কিছুই কিনলাম না, বাসায় যথেষ্ট মজুদ আছে। শুধু বাজার ঘুরে দেখার জন্য এসেছিলাম।

ফেরার পথে হঠাৎই থমকে দাঁড়াতে হলো। এক সৌদি খাচায় ভরে বিশাল এক সজারু নিয়ে এসেছে। সজারুর কাটাগুলো ভয়ংকরভাবে খাড়া হয়ে ছিল। আমাদের উৎসুক চোখ দেখেই সৌদি আমোদিত কন্ঠে ডাকতে লাগল-

“মিয়া মিয়া, সেম সেম দিজাজ” ( এটা দারূণ, একদম মুরগীর মতো)। আমরা ভেবে পেলাম না- সজারু খাওয়াও কি হালাল নাকি?



গাড়ী নিয়ে বেরোবার পথে প্রচন্ড ভীড়। উসামা তাই এক নতুন পথে গাড়ী চালাল। কিছুদূর যেতেই এক প্রশস্ত জায়গায় “সিভিলাইজেশন মিউজিয়াম” চোখে পড়ল। এখানে একটা মিউজিয়াম আছে জানতাম, কিন্তু মূল রাস্তা থেকে তা সবসময়ই বন্ধ মনে হয়েছে। ভেতর দিক দিয়ে আরেকটি রাস্তা থাকবে ভাবিনি। আমি উসামাকে গাড়ী থামাতে বললাম। এসেছি যখন একটু দেখেই যাই। মাগরিবের নামাজের সময় প্রায় হয়ে এসেছে, মিনিট দশেকের মতো পাওয়া যাবে। ভেতরে ঢুকতেই ট্রাউজার/টি শার্ট পরিহিত এক সৌদি আমাদেরকে স্বাগত জানাল। সে চমৎকার ইরেজি বলে। আলাপ পরিচয়ে জানা গেল- তার নাম হামুদ আলগামধি। ১২ বছর ধরে তিল তিল করে ব্যক্তিগত এই জাদুঘরটি সে তৈরি করেছে। এখন পর্যন্ত তার ১০/১২ লাখ রিয়াল খরচ হয়েছে । প্রবেশ পথেই পুরনো হাতে লেখা একটি কোরআন শরীফ রাখা আছে। ১০ হাজার রিয়ালে কেনা এই কোরআনের দাম ৫০ হাজার রিয়াল পর্যন্ত উঠেছে।









সময় ছিল না, তাই এক নজর চোখ বোলালাম। গ্রিক ও মোঘলদের অনেক জিনিসই চোখে পড়ল। ছোট্ট ছিমছাম জাদুঘরটিতে সারাটি দিন কাটিয়ে দেয়া যাবে। একপাশে দেখলাম বিভিন্ন দেশের নোট ও মুদ্রা সাজিয়ে রাখা। বাংলাদেশের কোন নোট দেখলাম না অথচ পাকিস্তানি জিন্নাহ’র নোট ঠিকই শোভা পাচ্ছে। কোথায় যেন পড়েছিলাম বাংলাদেশের ২ টাকার পুরানো নোটটি সবচেয়ে সুন্দর নোট হিসাবে বিবেচিত হয়েছিল। ভাবলাম বাংলাদেশের ২ টাকার নোটটিতো এখানে জায়গা নিতে পারে।





হামুদকে বললাম – অল্প সময়ে আমি সবকিছু দেখতে পারব না। তোমার মিউজিয়াম ভালোভাবে দেখতে হলে আরো সময়ের দরকার। আমি একদিন বিকালে চলে আসব। সাথে আমার ওয়াইফ ও আরো কয়েকটি ফ্যামিলি থাকতে পারে।



হামুদ আনন্দচিত্তে বলল – কোন সমস্যা নেই। তুমি যে কোনদিন আসরের পরে চলে আস। তবে আসার আগে একটা ফোন দিয়ে এস।



মনে মনে একটা ২ টাকার নোট খোঁজার প্রতিজ্ঞা নিয়ে মিউজিয়াম হতে বের হয়ে এলাম।



(চলবে)



৩য় পর্ব

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার কাছে মেবি একটা পুরানো ২ টাকার নোট আছে। অনেকদিন পর আপনার পোষ্ট পড়লাম। আশা করি ভালো আছেন ভাই।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭

মধুমিতা বলেছেন: দোয়েল পাখির নোটটা অনেক সুন্দর ছিল। এখন মনে হয় আর ছাপা হয় না। আমি কয়েকটা কালেক্ট করেছি।

অলস হয়ে গেছি। অনেক লেখার আছে কিন্তু টাইপ করতে মন চায় না।

ভালো থাকবেন।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

আবু শাকিল বলেছেন: পর্ব চলুক :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৮

মধুমিতা বলেছেন: চলবে। পড়তে থাকুন।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৫

আদম_ বলেছেন: অপেক্ষায় ছিলাম। পোস্ট দিতে দেরী করবেন না প্লিজ। চলুক।

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬

মধুমিতা বলেছেন: শীঘ্রই পরের পর্ব দিয়ে দেব। অপেক্ষার জন্য ধন্যবাদ।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: দুই টাকার নোট যদি ঐ মিউজিয়ামে না থাকে, তবে সংগ্রহ করে হামুদকে দিতে পারেন। তাতে আমাদের দেশের একটা মুদ্রা সেখানে স্থান পাবে এবং অনেকেই দেখবে। পোস্ট ভালো লাগলো। পরবর্তী পোষ্টে চোখ বুলাতে চেষ্টাও করবো। ধন্যবাদ মধুমিতা।

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭

মধুমিতা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। পরের পর্বে আপনার উত্তর পেয়ে যাবেন।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

কাবিল বলেছেন: চালিয়ে যান সাথে আছি

০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪

তুষার কাব্য বলেছেন: চমত্কার সিরিজ....সাথে আছি,চলুক..

শুভকামনা...

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২

মধুমিতা বলেছেন: ;) আপনাকেও শুভকামনা।

৭| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

আহমাদ জাদীদ বলেছেন: ২ টাকা দিয়ে দেন :P

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৬

মধুমিতা বলেছেন: দিয়েছিলাম .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.