নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই পৃথিবীতে সবার অবসর যাপনের সুযোগ রয়েছে, ছুটি ভোগ করার অধিকার আছে। কিন্তু আমার নেই কোনো ছুটি। প্রতিদিন আমার কর্মদিন, প্রতি মুহূর্ত আমার কর্মব্যস্ততার মুহূর্ত। দুনিয়ার যে কোনো মুসাফির চাইতে পারে একটু আরাম, একটু বিশ্রাম, কিন্তু জীবনে সদা চলমান কাফেলার আমি

রোজনামচা

সাধারণ ছেলের অসাধারণ সব চিন্তা।

রোজনামচা › বিস্তারিত পোস্টঃ

অণু চিন্তা (২)

০৬ ই জুন, ২০১৮ রাত ১:০৩

(৩৪)





অণু চিন্তা (২)
সুদূর পথের যাত্রী ও ব্লক…
জীবনের যত ভুলের ভুল নম্বর ফোর পাঠ করে "সুদূর পথের যাত্রী "আমাকে কিছু শেষ নসীহত তরে মরার পথের যাত্রী হয়েছে৷ সে আমাকে ব্লক করেছে৷
আমি কিছু দিন থেকে ভাবছিলাম যার নামের ঠিক পরিচয় নেই ছদ্মবেশী তাকে ফেন্ডলিস্ট থেকে বাদ দেবো৷ ছদ্মবেশী বন্ধু ভালো না৷
আজ থেকে আমার ছদ্ম নামের কথিত ফেইসবুক বন্ধু টন্ধুকে বাদ দেওয়া শুরু করলাম৷
আমার চিন্তার সুত্র না বুঝে আমার কথার শেষ না বুঝে যারা আমার সম্পর্কে হুকূম লাগায় তারা হুকুম জারী করুক এটি তাদের অধিকার৷ আর সরল গরল মনের ব্যথা বলে যাওয়া আমার অধিকার৷ অধিকারের সীমা ও সীমান্ত আমার জানা আছে আলহামদুলিল্লাহ৷
সাহিত্য নিয়ে লেখালেখি নিয়ে গর্ব অহং এর কিছু নেই৷
অহং ও আমিত্ব আত্মার ব্যাধি৷ রোগ৷ চিকিৎসা জুররী৷
তবে খুদী দর্শণ ও অহমিকা এক নয়৷ ফরাক বুঝতে হবে৷
আমি ঘোষিত মোল্লা৷ পোষাকে মোল্লা৷ চলনে মোল্লা৷ বলনে মোল্লা৷ অতীতে মোল্লা৷ ফিলহাল মোল্লা৷ আগামীর মোল্লা৷
মোল্লার খুদি থাকতে পারে কিন্তু অহমিকা থাকা উচিৎ নয়৷
সেই ব্লকদাতা আমি সাহিত্যের অহংকার করি তা বলিল৷
আজ অনু চিন্তা সিরিজের ১নং লেখায় অণুর জায়গায় অনু লিখলাম৷ কবি ওয়ালিউল ইসলাম ইনবক্সে অণু লিখতে বলল৷
তসহীহ করলাম৷
যে অণু লিখতে ভুল করে সে সাহিত্যের অহমিকা করে বিষয়টা বুঝলাম না৷
মেয়েরা সুন্দরি চেহারা নিয়ে বড়াই করে জানতাম৷ মালের বড়াই করে মূর্খ ধনিকরা৷
সাহিত্যিকগন সাহিত্য নিয়ে অহমিকা করেন তা জানতাম না৷
ও হে সুদূরের যাত্রী,
তোমার কথায় সু নেই৷
কুকথা ভালো না৷
মোল্লা ও লেখকের খুদি থাকবে৷
আল্লামা কবি ইকবালের খুদি ফালসাফা পড়া যেতে পারে৷
এই সমাজে মোল্লার খুদি থাকলে মোল্লা উন্নতি হবে৷ অগ্রগতি হবে৷ সমাজ এগিয়ে যাবে৷ সমাজে চৈন্তিক বিপ্লব হবে৷
মোল্লা হোক পড়ার মোল্লা৷ কাজের মোল্লা৷ মসজিদেও মোল্লা সমাজেও মোল্লা৷
জীবনে যত ভুল লিখছি খাঁটি মোল্লা হওয়ার অভিলাসে৷
সমাজে ও দেশে প্রয়োজন মোল্লা আলী কারী, মোল্লা জিয়ূন মোল্লা নিজাম উদ্দীন সাহালবী এবং মোল্লা মুহাম্মদ ওমর৷ রাহিমাহুমুল্লাহ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.