নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never Say Never Again

...

মধুমিতা

আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...

মধুমিতা › বিস্তারিত পোস্টঃ

Song of Solomon-১ (জানা অজানা-২)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৫



আবহাতে ইসলামী এক বর্ক্তৃতায় সর্ব প্রথম “Song of Solomon” এর কথা জানতে পারি। নবী দাউদ (আঃ) এর পুত্র হযরত সোলায়মান (আঃ) একজন প্রতাপশালী বাদশাহ ও নবী ছিলেন। ইহুদীরাও তাঁকে নবী বলে মানে। ইহুদীরা সোলায়মান (আঃ) এর টেম্পল ও ডিভাইন সিন্দুকের জন্য তাঁকে বিশেষ সন্মান করে থাকে।

“Song of Solomon” বাইবেলের ওল্ড টেস্টামেন্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ইহুদীরাও এটাকে হিব্রু বাইবেলের একটি গুরুত্বপূর্ণ স্ক্রল হিসাবে বিবেচনা করে থাকে। “Song of Solomon” অন্যান্য চ্যাপ্টারের ন্যায় ধর্মীয় বিধি নিষেধ সংবলিত কোন বাণী নয়, বরং এখানে প্রেমময়, কামাসাক্ত ভালোবাসার বর্ণনা রয়েছে।


মুসলিমরা তাওরাত ও ইঞ্জিলকে আল্লাহর বানী বলে বিশ্বাস করে। নতুন কিতাব আসার সাথে সাথে আগের কিতাব তার কার্যকারীতা হারায়। তাই নতুনদের কাছে আগের কিতাব ধরে রাখার কোন প্রয়োজনীয়তা ছিল না। যারা পথভ্রষ্ট হয়ে আগের কিতাবেই আস্থা রেখেছিল- তারা যুগে যুগে নিজেদের প্রয়োজনে তাদের কিতাবকে সংশোধন করেছে, অনেক কিছু বিকৃত করেছে, যোগ করেছে। সময়ের সাথে সাথে অনেক কিছু হরিয়েও গেছে। পৃথিবীর পন্ডিতরা এ বিষয়ে একমত যে, ডিভাইন তাওরাত ও ইঞ্জিল পৃথিবীতে আর নেই।

একমাত্র ডিভাইন কিতাব যা আজও টিকে আছে তা হচ্ছে –আল কোরান। আল কোরান সর্বশেষ নাযিল হয়েছে যা সকল মুসলিম আঁকড়ে ধরে আছে, নতুন কোন কিতাব না আসার কারনে তাওরাত ও ইঞ্জিলের মতো তা হারিয়ে যায়নি। এমনকি আল্লাহ এই কিতাবকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন যা অন্য কোন কিতাবের জন্য দেয়া হয়নি।

আমিই কুরআন অবতীর্ণ করেছি, আমিই এর সংরক্ষণকারী। (আল কোরান ১৫:০৯)

এতদসম্পর্কে যদি তোমাদের কোন সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি তাহলে এর মত একটি সূরা রচনা করে নিয়ে এস।তোমাদের সেসব সাহায্যকারীদেরকে সঙ্গে নাও-এক আল্লাহকে ছাড়া,যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।
আর যদি তা না পার-অবশ্য তা তোমরা কখনও পারবে না,তাহলে সে দোযখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর,যার জ্বালানী হবে মানুষ ও পাথর।যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য।(আল কোরান ২:২৩-২৪)


এধনের কোন চ্যালেঞ্জ এখন পর্যন্ত কেউ নিতে পারেনি। আল্লাহর প্রতিশ্রুতি মতো আল কোরান অবিকৃত রয়েছে।

তাওরাত ও বাইবেল বিকৃত হলেও এর মাঝে কিছু কিছু সত্য বাণী রয়ে গেছে। মানুষের প্রতি ভালো আচরণ, সৎ পথের আদেশ, একাত্ববাদে বিশ্বাস, কিছু ঐতিহাসিক ঘটনা- এগুলোতো মিথ্যা হয়ে যেতে পারেনা।
তাই আলেমদের মতে -যেসব বাণী ও ঘটনা পবিত্র কোরআনের বিপরীতে নয় তা আমরা রেফারেন্স হিসাবে গ্রহন করতেই পারি। ধরে নিতে পারি সেই তথ্যগুলি বিকৃতির হাত থেকে বেঁচে গেছে।

সেদিক থেকে আমরা নিশ্চিত নই- “Song of Solomon” দৈব কিতাবের অন্তর্ভুক্ত ছিল কিনা, নাকি এটি সাধারণ কোন প্রেমাসক্ত কবিতা যা পরবর্তীতে ওল্ড টেস্টামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমার ধারনা- কবিতাটি পরিবর্তিত হয়েছে অথবা সত্য ঘটনার/তথ্যের উপর ভিত্তি করে লিখিত কবিতাটি পরবর্তীতে ওল্ড টেস্টামেন্টে ঢুকে পড়েছে। কিন্তু ঘটনা বা দূর্ঘটনাক্রমে কবিতাটিতে এমন একজনের কথা বলা হয়েছে, এমন একজনের ভবিষৎবানী করা হয়েছে- যার জন্য ইহুদীরা যুগ যুগ ধরে অপেক্ষা করেছে। বিকৃতির পরও কবিতার মূলভাবটি অবিকৃতই থেকে গেছে।

ইহুদীরা যুগ যুগ ধরে শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্য অপেক্ষা করছিল।

(চলবে)

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

অন্ধবিন্দু বলেছেন:
সাথে আছি, মধুমিতা। পর্বটি শেষ করুন, সময় করে কথা বলার ইচ্ছে রাখি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০১

মধুমিতা বলেছেন: আশাকরি আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের তথ্যভান্ডারকে সমৃদ্ধ করবেন।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রথম পর্বেই আগ্রহ বাড়িয়ে দিয়েছেন বিষয়টা সম্বন্ধে পুরোপুরি জানার। আমিও সাথেই আছি মধুমিতা। চালিয়ে যান। শুভ কামনা রইলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০২

মধুমিতা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ। আগ্রহ বাড়িয়ে দেবার মতো ঘটনা বটে।

ভালো থাকবেন।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৬

জাফরুল মবীন বলেছেন: ইসলামী বিষয়ে চিন্তা উদ্রেককারী এবং তথ্যপূর্ণ বিশ্লেষণধর্মী আপনার লেখাগুলো আগ্রহ নিয়ে পড়ছি।পরবর্তী অংশের অপেক্ষায় রইলাম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

অাল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪

মধুমিতা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চেষ্টা করছি, যা কিছু পড়ছি সবার সাথে শেয়ার করার।

পরবর্তী পর্ব শীঘ্রই দিয়ে দেব।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪১

আবু শাকিল বলেছেন: চলুক।
সাথে আছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৮

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

ইমরান আশফাক বলেছেন: আমি তো আপনার গবেষনাধর্মী পোস্টের জন্যে অধীর আগ্রহে বসে থাকি, ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

মধুমিতা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০২

আজমান আন্দালিব বলেছেন: সাথে আছি ...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০

মধুমিতা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৮

আছিফুর রহমান বলেছেন: প্রথম পরবে আপনি পাঠকদের যাদু করেছেন, আপনার লেখার জাদু আশা করি আপনার লেখার সাথেই থাকবে, আমিও থাকবো

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

মধুমিতা বলেছেন: হা হা .... সাথে থাকার জন্য ভালোবাসা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.