নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই পৃথিবীতে সবার অবসর যাপনের সুযোগ রয়েছে, ছুটি ভোগ করার অধিকার আছে। কিন্তু আমার নেই কোনো ছুটি। প্রতিদিন আমার কর্মদিন, প্রতি মুহূর্ত আমার কর্মব্যস্ততার মুহূর্ত। দুনিয়ার যে কোনো মুসাফির চাইতে পারে একটু আরাম, একটু বিশ্রাম, কিন্তু জীবনে সদা চলমান কাফেলার আমি

রোজনামচা

সাধারণ ছেলের অসাধারণ সব চিন্তা।

রোজনামচা › বিস্তারিত পোস্টঃ

প্রথম মানুষ পর্ব (২)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

এক সময় কিছুই ছিলো না, শুধু আল্লাহ ছিলেন।
তারপর আল্লাহ্ এ বিশ্বজগত সৃষ্টি করেলেন।
চাঁদ-সুরুজ, গ্রহ-তারা সৃষ্টি করলেন।
আসমান-যমীন, সাগর-পাহাড় সৃুষ্টি করলেন।
বিশ্বজগতের জানা-অজানা সব কিছু ‍তিনি আপন কুদরতে সৃুষ্টি করলেন।
কদরত মানে শক্তি ও ক্ষমাতা অসীম।
তিনি বললেন, হও ।
অমনি সব কিছু হয়ে গেলো।
এই বিরাট আসমান, এই চাঁদ-সুরুজ, গ্রহ-তারা সবকিছু হলো।
এই সুন্দর পৃথিবী, এই নদী- সাগর, পাহাড়- মরুভুমি সবকিছু হলো।
আল্লাহর অসীম কুদরতে সবকিছু হলো।
বিশ্বজগতের জানা- অজানা সবকিছু হলো।
পৃথিবীটা বড় সুন্দর হলো। গাছগাছালিতে সবুজ সজীব হলো।
যূর্যের আলোতে উজ্জ্বল হলো।
চাঁদের জোসনায় ঝলমলে হলো।
পৃথিবীটা বড় সুন্দর হলো। বন বনানীতে সবুজ সজীব হলো।
আল্লাহ তখন ইচ্ছা করলেন, তিনি মামুষ সৃষ্টি করবেন এবং মানুষকে পৃথিবীতে পাঠাবেন।
মানুষ পৃতিবীতে বাস করবে। পৃথিবীর সব কিছু ভোগ করবে।
আর আল্লাহর ইবাদত করবে।
আল্লাহর হুকুম মত নিজে চলবে। আল্লাহর হুকুম মত সব কিছু চালাবে।
পৃথিবীতে মানুষ হবে আল্লাহর খালীফা।
মানুষ হবে সৃষ্টির সেরা।
জ্ঞানে গুণে মানুষ হবে সবার উপরে, আর সবকিছু হবে মানুষের অধীনে।
বিশ্বজগতের সবকিছু মানুষের সেবা করবে। এবং আল্লার কথা মেনে চলবে।
তখন আল্লাহ খুশী হবেন। খুশী হয়ে মানুষকে পুরস্কার দেবেন।
চিরশান্তির জান্নাত হবে মানুষের পুরস্কার।



প্রথম পর্ব (১)



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

মেহেদী হাসান হাসিব বলেছেন: আরো পর্ব থাকবে?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

রোজনামচা বলেছেন: অনেক লেখা তো তাই অনেক গুলা পর্ব হবে ,
লেখার সময় পায়না যখন পায় তখন টাইপ

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: আপনার এই কবিতা
ব্লগার সনেট কবি এবং নতুন নকিব আশা করি খুব পছন্দ করবেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

রোজনামচা বলেছেন: কমেন্ট কারার জন্য অসংখ্য ধন্যবাদ ।
আরো (পর্ব) আছে। আশা করি সব পর্ব পড়ে দেখবেন !

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: ওহ আচ্ছা পরের পর্বের অপেক্ষায় থাকব। শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.