নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never Say Never Again

...

মধুমিতা

আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...

মধুমিতা › বিস্তারিত পোস্টঃ

এক্সোডাস কোথায় হয়েছিল? পর্ব-১ (আরব ডায়েরি-১১৩)

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৭



সেমিস্টার ব্রেকে ১ সপ্তাহের ছুটি। আগে হতেই আবু সাঈদ ভাইয়ের সাথে আলাপ চলছিল, ছুটিতে কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা। আলাপ আলোচনায় সিদ্ধান্ত হলো, মক্কায় ওমরাহ করে মদীনা যেতে পারি। সেখান হতে সময় হলে আল-উলার মাদায়েন সালেহ যাওয়া যাবে। সাঈদ ভাইয়ের খুব আগ্রহ সামুদ জাতির পরিত্যাক্ত এলাকাটি দেখবেন। আমার মাথায় তখন অন্য চিন্তা খেলা করছে। যদি আমার প্ল্যান কাজে লাগে, তাহলে এটা হবে আমার ভ্রমণের অন্যতম পাওয়া।

আমাদের ভ্রমণে আমরা ৪ জন। আমি, আবু সাঈদ ভাই, হানিফ ভাই ও ফিরোজ ভাই। আমরা সবাই আবু সাঈদ ভাইয়ের ৯০ সালের টয়োটা ক্রেসিডা নিয়ে অভিযানে বের হব। এই গাড়ী নিয়ে মক্কা, মদীনা যাওয়াটাই অনেক সাহসের কাজ। সেখানে আমি বিশাল এক প্ল্যান ছক করে বসে আছি।

মতিউর রহমান মাদানী খামিস মোশায়েতে ইসলামিক অনুষ্ঠানে এসেছেন। ৩০ মার্চ, বৃহঃবার সারাদিন ওনার সাথে ছিলাম। আমাদের আবহা টিমের দায়িত্ব ছিল অনুষ্ঠানটি সূচারোভাবে দাঁড় করানো। আমরা প্ল্যান করে রেখেছি শুক্রবার সকালে আমাদের যাত্রা শুরু করব। কিন্তু মতিউর রহমান মাদানী’র বক্তব্য শেষ হতে না হতেই আবু সাঈদ ভাই জানালেন, আজ রাতেই আমরা রওনা হব। আজ রাতে রওনা দিলে আগামীকালের জুম্মার নামাজ মক্কার হারাম শরীফে পড়া যাবে। এদিকে আমার কোন কিছুই গোছানো নেই। বাসায় এসে কোনমতে ব্যাগ গুছিয়ে রাত ১২টায় আমাদের যাত্রা শুরু করলাম।

যেকোন ভ্রমণ উপভোগ্য হয়ে উঠে যদি সাথের সঙ্গীরা মনমানসিকতায় একই রকম হয়। তবে বেশীরভাগ ভ্রমণেই সেই সৌভাগ্য আসে না। গাড়ী ছাড়ার সাথে সাথে আমি বুঝে গেলাম- আমরা সবাই প্রায় একই রকম। আমাদের মাঝে আন্তরিকতা ও ছাড় দেয়ার মনোভাবে ঘাটতি নেই।

আবু সাঈদ ভাই ড্রাইভ করছেন। বাকীরাও পালাক্রমে ড্রাইভ করবেন। ম্যানুয়াল গাড়ী বলে আমি ড্রাইভ করব না। আমাদের গাড়ী জিজানের পথ ধরে মক্কার দিকে ছুটে চলছে ১৫০ কি.মি. গতিতে। তখনও জানতাম না এ ভ্রমণে কত চমক বাকী আছে।


(চলবে)


মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আজকেই মোজাম ভাই আপনার কথা বলেছিলো, আজকেই আপনার পোস্ট!!

এই পোস্টে হবে না ভাই, এটা কিন্তু ফাকিবাজি পোষ্ট হলো! X( জলদি বাকি অংশ দেন।

১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৭

মধুমিতা বলেছেন: আসবে ভাই। এটাতো ভূমিকা। এত লেখা যে পড়তে পড়তে বিরক্ত হয়ে যাবেন। শুধু আশা করেন যাতে আমি ধৈর্য্য ধরে রাখতে পারি।

ভালো থাকবেন। মোজাম ভাইয়ের সাথে আমারও কথা হয়েছে। ফেসবুকে আপনাকে দেখলাম, এ্যাড করে নেব।

২| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৮

মলাসইলমুইনা বলেছেন: প্রতীক্ষায় আছি, বেশি অপেক্ষায় রাখবেন না কিন্তু !

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

মধুমিতা বলেছেন: তাড়াতাড়ি আসবে।

৩| ১১ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

রাবেয়া রাহীম বলেছেন: আরও বিশদ জানার অপেক্ষায়

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৭

মধুমিতা বলেছেন: লেখা চলছে।

৪| ১১ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


"আমাদের গাড়ী জিজানের পথ ধরে মক্কার দিকে ছুটে চলছে ১৫০ কি.মি. গতিতে। "

-৯০ সালের টয়োটা ক্রেসিডা ঘন্টায় ৯৩ মাইল বেগে গাড়ী চলছিলো? ভালো

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫০

মধুমিতা বলেছেন: ক্রেসিডার প্রাণ হচ্ছে বিড়ালের প্রাণের মতো। অনেকেই শুধু এই কারনে ক্রেসিডা কিনে থাকেন। আবু সাঈদ ভাই জানালেন গাড়ীটি ৯৪ মডেলের এবং আমাদের ভ্রমণে সর্বোচ্চ গতিবেগ ছিল ১৭০ কিমি।

৫| ১১ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

ফেরদৌসা রুহী বলেছেন: চমকের অপেক্ষায় আছি

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫০

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

৬| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৫

মো: নিজাম গাজী বলেছেন: সুন্দর লেখনী। আপনার লেখনী পরে অনেক কিছু শিখতে পারলাম। শুভকামনা প্রিয় লেখিকা।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫০

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

৭| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৪

রুহুল আমিন খান বলেছেন: অপেক্ষায়...........................

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫১

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

৮| ১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১০

হাসান রাজু বলেছেন: অনেক দিন পর তা ও মিনি পোস্ট নিয়ে । মন ভরে নাই ভাই । তারাতারি পরের পোস্ট দিয়ে দিন । অপেক্ষায় থাকলাম ।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫১

মধুমিতা বলেছেন: ভূমিকা মাত্র। বড় করে লিখব ইনশাআল্লাহ।

৯| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

ঢাকার লোক বলেছেন: ৯০ সালের টয়োটা ক্রেসিডা ঘন্টায় ৯৩ মাইল বেগে চলছিলো? চাঁদগাজী ভাই অকারণে অবাক হন নি, মক্কার আগেই যে স্বর্গে পৌঁছে যাননি সে মহান আল্লাহর অপার মহিমা ! ভবিষ্যতে স্পিড লিমিট মেনে চলতে চেষ্টা করবেন, জীবন নিরাপদ হবে, আরো লিখার সুজোগ পাবেন।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৮

মধুমিতা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। সৌদি আরবের ইনফ্রাস্ট্রাকচার , বিশেষ করে রোড খুবই উন্নত। হাইওয়েতে এখানকার বৈধ গতিসীমা ১২০ কিমি। কিছু কিছু জায়গায় তারুণ্যের উন্মাদনায় গতিবেগ অনেক উপরে উঠে যায়। অবশ্যই এটা এভোয়েড করা উচিত। তবে লক্ষ্য করবেন আমরা ভোর ৮ টা নাগাদ মক্কা পৌছি। আমাদের আবহা হতে মক্কার দূরত্ব ৬৫০ কিমি, আমাদের ৮ ঘন্টা লেগেছিল। অর্থাৎ আমাদের এভারেজ গতিবেগ অনেক কম ছিল।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৮

আবু তালেব শেখ বলেছেন: ভাল লাগছিল। তবে পর্বটা মিনি টাইপের। আরো বড় করেন

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৩

মধুমিতা বলেছেন: পরের পর্বগুলো বড় হয়েছে।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৭

অভিজিৎ দাস বলেছেন: ভালো হয়েছে । আগামী পর্ব আরো বড় চাই, বড্ড ছোট হয়ে গেল । শুরুর আগেই শেষ ।

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২

মধুমিতা বলেছেন: আরো ২ পর্ব দিয়ে দিয়েছি।

১২| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৮

মোঃমোজাম হক বলেছেন: ভাল অভিজ্ঞতার কথা শুনতে প্রতীক্ষায় রইলাম :)

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২

মধুমিতা বলেছেন: আরো ২ পর্ব দিয়ে দিয়েছি। পড়ে ফেলুন।

১৩| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

তারেক ফাহিম বলেছেন: পড়লাম
২য় পর্বতে গিয়ে দেখি গাড়ী কতটুকু গেলো।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৬

মধুমিতা বলেছেন: অবশ্যই

১৪| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫০

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.