নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই পৃথিবীতে সবার অবসর যাপনের সুযোগ রয়েছে, ছুটি ভোগ করার অধিকার আছে। কিন্তু আমার নেই কোনো ছুটি। প্রতিদিন আমার কর্মদিন, প্রতি মুহূর্ত আমার কর্মব্যস্ততার মুহূর্ত। দুনিয়ার যে কোনো মুসাফির চাইতে পারে একটু আরাম, একটু বিশ্রাম, কিন্তু জীবনে সদা চলমান কাফেলার আমি

রোজনামচা

সাধারণ ছেলের অসাধারণ সব চিন্তা।

রোজনামচা › বিস্তারিত পোস্টঃ

অণু চিন্তা (৩)

০৬ ই জুন, ২০১৮ রাত ১:০৫

(৩৫)



অণু চিন্তা (৩)
মসজিদ বানাও
জান্নাতে তোমার ঘর হবে…
মসজিদটি নেত্রকোনা জেলার জামধলা বাজারে ৷ কংশের তীরে৷ কংশ একটি নদীর নাম৷
নদীর পাড়ের মসজিদ৷ ছলছল স্রোত বয়ে যাচ্ছে৷ পাল তোলা নৌকা৷ নানা রকম মাছ৷ বিলুপ্তপ্রায় প্রজাতির কিছু মাছ পাওয়া যায় এই কংশে৷
আল্লাহর ঘর মসজিদ৷ যে আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়৷ হাদীসে বর্ণিত হয়েছে এই ঘর নির্মাণের কথা৷
আমরা কত ভবন বানাচ্ছি৷ শহরের মসজিদে অপ্রয়োজনে টাইলস ও এসি ফিট করছি৷ বাথরুমেও টাইলস৷ আগামীতে মনে হয় মসজিদের বাথরুমেও এসি লাগানো হবে৷ কিন্তু জামধলার এই মসজিদের মতো হাজার হাজার মসজিদ অবহেলিত৷ অবহেলিত এই মসজিদের মতো ইমাম মুআজ্জিনরাও৷ বিলুপ্তপ্রায় মসজিদের মকতবও৷
শহরের ধনিক বনিক বা দীনদার ধনিকরা যদি গ্রামের মসজিদের একটু খবর রাখতো!
জামধলার এই মসজিদের জন্য কেউ যদি ইট শুরকি দিয়ে ওয়াল বানিয়ে দিতো!
রব,
তুমি আমারে কিছু টাকা দাও আমি এক ট্রাক ইট পাঠিয়ে মসজিদের দেয়ালটা তৈয়ারে সহযোগিতা করি৷
যে জাতি মসজিদ মাদরাসা অবহেলা করে তাদের বাহ্যিক উন্নতি হলেও অশান্তিতে থাকে মন, পরিবার ও সংসার৷
ঈদের আগে বেড়াতে গিয়ে ছিলাম এই কংশ তীরে৷
৩০/৯/১৫
মঙ্গলবার
ছুটির দিনে
শেরপুর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.